Total Solar Eclipse 2024: মিলে গেল ভবিষ্যদ্বাণী! ৫০ বছর পর বিরল সূর্যগ্রহণ, দিনেই নামবে ঘোর অন্ধকার... ৭.৫ মিনিট ধরে আকাশে ভয়ঙ্কর কাণ্ড! কবে দেখা যাবে

Total Solar Eclipse 2024: মিলে গেল ভবিষ্যদ্বাণী! ৫০ বছর পর বিরল সূর্যগ্রহণ, দিনেই নামবে ঘোর অন্ধকার… ৭.৫ মিনিট ধরে আকাশে ভয়ঙ্কর কাণ্ড! কবে দেখা যাবে

Total Solar Eclipse 2024: সূর্যগ্রহণ হবে হোলির ১৫ দিন পর অর্থাৎ চৈত্র অমাবস্যার দিন। এই সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ৫০ বছরে এমন একটিও সূর্যগ্রহণ ঘটেনি। বলা হচ্ছে ৫০ বছর পর এই গ্রহণ হচ্ছে।
Total Solar Eclipse 2024: সূর্যগ্রহণ হবে হোলির ১৫ দিন পর অর্থাৎ চৈত্র অমাবস্যার দিন। এই সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ৫০ বছরে এমন একটিও সূর্যগ্রহণ ঘটেনি। বলা হচ্ছে ৫০ বছর পর এই গ্রহণ হচ্ছে।
Total Solar Eclipse 2024: এ বছর সূর্যগ্রহণ হবে ৮ এপ্রিল অর্থাৎ চৈত্র নবরাত্রির দিন। এই গ্রহণটি গত অর্ধ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রহণের সময়, সৌর ডিস্ক ঢেকে যাবে এবং দিন পরিণত হবে রাতে।
Total Solar Eclipse 2024: এ বছর সূর্যগ্রহণ হবে ৮ এপ্রিল অর্থাৎ চৈত্র নবরাত্রির দিন। এই গ্রহণটি গত অর্ধ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রহণের সময়, সৌর ডিস্ক ঢেকে যাবে এবং দিন পরিণত হবে রাতে।
Total Solar Eclipse 2024: শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি জানাচ্ছেন এই গ্রহণের সময়। ভারতে যারা সময় সম্পর্কে আগ্রহী তাঁদের জানানো হচ্ছে, গ্রহণের আংশিক পর্বটি শুরু হবে ৮ এপ্রিল রাত আনুমানিক ০৯:১২ মিনিটে, পূর্ণগ্রহণ শুরু হবে প্রায় রাত ১০:০৮ নাগাদ।
Total Solar Eclipse 2024: শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি জানাচ্ছেন এই গ্রহণের সময়। ভারতে যারা সময় সম্পর্কে আগ্রহী তাঁদের জানানো হচ্ছে, গ্রহণের আংশিক পর্বটি শুরু হবে ৮ এপ্রিল রাত আনুমানিক ০৯:১২ মিনিটে, পূর্ণগ্রহণ শুরু হবে প্রায় রাত ১০:০৮ নাগাদ।
Total Solar Eclipse 2024: চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেবে রাত ১১:৪৭ নাগাদ। পূর্ণগ্রহণ ৯ এপ্রিল মধ্যরাত ১:২৫-এ শেষ হবে। এবং আংশিক গ্রহণ শেষ হবে রাত ২:২২-এ।
Total Solar Eclipse 2024: চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেবে রাত ১১:৪৭ নাগাদ। পূর্ণগ্রহণ ৯ এপ্রিল মধ্যরাত ১:২৫-এ শেষ হবে। এবং আংশিক গ্রহণ শেষ হবে রাত ২:২২-এ।
Total Solar Eclipse 2024: চাঁদ এবং সূর্য একে অপরের সবথেকে কাছাকাছি চলে আসবে। দূরত্ব থাকবে মাত্র ৩,৬০,০০০ কিলোমিটার। চাঁদ এইভাবে সূর্যকে ঢেকে ফেলবে। এবং একটা সময়ে সূর্যগ্রহণের কারণে সাড়ে সাত মিনিটের জন্য সূর্য দেখা যাবে না।
Total Solar Eclipse 2024: চাঁদ এবং সূর্য একে অপরের সবথেকে কাছাকাছি চলে আসবে। দূরত্ব থাকবে মাত্র ৩,৬০,০০০ কিলোমিটার। চাঁদ এইভাবে সূর্যকে ঢেকে ফেলবে। এবং একটা সময়ে সূর্যগ্রহণের কারণে সাড়ে সাত মিনিটের জন্য সূর্য দেখা যাবে না।
Total Solar Eclipse 2024: এটি একটি মহা বিরল ঘটনা। গ্রহণের সময় চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে সূর্য। শেষবার সূর্য এতক্ষণ দেখা যায়নি ১৯৭৩ সালে। আফ্রিকা মহাদেশের আকাশে ঘটেছিল এই ঘটনা।
Total Solar Eclipse 2024: এটি একটি মহা বিরল ঘটনা। গ্রহণের সময় চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে সূর্য। শেষবার সূর্য এতক্ষণ দেখা যায়নি ১৯৭৩ সালে। আফ্রিকা মহাদেশের আকাশে ঘটেছিল এই ঘটনা।
Total Solar Eclipse 2024: সূর্যগ্রহণ কখন হয়? যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী এক লাইনে থাকে এবং চাঁদ কিছু সময়ের জন্য সূর্যের আলোকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে পৃথিবীতে পৌঁছাতে দেয় না এবং অন্ধকার হয়ে যায়, তখন সেই মুহূর্তকে বলা হয় সূর্যগ্রহণ।
Total Solar Eclipse 2024: সূর্যগ্রহণ কখন হয়? যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী এক লাইনে থাকে এবং চাঁদ কিছু সময়ের জন্য সূর্যের আলোকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে পৃথিবীতে পৌঁছাতে দেয় না এবং অন্ধকার হয়ে যায়, তখন সেই মুহূর্তকে বলা হয় সূর্যগ্রহণ।
Total Solar Eclipse 2024: দীর্ঘতম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী ৮ তারিখ। গত ৫০ বছরের মধ্যে এটিই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এরপর এমন দীর্ঘ সূর্যগ্রহণ ঘটবে ২১৫০ সালে।
Total Solar Eclipse 2024: দীর্ঘতম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী ৮ তারিখ। গত ৫০ বছরের মধ্যে এটিই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এরপর এমন দীর্ঘ সূর্যগ্রহণ ঘটবে ২১৫০ সালে।
Total Solar Eclipse 2024: ৮ এপ্রিলের এই সূর্যগ্রহণ মেক্সিকো, আমেরিকা, কানাডা, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটাতে দেখা যাবে। কিন্তু ভারতে দেখা যাবে না। তাই গ্রহণের সূতক কাল আমাদের দেশে কার্যকরী হবে না।
Total Solar Eclipse 2024: ৮ এপ্রিলের এই সূর্যগ্রহণ মেক্সিকো, আমেরিকা, কানাডা, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটাতে দেখা যাবে। কিন্তু ভারতে দেখা যাবে না। তাই গ্রহণের সূতক কাল আমাদের দেশে কার্যকরী হবে না।
Total Solar Eclipse 2024: ১৯৭০ সালে আমেরিকার একটি সংবাদপত্র ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৪ সালে উত্তর এবং মধ্য আমেরিকায় সূর্যের পূর্ণগ্রহণ দেখা যাবে। সেই কাগজের ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Total Solar Eclipse 2024: ১৯৭০ সালে আমেরিকার একটি সংবাদপত্র ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৪ সালে উত্তর এবং মধ্য আমেরিকায় সূর্যের পূর্ণগ্রহণ দেখা যাবে। সেই কাগজের ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।