বাংলাদেশ-জিম্বাবোয়ে ম্যাচে নো বল নিয়ে চূড়ান্ত নাটকীয়তা, খেলা শেষের পর ফের নামতে হল মাঠে

#গাব্বা: টি-২০ বিশ্বকাপে ভারত বনামা পাকিস্তান ম্যাচে শেষ ওভারে নো বল নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। এবার বাংলাদেশ বনাম জিম্বাবোয়ের ম্যাচেও শেষ ওভারে নো বল নিয়ে নাটকীয়তা। ম্যাচ শেষ হওয়ার পর নেমে পড়েছিলেনে মাঠ কর্মীরা। জয় সেলিব্রেশন করছেন বাংলাদেশ ক্রিকেটাররা। কিন্তু তৃতীয় আম্পয়ারের সিদ্ধান্তের পর ফের মাঠে নেমে ১ বল খেলতে হলে দুই দলকে। তবে ভাগ্য দেবতা বাংলাদেশের পক্ষেই সহায় ছিলেন এদিন। শেষ পর্যন্ত তিন রানে ম্যাচে জেতে বাংলা টাইগার্সরা।

ম্যাচ জয়ের জন্য শেষ বলে জিম্বাবোয়ের দরকার ছিল ৫ রান। বল করছিলেন মোসাদ্দেক হোসেন। ব্যাটে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি। শেষ বলে এগিয়ে এসে বিগ হিট করতে গিয়ে স্ট্যাম্প আউট হন মুজারবানি। ম্যাচে জয়ের আনন্দে মেতে ওঠেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু তৃতীয় আম্পায়ার বেশ কিছু সময় দেখার পর শেষ বলটি নো বল বলে জানান। কারণ উত্তেজনার বশে উইকেটের আগেই বল তালুবন্দি করেছেন বাংলাদেশের উইকেট রক্ষক নুরুল হাসান। সেই কারণেই নো বল দেওয়ার হয়।

ফলে আরও একটি বল খেলার জন্য ফের মাঠে নামে দুই দল। জিম্বাবোয়ের জয়ের লক্ষ্য গিয়ে দঁাড়ায় ১ বলে ৪ রান। তাও আবার ফ্রি হিট। কিন্তু মোসাদ্দেক হোসেনের শেষ বলে মুজারবানি বোল্ড হয়ে যান। আউট না হলেও ভারত-পাকিস্তান ম্যাচের মত বল বেশি দূর যায়নি। শেষ পর্যন্ত ৩ রানে ম্যাচ জিতে মাঠে ছাড়ে শাকিব আল হাসানরা। তবে এমন কাণ্ড ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থেকে গেল।

 

আরও পড়ুনঃ রুদ্ধশ্বাসে ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমিতে যাওয়ার আশা টিকে থাকল বাংলাদেশের

 

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন নাজিমুল হাসান। রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ২০ ওভারে৮ উইকেট হারিয়ে ১৪৭-এ থামে। সিন উইলিয়ামস ৬৪ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ রক্ষা হয়নি। বাংলােদশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপে শেষ চারে যাওয়ার আশা টিকে থাকল বাংলাদেশের।