Tag Archives: Aparajita Auddy

Eta Amader Golpo: অভিনব উপস্থাপনা নিয়ে রুপোলি পর্দা মাতাল প্রিমিয়ার, স্ক্রিনিং শেষে রাত-আসরে নামল চাঁদের হাট, মানসীর এই ছবি সবার গল্প

থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা গিয়েছে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেলেন পরিচালক হিসেবে।
থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা গিয়েছে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেলেন পরিচালক হিসেবে।
সম্প্রতি হয়ে গেল মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’-এর প্রিমিয়ার।
সম্প্রতি হয়ে গেল মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’-এর প্রিমিয়ার।
ধাগা প্রডাকশনের শুভঙ্কর মিত্র, সুভাষ বেরা প্রযোজিত এই ছবির ট্রেলারও সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলেছে ‘এটা আমাদের গল্প’।
ধাগা প্রডাকশনের শুভঙ্কর মিত্র, সুভাষ বেরা প্রযোজিত এই ছবির ট্রেলারও সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলেছে ‘এটা আমাদের গল্প’।
আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠল সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি। পরিচালক মানসীর সূক্ষ্ম হাস্যরসের চেতনা যে দুর্দান্ত, তা বিভিন্ন ছবিতে তাঁর অভিনীত চরিত্রগুলি দেখলেই বোঝা যায়। সেই হাসি-রসিকতাবোধ যে নিজের পরিচালনার ছবিতে ব্যবহার করবেনই, সে বিষয়ে কোনও সন্দেহ রাখার অবকাশ নেই।
আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠল সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি। পরিচালক মানসীর সূক্ষ্ম হাস্যরসের চেতনা যে দুর্দান্ত, তা বিভিন্ন ছবিতে তাঁর অভিনীত চরিত্রগুলি দেখলেই বোঝা যায়। সেই হাসি-রসিকতাবোধ যে নিজের পরিচালনার ছবিতে ব্যবহার করবেনই, সে বিষয়ে কোনও সন্দেহ রাখার অবকাশ নেই।
ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনি দেখা যাবে। সম্পর্কের সমীকরণ কখনও মেলে না। দুইয়ে দুইয়ে চার হয় না কখনই। সবকিছুই নির্ভর করে ভালবাসার উপর। প্রেমে ভর করেই এগিয়ে যায় মানুষ। এর মধ্যেই আসে সমাজ, সংস্কার, নিত্যনৈমিত্তিক ঘটনা। ছকভাঙা সেসব সম্পর্কের কথাই উঠে এসেছে ‘এটা আমাদের গল্প’ ছবিতে।
ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনি দেখা যাবে। সম্পর্কের সমীকরণ কখনও মেলে না। দুইয়ে দুইয়ে চার হয় না কখনই। সবকিছুই নির্ভর করে ভালবাসার উপর। প্রেমে ভর করেই এগিয়ে যায় মানুষ। এর মধ্যেই আসে সমাজ, সংস্কার, নিত্যনৈমিত্তিক ঘটনা। ছকভাঙা সেসব সম্পর্কের কথাই উঠে এসেছে ‘এটা আমাদের গল্প’ ছবিতে।
‘এটা আমাদের গল্প’তে দুই তথাকথিত ‘অতি বয়স্ক’ নায়ক-নায়িকাকে নিয়ে দুই পরিবারে যে সব টানাপড়েন,জটিলতা তৈরি হয়, তার ফাঁকে ফাঁকেও পরিচালক এনেছেন কমেডির সরসতা। আর তারই মধ্যে জমে ওঠে নায়ক-নায়িকা হিসেবে শাশ্বত ও অপরাজিতার চিরসবুজ প্রেমের রসায়ন। বয়স যেখানে কেবলই একটা সংখ্যা ছাড়া কিচ্ছু নয়।
‘এটা আমাদের গল্প’তে দুই তথাকথিত ‘অতি বয়স্ক’ নায়ক-নায়িকাকে নিয়ে দুই পরিবারে যে সব টানাপড়েন,জটিলতা তৈরি হয়, তার ফাঁকে ফাঁকেও পরিচালক এনেছেন কমেডির সরসতা। আর তারই মধ্যে জমে ওঠে নায়ক-নায়িকা হিসেবে শাশ্বত ও অপরাজিতার চিরসবুজ প্রেমের রসায়ন। বয়স যেখানে কেবলই একটা সংখ্যা ছাড়া কিচ্ছু নয়।
আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।
আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।
তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারও বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!
তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারও বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!
ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে ছিলেন অনির্বাণ মাইতি।
ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে ছিলেন অনির্বাণ মাইতি।
প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
এই ছবির কাস্টিংই আশা জাগাচ্ছে দর্শকদের মনে। অনেকেরই মতে, চিরাচরিত প্রেমের গল্প থেকে বেরিয়ে একটি অন্য স্বাদের প্রেমের গল্পের ছবি ‘এটা আমাদের গল্প’ ৷
এই ছবির কাস্টিংই আশা জাগাচ্ছে দর্শকদের মনে। অনেকেরই মতে, চিরাচরিত প্রেমের গল্প থেকে বেরিয়ে একটি অন্য স্বাদের প্রেমের গল্পের ছবি ‘এটা আমাদের গল্প’ ৷
নীরজ তাঁতিয়া
নীরজ তাঁতিয়া
প্রিমিয়ার শেষে রাত-আসরে নামল চাঁদের হাট
প্রিমিয়ার শেষে রাত-আসরে নামল চাঁদের হাট
অনির্বাণ চক্রবর্তী ও মৌসুমী চট্টোপাধ্যায়
অনির্বাণ চক্রবর্তী ও মৌসুমী চট্টোপাধ্যায়
সুদেষ্ণা রায়
সুদেষ্ণা রায়
শ্রেয়া পাণ্ডে
শ্রেয়া পাণ্ডে
সৃষ্টিপ্রিয়া দাস
সৃষ্টিপ্রিয়া দাস
ডা. দেবশ্রী বণিক
ডা. দেবশ্রী বণিক
তারিন জাহান
তারিন জাহান
উজ্জ্বল অধিকারী
উজ্জ্বল অধিকারী