চা চক্রে রাজভবনে গরহাজির কেন? কারণ ব্যাখ্যা শুভেন্দু অধিকারীর (File Photo)

Suvendu Adhikari: চা চক্রে রাজভবনে গরহাজির কেন? কারণ ব্যাখ্যা শুভেন্দু অধিকারীর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: স্বাধীনতা দিবসের দিন রাজভবনের চা চক্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেই আমন্ত্রণ রক্ষা করেননি। গতকাল, বৃহস্পতিবার কেন তিনি রাজভবনে হাজির হলেন না চা চক্রে? নিজেই তার কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন– ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা ! গাঙ্গেয় বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

সোশ্যাল মিডিয়ায় রাজভবনে বেশ কয়েকজনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বসে থাকার একটি ছবি ও রাজভবনের তরফে শুভেন্দু অধিকারীকে পাঠানো আমন্ত্রণ পত্র পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘‘স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মাননীয় রাজ্যপাল মহোদয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে এদিন দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা ও সৌজন্যতার বিড়ম্বনা সৃষ্টি হলে, আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়তো কষ্ট পেতো। তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি।’’

আরও পড়ুন– অ্যাপ ক্যাব বুক করতেই গাড়ি নিয়ে এলেন মহিলা চালক; লড়াইয়ের কাহিনি শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন যাত্রীও

আরজি কর ইস্যুকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তথা কলকাতা পুলিশকে বারবারই নিশানা করে ইতিমধ্যেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন। ডাক দিয়েছেন সরকার উৎখাতের। রাজনীতির উর্ধ্বে উঠে প্রয়োজনে দলীয় পতাকা সরিয়ে রেখে সবাইকে একসঙ্গে নবান্ন অভিযানে নামার ডাক দিতেও শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। আরজি কর ইস্যুকে হাতিয়ার করে আজ থেকেই কলকাতা সহ রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য বিজেপি। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা চক্রে রাজভবনে মুখোমুখি হলে যে শুভেন্দু অধিকারীকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হত বলেই স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনের চা চক্রে গরহাজির থাকলেন শুভেন্দু অধিকারী বলে মত রাজনৈতিক মহলেরও।