Tag Archives: 26/11 Mumbai Attack

Abhishek Banerjee: ২৬/১১ মুম্বই হামলার মতোই রেইকি, জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়? বিস্ফোরক দাবি লালবাজারের

কলকাতা: মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়? কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুরলিধর শর্মার এমনই বিস্ফোরক দাবিতে তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতি। অভিযুক্ত রাজারাম রেগে কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ির সামনে রেইকিও করেন বলে খবর। সোমবার তাকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

কেন কলকাতায় এসেছিলেন মুম্বই হামলার ষড়যন্ত্রী রাজারাম রেগে? পরবর্তীতে এই ঘটনায় রাজসাক্ষী হয়েছিলেন রাজারাম। কেন কলকাতায় এসে ভিডিওগ্রাফি করেন, কেন ছবি তোলেন, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে রেইকি, পিএ-র ফোন নম্বর জোগার করেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বের সপ্তম উষ্ণতম স্থানের রেকর্ড দক্ষিণবঙ্গের জেলার, বৃষ্টি নামবে কবে? আবহাওয়ার বড় আপডেট

লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘কিছু মানুষ কিছু পলিটিক্যাল ব্যক্তিত্বদের নামে রেইকি করছিল। আমরা প্রাথমিক নাম জানতে পারি রাজারাম রেগে। ইনি মুম্বই অ্যাটাক যখন হয়েছিল তার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি তখন পরিচয় দিয়েছিল তিনি পলিটিক্যাল লোকদের সঙ্গে যুক্ত আছে। শেক্সপিয়ার সরণি থানায় ‘অরা’ হোটেলে ছিল। তিনি এখানে এসে অভিষেক বন্দোপাধ্যায়ের ফোন নম্বর এবং পিএ-র মোবাইল নম্বর নিয়েছে। তিনি অভিষেকের অফিস যান, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। এই নিয়ে আমাদের শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ করা হয়।’

আরও পড়ুন: শুনেই চমকাচ্ছেন? স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমনোর দারুণ কিছু উপকারিতা রয়েছে! জানলে অবাক হবেন

মুরলিধর শর্মার আরও দাবি, ‘মুম্বই অ্যাটাকের মতো কোনও পরিকল্পনা রয়েছে কিনা। বা তার কোনও যোগসূত্র রয়েছে কিনা সেরকমই কোনও বিষয় পরিকল্পনা করছে কিনা, আমরা তা খতিয়ে দেখব। মুম্বই থেকে রাজারাম রেগেকে অ্যারেস্ট করা হয়েছে। ২৬/১১ মুম্বইে যে জঙ্গি হামলা হয়েছিল তার সঙ্গে একেবারেই এই অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে। সেই কারণেই আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছি।’

রৌণক দত্ত চৌধুরী