NEET-PG Examination 2024: ‘খালি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন, এরা কারা!,’ NEET-PG নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ‘আজকাল দেখি মানুষ খালি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানাতে থাকে, কারা যে আছে এই আবেদনগুলোর পিছনে!’ ডাক্তারি স্নাতকোত্তর যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা নিট-পিজি –র জন্য নতুন দিন ধার্য করার আবেদনের শুনানি শেষে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট৷ আদালতের তরফে জানিয়ে দেওয়া হল, পরীক্ষার এই ক’দিন আগে এভাবে পরীক্ষার দিন পরিবর্তন করা সম্ভব নয়৷ পরীক্ষার দিন বদলের আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত৷

শুক্রবার নিট-পিজি পরীক্ষার দিন বদলের আর্জিতে করা আবেদনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে৷ সেই সময় প্রধান বিচারপতি বলেন, ‘‘আমরা নীতিগত ভাবেই পরীক্ষার দিনবদল করতেপারি না৷ বাতিল করলে ২ লক্ষ পরীক্ষার্থী ৪ লক্ষ অভিভাবক এই সপ্তাহান্তে বসে কান্নাকাটি করবেন৷ এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা যায় না৷ জানি না কারা এই আবেদনগুলো করে!’’

আরও পড়ুন: গলায়, ঠোঁটে আঘাতের চিহ্ন, চাদরে রক্তের দাগ! আর জি কর কাণ্ডে ভয়াবহ তথ্য সামনে

এই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি জে বি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা৷ দু’জনেই পরীক্ষার দিনবদলের বিপক্ষে তাঁদের মত জানান৷

বেঞ্চ জানায়, ‘‘পরীক্ষা কী করে পিছতে পারি৷ এখন দেখি লোকজন সব পরীক্ষা পিছনোর আবেদন জানাতে থাকে৷’’

আগামী ১১ অগাস্ট নিট-পিজি যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা হওয়ার কথা৷ কিন্তু, কিছু আবেদনকারী জানিয়েছে, পরীক্ষার দিনবদল প্রয়োজন কারণ, একই দিনে দু’টো বেলায় দু’টো পরীক্ষা পড়েছে৷ একটা সকালে একটা দুপুরে৷ অনেকের অন্য অন্য শহরে সিট পড়েছে৷ যা নিয়ে পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন৷

আরও পড়ুন: মৃত ছাত্রীর বাবার সঙ্গে ফোনে কথা মমতার! নিরাপত্তা কোথায়? আর জি কর-কাণ্ডে কর্ম বিরতির ডাক জুনিয়র ডাক্তারদে

প্রথমে এই পরীক্ষা ২৩ জুন হওয়ার কথা ছিল৷ কিন্তু, নিট-এর প্রশ্ন ফাঁস কাণ্ডের পরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরবর্তীকালে পরীক্ষার দিন ঘোষণা হয়৷ ৩১ জুলাই নির্দিষ্ট শহরের নাম জানিয়ে দেওয়া হয়৷ কেন্দ্রের নাম জানানো হয় গত ৮ অগাস্ট৷