বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

Suvendu Adhikari: পুলিশের ‘না’, হাইকোর্টের ‘হ্যাঁ’, রবিবার রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু অধিকারী

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: আজ, রবিবার রাজভবনের সামনে ধর্না অবস্থানে বসতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোট পরবর্তী অশান্তির অভিযোগকে সামনে রেখে বারবারই সরব হন শুভেন্দু। ভোট পরবর্তী অশান্তির ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। এর আগে আক্রান্ত ও ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েও পুলিশের ‘বাধা’ পান শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন– উল্টোরথে বৃষ্টির সম্ভাবনা কম, উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত দলীয় কর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারীকে রাজভবনে যাওয়ার অনুমতি দিলে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে রাজভবনের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। ভোটের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগে নালিশ জানানো হয় রাজ্যপালকে। অন্যদিকে রাজভবনের সামনে ঠিক যে জায়গায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তরফে টানা পাঁচ দিন ধর্না অবস্থান করা হয় সেই জায়গাতেই শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী অশান্তির ঘটনায় তাঁর দলের যাঁরা আক্রান্ত এবং ঘরছাড়াদের নিয়ে ধর্নায় বসার আবেদন জানিয়ে কলকাতা পুলিশের শীর্ষ কর্তার কাছ থেকে অনুমতি চাওয়া হয়।

আরও পড়ুন– রাশিফল ১৪ জুলাই; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

কিন্তু পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে অনুমতি না দেওয়ায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আপত্তি উড়িয়ে দীর্ঘ সওয়াল জবাবের পর শর্তসাপেক্ষে‌ শুভেন্দুকে রাজভবনের সামনে ধর্না অবস্থানে বসার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। ‌এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই আজ, রবিবার সকাল ১০ টা থেকে বেলা ২ টো পর্যন্ত ভোট পরবর্তী অশান্তির ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা যাঁরা আক্রান্ত তাঁদের নিয়েই ধর্নায় বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। দোষীদের বিরুদ্ধে শাস্তি ও প্রশাসনিক পদক্ষেপের দাবিতেই রবিবার ভোট পরবর্তী অশান্তির ঘটনায় দলের ‘আক্রান্ত’-দের সঙ্গে নিয়ে ধর্নায় বসতে চলেছেন শুভেন্দু।

নিজের সোশ্যাল মিডিয়াতে বিরোধী দলনেতা শনিবার রাতে লিখেছেন, ‘‘মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারের ৩০০ জনকে সঙ্গে নিয়ে রাজভবনের বাইরে সকাল ১০ টায় ধর্নায় বসতে চলেছি। পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করছি।’’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে আগেই বলেছিলেম, ‘‘আমার নীতিগত লড়াই ছিল, উনি ( অভিষেক বন্দ্যোপাধ্যায়) যদি ১৪৪ ধারা অমান্য করে পুলিশের অনুমতিক্রমে পাঁচ দিন ধরে রাজভবনের সামনে অবস্থানে বসতে পারেন তাহলে অন্য কেউ নয় কেন? আমার লড়াইটা ছিল এটাই। আদালতের কাছে আমি কৃতজ্ঞ এই কারণেই যে, আমার লড়াইয়ের সিলমোহর দিয়েছে আদালত।’’