এর আগে সিনিয়র আইনজীবী গীতা লুথরা লিড করেছেন। এখন করবেন ইন্দিরা জয় সিং। এছাড়া আর জি কর মামলায় গত তিন দিনের শুনানিতে অংশ নিয়েছেন প্রায় ২০০-র বেশি আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী।

জুনিয়র ডাক্তাররা এবার কর্মবিরতি তুলে নিন! নির্দেশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের শুনানিতে সওয়ালে প্রথম দিনই জোরালো আরজি কর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের নব নিযুক্ত আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি এদিন আদালতকে বলেন, ‘সোমবার রাতের বৈঠকে কী কী সেটেলমেন্ট হল আগে তা আদালতকে জানাক রাজ্য। তারপরেই কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত।

মঙ্গলবার সকাল এগারোটায় শুরু হয়েছে আরজি কর মামলার শুনানি। শুরুতেই এদিন দ্বিতীয় তদন্ত রিপোর্ট পেশ করে সিবিআই। এরপর খুঁটিয়ে সেই রিপোর্ট দেখে প্রধান বিচারপতি চার্জশিট পেশ করার সম্ভাব্য সময় জানতে চান সিবিআই এর কাছে। এই প্রসঙ্গে তাঁর পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, ‘এই মুহূর্তে আরজি কর-কাণ্ডের তদন্ত ‘খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে’।

Junior Doctor রা কর্মবিরতি তুলে নিন। এবার তাদের কাজে ফেরা উচিত। আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত হওয়া উচিত। পর্যবেক্ষণ Supreme Court র প্রধান বিচারপতির। রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ সুপ্রিম কোর্টের। CCTV Camera, নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়ন খতিয়ে দেখবেন জেলা শাসক ও পুলিশ সুপাররা। হাসপাতালের নিরাপত্তা নিয়ে স্বাস্থ্যসচিবের হলফনামা তলব।