টি২০ বিশ্বকাপের আগে বিসিসিআই বিরাট-রোহিতকে টি২০ ক্রিকেট থেকে দূরেই রেখেছিলেন। ভাবাই যায়নি যে বিরাট-রোহিত আবার সুযোগ পাবেন। সুযোগ পেয়ে রূপকথা রচনা করলেন বিরাট। ২০১১ সালের ধোনি আর ২০২৪ সালের বিরাট, যেন মহারণের মহানায়ক।

ICC T20 World Cup 2024: ‘যা শুনেছেন সব মিথ্যে’, টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের সঙ্গে ওপেন করা নিয়ে যা বললেন রোহিত, নয়া চমক

IPL 2024 জমে উঠেছে৷ এরই মধ্য এগিয়ে আসছে ক্রিকেটার আরও একটি মেগা টুর্নামেন্ট৷, সেটি টি টোয়েন্টি বিশ্বকাপ৷ সেটা যতই কাছে আসছে ততই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ স্কোয়াড ঘিরে গুঞ্জন আরও জোরালো হচ্ছে। ক্রিকেট ফ্যানরা ভাবছেন যে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া,  কেএল রাহুল, ইত্যাদির মতো বড় নামগুলির চারপাশে যে সংশয়ের মেঘ তৈরি হয়েছে তা কাটিয়ে  চূড়ান্ত ১৫-এ দলে কার কার নাম উঠবে৷ এদিকে জোর খবর ছিল এই বিশ্বকাপে রোহিতের সঙ্গে বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে ওপেন করবেন৷ 
IPL 2024 জমে উঠেছে৷ এরই মধ্য এগিয়ে আসছে ক্রিকেটার আরও একটি মেগা টুর্নামেন্ট৷, সেটি টি টোয়েন্টি বিশ্বকাপ৷ সেটা যতই কাছে আসছে ততই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ স্কোয়াড ঘিরে গুঞ্জন আরও জোরালো হচ্ছে। ক্রিকেট ফ্যানরা ভাবছেন যে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া,  কেএল রাহুল, ইত্যাদির মতো বড় নামগুলির চারপাশে যে সংশয়ের মেঘ তৈরি হয়েছে তা কাটিয়ে  চূড়ান্ত ১৫-এ দলে কার কার নাম উঠবে৷ এদিকে জোর খবর ছিল এই বিশ্বকাপে রোহিতের সঙ্গে বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে ওপেন করবেন৷
রোহিত শর্মা বৃহস্পতিবার অবশ্য এই ওপেনিং জুটির বিষয়ে চলতে থাকা জল্পনাকে  পরিষ্কার করেছেন এবং আইপিএল ম্যাচেও উত্তর দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ওপেন করবেন কিনা সেই প্রশ্নের। Photo- File 
রোহিত শর্মা বৃহস্পতিবার অবশ্য এই ওপেনিং জুটির বিষয়ে চলতে থাকা জল্পনাকে  পরিষ্কার করেছেন এবং আইপিএল ম্যাচেও উত্তর দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি ওপেন করবেন কিনা সেই প্রশ্নের। Photo- File
রোহিত শর্মা জানিয়েছেন তিনি ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-র টিম ইন্ডিয়ার গঠন নিয়ে আলোচনা করতে দেখা করেছেন।  তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে  ‘‘আমরা ঠিক করিনি বিশ্বকাপে কে ওপেন করবে’’-  (বিরাট কোহলি-র সঙ্গে  তাঁর ওপেনিংয়ের  প্রশ্নে)। Photo- File 
রোহিত শর্মা জানিয়েছেন তিনি ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-র টিম ইন্ডিয়ার গঠন নিয়ে আলোচনা করতে দেখা করেছেন।  তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে  ‘‘আমরা ঠিক করিনি বিশ্বকাপে কে ওপেন করবে’’-  (বিরাট কোহলি-র সঙ্গে  তাঁর ওপেনিংয়ের  প্রশ্নে)। Photo- File
রোহিত বলেছেন,  আজকের যুগে সঠিক লোকের কাছ থেকে না আসলে কোনও কিছুই বিশ্বাস করা উচিত নয়। "আজকের যুগে, যতক্ষণ না আপনি আমার কাছ থেকে, রাহুল ভাই বা অজিত ভাইয়ের কাছ থেকে শুনতে না পান, বাকি সবকিছুই ভুয়ো (ফেক)," রোহিত শর্মা ক্রিকেট পডকাস্ট ক্লাব প্রেইরি ফায়ারে মতামত রাখার সময় এই কথা বলেন৷
রোহিত বলেছেন,  আজকের যুগে সঠিক লোকের কাছ থেকে না আসলে কোনও কিছুই বিশ্বাস করা উচিত নয়। “আজকের যুগে, যতক্ষণ না আপনি আমার কাছ থেকে, রাহুল ভাই বা অজিত ভাইয়ের কাছ থেকে শুনতে না পান, বাকি সবকিছুই ভুয়ো (ফেক),” রোহিত শর্মা ক্রিকেট পডকাস্ট ক্লাব প্রেইরি ফায়ারে মতামত রাখার সময় এই কথা বলেন৷
দৈনিক ভাস্করের একটি প্রতিবেদনের পরেই গুঞ্জন শুরু হয়েছিল৷ সেখানেই দাবি করা হয়েছিল যে বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন। RCB-র তারকা এখন পর্যন্ত আইপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফর্ম করছে এবং মিলিয়ন ডলার টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার হওয়ার জন্য তিনি অরেঞ্জ ক্যাপও পেয়েছেন৷ Photo- File 
দৈনিক ভাস্করের একটি প্রতিবেদনের পরেই গুঞ্জন শুরু হয়েছিল৷ সেখানেই দাবি করা হয়েছিল যে বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন। RCB-র তারকা এখন পর্যন্ত আইপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফর্ম করছে এবং মিলিয়ন ডলার টুর্নামেন্টে সর্বোচ্চ রান স্কোরার হওয়ার জন্য তিনি অরেঞ্জ ক্যাপও পেয়েছেন৷ Photo- File
রোহিত শর্মা BCCI-র  মিটিং থেকে অন্যান্য রিপোর্টকেও খারিজ করে  দিয়েছেন৷  এরকম খবরও সামনে এসেছিল,  হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ দলে জায়গা পাওয়ার জন্য আরও ওভার বল করতে চান। ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে রোহিত বলেন, "আমি কারও সঙ্গে দেখা করিনি। অজিত আগরকার দুবাইতে কোথাও গলফ খেলছেন এবং রাহুল দ্রাবিড় আসলে তাঁর বাচ্চাদের বেঙ্গালুরুতে খেলা দেখছেন।" Photo- File
রোহিত শর্মা BCCI-র  মিটিং থেকে অন্যান্য রিপোর্টকেও খারিজ করে  দিয়েছেন৷  এরকম খবরও সামনে এসেছিল,  হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ দলে জায়গা পাওয়ার জন্য আরও ওভার বল করতে চান। ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে রোহিত বলেন, “আমি কারও সঙ্গে দেখা করিনি। অজিত আগরকার দুবাইতে কোথাও গলফ খেলছেন এবং রাহুল দ্রাবিড় আসলে তাঁর বাচ্চাদের বেঙ্গালুরুতে খেলা দেখছেন।” Photo- File