টি২০ বিশ্বকাপে ভারতীয় দল

T20 World Cup 2024 Indian Team: টি২০ বিশ্বকাপে ১০ জনের জায়গা পাকা, ৫ স্লটে চলছে জোর লড়াই, টিম কেমন হতে পারে দেখুন

নয়াদিল্লি: ১ জুন থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। এখন চলছে টিম বাছাইয়ের পর্ব। এপ্রিলের শেষ দিকে বৈঠকে বসবেন নির্বাচন কমিটির সদস্যরা। জানা যাচ্ছে, ১০ ক্রিকেটারের জায়গা পাকা। ৫টি স্লটেই নিয়েই আপাতত জোর লড়াই।

চলতি আইপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্বকাপের টিম বাছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে মনে করা হচ্ছে। যদিও অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটির কাজটা সহজ হবে না। কারণ ৫টি স্লটের দাবিদার অনেক। দ্বিতীয় উইকেট কিপারের জায়গায় ৪ জনের মধ্যে লড়াই হচ্ছে।

আরও পড়ুন: ‘দু’টি আসনই চাই’, কালনায় নেতা-কর্মীদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, দিলেন ভোটে জেতার টোটকা

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, টি২০ বিশ্বকাপের দলে অধিনায়ক রোহিত শর্মা ছাড়া বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত, আরশদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের জায়গা পাকা।

বাকি স্লটে জোর লড়াই চলছে। বিশেষ করে দ্বিতীয় উইকেট কিপারের জন্য। সঞ্জু স্যামসন, কেএল রাহুল, ঈশান কিশান, জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলরা একে অন্যকে টক্কর দিচ্ছেন। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে আসতে পারেন বিরাট কোহলি। ব্যাকআপ ওপেনারের জায়গার জন্য শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালের মধ্যে জোর লড়াই চলছে।

আরও পড়ুন: ভোট ভারতে, বুথ বাংলাদেশে! গেট খুলল BSF, তারপরই বেনজির দৃশ্য!

চলতি আইপিএলে এখনও পর্যন্ত বিশেষ কিছু করতে পারেননি যশস্বী জয়সওয়াল। ব্যাটে রান নেই। তবে তাঁর অতীত রেকর্ড দুর্দান্ত। অন্য দিকে শুভমন গিল দুর্দান্ত ফর্মে রয়েছেন। ‘গুজরাত টাইটানস’-কে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ওপেন করতে নেমে রানও করছেন বিস্তর। আপাতত শুভমনের দিকেই পাল্লা ভারি। এখন নির্বাচক কমিটি কার দিকে ঝুঁকবেন, সেটা বোঝা যাবে, এপ্রিলের শেষে।

টিমে স্পিনার হিসেবে কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা অটোমেটিক চয়েস। তৃতীয় স্পিনারের জায়গায় অক্ষর প্যাটেল, যজুবেন্দ্র চাহাল এবং রবি বিষ্ণোইয়ের মধ্যে ত্রিমুখী লড়াই। এঁদের মধ্যে অক্ষরের ব্যাটিংয়ের হাত চমৎকার। ফিল্ডিংয়েও ভাল। তবে বোলিংয়ের দিক থেকে চাহাল সবচেয়ে এগিয়ে। কিন্তু দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলাটা তাঁর বিপক্ষে যেতে পারে। আইপিএলে বিষ্ণোইয়ের পারফরম্যান্স মন্দ নয়। তবে বিশ্বকাপের টিমে জায়গা পেতে হলে তাঁকে আরও ধারাবাহিক হতে হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।