প্রত্যেক বুধবার সকাল ৫ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে রওনা দিয়ে একই দিনে ১ টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে ট্রেনটি।

বালাসোর ট্রেন দুর্ঘটনার পর মামলা! রেল যাত্রায় এখন সুরক্ষা কতটা, জানাল সুপ্রিম কোর্ট

রেলের 'কবচ' (KAVACH) সিস্টেমের ভূয়সী প্রশংসা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রেল যাতায়াতের সুরক্ষাবৃদ্ধিতে "KAVACH" সিস্টেম প্রয়োগের কাজের ভূয়সী প্রশংসা করেছে।
রেলের ‘কবচ’ (KAVACH) সিস্টেমের ভূয়সী প্রশংসা করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রেল যাতায়াতের সুরক্ষাবৃদ্ধিতে “KAVACH” সিস্টেম প্রয়োগের কাজের ভূয়সী প্রশংসা করেছে।
গতকাল অর্থাৎ ১৫ ই  এপ্রিল একটি জনস্বার্থ মামলাকে খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত বলেছে যে, ভারতীয় রেল, রেল যাতায়াতের সুরক্ষাবৃদ্ধিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
গতকাল অর্থাৎ ১৫ ই এপ্রিল একটি জনস্বার্থ মামলাকে খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত বলেছে যে, ভারতীয় রেল, রেল যাতায়াতের সুরক্ষাবৃদ্ধিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়নসহ সাফল্যের সাথে  "KAVACH" সিস্টেম প্রয়োগের ব্যবস্থা করেছে।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, রেলের ট্র্যাক রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়নসহ সাফল্যের সাথে “KAVACH” সিস্টেম প্রয়োগের ব্যবস্থা করেছে।
বালাসোর ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে করা এই জনস্বার্থ মামলায় রেলকে সংঘর্ষ এড়াতে আরও উন্নত ব্যবস্থা অবলম্বনের জন্য আর্জি জানানো হয়।
বালাসোর ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে করা এই জনস্বার্থ মামলায় রেলকে সংঘর্ষ এড়াতে আরও উন্নত ব্যবস্থা অবলম্বনের জন্য আর্জি জানানো হয়।
সুপ্রিম কোর্ট ভারতীয় রেলের কর্মপদ্ধতির প্রতি আস্থা রেখে এই মামলাটি খারিজ করেছে।
সুপ্রিম কোর্ট ভারতীয় রেলের কর্মপদ্ধতির প্রতি আস্থা রেখে এই মামলাটি খারিজ করেছে।
সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, ভারতীয় রেল safety system প্রয়োগে যথেষ্ট কাজ করে চলেছে এবং সমস্তক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।
সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, ভারতীয় রেল safety system প্রয়োগে যথেষ্ট কাজ করে চলেছে এবং সমস্তক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।