সূর্য কুমার যাদবকে দেখলে রিচার্ডসকে মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার এই কিংবদন্তীর

#নয়াদিল্লি: তিনি এখন যতই হাত দিচ্ছেন তাতেই সোনা ফলছে। এমনই স্বপ্নের ছন্দে আছেন। টি-২০ ফরম্যাটে এখন বিশ্বের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। ভারতীয় তারকার খেলার মধ্যে ভিভ রিচার্ডসের ঝলক খুঁজে পাচ্ছেন টম মুডি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডারের মতে, ‘সূর্য ব্যাটিং রীতিমতো শ্বাসরুদ্ধকর। শৈশবে রিচার্ডসের খেলা দেখে ঠিক এমনই মুগ্ধ হতাম।

সূর্য আমাকে ভিভের ব্যাটিং মনে করাচ্ছে। একার হাতে নিয়ন্ত্রণ করছে ম্যাচের গতিপথ।’ ফেলে আসা বছরে কুড়ি ওভারের ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ছিল সূর্যরই। নতুন বছরের শুরুটাও সেঞ্চুরির মধ্যে দিয়ে করেছেন তিনি। তবে তার পরও শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের প্রথম এগারোয় তাঁর জায়গা হয়নি।

যার জন্য সমালোচিত হয়েছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের স্কোয়াডে এসেছেন তিনি। তা নিয়েও চলছে চর্চা। বলা হচ্ছে, রনজি ট্রফিতে দুরন্ত ছন্দে থাকা মুম্বইয়ের সরফরাজ খানের সুযোগ পাওয়া উচিত ছিল। চলতি মরশুমে রনজিতে পাঁচ ম্যাচে দুটো শতরান সহ ৪৩১ রান করেছেন ২৫ বছর বয়সি ব্যাটসম্যানটি।

গত মরশুমে ছয় ম্যাচে করেছিলেন ৯৮২ রান। বলা হচ্ছে, সরফরাজকে বাইরে রেখে সূর্যর টেস্ট স্কোয়াডে আসা আদতে রনজি ট্রফিরই অপমান। ক্রিকেটপ্রেমীদের একাংশ অবশ্য সূর্যর আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলকে অজিদের বিরুদ্ধে কাজে লাগানোর পক্ষপাতী। তাঁদের মতে, বিপক্ষ বোলিংয়ের লাইন-লেংথ নষ্ট করার কাজে সূর্য তুলনাহীন।

সেক্ষেত্রে ওপেনিংয়ে তাঁকে দেখতে চাইছেন অনেকে। বীরেন্দ্র সেওয়াগের উদাহরণও দেওয়া হচ্ছে। রোহিত শর্মা আর বেশিদিন টেস্টে খেলবেন না ধরে নিয়ে সূর্যকে তৈরি করার প্রস্তাব রয়েছে কারও কারও তরফে। আবার অনেকে তাঁকে তিন নম্বরে দেখতে আগ্রহী। কেউ কেউ আবার পরামর্শ দিচ্ছেন, ৩২ বছর বয়সিকে মুম্বইকরকে মিডল অর্ডারে পাঁচ নম্বরে নামানোর।