Tag Archives: Mahalaya 2024

Mahalaya 2024: ১০০ বছরে প্রথমবার… এ বছর মহালয়ায় দ্বিতীয় সূর্যগ্রহণ…! তর্পণ করতে পারবেন তো?

২০২৪-এ মহালয়া পড়েছে ২ অক্টোবর (১৫ আশ্বিন) বুধবার৷ এবার দেবীর দোলায় আগমন৷
২০২৪-এ মহালয়া পড়েছে ২ অক্টোবর (১৫ আশ্বিন) বুধবার৷ এবার দেবীর দোলায় আগমন৷
মহালয়া তিথি তর্পণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।পূর্বপুরুষদের উদ্দেশ্যে এদিন জল দেওয়া হয়। সারা বছরের মধ্যে সর্বপিতৃ অমাবস্যা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি।
মহালয়া তিথি তর্পণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।পূর্বপুরুষদের উদ্দেশ্যে এদিন জল দেওয়া হয়। সারা বছরের মধ্যে সর্বপিতৃ অমাবস্যা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি।
এ বছর প্রথম সূর্য গ্রহণ হয়েছিল এপ্রিলে। মহালয়ায়  দ্বিতীয় সূর্য গ্রহণ। ২ অক্টোবর ২০২৪-এ কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্য গ্রহণ। চাঁদ, বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে।
এ বছর প্রথম সূর্য গ্রহণ হয়েছিল এপ্রিলে। মহালয়ায় দ্বিতীয় সূর্য গ্রহণ। ২ অক্টোবর ২০২৪-এ কন্যা রাশি ও হস্ত নক্ষত্রে হবে সূর্য গ্রহণ। চাঁদ, বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে।
শুরু হবে রাত ৯টা ১৩ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত ৩টে ১৭ মিনিটে। এই গ্রহণ স্থায়ী হবে ছয় ঘণ্টা চার মিনিট।
শুরু হবে রাত ৯টা ১৩ মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে রাত ৩টে ১৭ মিনিটে। এই গ্রহণ স্থায়ী হবে ছয় ঘণ্টা চার মিনিট।
যেহেতু মহালয়ার পিতৃ তর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না।
যেহেতু মহালয়ার পিতৃ তর্পণের আচার সকালেই সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে পড়বে না।
মহালয়া ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনে। পঞ্চমী ৮ অক্টোবর মঙ্গলবার। বোধন ৯ অক্টোবর বুধবার। ১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী, ১১ অক্টোবর শুক্রবার অষ্টমী। নবমী ও দশমী শনি ও রবিবারে, ১২ ও ১৩ অক্টোবর।
মহালয়া ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনে। পঞ্চমী ৮ অক্টোবর মঙ্গলবার। বোধন ৯ অক্টোবর বুধবার। ১০ অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী, ১১ অক্টোবর শুক্রবার অষ্টমী। নবমী ও দশমী শনি ও রবিবারে, ১২ ও ১৩ অক্টোবর।
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি  নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য করে না, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি নিউজ ১৮ বাংলা মানতে বাধ্য করে না, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷