Tag Archives: Total Solar Eclipse

Total Solar Eclipse: মহাজাগতিক ঘটনা…! দিনের বেলাতেই ফের নামবে ঘোর অন্ধকার, পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কবে? কোথা থেকে দেখা যাবে, জানুন দিনক্ষণ ও সময়সূচী

 বছরের প্রথম সূর্যগ্রহণ ৮ এপ্রিল চৈত্র অমাবস্যায় দেখা গেছে৷ তবে এই গ্রহণ ভারতে দেখা যায় নি৷ এই বছরের প্রথম সূর্যগ্রহণ অত্যন্ত বিরল ছিল৷ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই গ্রহণের সাক্ষী হয়েছে। এবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার পালা ইউরোপের।
বছরের প্রথম সূর্যগ্রহণ ৮ এপ্রিল চৈত্র অমাবস্যায় দেখা গেছে৷ তবে এই গ্রহণ ভারতে দেখা যায় নি৷ এই বছরের প্রথম সূর্যগ্রহণ অত্যন্ত বিরল ছিল৷ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই গ্রহণের সাক্ষী হয়েছে। এবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার পালা ইউরোপের।
মাঝে যদিও দু'বছরের প্রতীক্ষা৷ ২০২৬ সালে ইউরোপ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ আবারও পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। ফলে ইউরোপের বুকে দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে। এখন থেকেই ওই বিশেষ দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
মাঝে যদিও দু’বছরের প্রতীক্ষা৷ ২০২৬ সালে ইউরোপ থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ আবারও পুরোপুরি ঢেকে দেবে সূর্যকে। ফলে ইউরোপের বুকে দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে। এখন থেকেই ওই বিশেষ দিনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।
২০২৬ সালের ১২ অগাস্ট আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদের সামনে পুরোপুরি ঢেকে যাবে সূর্য। শুধুমাত্র পাতলা বলয়ের আকারে সূর্যালোক দেখা যাবে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং রাশিয়ার কিছু জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ওই দিন। তবে কখন, কোন সময় দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তা কোথা থেকে দেখা হচ্ছে, তার উপর নির্ভর করছে।
২০২৬ সালের ১২ অগাস্ট আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদের সামনে পুরোপুরি ঢেকে যাবে সূর্য। শুধুমাত্র পাতলা বলয়ের আকারে সূর্যালোক দেখা যাবে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন এবং রাশিয়ার কিছু জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ওই দিন। তবে কখন, কোন সময় দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তা কোথা থেকে দেখা হচ্ছে, তার উপর নির্ভর করছে।
সূত্র বলছে, ২০২৬ সালের ১২ অগাস্ট ৯৬ মিনিটে পৃথিবীর বুকে ২৯৩ কিলোমিটার পথ অতিক্রম করবে চাঁদের ছায়া। রাশিয়ার উত্তর ভাগ হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের দিকে এগোবে। ওই সময়ের মধ্যে ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
সূত্র বলছে, ২০২৬ সালের ১২ অগাস্ট ৯৬ মিনিটে পৃথিবীর বুকে ২৯৩ কিলোমিটার পথ অতিক্রম করবে চাঁদের ছায়া। রাশিয়ার উত্তর ভাগ হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের দিকে এগোবে। ওই সময়ের মধ্যে ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
কোথা থেকে দেখতে পাওয়া যাবে সূর্যগ্রহণ? পশ্চিম ইউরোপ, এ বছরের শুরুতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে পৃথিবীর কিছু দেশ। গত ৮ এপ্রিল মেক্সিকো, আমেরিকা, কানাডা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। প্রায় ৪ মিনিট ২৭ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেই বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করে। পাশাপাশি, গ্রহণের সময় বায়ুমণ্ডলে কী প্রভাব পড়ছে, তা জানতে ওই সময়ে মহাকাশ থেকে নজরদারিও চালায় নাসা৷
এ বছরের শুরুতেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে পৃথিবীর কিছু দেশ। গত ৮ এপ্রিল মেক্সিকো, আমেরিকা, কানাডা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। প্রায় ৪ মিনিট ২৭ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সেই বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করে। পাশাপাশি, গ্রহণের সময় বায়ুমণ্ডলে কী প্রভাব পড়ছে, তা জানতে ওই সময়ে মহাকাশ থেকে নজরদারিও চালায় নাসা৷
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায়, যখন চাঁদ কার্যতই ঢেকে দেয় সূর্যকে। এমনিতে আকারে চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যত, তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। শুধু বলয়াকারে তার বাইরের আলোকমণ্ডলের পাতলা স্তরই চোখে পড়ে পৃথিবী থেকে।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলতে সেই বিশেষ মুহূর্তকে বোঝায়, যখন চাঁদ কার্যতই ঢেকে দেয় সূর্যকে। এমনিতে আকারে চাঁদের চেয়ে ৪০০ গুণ বড় সূর্য। কিন্তু পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যত, তার চেয়ে সূর্যের দূরত্ব ঢের বেশি। তাই চাঁদ যখন পৃথিবী এবং সূর্যের মাঝে অবস্থান করে, সূর্য কার্যত ঢেকে যায়। শুধু বলয়াকারে তার বাইরের আলোকমণ্ডলের পাতলা স্তরই চোখে পড়ে পৃথিবী থেকে।

Total Solar Eclipse: পূর্ণগ্রাস সূর্যগ্রহণে দিন হয়ে উঠল রাত, কতটা প্রভাব পড়ল রেডিও তরঙ্গে?

হুগলি: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এক বিরল মহাজাগতিক ঘটনা। সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে দেখা না গেলেও পৃথিবীর অপর প্রান্ত আমেরিকা, কানাডা, মেক্সিকোর মানুষ চাক্ষুষ করলেন। সেই গ্রহণের প্রভাব কতটা হ্যাম রেডিওর ফ্রিকোয়েন্সির উপর পড়ছে তা নিয়ে হল গবেষণা। গোটা বিশ্বের সঙ্গে বিষয়টি পরীক্ষা করতে বসেছিলেন চুঁচুড়ার সৌরভ গোস্বামী।

ঝড়, বৃষ্টি, বন্যা, কিংবা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ওর উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে হ্যাম রেডিও। যে সময় সমস্ত স্যাটেলাইটের টেলি টকিং সিস্টেম বন্ধ হয়ে যায় তখন যোগাযোগের একমাত্র ভরসা এই হ্যাম রেডিও। বিভিন্ন দেশে বিপর্যয়ের সময়ে এম রেডিও তার ব্যবহারের জন্য নজির গড়েছে। হ্যাম রেডিও কাজ করে গোটা বিশ্বজুড়ে।

আর‌ও পড়ুন: তারাদের খোঁজে পাঠশালা, পথ শিশুদের নিয়ে কী হচ্ছে জানেন?

দিনের শুরু আর রাতের শুরুর সময়কে গ্রে জোন বলা হয়। সেই সময়ে সবচেয়ে ভাল যোগাযোগ করা যায়। কিন্তু দিনেই যদি রাত হয়ে যায় সেখানে কী যোগাযোগ সম্ভব? পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পর তেমনই পরিস্থিতি তৈরি হয় পৃথিবীর উত্তর গোলার্ধের একাংশ জুড়ে। সেই পরীক্ষাই করে দেখেন হ্যাম রেডিওর অপারেটর সৌরভ গোস্বামী। চুঁচুড়া কনকশালীতে তাঁর বাড়িতে রয়েছে রেডিও স্টেশন। সেখানেই রাত জেগে চলেছে এই পরীক্ষা।

সৌরভ জানান, আমেরিকায় যখন সূর্য ওঠে ভারতে তখন সূর্য অস্ত যায়। সেই সময়কে বলা হয় গ্রে টাইম।পৃথিবীর বায়ূমণ্ডলের যে স্তর রয়েছে তার আয়োনোস্ফিয়ারের ডিওএফ স্তরের পরিবর্তন হয় এই সময়। ফলে রেডিও তরঙ্গ বিনা বাধায় পৌঁছে যায়।কিন্তু রাত থেকে রাতে যোগাযোগ করতে গেলে সমস্যা হয়। পূর্ণগ্রাস সূর্য গ্রহণে আমেরিকাতে দিনেই রাত নেমে আসে। ভারতীয় সময় রাত ৯.১২ মিনিট থেকে শুরু হয়ে প্রায় পাঁচ ঘণ্টা এই অন্ধকার বিরাজ করে।সেই সময়ে রেডিও যোগাযোগ সহজ হবে কিনা তার চেষ্টাই করে চলে। এই গবেষণার ফলাফল আগামী দিনে যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে সুদূরপ্রসারী হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

রাহী হালদার

Zodiac Signs to be most affecetd on Solar Eclipse: আর্থিক লোকসান, বিবাহিত জীবনে টানাপড়েন, স্বাস্থ্যহানি! আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণে তছনছ এই ৫ রাশির জীবন, বিশেষ সতর্ক থাকুন

আজ, সোমবার বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পড়েছে সোমবতী অমাবস্যায়৷ ভারতে অদৃশ্য এই সূর্যগ্রহণ শুরু হবে সোমবার রাত ৯.১২ মিনিটে৷ গ্রহণ চলবে ১.২৫ মিনিট পর্যন্ত৷
আজ, সোমবার বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পড়েছে সোমবতী অমাবস্যায়৷ ভারতে অদৃশ্য এই সূর্যগ্রহণ শুরু হবে সোমবার রাত ৯.১২ মিনিটে৷ গ্রহণ চলবে ১.২৫ মিনিট পর্যন্ত৷

 

মহাজাগতিক এই ঘটনা বিশেষ প্রভাব ফেলবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে৷ কিছু রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে এই দিনে৷ বলছেন জ্যোতিষী তথা বাস্তুবিদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷
মহাজাগতিক এই ঘটনা বিশেষ প্রভাব ফেলবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে৷ কিছু রাশিকে বিশেষ সতর্ক থাকতে হবে এই দিনে৷ বলছেন জ্যোতিষী তথা বাস্তুবিদ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা৷

 

পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মার মতে এই তিথিতে সতর্ক থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের৷ সূর্যগ্রহণের প্রভাবে তাঁদের শারীরিক অসুস্থতা বাড়তে পারে৷ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন৷ এই দিনে বড় কোনও আর্থিক বিনিয়োগ করবেন না৷
পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মার মতে এই তিথিতে সতর্ক থাকতে হবে বৃষরাশির জাতক জাতিকাদের৷ সূর্যগ্রহণের প্রভাবে তাঁদের শারীরিক অসুস্থতা বাড়তে পারে৷ আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন৷ এই দিনে বড় কোনও আর্থিক বিনিয়োগ করবেন না৷

 

এই তিথিতে বিশেষ সতর্ক থাকতে হবে কন্যারাশির জাতক জাতিকাদের৷ অশুভ প্রভাবে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন৷
এই তিথিতে বিশেষ সতর্ক থাকতে হবে কন্যারাশির জাতক জাতিকাদের৷ অশুভ প্রভাবে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন৷

 

বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে টানাপড়েন আসতে পারে সূর্যগ্রহণে৷ এছাড়াও সতর্ক হতে হবে আর্থিক বিষয় আশয় নিয়েও৷ এই মুহূর্তে চাকরি পরিবর্তন করবেন না এই রাশির জাতক জাতিকারা৷
বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে টানাপড়েন আসতে পারে সূর্যগ্রহণে৷ এছাড়াও সতর্ক হতে হবে আর্থিক বিষয় আশয় নিয়েও৷ এই মুহূর্তে চাকরি পরিবর্তন করবেন না এই রাশির জাতক জাতিকারা৷

 

ধনুরাশির জাতক জাতিকারা এই তিথিতে কাউকে অর্থ ধার দেওয়া নিয়ে সতর্ক হোন৷ কোথাও টাকা বিনিয়োগের পরিকল্পনা থাকলে নিয়ন্ত্রণ করুন৷ এখনই বিনিয়োগ করবেন না৷ বিবাহিত জীবনেও বড় সিদ্ধান্ত নেবেন না৷
ধনুরাশির জাতক জাতিকারা এই তিথিতে কাউকে অর্থ ধার দেওয়া নিয়ে সতর্ক হোন৷ কোথাও টাকা বিনিয়োগের পরিকল্পনা থাকলে নিয়ন্ত্রণ করুন৷ এখনই বিনিয়োগ করবেন না৷ বিবাহিত জীবনেও বড় সিদ্ধান্ত নেবেন না৷

 

মীনরাশির জাতক জাতিকারা আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি নিয়ে সতর্ক থাকুন৷ পুরনো কোনও মানসিক ক্ষত থেকেও নতুন করে রক্তপাত হতে পারে৷
মীনরাশির জাতক জাতিকারা আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি নিয়ে সতর্ক থাকুন৷ পুরনো কোনও মানসিক ক্ষত থেকেও নতুন করে রক্তপাত হতে পারে৷

Total Solar Eclipse 2024: মিলে গেল ভবিষ্যদ্বাণী! ৫০ বছর পর বিরল সূর্যগ্রহণ, দিনেই নামবে ঘোর অন্ধকার… ৭.৫ মিনিট ধরে আকাশে ভয়ঙ্কর কাণ্ড! কবে দেখা যাবে

Total Solar Eclipse 2024: সূর্যগ্রহণ হবে হোলির ১৫ দিন পর অর্থাৎ চৈত্র অমাবস্যার দিন। এই সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ৫০ বছরে এমন একটিও সূর্যগ্রহণ ঘটেনি। বলা হচ্ছে ৫০ বছর পর এই গ্রহণ হচ্ছে।
Total Solar Eclipse 2024: সূর্যগ্রহণ হবে হোলির ১৫ দিন পর অর্থাৎ চৈত্র অমাবস্যার দিন। এই সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গত ৫০ বছরে এমন একটিও সূর্যগ্রহণ ঘটেনি। বলা হচ্ছে ৫০ বছর পর এই গ্রহণ হচ্ছে।
Total Solar Eclipse 2024: এ বছর সূর্যগ্রহণ হবে ৮ এপ্রিল অর্থাৎ চৈত্র নবরাত্রির দিন। এই গ্রহণটি গত অর্ধ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রহণের সময়, সৌর ডিস্ক ঢেকে যাবে এবং দিন পরিণত হবে রাতে।
Total Solar Eclipse 2024: এ বছর সূর্যগ্রহণ হবে ৮ এপ্রিল অর্থাৎ চৈত্র নবরাত্রির দিন। এই গ্রহণটি গত অর্ধ শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রহণের সময়, সৌর ডিস্ক ঢেকে যাবে এবং দিন পরিণত হবে রাতে।
Total Solar Eclipse 2024: শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি জানাচ্ছেন এই গ্রহণের সময়। ভারতে যারা সময় সম্পর্কে আগ্রহী তাঁদের জানানো হচ্ছে, গ্রহণের আংশিক পর্বটি শুরু হবে ৮ এপ্রিল রাত আনুমানিক ০৯:১২ মিনিটে, পূর্ণগ্রহণ শুরু হবে প্রায় রাত ১০:০৮ নাগাদ।
Total Solar Eclipse 2024: শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ড. মৃত্যুঞ্জয় তিওয়ারি জানাচ্ছেন এই গ্রহণের সময়। ভারতে যারা সময় সম্পর্কে আগ্রহী তাঁদের জানানো হচ্ছে, গ্রহণের আংশিক পর্বটি শুরু হবে ৮ এপ্রিল রাত আনুমানিক ০৯:১২ মিনিটে, পূর্ণগ্রহণ শুরু হবে প্রায় রাত ১০:০৮ নাগাদ।
Total Solar Eclipse 2024: চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেবে রাত ১১:৪৭ নাগাদ। পূর্ণগ্রহণ ৯ এপ্রিল মধ্যরাত ১:২৫-এ শেষ হবে। এবং আংশিক গ্রহণ শেষ হবে রাত ২:২২-এ।
Total Solar Eclipse 2024: চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেবে রাত ১১:৪৭ নাগাদ। পূর্ণগ্রহণ ৯ এপ্রিল মধ্যরাত ১:২৫-এ শেষ হবে। এবং আংশিক গ্রহণ শেষ হবে রাত ২:২২-এ।
Total Solar Eclipse 2024: চাঁদ এবং সূর্য একে অপরের সবথেকে কাছাকাছি চলে আসবে। দূরত্ব থাকবে মাত্র ৩,৬০,০০০ কিলোমিটার। চাঁদ এইভাবে সূর্যকে ঢেকে ফেলবে। এবং একটা সময়ে সূর্যগ্রহণের কারণে সাড়ে সাত মিনিটের জন্য সূর্য দেখা যাবে না।
Total Solar Eclipse 2024: চাঁদ এবং সূর্য একে অপরের সবথেকে কাছাকাছি চলে আসবে। দূরত্ব থাকবে মাত্র ৩,৬০,০০০ কিলোমিটার। চাঁদ এইভাবে সূর্যকে ঢেকে ফেলবে। এবং একটা সময়ে সূর্যগ্রহণের কারণে সাড়ে সাত মিনিটের জন্য সূর্য দেখা যাবে না।
Total Solar Eclipse 2024: এটি একটি মহা বিরল ঘটনা। গ্রহণের সময় চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে সূর্য। শেষবার সূর্য এতক্ষণ দেখা যায়নি ১৯৭৩ সালে। আফ্রিকা মহাদেশের আকাশে ঘটেছিল এই ঘটনা।
Total Solar Eclipse 2024: এটি একটি মহা বিরল ঘটনা। গ্রহণের সময় চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে সূর্য। শেষবার সূর্য এতক্ষণ দেখা যায়নি ১৯৭৩ সালে। আফ্রিকা মহাদেশের আকাশে ঘটেছিল এই ঘটনা।
Total Solar Eclipse 2024: সূর্যগ্রহণ কখন হয়? যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী এক লাইনে থাকে এবং চাঁদ কিছু সময়ের জন্য সূর্যের আলোকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে পৃথিবীতে পৌঁছাতে দেয় না এবং অন্ধকার হয়ে যায়, তখন সেই মুহূর্তকে বলা হয় সূর্যগ্রহণ।
Total Solar Eclipse 2024: সূর্যগ্রহণ কখন হয়? যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী এক লাইনে থাকে এবং চাঁদ কিছু সময়ের জন্য সূর্যের আলোকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে পৃথিবীতে পৌঁছাতে দেয় না এবং অন্ধকার হয়ে যায়, তখন সেই মুহূর্তকে বলা হয় সূর্যগ্রহণ।
Total Solar Eclipse 2024: দীর্ঘতম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী ৮ তারিখ। গত ৫০ বছরের মধ্যে এটিই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এরপর এমন দীর্ঘ সূর্যগ্রহণ ঘটবে ২১৫০ সালে।
Total Solar Eclipse 2024: দীর্ঘতম সূর্যগ্রহণ ঘটতে চলেছে আগামী ৮ তারিখ। গত ৫০ বছরের মধ্যে এটিই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এরপর এমন দীর্ঘ সূর্যগ্রহণ ঘটবে ২১৫০ সালে।
Total Solar Eclipse 2024: ৮ এপ্রিলের এই সূর্যগ্রহণ মেক্সিকো, আমেরিকা, কানাডা, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটাতে দেখা যাবে। কিন্তু ভারতে দেখা যাবে না। তাই গ্রহণের সূতক কাল আমাদের দেশে কার্যকরী হবে না।
Total Solar Eclipse 2024: ৮ এপ্রিলের এই সূর্যগ্রহণ মেক্সিকো, আমেরিকা, কানাডা, মন্টানা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটাতে দেখা যাবে। কিন্তু ভারতে দেখা যাবে না। তাই গ্রহণের সূতক কাল আমাদের দেশে কার্যকরী হবে না।
Total Solar Eclipse 2024: ১৯৭০ সালে আমেরিকার একটি সংবাদপত্র ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৪ সালে উত্তর এবং মধ্য আমেরিকায় সূর্যের পূর্ণগ্রহণ দেখা যাবে। সেই কাগজের ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
Total Solar Eclipse 2024: ১৯৭০ সালে আমেরিকার একটি সংবাদপত্র ভবিষ্যদ্বাণী করেছিল যে, ২০২৪ সালে উত্তর এবং মধ্য আমেরিকায় সূর্যের পূর্ণগ্রহণ দেখা যাবে। সেই কাগজের ছবি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।