Afghanistan vs Bangladesh: ম্যাচ জিততে এ কী করল আফগানিস্তানের ক্রিকেটার! তুমুল ভাইরাল ভিডিও

টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর সেমিফাইনালে উঠে গোটা বিশ্বকে চমকে দিয়েছে আফগানিস্তান। কোনও ভাগ্যের জোরে নয়। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, বালাদেশের মত দলকে কঠোর পরিশ্রমের জোরেই হারিয়েছে আফগান। বাংলাদেশের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে জেতার জন্য কোনও খামতি রাখেনি আফগানরা। এমনকী ডিএলএস নিয়মের সুবিধা পেতে অভিনয়কেও কাজে লাগিয়েছেন আফগানিস্তান ক্রিকেটার গুলবদিন নাইব।

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে বারবার বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল বৃষ্টি। ফলে ডিএলএস নিয়ম ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা জানাই ছিল। প্রথমে ব্যাট করে মাত্র ১১৫ রান করে আফগানিস্তান। সেই রান তাড়া করতে নেমে একটা সময় পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। একাদশ ওভারের শেষ দুটি বলে রশিদ খানের জোড়া উইকেট নিতেই ডিএলএস নিয়মে ২ রানে এগিয়ে যায় আফগানিস্তান।

একইসঙ্গে সেই সময় মাঠে বৃষ্টিও নামে। ডিএলএস নিয়মে এগিয়ে থাকতে ও সময় নষ্ট করতে আফগানিস্তানের গুলবদিন নাইব যে কাণ্ড ঘটালেন তা এখন নেট দুনিয়ায় ভাইরাল। ওই সময় কোচ জনাথন ট্রট খেলা স্লো ডাউন করার কথা বলেন। তখনই আচমকা হ্যামস্ট্রিং ধরে পড়ে যান। যন্ত্রণায় আছেন বোঝানোর চেষ্টা করে। সেই সময় জোরে বৃষ্টি আসায় খেলা সাময়ীকভাবে বন্ধ হয়ে যায়।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: এবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত! ২০০৭ সালের সঙ্গে ৭ মিল, যা অবাক করার মত

গুলবদিন নাইবের এমন কাণ্ড দেখে ধারাভাষ্যকাররা হেসে ওঠেন। অনেকেই সমালোচনা করেন। সময় নষ্ট করার অন্যান্য পদ্ধতি রয়েছে বলেও জানান তারা। এমনকী রাশিদ খানও বিষয়টি ভালভাবে নেয়নি। যদিও ম্যাচ জিততে কোনও সমস্যা হয়নি আফগানিস্তানের। ৮ রানে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌছায় রাশিদ খানের দল।