Tag Archives: Aman Sehrawat

Aman Sehrawat Lifestory: ১১ বছরেই অনাথ, ভরসা বলতে ছোটবোন, কাদামাটির আখড়া থেকে অলিম্পিক্সে বিজয়কেতন আমনের

হরিয়ানার কাদামাটির আখড়া থেকে অলিম্পিক্সের ম্যাটে বিজয়কেতন। আমন শেহরাওয়াত এক রূপকথার নাম। কতই বা বয়স ছেলেটার, মাত্র ২১ বছর। জীবনের প্রথম অলিম্পিক্স। কিন্তু দেখে মনে হয়নি একবারও। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়েছেন। যেন প্রতিজ্ঞা করে এসেছিলেন, পদক নিয়েই ফিরব।

আমনের ব্রোঞ্জ জয় কোনও সাধারণ পদক জয়ের আখ্যান নয়। এর পিছনে রয়েছে ঘামে, রক্তে ভেজা ইতিহাস। তিনি এখন অলিম্পিক্সে পদক জয়ী সর্বকনিষ্ঠ ভারতীয়। দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে ঘষে মেজে তৈরি করা হয়েছে তাঁকে। এই মাটি বীরের মাটি। এখান থেকেই বেরিয়েছেন সুশীল কুমার, যোগেশ্বর দত্ত, রবি কুমার দাহিয়া, বজরং পুনিয়াদের মতো অলিম্পিক্স পদকজয়ীরা।

২০০৩ সালের ১৬ জুলাই হরিয়ানার ঝাজ্জর জেলার বিরোহর গ্রামে জন্ম আমন শেরায়তের। প্রচণ্ড কষ্টে কেটেছে ছোটবেলা। মাত্র ১১ বছর বয়সেই মা-বাবা দু’জনকেই হারান। সঙ্গী বলতে ছোট বোন। তবে বটগাছের মতো ছায়া দিয়ে গিয়েছেন কাকা সুধীর শেরয়াত। তাঁর হাত ধরেই আমনের জীবন বদলে যায়।

আরও পড়ুন : ‘সাবাশ আমন!’ শুভেচ্ছার স্রোতে ভাসছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ২১ বছর বয়সি এই কুস্তিগির

হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে সুধীর জানিয়েছেন, কীভাবে মা-বাবার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন, নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছিলেন আমন। এমনকী সেই সময় আমন মাদক নিত বলেও সন্দেহ হয়েছিল তাঁর। তারপর জীবনে এল কুস্তি। সমস্ত না পাওয়ার কষ্ট মেটাতে শুরু করলেন আখড়ার মাটিতে। কুস্তি আমনের কাছে শুধু খেলা নয়, জীবনের লড়াই।

বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সুশীল কুমার। তখন আমনের বয়স ১০ বছর। টিভিতে দেখেছিলেন সুশীলের লড়াই। অলিম্পিক্সের পোডিয়ামে উড়ছে ভারতের পতাকা। সেই থেকে কুস্তির প্রতি প্রেম। অল্প বয়সেই পা রাখলেন ছত্রশালে। প্রথম থেকেই আমনের স্টাইলে আগ্রাসী ভাব ছিল। কোচের নির্দেশ উপেক্ষা করে ‘ব্লিস্টারিং পেস’-এর প্রতি মন দিয়েছিলেন তিনি। কে জানত, এটাই তাঁর কুস্তিকে পাল্টে দেবে।

মাত্র ১৯ বছর বয়সেই কুস্তির জগতে নিজের ছাপ ফেলতে শুরু করেন আমন। ২০১৯ সালে জেতেন এশিয়ান ক্যাডেট চ্যাম্পিয়ানশিপ। দু’বছর পর ২০২১ সালে ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপ জিতে সাড়া ফেলে দেন কুস্তি সার্কিটে। সেই শুরু। এরপর অনুর্ধ ২৩ বিশ্ব চ্যাম্পিয়ানশিপ এবং এশিয়ান চ্যাম্পিয়ানশিপে সোনা এবং হ্যাংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতেন আমন। আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্যারিস অলিম্পিক্সের পুরুষদের ৫৭ কেজি বিভাগে নির্বাচিত হন আমন। বাকিটা ইতিহাস।

Aman Sehrawat at Paris Olympics 2024: ‘সাবাশ আমন!’ শুভেচ্ছার স্রোতে ভাসছেন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ২১ বছর বয়সি এই কুস্তিগির

অবশেষে কুস্তিতে পদক। আমন শেরায়তের হাত ধরে পুরুষদের ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছে ভারত। প্রতিপক্ষ পুয়ের্তো রিকোর ডারিয়ান তোই ক্রুজকে হারানোর পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন ভারতীয় কুস্তিগির।

আমন শেরাওয়াতের উচ্ছ্বসিত প্রশংসা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেন আর এক অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া। তিনি লিখেছেন, “শাবাস আমন। ব্রোঞ্জ পদকের জন্য অনেক অভিনন্দন। দুর্দান্ত খেলেছ ভাই। ভারতীয় কুস্তিকে অলিম্পিক্স থেকে (২০০৮ সাল থেকে) কখনও খালি হাতে ফিরতে হয়নি।’’

২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী যোগেশ্বর দত্তও পদক জয়ের জন্য আমনকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, “ব্রোঞ্জ পদক জিতে অলিম্পিক্সে ভারতীয় কুস্তির আধিপত্য বজায় রেখেছেন। আপনাকে আন্তরিক অভিনন্দন। টানা ৫টি অলিম্পিক্সে কুস্তিতে পদক জয় দেশের জন্য গর্বের মুহূর্ত।’’

বলিউড থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। প্যারিস অলিম্পিক্সে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আমনকে অভিনন্দন জানিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখ। অলিম্পিক্সে সোনাজয়ী অভিনব বিন্দ্রাও শুভেচ্ছা জানিয়েছেন ২১ বছর বয়সী কুস্তিগিরকে। তিনি লিখেছেন, “অভিনন্দন আমন। ম্যাটে আপনার সংকল্প, ফোকাস এবং যেভাবে নিজেকে মেলে ধরেছেন, এগুলো একজন সত্যিকারের চ্যাম্পিয়ানের লক্ষণ। ব্রোঞ্জ জিততে পারা বিশাল কৃতিত্ব। শ্রেষ্ঠত্বের জন্য আপনার নিরলস সাধনার প্রতিফলন ঘটেছে এতে। আপনার জন্য গর্বিত। আপনি গোটা দেশকে গর্বিত করেছেন। চালিয়ে যাও, চ্যাম্প।’’

আরও পড়ুন : ভালবাসতেন পোস্তর পদের সঙ্গে বাহারি মাছ, শঙ্করপুরের এই সরকারি কটেজ ছিল প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর খুব প্রিয়

অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন পিস্তল শ্যুটার হিনা সিধুও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “ফের পদক দিল কুস্তি। ২১ বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে অলিম্পিক্স পদকজয়ীর তালিকায় ঢুকে পড়লেন আমন। অসাধারণ পারফরম্যান্সের জন্য আমন শেরায়তকে অভিনন্দন। আমন, আপনি শেষ মুহূর্ত পর্যন্ত শান্ত এবং লক্ষ্যে অবিচল ছিলেন। গোটা ভারত আপনার জয়ে গর্বিত।’’

২০০৮ অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী বিজেন্দর সিংও অভিনন্দন জানিয়েছেন আমনকে। এটা ছিল আমনের প্রথম অলিম্পিক্স। আর প্রথম অলিম্পিক্সেই পদক জয় বিশাল কৃতিত্বের বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “জীবনের প্রথম অলিম্পিক্সেই পদক জয়! বিশাল কৃতিত্ব। আপনাকে অনেক অভিনন্দন আমন শেরায়ত।’’