Tag Archives: Aam Aadmi Party

AAP accused by ED: দেশে এই প্রথম, আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত আপ! বড় বিপাকে কেজরিওয়ালের দল

নয়াদিল্লি: দেশে এই প্রথমবার কোনও মামলায় অভিযুক্ত করা হল কোনও রাজনৈতিক দলকে৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টিকেও অভিযুক্ত হিসেবে যুক্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আপকে যে তারা এই মামলায় অভিযুক্ত হিসেবে যুক্ত করবে, আদালতে তা আগেই জানিয়ে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ দেশে এই প্রথমবার কোনও মামলায় একটি রাজনৈতিক দলকে অভিযুক্ত করা হল৷

এ দিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডি একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়৷ সেই চার্জশিটেই আবগারি দুর্নীতি মামলায় আপ এবং তাদের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের নাম অভিযুক্ত হিসেবে যুক্ত করেছে ইডি৷ এই মামলায় আর্থিক তছরূপের দিকটি তদন্ত করছে ইডি৷ আবগারি দুর্নীতি মামলাতেই ইডি-র হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ যদিও কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি৷

আরও পড়ুন: সাধ ছিল আর একবার ভোট দেবেন! ইচ্ছেপূরণের দশ মিনিটের মধ্যেই হাওড়ায় মৃত্যু বৃদ্ধার

তবে একা কেজরিওয়াল নন, এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-এর মতো সিনিয়র নেতাদেরও গ্রেফতার করেছে ইডি৷ কেজরিওয়াল মুক্তি পেলেও আপ-এর এই নেতারা এখনও জেলেই রয়েছেন৷ এই নিয়ে আবগারি দুর্নীতি মামলায় অষ্টম চার্জশিট জমা দিল ইডি৷ তবে এই প্রথমবার কোনও চার্জশিটে কেজরিওয়ালের নাম উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

ইডি-র এই পদক্ষেপের জেরে বড়সড় সমস্যায় পড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল৷ কারণ আম আদমি পার্টিকে অভিযুক্ত করার পর আপ-এর স্বীকৃতি বাতিল করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারে ইডি৷ শুধু তাই নয়, দিল্লিতে আপ-এর সদর দফতর সহ দলের যাবতীয় সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে তারা৷