আগামী ২ অক্টোবর মহালয়া৷ সেই অমাবস্যা তিথিতেই হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ৷

SuryaGrahan on Mahalaya 2024:মহালয়ায় সূর্যগ্রহণ! কখন শুরু গ্রহণ? চলবে কতক্ষণ? ভারতের কোথায় কোথায় দেখা যাবে? জানুন

আগামী ২ অক্টোবর মহালয়া৷ সেই অমাবস্যা তিথিতেই হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ৷
আগামী ২ অক্টোবর মহালয়া৷ সেই অমাবস্যা তিথিতেই হবে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ৷

 

পৃথিবী এবং চন্দ্র নিজের কক্ষপথে আবর্তন ও পরিক্রমণের সময় সূর্যের সঙ্গে একই সরলরেখায় চলে এলে গ্রহণ হয়৷
পৃথিবী এবং চন্দ্র নিজের কক্ষপথে আবর্তন ও পরিক্রমণের সময় সূর্যের সঙ্গে একই সরলরেখায় চলে এলে গ্রহণ হয়৷

 

সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ একই সরলরেখায় চলে এলে সূর্যগ্রহণ হয়৷ অমাবস্যা তিথিতেই সব সময় সূর্যগ্রহণ হয়৷
সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ একই সরলরেখায় চলে এলে সূর্যগ্রহণ হয়৷ অমাবস্যা তিথিতেই সব সময় সূর্যগ্রহণ হয়৷

 

ভারতীয় সময় অনুযায়ী ২ অক্টোবর, বুধবার রাত ৯.১৩ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ৷ চলবে রাত ৩.১৭ মিনিট পর্যন্ত৷
ভারতীয় সময় অনুযায়ী ২ অক্টোবর, বুধবার রাত ৯.১৩ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ৷ চলবে রাত ৩.১৭ মিনিট পর্যন্ত৷

 

যেহেতু ভারতীয় সময় অনুযায়ী তখন রাত থাকবে, তাই এই সূর্যগ্রহণ দেখা যাবে না৷ অর্থাৎ এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয়৷
যেহেতু ভারতীয় সময় অনুযায়ী তখন রাত থাকবে, তাই এই সূর্যগ্রহণ দেখা যাবে না৷ অর্থাৎ এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয়৷

 

সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয় বলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর নির্ধারিত সূতককাল বা অশুভ সময়ও এই দেশে প্রযোজ্য হবে না৷
সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্য নয় বলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর নির্ধারিত সূতককাল বা অশুভ সময়ও এই দেশে প্রযোজ্য হবে না৷