স্টেডিয়ামের ছাদে উল্টো হয়ে ঝুলে কমেন্ট্রি মহিলা ধারাভাষ্যকারের, আজব কাণ্ড টি-২০ বিশ্বকাপে

#পারথ: মাঠে ও মাঠের বাইরে টি-২০ বিশ্বকাপে ঘটছে নান ঘটনা। কিন্তু পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন যে ঘটনা ঘটল তা ক্রিকেটের ইতিহাসে আগে ঘটেছে কিনা তা সকলের অজানা। ম্যাচ চলাকালীন, আগে বা পড়ে ধারাভাষ্যের ধরনে এসেছে নানা পরিবর্তন। আধুনিকতার ছোঁয়া সর্বত্র। কিন্তু স্টেডিয়ামের ছাদে উঠে উল্টো হয়ে ঝুলে ধারাভাষ্য দিতে কাওকে দেখেছেন কখনও। তেমনই ঘটনা ঘটল পারথে।

রবিবার পারথে পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের ম্যাচ চলছিল। ম্যাচে কমেন্ট্রি করছিলেন বিখ্যাত ধারাভাষ্যকার নাতালি। পাকিস্তানের ব্যাটিংয়ের সময় নতুন কিছু করা ইচ্ছে হয় নাতালির। সম্পূর্ণ সুরক্ষা নিয়ে উঠে পড়েন স্টেডিয়ামের ছাদে। রোপ দিয়ে বাঁধা ছিলেন সকলেই। সেই সময় হঠাৎই পুরোপরি উল্টো হয়ে ঝুলে পড়েন নাতালি। সেইভাবেই ম্যাচের কমেন্ট্রি কিছু সময় চালিয়ে যান তিনি।

নাতালির এমন অদ্ভূত ধারাভাষ্যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। ক্যাপশনে নাতালি লেখেন, ‘ভিন্ন দৃষ্টিভঙ্গিতে খেলা দেখা যাচ্ছে।’ এমন দুঃসাহসীক কাণ্ড নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। সকলের মনে শিহরণ ধরিয়ে দিয়েছে ধরিয়ে দিয়েছে নাতালির কাণ্ড। পাকিস্তান বনাম নেদারল্যান্ডস ম্যাচের থেকেও আলোচনায় চলে আসেন নাতালি। ধারাভাষ্যে এমন অদ্ভূত ধরন মনে ধরেছে সকলের।

 

আরও পড়ুনঃ কেন দক্ষিণ আফ্রকার বিরুদ্ধে হারতে হল টিম ইন্ডিয়াকে, ‘ময়নাতদন্তে’ উঠে এল ৫টি কারণ

 

প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯১ রান করে ডাচরা। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন কলিন অ্যাকারম্যান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শাদাব খান। রান তাড়া করতে নেমে ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৪৯ রান করেন মহম্মদ রিজওয়ান।