Tag Archives: Anup Jalota

Bollywood Gossip: গুরুর কাছে শিখছিলেন মিউজিক, সেখানেই গুরুপত্নীর সঙ্গে চুটিয়ে প্রেম, ঘর থেকে পালিয়ে বিয়ে

প্রেম তো অন্ধই হয়, সে মানে না কোনও নিয়ম, কোনও সমাজের অনুশাসন৷ জনপ্রিয় বাংলা গানেও তাই লাইন থাকে ‘পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না’- ঠিক সেরকমটাই হয়েছিল বলিউডের নামী সিঙ্গার রূপ কুমার রাঠোরের৷ ২০০৮  সালে 'তুজ মে রব দিখতা হ্যায়' গানটি রিলিজের পর সারা  ভারতের বহু  মানুষ তাঁর কণ্ঠের দিওয়ানা হয়েছিলেন৷
প্রেম তো অন্ধই হয়, সে মানে না কোনও নিয়ম, কোনও সমাজের অনুশাসন৷ জনপ্রিয় বাংলা গানেও তাই লাইন থাকে ‘পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না’- ঠিক সেরকমটাই হয়েছিল বলিউডের নামী সিঙ্গার রূপ কুমার রাঠোরের৷ ২০০৮  সালে ‘তুজ মে রব দিখতা হ্যায়’ গানটি রিলিজের পর সারা  ভারতের বহু  মানুষ তাঁর কণ্ঠের দিওয়ানা হয়েছিলেন৷
রূপ কুমার রাঠোড়ের জাদুকরী কণ্ঠ বিভিন্ন গান মন ছুঁয়েছে মানুষের৷  তিনি বহু  বছর ধরে লড়াই করে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন৷  রূপ কুমার রাঠোড, যিনি অগ্নিপথের 'ও সান্যা' বা ১৯৯৭ সালের ছবি 'তু চলু-র মতো চমৎকার গান দর্শকদের উপহার দিয়েছেন৷ তিনি একজন সুপারহিট গায়ক এবং সঙ্গীত সুরকার। প্রায় ৩ দশক ধরে বলিউডে রাজত্ব করা রূপ কুমার রাঠোর ভজন সম্রাট অনুপ জালোটার সঙ্গে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।
রূপ কুমার রাঠোড়ের জাদুকরী কণ্ঠ বিভিন্ন গান মন ছুঁয়েছে মানুষের৷  তিনি বহু  বছর ধরে লড়াই করে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন৷  রূপ কুমার রাঠোড, যিনি অগ্নিপথের ‘ও সান্যা’ বা ১৯৯৭ সালের ছবি ‘তু চলু-র মতো চমৎকার গান দর্শকদের উপহার দিয়েছেন৷ তিনি একজন সুপারহিট গায়ক এবং সঙ্গীত সুরকার। প্রায় ৩ দশক ধরে বলিউডে রাজত্ব করা রূপ কুমার রাঠোর ভজন সম্রাট অনুপ জালোটার সঙ্গে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন।
একসময় অনুপ জালোটার ভজন পারফরম্যান্সের টিমে তবলা বাজাতেন  রূপ কুমার রাঠোর৷   কিন্তু অনুপ জালোটার শিষ্য হয়ে শুরু করা গায়ক হিসেবে পরিণত হওয়ায় তাঁর আর কোনও প্রয়োজন নেই। এদিকে  যে গুরুর শিষ্য হয়ে তিনি শুরু করেছিলেন তাঁর স্ত্রী-র সঙ্গেই মন দেওয়া নেওয়ার খেলা শুরু করেছিলেন৷  রূপ কুমার রাঠোরের হৃদয় তাঁর গুরু অনুপ জালোটার স্ত্রীর জন্য পড়েছিল।
একসময় অনুপ জালোটার ভজন পারফরম্যান্সের টিমে তবলা বাজাতেন  রূপ কুমার রাঠোর৷   কিন্তু অনুপ জালোটার শিষ্য হয়ে শুরু করা গায়ক হিসেবে পরিণত হওয়ায় তাঁর আর কোনও প্রয়োজন নেই। এদিকে  যে গুরুর শিষ্য হয়ে তিনি শুরু করেছিলেন তাঁর স্ত্রী-র সঙ্গেই মন দেওয়া নেওয়ার খেলা শুরু করেছিলেন৷  রূপ কুমার রাঠোরের হৃদয় তাঁর গুরু অনুপ জালোটার স্ত্রীর জন্য পড়েছিল।
শুধু তাই নয়, রূপ কুমার রাঠোড় তাঁর গুরুর স্ত্রীকে গোপনে বিয়ে করেছিলেন। বিষয়টি জানাজানি হলে হতবাক হয়ে যান অনুপ জালোটা। রেগে আগুন  অনুপ জালোটাও এ নিয়ে প্রচুর প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, বলিউড ইন্ডাস্ট্রিজে রূপ কুমার রাঠোড়কে কাজ না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদনও করেছিলেন অনুপ জালোটা।
শুধু তাই নয়, রূপ কুমার রাঠোড় তাঁর গুরুর স্ত্রীকে গোপনে বিয়ে করেছিলেন। বিষয়টি জানাজানি হলে হতবাক হয়ে যান অনুপ জালোটা। রেগে আগুন  অনুপ জালোটাও এ নিয়ে প্রচুর প্রতিবাদ করেছেন। শুধু তাই নয়, বলিউড ইন্ডাস্ট্রিজে রূপ কুমার রাঠোড়কে কাজ না দেওয়ার জন্য মানুষের কাছে আবেদনও করেছিলেন অনুপ জালোটা।
সালটা ১৯৮৪- অনুপ জালোটা আমেরিকায় গিয়েছিলেন এবং তাঁর স্ত্রী রূপ কুমারের প্রেমে পড়েছিলেন৷ ৮০-র  দশক বলিউডের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অনুপ জালোটার ভজন ভারত ও বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হত৷  ১৯৮৪ সালে, অনুপ জালোটা আমেরিকা থেকে ভজন গাওয়ার জন্য আমন্ত্রিত পেয়েছিলেন৷  এ সময় রূপ কুমার রাঠোর অনুপ জালোটার দলের সঙ্গী ছিলেন এবং নিজের কলাকে আরও শান দিয়ে নিচ্ছিলেন৷ তিনি সে সময় অনুপ জালোটার মিউজিক টিম তবলা বাজাতেন।
সালটা ১৯৮৪- অনুপ জালোটা আমেরিকায় গিয়েছিলেন এবং তাঁর স্ত্রী রূপ কুমারের প্রেমে পড়েছিলেন৷ ৮০-র  দশক বলিউডের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। অনুপ জালোটার ভজন ভারত ও বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হত৷  ১৯৮৪ সালে, অনুপ জালোটা আমেরিকা থেকে ভজন গাওয়ার জন্য আমন্ত্রিত পেয়েছিলেন৷  এ সময় রূপ কুমার রাঠোর অনুপ জালোটার দলের সঙ্গী ছিলেন এবং নিজের কলাকে আরও শান দিয়ে নিচ্ছিলেন৷ তিনি সে সময় অনুপ জালোটার মিউজিক টিম তবলা বাজাতেন।
অনুপ জালোটার সঙ্গে স্ত্রী সোনালিকে দিতে বলেছিলেন। কিন্তু সোনালি আমেরিকা যেতে রাজি হননি। তখন অনুপ জালোটা-র সেই সময়ে বুঝতে পারেননি এর নেপথ্য কারণটি ঠিক কী?  কিন্তু পরে  সত্যিটা জানাজানি হয়ে যায়। অনুপ জালোটার স্ত্রী সোনালি তাঁর স্বামীর দলে তবলা বাজানো রূপ কুমার রাঠোড়ের প্রেমে পড়েছিলেন। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে গোপন সম্পর্ক চলে।
অনুপ জালোটার সঙ্গে স্ত্রী সোনালিকে দিতে বলেছিলেন। কিন্তু সোনালি আমেরিকা যেতে রাজি হননি। তখন অনুপ জালোটা-র সেই সময়ে বুঝতে পারেননি এর নেপথ্য কারণটি ঠিক কী?  কিন্তু পরে  সত্যিটা জানাজানি হয়ে যায়। অনুপ জালোটার স্ত্রী সোনালি তাঁর স্বামীর দলে তবলা বাজানো রূপ কুমার রাঠোড়ের প্রেমে পড়েছিলেন। দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে গোপন সম্পর্ক চলে।
অনুপ জালোটা যখন তার শো করতে আমেরিকায় যান, সোনালি রূপ কুমারের সঙ্গে তাঁর জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। রূপ কুমার এবং সোনালির মধ্যে সম্পর্ক প্রায় ৫ বছর ধরে চলে এবং ১৯৮৯ সালে, তাঁরা দুজনেই গোপনে বিয়ে করেন। অনুপ জালোটা বিষয়টি জানতে পেরে রেগে আগুন হয়ে যান৷
অনুপ জালোটা যখন তার শো করতে আমেরিকায় যান, সোনালি রূপ কুমারের সঙ্গে তাঁর জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। রূপ কুমার এবং সোনালির মধ্যে সম্পর্ক প্রায় ৫ বছর ধরে চলে এবং ১৯৮৯ সালে, তাঁরা দুজনেই গোপনে বিয়ে করেন। অনুপ জালোটা বিষয়টি জানতে পেরে রেগে আগুন হয়ে যান৷
অনুপ জালোটা এই সময়ে  তাঁর পরিচিতদের ডেকে রূপ কুমার রাঠোরকে কাজ না দেওয়ার দাবি জানান।  কিন্তু তাতে কিছু আসে যায়নি রূপ কুমার রাঠোর তার সঙ্গীতের মাধ্যমে সবার কাছে পৌঁছেছেন৷
অনুপ জালোটা এই সময়ে  তাঁর পরিচিতদের ডেকে রূপ কুমার রাঠোরকে কাজ না দেওয়ার দাবি জানান।  কিন্তু তাতে কিছু আসে যায়নি রূপ কুমার রাঠোর তার সঙ্গীতের মাধ্যমে সবার কাছে পৌঁছেছেন৷
রূপ কুমার রাঠোর কিছুদিনের মধ্যেই সাফল্যের শিখরে পৌঁছে যান।এই মুহূর্তে  রূপ কুমার রাঠোর তাঁর স্ত্রী সোনালিকে নিয়ে সারা পৃথিবীতে পারফরম্যান্স করে বেড়াচ্ছেন৷  রূপ কুমার রাঠোর প্রায়ই তার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন। এই ছবিতে দুজনের মধ্যে প্রচুর প্রেম দেখা যাচ্ছে।
রূপ কুমার রাঠোর কিছুদিনের মধ্যেই সাফল্যের শিখরে পৌঁছে যান।এই মুহূর্তে  রূপ কুমার রাঠোর তাঁর স্ত্রী সোনালিকে নিয়ে সারা পৃথিবীতে পারফরম্যান্স করে বেড়াচ্ছেন৷  রূপ কুমার রাঠোর প্রায়ই তার ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন। এই ছবিতে দুজনের মধ্যে প্রচুর প্রেম দেখা যাচ্ছে।

Bollywood Affair Gossip: গুরু বিদেশে যেতেই স্ত্রী ও শিষ্য… অনুপ-পত্নীর সঙ্গে পালিয়ে বিয়ে রূপের, বদলা নিতে গায়ক যা করেন…!

Roop Kumar Love Story: গানে গানে কখনও ফুটিয়ে তুলেছেন দেশপ্রেম, কখনও বা মানবপ্রেম। তিনি বলেছিলেন কীভাবে তিনি তাঁর প্রেমে ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন। জানেন কি, সেই মহামান্য সঙ্গীতশিল্পীর জীবনেও তাই প্রেম এসেছে ঝড়ের মতো।
Roop Kumar Love Story: গানে গানে কখনও ফুটিয়ে তুলেছেন দেশপ্রেম, কখনও বা মানবপ্রেম। তিনি বলেছিলেন কীভাবে তিনি তাঁর প্রেমে ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন। জানেন কি, সেই মহামান্য সঙ্গীতশিল্পীর জীবনেও তাই প্রেম এসেছে ঝড়ের মতো।
Roop Kumar Love Story: গায়কের প্রেমের গল্প কোনও সিনেমার চিত্রনাট্যের থেকে কম নয়। আজ সেই রূপ কুমার রাঠৌরের প্রেমকাহিনি পড়ে দেখুন। ভালবাসার জন্য তিনি পার করেছেন সীমা। কঠিন সেই যাত্রায় আলোকপাত করা যাক।
Roop Kumar Love Story: গায়কের প্রেমের গল্প কোনও সিনেমার চিত্রনাট্যের থেকে কম নয়। আজ সেই রূপ কুমার রাঠৌরের প্রেমকাহিনি পড়ে দেখুন। ভালবাসার জন্য তিনি পার করেছেন সীমা। কঠিন সেই যাত্রায় আলোকপাত করা যাক।
Roop Kumar Love Story: বিখ্যাত গায়ক রূপ কুমার মুম্বইয়ে জন্ম নিয়েছেন ১৯৭৩ সালের ১০ জুন। রূপ কুমার কিন্তু বিখ্যাত সঙ্গীতশিল্পী শ্রাবণ সিং রাঠৌরের ভাই। তাঁর বাবা পণ্ডিত চতুর্ভুজ রাঠৌরও রাগ ধ্রুপদের একজন সঙ্গীতশিল্পী।
Roop Kumar Love Story: বিখ্যাত গায়ক রূপ কুমার মুম্বইয়ে জন্ম নিয়েছেন ১৯৭৩ সালের ১০ জুন। রূপ কুমার কিন্তু বিখ্যাত সঙ্গীতশিল্পী শ্রাবণ সিং রাঠৌরের ভাই। তাঁর বাবা পণ্ডিত চতুর্ভুজ রাঠৌরও রাগ ধ্রুপদের একজন সঙ্গীতশিল্পী।
Roop Kumar Love Story: নিজের গুরুর স্ত্রীর প্রেমে পড়েছিলেন রূপ কুমার। কেরিয়ারের শুরুতেই এমন ঘটনা ঘটে তাঁর সঙ্গে। বিখ্যাত বলিউড এবং ভজন গায়ক অনুপ জালোটার দলে কাজ করতেন। তবলা বাজাতেন। এছাড়া জালোটার কাছে সঙ্গীতের তালিমও নিয়েছিলেন রূপ।
Roop Kumar Love Story: নিজের গুরুর স্ত্রীর প্রেমে পড়েছিলেন রূপ কুমার। কেরিয়ারের শুরুতেই এমন ঘটনা ঘটে তাঁর সঙ্গে। বিখ্যাত বলিউড এবং ভজন গায়ক অনুপ জালোটার দলে কাজ করতেন। তবলা বাজাতেন। এছাড়া জালোটার কাছে সঙ্গীতের তালিমও নিয়েছিলেন রূপ।
Roop Kumar Love Story: অনুপের সঙ্গে শো-ও করতেন রূপ। সেই সময় অনুপ জালোটার স্ত্রী সোনালি শেঠের সঙ্গে রূপ কুমারের বন্ধুত্ব হয়। এই বন্ধুত্ব এতটাই গভীর হয় যে দু’জনেই একে অপরের কাছে আসতে শুরু করেন।
Roop Kumar Love Story: অনুপের সঙ্গে শো-ও করতেন রূপ। সেই সময় অনুপ জালোটার স্ত্রী সোনালি শেঠের সঙ্গে রূপ কুমারের বন্ধুত্ব হয়। এই বন্ধুত্ব এতটাই গভীর হয় যে দু’জনেই একে অপরের কাছে আসতে শুরু করেন।
Roop Kumar Love Story: আর সেখান থেকেই শুরু প্রেমের যাত্রা এবং তারপর পালিয়ে বিয়ে করা। ১৯৮৪ সালে, অনুপ জালোটা আমেরিকায় একটি শো করার আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি তাঁর স্ত্রী সোনালীকেও সঙ্গে নিতে চেয়েছিলেন।
Roop Kumar Love Story: আর সেখান থেকেই শুরু প্রেমের যাত্রা এবং তারপর পালিয়ে বিয়ে করা। ১৯৮৪ সালে, অনুপ জালোটা আমেরিকায় একটি শো করার আমন্ত্রণ পেয়েছিলেন। তিনি তাঁর স্ত্রী সোনালীকেও সঙ্গে নিতে চেয়েছিলেন।
Roop Kumar Love Story: কিন্তু সোনালী অজুহাত দেখিয়ে আমেরিকা যেতে রাজি হননি। আসলে সোনালিও রূপ কুমারের প্রেমে পড়েছিলেন। তিনি আমেরিকায় চলে যাওয়ার পর সোনালী এবং রূপ কুমার বিয়ে করার সিদ্ধান্ত নেন।
Roop Kumar Love Story: কিন্তু সোনালী অজুহাত দেখিয়ে আমেরিকা যেতে রাজি হননি। আসলে সোনালিও রূপ কুমারের প্রেমে পড়েছিলেন। তিনি আমেরিকায় চলে যাওয়ার পর সোনালী এবং রূপ কুমার বিয়ে করার সিদ্ধান্ত নেন।
Roop Kumar Love Story: তারপরও তাঁরা দু’জনেই প্রায় চার বছর তাঁদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন। তবে সব বাধা পেরিয়ে জালোটাসকে ডিভোর্স দেন সোনালী। এবং ১৯৮৯ সালে রূপ কুমার রাঠৌর এবং সোনালী শেঠ বিয়ে করেন। তাঁদের এক কন্যাও আছে।
Roop Kumar Love Story: তারপরও তাঁরা দু’জনেই প্রায় চার বছর তাঁদের সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন। তবে সব বাধা পেরিয়ে জালোটাসকে ডিভোর্স দেন সোনালী। এবং ১৯৮৯ সালে রূপ কুমার রাঠৌর এবং সোনালী শেঠ বিয়ে করেন। তাঁদের এক কন্যাও আছে।
Roop Kumar Love Story: কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন জালোটা। রূপ কুমার যাতে কোনও কাজ না পান তা নিশ্চিত করতে বহু বছর ধরেই ব্যস্ত ছিলেন অনুপ জালোটা। তবে অনুপের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
Roop Kumar Love Story: কিন্তু প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন জালোটা। রূপ কুমার যাতে কোনও কাজ না পান তা নিশ্চিত করতে বহু বছর ধরেই ব্যস্ত ছিলেন অনুপ জালোটা। তবে অনুপের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
Roop Kumar Love Story: প্রসঙ্গত জালোটার সঙ্গে বিয়ের সময়ে কিন্তু সোনালীর বাবা-মা এই বিয়েতে সম্মতি দেননি। সোনালী তখনও সঙ্গীতের ছাত্রী, যখন তিনি প্রথমবার বিয়ে করেন। ওদিকে অনুপও আরও একাধিক বার বিয়ে করেছেন।
Roop Kumar Love Story: প্রসঙ্গত জালোটার সঙ্গে বিয়ের সময়ে কিন্তু সোনালীর বাবা-মা এই বিয়েতে সম্মতি দেননি। সোনালী তখনও সঙ্গীতের ছাত্রী, যখন তিনি প্রথমবার বিয়ে করেন। ওদিকে অনুপও আরও একাধিক বার বিয়ে করেছেন।