Tag Archives: Aparna Sen

Aparna Sen at R G Kar: আর জি করে এসে প্রতিবাদে সামিল অপর্ণা! এতদিন নীরব কেন, পড়তে হল বিক্ষোভের মুখেও

কলকাতা: নন্দীগ্রাম পর্বে পথে নেমেছিলেন তিনি৷ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর অবশ্য তাঁকে সেভাবে কোনও ইস্যুতেই পথে নামতে দেখা যায়নি বলে অভিযোগ তোলে বিরোধী দল এবং সমাজকর্মীদের একাংশ৷ আর জি কর কাণ্ডে অবশ্য প্রকাশ্যে সরব হলেন অভিনেত্রী এবং পরিচালক অপর্ণা সেন৷

এ দিন সশরীরে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে উপস্থিত হয়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সমর্থন জানিয়ে এলেন তিনি৷ মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও তদন্তের দাবি করেছেন অপর্ণা সেন৷

আরও পড়ুন: ছেলের নাম জড়িয়ে ‘কুৎসা’ ছড়াল দলেরই নেতারা? কেঁদে ফেললেন তৃণমূল বিধায়ক সৌমেন

যদিও এ দিন অপর্ণার আর জি করে যাওয়াকে কেন্দ্র করেও বিতর্কের সৃষ্টি হয়৷ এ দিন বিকেলে যখন অপর্ণা সেন আর জি কর হাসপাতালে ঢুকছেন, তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছু সিপিএম কর্মী৷ অপর্ণাকে উদ্দেশ্য করে কটাক্ষও ছুড়ে দেন তাঁরা৷

অপর্ণা সেন কেন এতদিন বিভিন্ন অন্যায় এবং দুর্নীতির ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হননি, সেই অভিযোগ তোলা হয়৷ আর জি করে মহিলা চিকিৎসককে নির্যাতন এবং খুনের ঘটনাতেও সরব হতে তাঁর কেন এতটা সময় লেগে গেল, সেই প্রশ্নও তোলেন বিক্ষোভকারী সিপিএম কর্মীরা৷
যদিও বিক্ষোভের মধ্যে দিয়েই আর জি কর হাসপাতালের ভিতরে গিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জাতীয় চলচ্চিত্র জয়ী পরিচালক৷

পরে অপর্ণা সেন বলেন, ‘ছাত্রদের দাবির সঙ্গে আমি একশো শতাংশ সহমত, সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত নেই কেন? দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি৷ পুলিশকেও জবাবদিহি করতে হবে৷ কেন চিকিৎসকের পরিবারকে ফোন করে জানানো হল সে আত্মহত্যা করেছে? কেন পুলিশ তড়িঘড়ি এই হাসপাতালেই ময়নাতদন্ত করালো? এই সব প্রশ্ন আমাদের সবার মনে উঠেছে, এর জবাব আমরা চাই৷ পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত হোক৷’ পাশাপাশি, সিভিক ভলেন্টিয়ারদেরও হাসপাতালে প্রবেশ বন্ধ করার দাবি জানান অপর্ণা সেন৷

এ দিন বিকেলে শ্যামবাজার মোড় থেকে বিক্ষোভকারী পড়ুয়ারা মিছিল করে আর জি করে আসেন৷ ওই মিছিলে যোগ দেন পল্লব কীর্তনীয়া সহ বেশ কয়েকজন বিদ্বজ্জন৷ যদিও শারীরিক সমস্যার জন্য মিছিলে হাঁটেননি৷ অপর্ণা৷ তিনি সরাসরি হাসপাতালে আসেন৷

সঙ্গীত শিল্পী পল্লব কীর্তনীয়া বলেন, ‘আমি নিজে একজন চিকিৎসক৷ ১২ বছর মেডিক্যাল কলেজে কাজ করেছি৷ ভাবিনি জীব্বদশায় এই দিন দেখতে হবে যে হাসপাতালের ভিতরে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হবে৷’

Aparna Sen: ‘কেন পুলিশ আত্মহত্যার ঘটনা বলল..?’, আরজি কর-এ এসে প্রশ্ন তুললেন অপর্ণা সেন

কলকাতা: চিকিৎসকদের সঙ্গে সহমর্মিতা বিশিষ্টদের। মঙ্গলবার আরজি কর হাসপাতালে যান অপর্ণা সেন সহ-বিশিষ্টরা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা। প্রসঙ্গত এই মামলায় কলকাতা পুলিশকে ডেডলাইন দিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর জি করের নির্যাতিতা তরুণীর বাবা-মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে মমতা জানিয়েছিলেন, আগামী রবিবারের মধ্যে যদি পুলিশ এই ঘটনার কিনারা না করতে পারে, তাহলে রাজ্য এই মামলার তদন্তভার সিবিআই-কে দিয়ে দেবে৷ কিন্তু, তার আগেই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করল কলকাতা হাইকোর্ট৷

Ei Raat Tomar Amaar: বড়পর্দায় অর্পণা সেন-অঞ্জন দত্ত জুটি, উস্কে দিচ্ছে সুচিত্রা সেনের স্মৃতি

বড়পর্দায় অপর্ণা সেন ও অঞ্জন দত্তের জুটি৷ ছবির নাম ‘এই রাত তোমার আমার’৷ ছবির পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ৩০ অগস্ট মুক্তি পেতে চলছে এই ছবিটি। ছবির নামের মধ্যে দিয়ে কালজয়ী গানের স্মৃতি ফিরে আসছে বাঙালি দর্শকের মনে। আজ এই ছবির পোস্টার রিলিজ করল হইচই৷
বড়পর্দায় অপর্ণা সেন ও অঞ্জন দত্তের জুটি৷ ছবির নাম ‘এই রাত তোমার আমার’৷ ছবির পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ৩০ অগস্ট মুক্তি পেতে চলছে এই ছবিটি। ছবির নামের মধ্যে দিয়ে কালজয়ী গানের স্মৃতি ফিরে আসছে বাঙালি দর্শকের মনে। আজ এই ছবির পোস্টার রিলিজ করল হইচই৷
‘এই রাত তোমার আমার’ গানটি ‘দীপ জ্বেলে যাই’ ছবির৷ গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। এই গানটির সুরকার এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। ‘দ্বীপ জ্বেলে যাই’ ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen) ও বসন্ত চৌধুরী। ছবি এবং এই গান, দুটোই ছিল অত্যন্ত হিট৷ এবার আরও এক দাপুটে জুটি সেই স্মৃতি উস্কে দিতে আসছেন বড় পর্দায়৷
‘এই রাত তোমার আমার’ গানটি ‘দীপ জ্বেলে যাই’ ছবির৷ গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। এই গানটির সুরকার এবং গায়ক হেমন্ত মুখোপাধ্যায়। ‘দ্বীপ জ্বেলে যাই’ ছবিতে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন (Suchitra Sen) ও বসন্ত চৌধুরী। ছবি এবং এই গান, দুটোই ছিল অত্যন্ত হিট৷ এবার আরও এক দাপুটে জুটি সেই স্মৃতি উস্কে দিতে আসছেন বড় পর্দায়৷
অপর্ণা সেনের পরিচালনার যুগান্ত ছবিতে প্রথমবার কাজ করেছিলেন অঞ্জন দত্ত। এরপর তাদের দু’জনকে দেখা যায় সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এক যে ছিল রাজা’-এ। সেই ছবিতে আইনজীবির চরিত্রে ছিলেন দু’জনেই। এবার তাঁরাই অন্য রূপে৷  অঞ্জন দত্ত ও অপর্ণা সেন ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
অপর্ণা সেনের পরিচালনার যুগান্ত ছবিতে প্রথমবার কাজ করেছিলেন অঞ্জন দত্ত। এরপর তাদের দু’জনকে দেখা যায় সৃজির মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘এক যে ছিল রাজা’-এ। সেই ছবিতে আইনজীবির চরিত্রে ছিলেন দু’জনেই। এবার তাঁরাই অন্য রূপে৷ অঞ্জন দত্ত ও অপর্ণা সেন ছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে।
সারা জীবন একসঙ্গে কাটানোর পরও অনেক কথা বলে হয়ে ওঠা হয় না৷ মান-অভিমান হিসেবে তা মনের মধ্যে জমতে থাকে৷ তার পর আচমকাই এমন একটা রাত আসতে পারে যাতে নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে করে। মনের সমস্ত আগল খুলে যায়। সম্ভবত এমনই এক নিশিযাপনের কাহিনি 'এই রাত তোমার আমার'।
সারা জীবন একসঙ্গে কাটানোর পরও অনেক কথা বলে হয়ে ওঠা হয় না৷ মান-অভিমান হিসেবে তা মনের মধ্যে জমতে থাকে৷ তার পর আচমকাই এমন একটা রাত আসতে পারে যাতে নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে করে। মনের সমস্ত আগল খুলে যায়। সম্ভবত এমনই এক নিশিযাপনের কাহিনি ‘এই রাত তোমার আমার’।
দুরন্ত দুই অভিনেতা। দু’জনেই দক্ষ পরিচালকও। তাঁরা এবার একসঙ্গে, অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে। তাঁদের গল্প শোনার জন্য অপেক্ষায় দর্শক৷
দুরন্ত দুই অভিনেতা। দু’জনেই দক্ষ পরিচালকও। তাঁরা এবার একসঙ্গে, অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে। তাঁদের গল্প শোনার জন্য অপেক্ষায় দর্শক৷