Tag Archives: AB de Villiers

Virat Kohli: কোহলির বাবা হওয়া নিয়ে এবার উল্টো সুর ডিভিলিয়ার্সের, কী বললেন প্রোটিয়া তারকা

সপ্তাহ খানেক আগেই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। জানিয়েছিলেন সত্যিই দ্বিতীয় সন্তান আসতে চলেছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পরিবারে। বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় ডিভিলিয়ার্সের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও প্রশ্নও ওঠেনি। কিন্তু সাত দিন যেতে না যেতেই পুরোপুরি ভোলবদল প্রোটিয়া তারকার।

এক সাক্ষাৎকারে নিজের আগের করা বক্তব্যের থেকে সরে এসেছেন এবি ডিভিলিয়ার্স। এমনকী ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। ডিভিলিয়ার্স বলেছেন, “আমি কয়েক দিন আগে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার দ্বিতীয়বা বাবা-মা হওয়া নিয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছিলাম। যেটা আমার করা একদমই উচিৎ হয়নি। আমি বড় একটা ভুল করে ফেলেছি। ক্ষমাপ্রার্থী।”

এর পাশাপাশি এবি ডিভিলায়ার্স বলেছিলেন,”কোহলি এখন পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। এর বাইকে কেউ জানে না কী হচ্ছে। আমি শুধু এটুকুই বলতে পারি যে কারণে বিরাট ছুটি নিয়ে থাকুক ও আরও শক্তিশালী ও তরতাজা হয়ে মাঠে ফিরুক। আমি কোহিলর পরিবারকে শুভেচ্ছা জানাতে চাই। বিরাট-অনুষ্কার পরিবারের ভাল হোক।”

আরও পড়ুনঃ Mohammed Shami: নিজের বায়োপিকে কাকে হিরো হিসেবে দেখতে চান মহম্মদ শামি? নাম শুনলে চমকে যাবেন

প্রসঙ্গত,বিগত বেশ কয়েক মাস ধরেই বিরুষ্কার পরিবারে দ্বিতীয় সন্তান আসা নিয়ে জল্পনা চলছে। তবে এই বিষয়ে কখনই কোনও কিছু জানাননি বিরাট ও অনুষ্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে ছুটি নেন কোহলি। পরের ৩ টেস্টে দলে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। এরই মধ্যে এবি ডিভিলিয়ার্সও তাঁর বক্তব্য প্রত্যাহার করায় জল্পনা আরও বাড়ল বই কমল না।

De Villiers on Virat Kohli : আইপিএলে বিরাট কোহলিকে নিয়ে বড় বয়ান এ-বির! শুনলে চমকে যাবেন

 

#মুম্বই: প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স বিশ্বাস করেন বিরাট কোহলির ব্যাট থেকেই সর্বাধিক রান আসবে আইপিএল ২০২২এ।ব্যাঙ্গালোরের হয় প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৬০০ এর বেশি রান তুলতে সক্ষম হতে পারেন, মনে করছেন তিনি। আইপিএলে ব্যাঙ্গালোরের হয়ে শেষ তিনটে মরশুমে বেশ ভালই রান জোগাড় করছেন কোহলি। তিনবারই চারশো রানের গণ্ডি তিনি টপকেছেন। ২০১৯ এ তার মোট রান ৪৬৪, ২০২০ তে তার মোট রান ৪৬৬ এবং গতবারের আইপিএলে তিনি মোট ৪০৫ রান করেছেন।

আরও পড়ুন – Shoaib Akhtar on Sourav Ganguly : কোচের পছন্দ পাত্তা না দিয়ে শোয়েবকে ঝুঁকি নিয়ে দলে নিয়েছিলেন সৌরভ!

আইপিএলে একটি মরশুমে সর্বাধিক রানের রেকর্ড এখন পর্যন্ত তার নামেই আছে। ২০১৬ সালে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৯৭৩ রান করেছিলেন তিনি, যার মধ্যে ৪টি সেঞ্চুরি এবং ৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। মাত্র ১৬ ম্যাচে এই অতিকায় রান তোলার জন্য, তার স্ট্রাইক রেট ছিল ১৫২.০৩ এবং একটি ম্যাচে সর্বাধিক রান ছিল ১১৩।

আইপিএল ২০২২ এর মেগা অকশনের পর দলে অনেক পরিবর্তন এসেছেন, কিন্তু এখনও উপস্থিত আছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, থেকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মহম্মদ সিরাজ। কিন্তু এই দলে আর নেই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। ২০২১ আইপিএলের পর ডি ভিলিয়ার্স ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।

২০২২ এর নিলামে আরসিবি ৭ কোটি টাকায় আরেক দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ফ্যাফ ডু প্লেসিকে নেয়। তাকে অধিনায়কত্বের দায়িত্বও দেওয়া হয়েছে। ব্যাঙ্গালোরের প্রাক্তন ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স এখনো তার পুরনো দলকে সমর্থন করছেন। তিনি বললেন, অধিনায়ক হিসেবে ডু প্লেসি ভালোই পরিচিত। কিন্তু নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর বিরাট কোহলির চাপমুক্ত ব্যাটিং দেখতে উৎসাহী তিনি।

তিনি এই মরশুমে বিরাটের থেকে বড় রান আশা করছেন, ৬০০ এর বেশি রান আশা করছেন তার থেকে তিনি। ডি ভিলিয়ার্স আরও বললেন, বিরাট কোহলি ডু প্লেসি কে অনেক পরামর্শ দেবেন যদিও ডু প্লেসি যথেষ্ট অভিজ্ঞ অধিনায়ক। দলের তরুণ তারকাদের তিনি যথেষ্ট ভাল প্রশিক্ষণ দিচ্ছেন এবং ডি ভিলিয়ার্স আশা করছেন তাঁরা ভালো প্রদর্শন দেখাবেন আইপিএলে।

AB de Villiers Retirement: খেলবেন না আইপিএলেও, সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স

জোহানেসবার্গ: আর ‘মিস্টার ৩৬০’-কে ব্যাট হাতে কোনও ম্যাচে দেখা যাবে না ৷ সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স ৷ অর্থাৎ আইপিএলেও আর খেলতে দেখা যাবে না এবিডি-কে (AB de Villiers Announces His Retirement) ৷

জাতীয় দলের হয়ে আগেই অবসর ঘোষণা করেছিলেন ৷ কিন্তু তারপরেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন তিনি ৷

ক্রিকেটকে চিরবিদায় জানালেন এবি ডেভিলিয়ার্স। জাতীয় দলের জার্সিতে আগেই সরে দাঁড়িয়েছিলেন। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন প্রোটিয়া তারকা। আইপিএলে আরসিবির জার্সি গায়ে তাঁকে এ বছর দেখা গেলেও আগামী বছর থেকে আর খেলতে দেখা যাবে না এবিডি-কে ৷

আরও পড়ুন– দ্রাবিড় সামনে মুখ ফেরাতেই Mohammed Sirajকে চড় মারলেন Rohit Sharma! Viral Video

২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ানে ভারতের বিরুদ্ধে শেষ ওয়ান ডে খেলেছিলেন ৷ তারও আগে আন্তর্জাতিক টি২০ থেকে বিদায় ঘোষণা করেছিলেন ডেভিলিয়ার্স ৷ তবে আইপিএলে এবং অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছিলেন তিনি ৷ এবার সবধরণের ক্রিকেটকেই বিদায় জানালেন এবিডি ৷

এবিডি-র অবসর ঘোষণায় ট্যুইট করে বিরাট জানিয়েছেন, ‘‘ খুব খারাপ লাগছে ৷ কিন্তু আমি জানি তুমি নিজের ও পরিবারের কথা ভেবে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছো ৷ আই লভ ইউ ৷ ’’