আস্ত এলিগেটরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা! শেষমেষ কী হল, দেখুন ভিডিও

#ব্রাজিল: এলিগেটরকে গিলে খাচ্ছে অ্যানাকোন্ডা! এমনই ভয়ানক দৃশ্যের সাক্ষী থাকলেন ব্রাজিলের মানৌসের পন্টে নেগরা বলে একটি এলাকার বাসিন্দারা৷ সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ যা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়!

ভিডিও-টিতে দেখা যাচ্ছে, একটি এলিগেটরকে সর্বশক্তি দিয়ে পেঁচিয়ে ধরেছে অ্যানাকোন্ডা৷ ধীরে ধীরে সেটিকে গিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে৷ কিন্তু এই কাণ্ড চোখে পড়তেই এলিগেটরটিকে বাঁচাতে উদ্যোগী হন স্থানীয় বাসিন্দারা৷ অ্যানাকোন্ডাটির কবল থেকে এলিগেটরটিকে ছাড়ানোর চেষ্টা করেন তাঁরা৷ দড়ি দিয়ে সাপটিকে টেনে তার রাশ আলগা করার চেষ্টা শুরু হয়৷

স্থানীয় একটি নিউজ পোর্টালের তথ্য অনুযায়ী, ঘটনাটি গত ৭ অগাস্টের৷ তবে কয়েকদিন আগে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ জানা গিয়েছে, কোনওভাবে কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল প্রাণী দু’টি৷ স্থানীয় একটি আবাসন চত্বরে ঢুকে পড়ে তারা৷ সেখানেই এলিগেটরটিকে বাগে পেয়ে যায় অ্যানাকোন্ডাটি৷

দড়ি দিয়ে টেনে প্রাণী দু’টিকে আলাদা করার চেষ্টা চালাতে থাকেন আবাসনের বাসিন্দারা৷ এক সময় এলিগেটরটিকে ছেড়ে দেয় অ্যানাকোন্ডা৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সাপটি অন্তত ৬ ফুট দীর্ঘ ছিল৷ সাপটিকে ধরে ছবি তোলেন স্থানীয়রা৷ দু’টি প্রাণীই অবশ্য জঙ্গলে ফিরে যায়৷

তবে যেভাবে অ্যানাকোন্ডাটির শিকারে স্থানীয়রা বাধা দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে অনেকেই তা অনেকেই মেনে নিতে পারেননি৷ কারণ তাঁরা মনে করছেন প্রকৃতির নিয়ম মেনেই নিজের শিকার খুঁজে নিয়েছিল সাপটি, তাই তাকে বাধা দেওয়া একেবারেই উচিত হয়নি৷ তবে যেভাবে সাপটি বড়সড় এলিগেটরটিকে শ্বাসরোধ করে গিলে খাওয়ার চেষ্টা করছিল, তা দেখে অনেকেই শিউরে উঠেছেন৷