Tag Archives: Barcelona Football Club

Lionel Messi: বার্সেলোনায় পৌঁছে গেলেন মেসি, সঙ্গে ১৪টা সুটকেস! সই সময়ের অপেক্ষা

বার্সেলোনা: ১৪ খানা সুটকেস নিয়ে বার্সেলোনায় নামতে দেখা গেছে লিওনেল মেসি এবং মেসি পরিবারকে। হঠাৎ সিজেন চলাকালীন পরিবার নিয়ে ছুটি কাটাতে চলে গেলেন নাকি বিশ্বকাপজয়ী? না কি তল্পিতল্পা নিয়ে তার প্রিয় শহরে পদার্পণ করার মধ্যে লুকিয়ে আছে কেরিয়ারের ভবিষ্যত? লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা কারোর কাছেই আর অজানা নয়। যত দিন যাচ্ছে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিকে এগিয়ে আসছে।

এটা ভালো ভাবে বোঝাই যাচ্ছে যে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি চান তার ছোটবেলার ক্লাবেই ফিরে আসতে। মেসির শেষ সিদ্ধান্তের অপেক্ষায় নিদ্রাহীন বার্সেলোনা সমর্থকরা। লিগ ওয়ানে প্যারিস সা জার্মান এখন প্রথম স্থানে আছে এবং ৯ পয়েন্ট এগিয়ে। মাত্র ছয়টি ম্যাচ বাকি আছে লিগ শেষ হতে। ফ্রান্স থেকে দুটো লিগ ট্রফি জিতেই হয়তো আবার স্পেনে চলে আসতে পারেন লিও মেসি।

আরও পড়ুন – Sachin Tendulkar: সচিন যখন ইস্টবেঙ্গলের ছেলে! লাল হলুদ জার্সি গায়ে হারিয়েছিলেন মোহনবাগানকে

মেসির সাথে বার্সেলোনার কথা বার্তা চলছেই সেটা অজানা নয়, বার্সেলোনার তরফ থেকেই এই সুসংবাদ জানানো হয়েছে। ফুটবল মার্কেট বিশেষজ্ঞ জেরার্ড রোমেরো জানিয়েছেন, লিওনেল মেসি নাকি বার্সেলোনায় পদার্পণ করেছেন পরিবার সহ। সঙ্গে নাকি ১৪ খানা সুটকেস। প্যারিস থেকে নিজস্ব বিমানে করে উড়ে এসেছেন বার্সেলোনায়।

বার্সেলোনায় নেমে এক নম্বর টার্মিনাল দিয়ে গোপনে শহরে পদার্পণ করেছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। মরসুম চলাকালীন পরিবার ও এত মালপত্র সহ বার্সেলোনায় ফিরে আসা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। খুব শীঘ্রই হয়তো পাকা খবর আসতে চলেছে লা পুলগার বার্সায় ফেরার।

লিও মেসির আগমনের জন্য শুধু সমর্থকরা নয়, ক্লাবের প্লেয়াররাও অপেক্ষায়। তাদের প্রত্যাশা মেসি ফিরলে হয়তো আবার চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন দেখা শুরু করবে।

রোনালদিনহোর ছেলে এখন বার্সেলোনার ফুটবলার ! বাবার স্মৃতি ফেরাতে পারবেন কী?

বার্সেলোনা: বাপ কা বেটা, সিপাহি কি ঘোড়া, কুচ নেহি তো থোড়া থোড়া! এই প্রবাদ বাক্যটি সব ক্ষেত্রে প্রযোজ্য হয়তো নয়। পৃথিবীতে সব গুণী বাবার সন্তানরাই সমান গুণের অধিকারী হবে এমন হয় না। আবার অনেক সময় হয়। ১৭ বছর বয়সী মেন্দেস গত ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটি আনঅফিসিয়াল প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন। বয়সভিত্তিক এ ও বি দলের সমন্বয়ে গড়া হয়েছিল ওই দল।

ম্যাচটিতে নজরকাড়া পারফমেন্স করে বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়ায় খেলার সুযোগ পেলেন মেন্দেস। যার ইঙ্গিত কয়েকদিন আগেই দিয়ে রেখেছিলেন রোনালদিনহো স্বয়ং। বিখ্যাত বাবার সন্তান জোয়াও মেন্দেসের গায়ে বার্সেলোনার জার্সি উঠেছিল মাসখানেক আগেই। তখনও তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি বার্সার। এবার সেই আনুষ্ঠানিকতাও শেষ হল।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর ছেলে জোয়াও মেন্দেস এখন বার্সেলোনার। বৃহস্পতিবার বার্সলোনার পক্ষ থেকে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্সার হয়ে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদিনহো ‘মুন্দো দেপোর্তিভো’র একটি অনুষ্ঠানে বলেছিলেন, বার্সেলোনা আমার জীবনের অংশ।

আমি কখনই নিজেকে ক্লাবের বাইরে ভাবি না। আমি যেখানেই যাব, বার্সেলোনাকে সঙ্গে নিয়ে যাব। বার্সেলোনায় আমার ছেলের আগমনে আমি এখন আগের চেয়েও ক্লাবের সঙ্গে আরও বেশি জড়িয়ে থাকব। রোনালদিনহো শুধু বার্সেলোনা নয় ব্রাজিলের জার্সিতেও দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন।

২০০২ সালে ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে তার অবদান মনে আছে সকলের। সুন্দর ফুটবল উপহার দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ছিল ভার। তার ছেলে ফুটবল খেলে কতটা সফল হবেন তার উত্তর দেবে সময়। তবে মেন্দেস যে লম্বা রেসের ঘোড়া সেটা বোঝা যাচ্ছে। তিনি নাকি একাধিক পজিশনে খেলতে পারেন।

Ronaldo Barcelona : শেষে বার্সেলোনায় যাবেন নাকি রোনাল্ডো? তুমুল জল্পনা ইউরোপে দলবদলের বাজারে

#বার্সেলোনা: হঠাৎই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ঘোষণা করেছিলেন তিনি ম্যানচেস্টার ছাড়তে চাইছেন, ভাল অফার পেলে তিনি দলবদল করতে রাজি। তারপর থেকেই শুরু হয় ট্রান্সফার মার্কেটের বিভিন্ন গুজব। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিদ্বন্দ্বী চেলসি অফার দিতে পারে ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে।

কিন্তু বয়স্ক রোনাল্ডো আগের মত তীব্র বা তুখোড় নেই, তার গতি কমেছে, শক্তি কমেছে। বর্তমানের বাজারে যারা স্ট্রাইকার রয়েছেন তারা অনেক বেশি তীক্ষ্ণ। তাই রোনাল্ডোর বাজার দর খুব একটা বেশি নেই। অন্য দিকে বৃদ্ধাশ্রম খুলেছে বার্সেলোনা। বয়স্ক প্লেয়ারদের কিনছে গত মরশুমে একের পর এক। সোশ্যাল মিডিয়া এবং সমর্থকদের মধ্যে এই নিয়ে ঠাট্টা ইয়ার্কি কম হচ্ছে না।

অর্থাভাবে জন্য প্রাচীন রাইট ব্যাক ডানি আলভেসকে গত মরশুমে আবার দলে ফিরিয়ে নিয়েছে বার্সেলোনা। এমনটাই গুজব শোনা যাচ্ছে যে বৃদ্ধাশ্রমের নতুন সদস্য হতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কেরিয়ারের বসন্ত পেরিয়ে যাওয়া পোলিশ স্ট্রাইকার লেওয়ান্ডোস্কিকে নিতে চেয়েছিল বার্সা। কিন্তু বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষে আছেন কিংবদন্তি রুমিনিগে এবং উলি, যারা কোনোভাবেই ছাড়তে চান না লেওয়াকে।

ট্রান্সফার পর্ব শুরু হওয়ার আগেই লেওয়ান্ডোস্কি জানিয়েছিলেন তিনি এই ব্যভেরিয়ান ক্লাব ছাড়তে চান। বার্সেলোনা ছিল তার পছন্দের জায়গা। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তার ইচ্ছাকে সম্মতি দেননি, যেহেতু আরো এক বছরের চুক্তি বাকি এই পোলিশ স্ট্রাইকারের তাই তাকে ছাড়তে রাজি নয় ক্লাব।

বার্সেলোনার দরকার একজন অভিজ্ঞ স্ট্রাইকার। রোনাল্ডোর ক্লাব ছাড়ার কথায় তাই বিশেষ আনন্দিত লাপোরতা। এখন তাদের মূল লক্ষ্য বৃদ্ধ রোনাল্ডোকে প্রধান স্ট্রাইকারের জায়গায় কেনা। তবে যদি এই দলবদলের গুজব সত্যি হয়, মন ভেঙে যাবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের।

রোনাল্ডোকে নিয়ে দীর্ঘদিনের একটা ভাইচারার সম্পর্ক আছে ম্যান ইউ এবং রিয়াল মাদ্রিদ সমর্থকদের। এই ঘটনা তারা মেনে নিতে পারবে না কোনোভাবেই। তবে বার্সেলোনা সমর্থকরাও যে খুব একটা ভালো চোখে দেখবে তাও নয়। পনেরো বছর মেসির দাপটের পর রোনাল্ডোকে তাদের ক্লাবের জার্সি হয়ে দেখতে চায় না কুলেরা। তবে রোনাল্ডো চেলসিতে গেলেও এটা চাপের বিষয় হয়ে যাবে ম্যান এই সমর্থকদের।