India vs Pakistan

India vs Pakistan match: ভারত-পাক ম্যাচ নিয়ে ভ্লগ করতে গিয়েছিলেন, নিরাপত্তারক্ষীর গুলিতে মৃত্যু হল ইউটিউবারের

করাচি: ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। আগে এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হলেও এখন আইসিসির টুর্নামেন্ট আর এশিয়া কাপ ছাড়া ভারত-পাক মুখোমুখি হয় না। তাই সেই গুটিকতক ম্যাচ ঘিরেই তৈরি হয় উন্মাদনা।

আরও পড়ুন: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

রবিবার ৯ জুন টি২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। টানটান সেই ম্যাচে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নেয় ভারত। ম্যাচ হারলে পাকিস্তান সমর্থকদের টিভি ভাঙার কথা অনেকেই জানেন, কিন্তু সেই নিয়ে যে রক্তপাত হবে তা বোঝা যায়নি।

—- Polls module would be displayed here —-

পাকিস্তান সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে গুলিচালনার ঘটনা ঘটেছে করাচি। করাচির একটি শপিং মলে ভ্লগ করতে গিয়েছিলেন সাদ আহমেদ নামের এক ইউটিউবার। সেখানে ভারত-পাক ম্যাচ নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। সেই সব ঘটনাই ক্যামেরাবন্দি করছিলেন সাদ। তার পরে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলতে চান কথা বলতে যান সাদ। সাদ তাঁকে বার বার প্রশ্ন করেন। নিরাপত্তারক্ষী তার পরে বিরক্ত হয়ে গুলি চালিয়ে দেন। কয়েকটি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে সাদকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছি, সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।

পাকিস্থানের এক সংবাদমাধ্যম জিও টিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, ভ্লগ করতে যাওয়ার আগে এক বন্ধুকে ফোন করেছিলেন সাদ, সেই বন্ধু জানান পরিবারের একমাত্র উপার্জনকারীও ছিলেন সাদ।