শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: ‘চিকিৎসকদের অনশন ইস্যুতে বিধানসভায় অধিবেশন ডাকুন…’ মমতার কাছে দাবি শুভেন্দুর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু হঠাৎ কেন এই দাবি জানালেন শুভেন্দু?

আরজি কর ইস্যুতে মঙ্গলবার কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরিক সমাজের ডাকে এই মিছিলে বিরোধী দলনেতার সঙ্গে পায়ে পা মেলান সমাজের বিভিন্ন স্তরের অসংখ্য নাগরিক। মিছিল শেষে বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী বলেন, ‘‘জুনিয়র চিকিৎসকরা যে ১০ দফা দাবিতে আন্দোলন করছেন কিংবা আমরণ অনশনে শামিল হয়েছেন সেই দাবি যুক্তিসঙ্গত। আমরা চাই অবিলম্বে সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নিক।’’

আরও পড়ুন- রাজ্যের বেশ কয়েক জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা, দিনভর আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

পাশাপাশি চিকিৎসকদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি জানান যে, ‘‘অবিলম্বে এ ব্যাপারে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হোক।’’ মুখ্যমন্ত্রীকে তীব্র নিশানা করে নিজের বক্তৃতায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রীকে বিশেষ অধিবেশন ডাকতে বলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, ‘‘আমরা চাই জুনিয়র ডাক্তারেরা যে ১০ দফা দাবি করেছেন তা রাজ্য সরকার অবিলম্বে পূরণ করুক। কারণ তাদের দাবিগুলি যুক্ত সঙ্গত।’’

শুভেন্দু মঙ্গলবার এও বলেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীকে বলব অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকুন। এ নিয়ে বিধানসভায় আলোচনা হোক। আমরাও সেই আলোচনায় অংশগ্রহণ করব।’’

আরও পড়ুন– চব্বিশেই নজর ছাব্বিশে! আগামী সপ্তাহে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বলা বাহুল্য, মঙ্গলবার রেড রোডে যখন রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দুর্গাপুজোর কার্নিভাল চলছিল ঠিক সেই সময়েই কার্নিভাল বর্জনের ডাক দিয়ে কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী। আজ, বুধবারের মধ্যে আমরণ অনশনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি পূরণ না হলে স্বাস্থ্য ভবন ঘেরাওয়েরও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।