আরজি করে কেন্দ্রীয় বাহিনী।

RG Kar central force: ‘আরজি করে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী’, চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: আরজি কর হাসপাতালে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। আরজি কর নিয়ে মঙ্গলবার মামলার শুনানিতে একাধিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় দেশের প্রধান বিচারপতির বেঞ্চ।

আরজি করের নিরাপত্তা নিয়ে ১৪ অগাস্ট প্রশ্ন উঠেছিল। সেই দিন ‘রাত দখল’ আন্দোলনের সময় এক দল দুস্কৃতীর বিরুদ্ধে আরজি করে ভাঙচুরের অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ গ্রেফতারও করে কিছু অভিযুক্তকে। কিন্তু সেই ঘটানা নিয়ে অভিযোগ উঠেছিল দুস্কৃতীরা প্রমাণ লোপাটের উদ্দেশেই এই ভাঙচুর চালিয়েছিল। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালের দায়িত্ব নেবে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: আগামী বৃহস্পতিবারের মধ্যে আরজি কর কাণ্ডের রিপোর্ট দিতে হবে সিবিআইকে, নির্দেশ সুপ্রিম কোর্টের 

সুপ্রিম কোর্ট এদিন নির্দেশ দেয়, হাসপাতাল এবং হস্টেলে নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফ বা সিআইএসএফের মতো আধা সামরিক বাহিনীকে নিতে হবে। এত দিন আরজি করে নিরাপত্তা দিচ্ছিল পুলিশ, এবার আরজি করের নিরাপত্তার দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: RG করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের বিরুদ্ধে জোড়া মামলা রুজু পুলিশের, কী কী অভিযোগ?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন পর্যবেক্ষণে জানায়, আমাদের দেশে জুনিয়র ডাক্তাররা নিরপত্তাহীনতায় ভুগছেন, চিকিৎসকদের কোনও ডিউটিরুম নেই। শুধু তাই নয়, ডিউটি রুম, পৃথক রেস্টরুম নেই, টানা ৩৬ ঘণ্টা কাজ করতে হচ্ছে, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট।