সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্ত নিয়ে সিবিআই প্রসঙ্গে বড় বয়ান অভিনেতা শেখর সুমনের

#মুম্বই: সুপ্রিম নির্দেশে বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার গ্রহণ করেছে সিবিআই ৷ তদন্তভার গ্রহণ করার পরেই তদন্তের গতিবেগ বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সুশান্তের অনুরাগীরা মনে করছেন তাঁদের প্রিয় অভিনেতার আত্মা এইবার সুবিচার পাবে ৷

এরই মধ্যে অভিনেতা শেখর সুমন জানিয়েছেন যে সুশান্তের তদন্তভার সিবিআই হাতে নেওয়াতে তিনি অত্যন্ত খুশি হয়েছেন ৷ সিবিআই তদন্তভার গ্রহণ করাতে যে তিনি খুশি হয়েছেন তার প্রকাশ পেয়েছে একটি ট্যুইটেই ৷ লিখেছেন – ‘এই ভাবেই তদন্ত করতে হয় ৷ সিবিআই পূর্ণ শক্তিতে তদন্ত করছে ৷ আর বিভিন্ন সূত্র ধরেই এগোচ্ছে দুর্দান্ত গতিবেগে ৷ ঈশ্বর তদন্তকারী কর্তাদের এমন শক্তি প্রদান করুন যাতে যাতে খুব তাড়াতাড়ি সত্যের উন্মোচন হতে পারে ৷’

সুশান্তের মৃতদেহ ময়না তদন্ত প্রসঙ্গে তিনি লিখেছেন ‘আমি পড়েছি এবং জানতে পেরেছি ময়না তদন্তকারী পাঁচ চিকিৎসক ছুটিতে চলে গিয়েছিলেন, এই খবর সম্পূর্ণ রূপে ভুল ৷ একটি সাক্ষাৎকারে জেনেছিলাম, মনে হয়েছিল সেটি সম্পাদন করা ভিডিও ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউড-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষকে শোকগ্রস্ত করেছে ৷ এই প্রথমবার নয় এর আগেও শেখর সুমন সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুলেছিলেন ৷’