Tag Archives: Saswata Chatterjee

Saswata Chatterjee: শাশ্বত-শাওকী যুগলবন্দি! ‘কারাগার’ খ্যাত পরিচালকের নয়া সিরিজে টলিউডের ‘অপুদা’

কলকাতা: সিনেমা, ধারাবাহিক বা ওটিটি, সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। বাংলা ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হলেও নিজেকে আটকে রাখেননি চেনা পরিসরে। বলিউড হয়ে দক্ষিণেও প্রতিভার ছাপ রেখেছেন অবলীলায়। এ হেন শাশ্বত চট্টোপাধ্যায়ের সাফল্যের খতিয়ান নতুন করে দিতে হয় না। কয়েক দশকের কেরিয়ারে সম্প্রতি নতুন অধ্যায় শুরু করলেন ৫৩-র অভিনেতা। বাংলাদেশের বিনোদন ক্ষেত্রে অভিষেক হল তাঁর।

‘গুলমোহর’ নামের সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। পরিচালনার দায়িত্বে ‘তাকদীর’ এবং ‘কারাগার’ খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকী। অতীতে তাঁর দু’টি উল্লেখযোগ্য কাজেই প্রধান চরিত্রে দেখা গিয়েছিল ওপার বাংলার প্রথম সারির অভিনেতা চঞ্চল চৌধুরীকে। পরিচালনা পর্বের থেকেই শুরু মূলত বাংলাদেশের তারকাদের নিয়েই কাজ করেছেন পরিচালক। তবে ‘গুলমোহর’ নিয়ে শুরু থেকেই ছিল অন্য দর্শন, যা অনায়াসেই দুই বাংলাকে একসূত্রে গেঁথে দেয়। শাওকীর কথায়, “গুলমোহরের গল্পটি তৈরির সময় থেকেই মনে হয়েছিল যে, এটি দুই বাংলার জন্যই খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই পশ্চিমবঙ্গ থেকে একজন বাঙালি অভিনেতা চেয়েছিলাম। শাশ্বতদা এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।”

‘গুলমোহর’-এর সৃষ্টি-সফর শুরু হয় বহু আগেই। তার মাঝেই মুক্তি পায় শাওকীর অন্যান্য কাজ। জনপ্রিতার নিরিখেও তৈরি হয় সাফল্যের দলিল। নিজে সব ধরনের কাজ দেখতে ভালবাসলেও ওটিটি-তে এখনও পর্যন্ত থ্রিলার নিয়েই পরীক্ষানিরীক্ষা চালিয়েছেন বাংলাদেশের তরুণ পরিচালক। তাঁর নতুন সিরিজের গল্প আবর্তিত হবে একটি বাড়ি এবং সেখানকার সদস্যদের ঘিরে। নিউজ18 বাংলাকে শাওকী বলেন, “গুলমোহর মূলত একটি ফ্যামিলি ড্রামা। একাধিক টাইমলাইন জুড়ে গল্পের বিস্তৃতি। অবশ্যই তাতে রহস্য উপাদান থাকছে। যা দর্শককে আরও আগ্রহী করে তুলবে।”

চিরাচরিত ছক ভেঙে ইতিমধ্যেই বিনোদনের নতুন দরজা খুলে দিয়েছে বাংলাদেশ। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওপার বাংলার উদীয়মান প্রযোজনা সংস্থা ‘ফিল্ম সিন্ডিকেট’। শাওকী সেই সংস্থার অন্যতম সদস্য। প্রথম থেকেই ‘গুলমোহর’ নিয়ে বড় ক্যানভাসে পরিকল্পনা পরিচালকের। অধুনা শাশ্বত অভিনীত চরিত্রটির জন্য মানানসই অভিনেতা পেতে চলেছে দীর্ঘ খোঁজ। কলকাতা অনেক নামী অভিনেতার সঙ্গে কথা হলেও শেষ পর্যন্ত নানা কারণে কাজের বিষয়টি চূড়ান্ত হয়নি। অবশেষে টলিউডের ‘অপুদা’য় মন থিতু হয় নির্মাতার। শাওকীর অভিমত, “একটা বিশেষ চরিত্রের দরকার ছিল, যার চোখ দিয়ে গল্পটাকে দেখা হবে। পশ্চিমবঙ্গের নামী সব অভিনেতাদের কাজ দেখেছি। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ কী ভাবে করব বুঝতে পারছিলাম না। আমাকে এক্ষেত্রে সাহায্য করেন ‘চরকি’র হেড অফ কন্টেন্ট অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।”

আরও পড়ুন: বিনোদনের নতুন দিক দেখাচ্ছে ওপার বাংলা! ছক ভাঙছে ‘ফিল্ম সিন্ডিকেট’, নেপথ্যে কারা

আরও পড়ুন: তেলুগু ভাষায় ‘কল্কি’-তে নিজেই ডাবিং করেছেন শাশ্বত, তথ্য দিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ

অন্য দিকে, চলতি বছরে ‘ক্রু’, ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো বাণিজ্যিক ছবি করা শাশ্বত একই রকম গুরুত্ব আরোপ করেছেন গল্প-নির্ভর কন্টেন্টে। ‘গুলমোহর’-এর চিত্রনাট্য শুনেই তাই শাওকীর সঙ্গে কাজ করতে রাজি হন এই মুহূর্তে বাংলার ব্যস্ততম অভিনেতাদের একজন। ওপার বাংলার সিরিজটিতে যে চরিত্রে তাঁকে দেখা যাবে, পর্দায় যে তার তাৎপর্য অশেষ, সেই আভাস স্পষ্ট। সময় লাগলেও সব ধরনের নিয়ম মেনেই বাংলাদেশে গিয়ে শ্যুট করে আসেন শাশ্বত। এপার বাংলার বিশেষ অতিথিকে পেয়ে আপ্লুত নির্মাতারাও। কাজের পাশাপাশি অভিনেতার আতিথেয়তাতেও কোনও রকম খামতি রাখেননি তাঁরা।

বর্তমানে বিনোদন ক্ষেত্রে দুই বাংলার আদানপ্রদান লক্ষণীয়। ওটিটি-র সৌজন্যে মলিন ভৌগলিক দূরত্ব। শাশ্বত-শাওকী যুগলবন্দিও তারই দলিল। এপার বাংলার অভিনেতা ছাড়াও সিরিজে থাকছেন জনপ্রিয় সব মুখ। তবে তা ক্রমশ প্রকাশ্য। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘গুলমোহর’-এর শ্যুট। আপাতত চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। খুব শীঘ্রই ‘চরকি’-তে রিলিজ করবে সিরিজটি।

Prosenjit-Saswata: তেলুগু ভাষায় ‘কল্কি’-তে নিজেই ডাবিং করেছেন শাশ্বত, তথ্য দিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ

মুম্বই: বিভাজন মিটছে উত্তর ও দক্ষিণের। ভারতের দুই পর্বের মধ্যে এখন শিল্পের মিলনমেলা। পিছিয়ে নেই বাংলাও। বাঙালি শিল্পীরাও এখন পূর্ব থেকে পশ্চিমে, পূর্ব থেকে দক্ষিণে পাড়ি দিচ্ছেন অভিনয়ের জন্য। আর ভাষা সেখানে কোনও বাধা নয়। আবারও প্রমাণ করলেন বাঙালির গর্ব শাশ্বত চট্টোপাধ্যায়।

প্যান ইন্ডিয়ান ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-তে শাশ্বতর জয়জয়কার। নাগ অশ্বিনের পরিচালনায় বাঙালি অভিনেতা কমান্ডার মানসের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি সুপ্রিম ইয়াসকিনের (কমল হাসানের চরিত্র) সহযোগী হিসেবে কাজ করেন।

সম্প্রতি News18 Showsha-র সঙ্গে কথা বলার সময়ে বাংলা সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায়ের অগাধ প্রশংসা করেন। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর শ্যুটিংয়ে ব্যস্ত প্রসেনজিৎ। আর তাই এখনও ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি দেখে উঠতে পারেননি। ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ প্রসেনজিৎ এবং শাশ্বত একে অপরের সঙ্গে কাজ করছেন। নিজের সহ-অভিনেতার প্রশংসা করতে দ্বিধাবোধ করেননি প্রসেনজিৎ।

আরও পড়ুন: বর্ষায় সংক্রমণের রোগ! সারা গায়ে দাগ, চুলকানি… চিকিৎসকের থেকে জেনে নিন কীভাবে প্রতিরোধ করবেন

প্রসেনজিতের কথায়, “আমি এখনও দেখতে পারিনি কারণ আমি ‘খাকি’র শ্যুটিংয়ে এবং কলকাতায় কিছু প্রচারে ব্যস্ত ছিলাম। কিন্তু আমি সত্যিই ছবিটি দেখতে চাই। শাশ্বতর জন্য খুব খুশি আমি।”

তাঁর কথাতেই জানা যায়, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির নির্মাতারা তেলুগু সংস্করণে শাশ্বতর সংলাপের জন্য ডাবিং শিল্পীকে নিযুক্ত করেননি। তাঁরা শাশ্বতর নিজের গলা, নিজের সংলাপ বলাতেই মুগ্ধ হয়েছেন।

প্রসেনজিৎ বলেন, “শাশ্বত দুর্দান্ত এক অভিনেতা। তেলুগুতে তাঁর লাইনগুলি ডাব করার দরকার পড়েনি। নির্মাতারা বলেন, তাঁরা শাশ্বতর সংলাপ বলাতেই খুশি। নিজের লাইন নিজেই ডাব করবেন শাশ্বত… এই কারণেই আমি মনে করি যে ভাষা আজ আর কোনও বাধা নয়৷ শাশ্বত এবং যিশুর (সেনগুপ্ত) মতো বাঙালি অভিনেতারা এখন ভাল সুযোগ পাচ্ছেন। দুর্দান্ত কাজও করছেন। মালয়ালম অভিনেতারা হিন্দি ছবি করছেন। মরাঠি অভিনেতারা কাজ করছেন দক্ষিণে। আমরা ইরানি এবং স্প্যানিশ ছবি দেখা শুরু করেছি।”

Eta Amader Golpo: অভিনব উপস্থাপনা নিয়ে রুপোলি পর্দা মাতাল প্রিমিয়ার, স্ক্রিনিং শেষে রাত-আসরে নামল চাঁদের হাট, মানসীর এই ছবি সবার গল্প

থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা গিয়েছে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেলেন পরিচালক হিসেবে।
থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা গিয়েছে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেলেন পরিচালক হিসেবে।
সম্প্রতি হয়ে গেল মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’-এর প্রিমিয়ার।
সম্প্রতি হয়ে গেল মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’-এর প্রিমিয়ার।
ধাগা প্রডাকশনের শুভঙ্কর মিত্র, সুভাষ বেরা প্রযোজিত এই ছবির ট্রেলারও সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলেছে ‘এটা আমাদের গল্প’।
ধাগা প্রডাকশনের শুভঙ্কর মিত্র, সুভাষ বেরা প্রযোজিত এই ছবির ট্রেলারও সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলেছে ‘এটা আমাদের গল্প’।
আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠল সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি। পরিচালক মানসীর সূক্ষ্ম হাস্যরসের চেতনা যে দুর্দান্ত, তা বিভিন্ন ছবিতে তাঁর অভিনীত চরিত্রগুলি দেখলেই বোঝা যায়। সেই হাসি-রসিকতাবোধ যে নিজের পরিচালনার ছবিতে ব্যবহার করবেনই, সে বিষয়ে কোনও সন্দেহ রাখার অবকাশ নেই।
আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠল সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি। পরিচালক মানসীর সূক্ষ্ম হাস্যরসের চেতনা যে দুর্দান্ত, তা বিভিন্ন ছবিতে তাঁর অভিনীত চরিত্রগুলি দেখলেই বোঝা যায়। সেই হাসি-রসিকতাবোধ যে নিজের পরিচালনার ছবিতে ব্যবহার করবেনই, সে বিষয়ে কোনও সন্দেহ রাখার অবকাশ নেই।
ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনি দেখা যাবে। সম্পর্কের সমীকরণ কখনও মেলে না। দুইয়ে দুইয়ে চার হয় না কখনই। সবকিছুই নির্ভর করে ভালবাসার উপর। প্রেমে ভর করেই এগিয়ে যায় মানুষ। এর মধ্যেই আসে সমাজ, সংস্কার, নিত্যনৈমিত্তিক ঘটনা। ছকভাঙা সেসব সম্পর্কের কথাই উঠে এসেছে ‘এটা আমাদের গল্প’ ছবিতে।
ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনি দেখা যাবে। সম্পর্কের সমীকরণ কখনও মেলে না। দুইয়ে দুইয়ে চার হয় না কখনই। সবকিছুই নির্ভর করে ভালবাসার উপর। প্রেমে ভর করেই এগিয়ে যায় মানুষ। এর মধ্যেই আসে সমাজ, সংস্কার, নিত্যনৈমিত্তিক ঘটনা। ছকভাঙা সেসব সম্পর্কের কথাই উঠে এসেছে ‘এটা আমাদের গল্প’ ছবিতে।
‘এটা আমাদের গল্প’তে দুই তথাকথিত ‘অতি বয়স্ক’ নায়ক-নায়িকাকে নিয়ে দুই পরিবারে যে সব টানাপড়েন,জটিলতা তৈরি হয়, তার ফাঁকে ফাঁকেও পরিচালক এনেছেন কমেডির সরসতা। আর তারই মধ্যে জমে ওঠে নায়ক-নায়িকা হিসেবে শাশ্বত ও অপরাজিতার চিরসবুজ প্রেমের রসায়ন। বয়স যেখানে কেবলই একটা সংখ্যা ছাড়া কিচ্ছু নয়।
‘এটা আমাদের গল্প’তে দুই তথাকথিত ‘অতি বয়স্ক’ নায়ক-নায়িকাকে নিয়ে দুই পরিবারে যে সব টানাপড়েন,জটিলতা তৈরি হয়, তার ফাঁকে ফাঁকেও পরিচালক এনেছেন কমেডির সরসতা। আর তারই মধ্যে জমে ওঠে নায়ক-নায়িকা হিসেবে শাশ্বত ও অপরাজিতার চিরসবুজ প্রেমের রসায়ন। বয়স যেখানে কেবলই একটা সংখ্যা ছাড়া কিচ্ছু নয়।
আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।
আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।
তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারও বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!
তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারও বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!
ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে ছিলেন অনির্বাণ মাইতি।
ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে ছিলেন অনির্বাণ মাইতি।
প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
এই ছবির কাস্টিংই আশা জাগাচ্ছে দর্শকদের মনে। অনেকেরই মতে, চিরাচরিত প্রেমের গল্প থেকে বেরিয়ে একটি অন্য স্বাদের প্রেমের গল্পের ছবি ‘এটা আমাদের গল্প’ ৷
এই ছবির কাস্টিংই আশা জাগাচ্ছে দর্শকদের মনে। অনেকেরই মতে, চিরাচরিত প্রেমের গল্প থেকে বেরিয়ে একটি অন্য স্বাদের প্রেমের গল্পের ছবি ‘এটা আমাদের গল্প’ ৷
নীরজ তাঁতিয়া
নীরজ তাঁতিয়া
প্রিমিয়ার শেষে রাত-আসরে নামল চাঁদের হাট
প্রিমিয়ার শেষে রাত-আসরে নামল চাঁদের হাট
অনির্বাণ চক্রবর্তী ও মৌসুমী চট্টোপাধ্যায়
অনির্বাণ চক্রবর্তী ও মৌসুমী চট্টোপাধ্যায়
সুদেষ্ণা রায়
সুদেষ্ণা রায়
শ্রেয়া পাণ্ডে
শ্রেয়া পাণ্ডে
সৃষ্টিপ্রিয়া দাস
সৃষ্টিপ্রিয়া দাস
ডা. দেবশ্রী বণিক
ডা. দেবশ্রী বণিক
তারিন জাহান
তারিন জাহান
উজ্জ্বল অধিকারী
উজ্জ্বল অধিকারী

Eta Amader Golpo: এক অন্যরকম ভালবাসার গল্প বুনেছেন মানসী, প্রকাশ্যে এল ‘এটা আমাদের গল্প’-এর ট্রেলার

কলকাতা: থিয়েটার থেকে শুরু করে বড় পর্দা এবং ছোট পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন মানসী সিনহা। এমনকী, অভিনেত্রী তথা চিত্র পরিচালিকা অপর্ণা সেনের ছবিতেও অভিনয় করেছেন। এত দিন যাঁকে ভক্তরা ক্যামেরার সামনে দেখেছেন, এবার তাঁকে দেখা যাবে ক্যামেরার পিছনে। অর্থাৎ এবার ভক্তরা তাঁকে পেতে চলেছেন পরিচালক হিসেবে। শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত লাউঞ্জ বারে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ৷

ধাগা প্রডাকশনের শুভঙ্কর মিত্র, সুভাষ বেরা প্রযোজিত এই ছবির টিজারও সম্প্রতি প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি।

আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা।

তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারো বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। আর সেই বিশ্বাস কীভাবে দু’টি পরিবারের মধ্যে মিশে গেল, সেই গল্পটা না-হয় আপাতত তোলাই থাকল…। আর এমন ভালবাসার গল্পের সাক্ষী থাকতে আসতেই হবে প্রেক্ষাগৃহে। কারণ এটা যে সকলের গল্প!

ছবিতে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, পূজা কর্মকার, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি।

প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।