অর্ধেক বিশ্বকাপ শেষ! ‘এই’ ২জন কি আর খেলবেন না? জামাইষষ্ঠীর দিন বড় ম্যাচ

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে রোহিত শর্মার দল। এর পর পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয়। ম্যাচ শেষ বল পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ৬ রানে জয় পায় টিম ইন্ডিয়া।

এবার তৃতীয় ম্যাচে বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকার মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচে জিতলেই সুপার-৮-এ উঠবে ভারত।

প্রথম দুটি ম্যাচেই ভারতের প্লেয়িং-১১ একই ছিল। এমন পরিস্থিতিতে আমেরিকার বিরুদ্ধে রোহিত শর্মা কি দলে কোনও পরিবর্তন করবেন? নাকি একই দল রাখবেন!

আরও পড়ুন- জোড়া ম্যাচ জিতলেও ৫ বড় সমস্যা ভারতীয় দলে! দ্রুত সমাধান না করলেই বিপদ

প্রথম দুই ম্যাচে সুযোগ পাননি কুলদীপ যাদব ও যশস্বী জয়সওয়াল। বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন কুলদীপ যাদব। সদ্য সমাপ্ত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে কুলদীপ দুর্দান্ত পারফর্ম করেছিলেন। তবে রোহিত তাঁর বদলে প্লেয়িং-ইলেভেন-এ অক্ষর প্যাটেলকে সুযোগ দেন।

অন্যদিকে, যশস্বী জয়সওয়ালও প্লেয়িং-১১-এ সুযোগ পাননি। ওপেনিং করছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এমন পরিস্থিতিতে আমেরিকার বিরুদ্ধে ম্যাচে প্লেয়িং-১১-এ কোনও পরিবর্তন আনবেন কি না, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন- এরপর ভারত বনাম পাকিস্তান ম্যাচ কোথায় হবে? টি-২০ বিশ্বকাপের মাঝেই মিলল তথ্য

যুজবেন্দ্র চাহাল এবং সঞ্জু স্যামসন এখনও প্লেইং-ইলেভেন-এ সুযোগ পাননি। এই দুই খেলোয়াড়ই আইপিএলে অসাধারণ পারফর্ম করেছিলেন। চাহাল রাজস্থান রয়্যালসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে ছিলেন। সঞ্জু স্যামসন ৫০০+ রান করেছিলেন।

টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন ম্যাচে স্যামসন সুযোগ পেলেও বিশেষ কিছু করতে পারেননি। ভারতকে গ্রুপ পর্বের পরবর্তী দুটি ম্যাচ খেলতে হবে আমেরিকা ও কানাডার বিরুদ্ধে।

প্রথম দুই ম্যাচে ভারতের প্লেয়িং-১১

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল। আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মহাম্মদ সিরাজ।

—- Polls module would be displayed here —-
—- Polls module would be displayed here —-