Tag Archives: Ambani wedding

Anant Ambani Wedding: অনন্ত-রাধিকার বিয়েতেই প্রথম ভারত সফর, মুম্বইয়ে এসে কিম লিখলেন ‘হাই ইন্ডিয়া’!

মুম্বই: দেখতে দেখতে ১২ জুলাই এসে পড়ল। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের দিন অবশেষে হাজির। গত মার্চ মাস থেকে বিয়ে উপলক্ষে উৎসব চলছে। আম্বানিদের বসতভিটে অ্যান্টিলিয়ায় তো বটেই বিভিন্ন উৎসব মঞ্চে এসে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের তারকারা। বলিউডের সঙ্গীত এবং গানের জগতের নক্ষত্ররা তো আছেনই, অনন্ত-রাধিকার বিয়ের উৎসবে মুম্বইয়ে এসে গান গেয়ে গিয়েছেন বিশ্ব বিখ্যাত পপতারকা জাস্টিন বিবারও। এখানেই শেষ নয়, এবার এলেন কিম কারদাশিয়ান! সঙ্গে তাঁর বোন ক্লোই কার্দাশিয়ানও। দেশে পা রাখা মাত্রই ধুমধাম করে স্বাগত জানানো হয়েছিল তাঁদের। বিমানবন্দরে কিমের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। নিজেও কিম ইনস্টাগ্রামে নিজস্বী শেয়ার করেছেন প্রথম ভারত সফরের।

মুম্বই বিমানবন্দর থেকে বের হওয়ার সময় প্যাপারাৎজি ছেঁকে ধরেছিল কিমের গাড়িটিকে। তিনি ক্যামেরার উদ্দেশে হাত নাড়েন। সমস্ত আলোকচিত্রীদের সঙ্গে একটি লুক শেয়ার করে সমাজমাধ্যমে কিম লেখেন “হাই ইন্ডিয়া।”

মুম্বইয়ের তাজ হোটেলের কর্মীরা কিমকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। কপালে তিলক এঁকে দেন। হোটেল থেকে ভক্তদের সঙ্গেও কিম ও ক্লোইর একটি ছবিও ভাইরাল হয়েছে।

কিম আর ক্লোই ছাড়াও, সপ্তাহান্তে অনন্ত-রাধিকার বিয়েতে আরও বেশ কিছু আন্তর্জাতিক তারকা উপস্থিত থাকবেন বলে জানা যায়। সেই তালিকায় রয়েছেন জন সিনা, মাইক টাইসন এবং জঁ-ক্লদ-ভ্যান দাম। ‘কাম ডাফন’ হিটমেকার রেমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার নিক জোনাসও এসে পৌঁছেছেন মুম্বইয়ে। সঙ্গে তাঁর স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হবে ১২ জুলাই। বর কনের পোশাকের ধরন ভারতেরই সাবেকি ঐতিহ্য অনুযায়ী। ১৩ জুলাই শুভ আশীর্বাদ। এদিনের পোশাক হবে ফরমাল ইন্ডিয়ান। এর পর ১৪ জুলাই, মঙ্গল উৎসব বা বউভাত। এদিনের পোশাক জাঁকজমকপূর্ণ। বিয়ের সব ক’টি অনুষ্ঠানই আয়োজিত হবে বিকেসিতে।

Anant Ambani And Radhika Merchant Wedding: অনন্ত রাধিকার মেহেন্দিতে শ্লোকা পরলেন দিদিমার পুরোনো শাড়ি, গয়না! মেকআপেও কী রইল প্রাচীনত্বের ছোঁয়া?

মুম্বই: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং বর্তমানে বেশ কয়েকদিন যাবৎ সমগ্র দেশের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে৷  সেখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই আম্বানি পরিবার সহ তাবৎ সেলিব্রিটিরা নানা ফ্যাশনেবল পোশাকে ধরা দিচ্ছে৷

আরও পড়ুন: নিউইয়র্কে সময় কাটাচ্ছেন বলিউডের কিং খান ও মেয়ে সুহানা খানের, ভাইরাল ভিডিও

মেহেন্দির রাতে শ্লোকা মেহেতা পরেছিলেন তাঁর দিদিমার সোনালি রঙের টিসু সিল্ক৷ শাড়ির জমি জুড়ে ছিল অসাধারণ জরির কাজ ও পান পাতার মোটিভ৷ তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিল হাফ স্লিভড এমব্রডয়রি করা ব্লাউজ ও সবুজ রঙের ওড়না৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা জাটিয়া৷

আরও পড়ুন:‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!

তবে শ্লোকার ঠাকুর মার ভিনটেজ গয়নাই ছিল সবচেয়ে আকর্ষণীয় ছিল৷ তার সঙ্গে ছিল ম্যাচিং কানের দুল ও টিকলি৷ পুরোনো দিনের গয়নাতে শ্লোকাকে অপূর্ব রাজকীয় সুন্দর লাগছিল৷ তাঁর মেক আপের বেস ছিল অনেকটাই হালকা৷ চোখে ছিল মোটা করে কাজল, ঠোঁটে নুড লিপস্টিক৷ চুল হালকা করে বাঁধা ছিল৷  চুলের কিছুটা অংশ কার্লস করে কাঁধের উপর ছাড়া ছিল৷

 

View this post on Instagram

 

A post shared by Diya Mehta Jatia (@dmjatia)

এর আগে, স্টাইলিস্ট দিয়া মেহতা, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠানে শ্লোকা আম্বানির জন্য ডিজাইন করেছিলেন, একটা উজ্জ্বল রঙের লেহঙ্গা৷ ডিজাইন করেছিলেন তাঁরই বোন দিয়া মেহতা৷ সবুজ লেহঙ্গার জমি জুড়ে ছিল রেশম এমব্রয়ডারি, থ্রেড এবং সিকুইনের কাজ৷ নজর কাড়ছিল ফুলের নকশা।

 

View this post on Instagram

 

A post shared by Diya Mehta Jatia (@dmjatia)

এর সঙ্গে বেজ রঙের একটা ব্যাকলেস ব্লাউজ পরেছিলেন শ্লোকা৷ লাল ওড়নায় ছিল গোটা পট্টির বর্ডার ও জটিল থ্রেডওয়ার্কের কাজ৷ এই পোশাকের সঙ্গে তিনি পরেছিলেন মানানাসই চুড়ি, মুক্তোর মাঙ্গ টিকা৷ সঙ্গে স্টেটমেন্ট কানের দুল৷ গলায় ছিল একটা মোটা চোকার নেকলেস।

গাজরা দিয়ে সাজানো হেয়ারস্টাইলে অপূর্ব লাগছিল আম্বানি পরিবারের জ্যেষ্ঠ পরিবারের পূত্রবধুকে। আগের দিনের আই মেকআপেও ছিল গাড় রঙের কাজল, হালকা রঙের আইশ্যাডো৷

Radhika Merchants Haldi: গায়ে হলুদে রাধিকার ফুলের ওড়নায় ৯০টি গাঁদা! ক’টি টগর কুঁড়ি ছিল জানেন?

মুম্বই:  উজ্জ্বল হলুদ রঙের লেহঙ্গায় হাসিমুখে বসে আছেন নববধূ। ওড়না ফেলা গায়ে, সূক্ষ্ম সেই ওড়না রাশি রাশি ফুল দিয়ে তৈরি। যেন সূর্যরশ্মি, তাতে ফুলের সুরভি। সম্প্রতি গায়ে হলুদের অনুষ্ঠান থেকে রাধিকা মার্চেন্টের এমনই এক ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা চোখ ফেরাতে পারছেন না রাধিকার সাজ দেখে।

বিয়ের দিন ক্রমশই কাছে চলে আসছে। উৎসবের সুরও এখন চড়ায়। গত ৮ জুলাই মুম্বইয়ে মুকেশ এবং নীতা আম্বানির বসতভিটে অ্যান্টিলিয়াতে আরও এক অনুষ্ঠান শেষ হল। পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর প্রিয়া রাধিকার গায়ে হলুদে আনন্দ করতে দেখা গিয়েছিল বহু বলিউড তারকাকেও।

সূর্যের মতো উজ্জ্বল আবার ফুলের মতো স্নিগ্ধ রাধিকার সাজের নেপথ্যে কে? জানা গিয়েছে, সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুর তাঁকে সাজিয়েছিলেন হলদিতে। পরনের হলুদ এমব্রয়ডারি করা লেহঙ্গাটি ডিজাইন করেছেন অনামিকা খান্না।

 

View this post on Instagram

 

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

সমসাময়িক ভারতীয় সিলুয়েটকে ব্যবহার করে এই সাজের ভাবনা। সঙ্গে ফুলের ওড়নাটির পাড় ধরে সাজানো ৯০ এর বেশি গাঁদাফুল। আর ওড়নার জমি তৈরি হয়েছে টগরফুলের কুঁড়িতে। হাজার হাজার টাটকা কুঁড়ি দিয়ে জালের মতো বোনা রাধিকার ওড়না। বানিয়েছে ফ্লোরাল আর্ট ডিজাইন স্টুডিও। সঙ্গে মানানসই ফুলের গয়নাও। কানের দুল, গলার মালা, স্ট্রিং দিয়ে সজ্জিত টপস, একটি ডাবল নেকলেস, হাতের বালা এবং অন্যান্য অলঙ্কার, সবই সাদা ধবধবে টগরফুল দিয়ে তৈরি। ফুলের সাজে হাতে একটি মোটাসোটা গাঁদার মালা নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন রাধিকা। তাঁকে দেখে নিমন্ত্রিত তারকারাও বলেছেন, “আলোকদীপ্তি!”

আরও পড়ুন: শাশুড়ি আর মা একই ফ্রেমে! অনন্ত-রাধিকার প্রাকবিবাহ আসরের বিরল মুহূর্ত প্রকাশ্যে

অনন্ত রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সলমন খান থেকে শুরু করে আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলি খান, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, বনি কাপুর, উদিত নায়ারণ, রাহুল বৈদ্য, অর্জুন কাপুর প্রমুখ অভিনয় এবং সঙ্গীতজগতের তারকারা। আগামী ১২ জুলাই চার হাত এক হতে চলেছে অনন্ত-রাধিকার।

Anant Ambani and Radhika Merchant: অনন্ত ও রাধিকার বিয়ের আগে সোমবারে গ্রহ শান্তির পুজোর আয়োজন

মুম্বই: অনন্ত-রাধিকার বিয়ের প্রাক বিবাহের প্রস্তুতি তুঙ্গে৷ ১২ জুলাই তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে৷ তার আগে আম্বানির পরিবার সোমবার বিকেলে একটি গ্রহ শান্তি পুজোর আয়োজন করেছিলেন। সেই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনুষ্ঠানে রাধিকা মার্চেন্ট পরেছিলেন একটা সাদা এবং সোনালি পাড়ের শাড়ি৷ সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছিল একটা এমব্রয়ডারি করা লাল ব্লাউজ৷ তার সঙ্গে ট্র্যা়িশনাল গহনায় সজ্জিত হয়েছিলেন। কপালে ছিল চন্দন ও কুমকুমের টিপ। নীতা আম্বানির সঙ্গে তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

শিল্পী বিশাল মিশ্র, স্বপ্নিল মৈত্রী এবং নিকিতা এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এই অনুষ্ঠানের পর পুরো পরিবারের একটা গ্রুপ ছবির তোলা হয়েছিল।

আরও পড়ুন: ‘বোলে চুড়িয়া’ পোশাকে উজ্জ্বল শ্লোকা, দেখে এ কী বললেন করিনা!

 

 

View this post on Instagram

 

A post shared by Isha Ambani Piramal (@_mayfairmasala)

কয়েকদিন পরেই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট বিবাহ গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ কিন্তু তাঁদের প্রাক-বিবাহের উত্সব মার্চ থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার NMACC-তে দম্পতির জন্য একটা জমকালো সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে করা হয়েছিল। এই অনুষ্ঠানের ড্রেস কোড ছিল ভারতের ঐতিহ্যপূর্ণ রাজকীয় পোশাক। এই সঙ্গীত অনুষ্ঠান ছিল সম্পূর্ণ তারকা-খচিত ইভেন্ট৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, আলিয়া ভাট, রণবীর কাপুর, মৌনি রায়, দিশা পাটানি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবাণী এবং বরুণ ধাওয়ান সহ বেশ কয়েকজন সেলিব্রিটি৷

 

View this post on Instagram

 

A post shared by Ambani Family (@ambani_update)

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা বণিকের বিয়ের উত্সব বুধবার মুম্বইতে আম্বানির বাসভবন অ্যান্টিলিয়াতে মামেরু অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল। কয়েকদিনের মধ্যেই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এই দম্পতির জমকালো বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:অনন্ত-রাধিকার সঙ্গীতের আনন্দে মিশে গেল সদ‍্য বিশ্বকাপ জয়ের উল্লাস! কী বললেন নীতা আম্বানি

প্রথম অনুষ্ঠানটি হবে শুভ বিভা বা বিয়ের অনুষ্ঠান। ভারতীয় ঐতিহ্যগত পোশাক সেই দিনের জন্য ড্রেস কোড৷ ১৩ জুলাই হবে দম্পতির শুভ আশীর্বাদ৷ মঙ্গল উৎসবের দিন ১৪ জুলাই ধার্য করা হয়েছে৷ এদিনে সকলেই ভারতীয় এথনিক পোশাকে সজ্জিত হবে৷। সমস্ত অনুষ্ঠান BKC-র জিও ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত হবে।

Mass Wedding: দু:স্থদের জন‍্য বড় উদ‍্যোগ, অনন্ত-রাধিকার বিয়ের আগেই গণ বিবাহের আয়োজন আম্বানি পরিবারের! কনেদের দেওয়া হল সোনা-রূপোর গয়না

অনন্ত-রাধিকার বিয়ের আগেই বড় সিদ্ধান্ত নিল অম্বানি পরিবার। অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের চার হাত এক হওয়ার আগেই গণ বিবাহের আয়োজন করা হল অম্বানি পরিবারের পক্ষ থেকে।
অনন্ত-রাধিকার বিয়ের আগেই বড় সিদ্ধান্ত নিল অম্বানি পরিবার। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের চার হাত এক হওয়ার আগেই গণ বিবাহের আয়োজন করা হল আম্বানি পরিবারের পক্ষ থেকে।
মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত পালঘর এলাকা থেকে আগত ৫০ টিরও বেশি আর্থিকভাবে দুর্বল পরিবারের জন‍্য ‘সমূহ বিবাহ’ বা গণ বিবাহের আয়োজন করা হয়।
মুম্বই থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত পালঘর এলাকা থেকে আগত ৫০ টিরও বেশি আর্থিকভাবে দুর্বল পরিবারের জন‍্য ‘সমুহিক বিবাহ’ বা গণ বিবাহের আয়োজন করা হয়।
‘সমূহ বিবাহের’ অনুষ্ঠানটি রিলায়েন্স কর্পোরেট পার্কে অনুষ্ঠিত হয়েছিল। দম্পতিদের পরিবার সমেত প্রায় ৮০০ জন এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। এইভাবে গোটা দেশে আরও শত শত বিয়ের ব‍্যবস্থা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে
‘সমুহিক বিবাহ’’-এর এই অনুষ্ঠানটি রিলায়েন্স কর্পোরেট পার্কে অনুষ্ঠিত হয়েছিল। দম্পতিদের পরিবার সমেত প্রায় ৮০০ জন এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন। এইভাবে গোটা দেশে আরও শত শত বিয়ের ব‍্যবস্থা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে
‘মানব সেবাই ঈশ্বর সেবা’-এই কথা মাথায় রেখেই এমন বিশেষ উদ‍্যোগ নিল অম্বানি পরিবার। শ্রীমতী নীতা অম্বানি এবং শ্রী মুকেশ অম্বানি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা দম্পতিদের শুভেচ্ছাও জানান।
‘মানব সেবাই ঈশ্বর সেবা’-এই কথা মাথায় রেখেই এমন বিশেষ উদ‍্যোগ নিল আম্বানি পরিবার। শ্রীমতী নীতা আম্বানি এবং শ্রী মুকেশ আম্বানি তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা দম্পতিদের শুভেচ্ছাও জানান।
প্রতিটি দম্পতিকে মঙ্গলসূত্র, বিয়ের আংটি এবং নাকছাবি-সহ সোনার অলঙ্কার দেওয়া হয়। রুপোর গয়নাও দেওয়া হয়েছে। পায়ের আংটি, নুপুর এবং সেইসঙ্গে প্রত‍্যেক কনেকে সেইসঙ্গে ১.০১ লক্ষ (এক লক্ষ এক হাজার) টাকার চেক স্ত্রীধন' হিসেবে দেওয়া হয়।

প্রতিটি দম্পতিকে মঙ্গলসূত্র, বিয়ের আংটি এবং নাকছাবি-সহ সোনার অলঙ্কার দেওয়া হয়। রুপোর গয়নাও দেওয়া হয়েছে। পায়ের আংটি, নুপুর এবং সেইসঙ্গে প্রত‍্যেক কনেকে সেইসঙ্গে ১.০১ লক্ষ (এক লক্ষ এক হাজার) টাকার চেক ‘স্ত্রীধন’ হিসেবে দেওয়া হয়।
প্রতিটি দম্পতিকে নতুন জীবন শুরু করার আগে দেওয়া গৃহস্থালির সরঞ্জামও। বিভিন্ন ধরণের নিত‍্য প্রয়োজনীয় সরঞ্জামও দেওয়া হয়েছে দম্পতিদের। বাসনপত্র, একটি গ্যাস ওভেন, মিক্সার, পাখা দেওয়া হয়েছে। বিছানার সরঞ্জাম হিসেবে দেওয়া হয়েছে গদি এবং বালিশ।
প্রতিটি দম্পতিকে নতুন জীবন শুরু করার আগে দেওয়া গৃহস্থালির সরঞ্জামও। বিভিন্ন ধরণের নিত‍্য প্রয়োজনীয় সরঞ্জামও দেওয়া হয়েছে দম্পতিদের। বাসনপত্র, একটি গ্যাস ওভেন, মিক্সার, পাখা দেওয়া হয়েছে। বিছানার সরঞ্জাম হিসেবে দেওয়া হয়েছে গদি এবং বালিশ।