Tag Archives: Bengal Ranji Team

রঞ্জি ফাইনালে বাংলার যত চিন্তা ওপেনিং জুটি, পরিবর্তন হতে পারে শেষ মুহূর্তে

কলকাতা: বাংলাকে ইতিহাস গড়তে হবে, এটা ভেবে ছেলেদের ওপর বাড়তি চাপ দিতে নারাজ কোচ লক্ষ্মী রতন শুক্লা। বৃহস্পতিবার ইডেনে শুরু রনজি ট্রফির ফাইনাল। সৌরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্যপূরণে টপকাতে হবে আর একটা ধাপ। তাই নানা ভাবে দলকে উজ্জীবিত করছেন তিনি।

নেটে নিজেও ঘণ্টার পর ঘণ্টা হাত ঘোরাচ্ছেন। যা দেখে সিএবি’র এক কর্তা বলেই ফেললেন, অনেক কোচ দেখেছি। লক্ষ্মী একেবারেই আলাদা। আসলে লক্ষ্মী যে শুধু কোচ নন, দলে তিনি কারও বন্ধু, কারও দাদা। কঠিন সময়ে যেমন পাশে থেকে সাহাস জোগান, তেমনই বকাঝকাও করেন বার বার একই ভুলের পুনরাবৃত্তিতে।

আরও পড়ুন – ভ্যালেন্টাইন ডে মেয়ে সানার সঙ্গে বিদেশে দারুণ উপভোগ করলেন সৌরভ, দিলেন বিশেষ বার্তা

পরিশ্রম, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা— এই তিন মন্ত্রেই ৩৩ বছরের খরা কাটানোর স্বপ্ন জাগিয়ে তুলেছেন সফলভাবে। তবুও কৃতিত্ব নিতে একেবারেই রাজি নন লক্ষ্মী। বাংলার কোচের কথায়, এটা দলগত সংহতির ফসল। ছেলেরা ভালো খেলেছে বলেই ফাইনালে উঠেছে। যাবতীয় কৃতিত্ব ওদেরই। পেস আক্রমণেই সৌরাষ্ট্র বধের ছক মনোজদের।

Bengal coach Laxmi Ratan Shukla little bit concerned about opening partnership in Ranji finalচার পেসার খেলানোরও স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল লক্ষ্মীর কথাতে। এক্ষেত্রে দুরন্ত ছন্দে থাকা আকাশদীপের সঙ্গী হতে পারেন মুকেশ কুমার, ঈশান পোড়েল ও আকাশ ঘটক। বাংলার টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে আরও একটি বিষয়। তা হল ওপেনিং জুটির ধারাবাহিক সমস্যা। গোটা মরশুম জুড়ে এই একটা বিষয়ে অস্বস্তি ক্রমশ বেড়েছে।

আটবার বদল হয়েছে ওপেনিং পার্টনারশিপ। ফাইনালে কি সেই ধারা বজায় থাকবে? অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে ইনিংসের সূচনা করবেন কে? লক্ষ্মীর কথায় অন্য ইঙ্গিত মিলল। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি প্রস্তুত। করণ লাল বা কাজি জুনেইদ সফির সঙ্গে আনকোরা সুমন্ত গুপ্তও রয়েছেন তাঁর নোটবুকে। সৌরাষ্ট্র দলে পেসার জয়দেবের ফিরে আসা বাংলার কাছে অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। তার হাতে প্রচুর ভ্যারিয়েশন আছে।

৩ বছর পর ফের রঞ্জির ফাইনালে বাংলা, প্রদীপ্ত আকাশের দাপটে উড়ে গেল মধ্যপ্রদেশ

#ইনদওর: একেই বলে প্রতিশোধ নেওয়া। যে মধ্যপ্রদেশের কাছে হেরে গিয়েছিল বাংলা, সেই মধ্যপ্রদেশকে তাদের ঘরের মাঠে চূর্ণ করে দিয়ে দেশের সেরা ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল বাংলা। উল্লেখযোগ্য পারফর্মেন্স প্রদীপ্ত প্রামানিকের এবং ফাস্ট বোলার আকাশ দ্বীপের। ম্যাচের সেরা আকাশ।

চন্দ্রকান্ত পন্ডিতের দলকে নিয়ে ছেলে খেলা করল বাংলা। সম্পূর্ণ টিম পারফরম্যান্স দেখা গিয়েছে, লক্ষ্মীরতন শুক্লার দলের পক্ষ থেকে। ১৯৮৯-৯০ মরসুমের পর আবার রঞ্জি জয়ের মুখে বাংলা। বাকি আর একটিই ম্যাচ। মধ্যপ্রদেশকে ৩০৬ রানে হারিয়ে দিলেন মনোজরা। ২০১৯-২০ মরসুমে ফাইনালে উঠেছিল তারা।

কিন্তু সৌরাষ্ট্রের বিরুদ্ধে সে বার হেরে যায় বাংলা। এবার আবার সেই সৌরাষ্ট্রের বিরুদ্ধেই ফাইনালে খেলতে নামতে পারেন মনোজরা। বেঙ্গালুরুতে অন্য সেমিফাইনালে সৌরাষ্ট্র বনাম কর্নাটক ম্যাচে জয়ের দিকে পাল্লা ভারী ২০২০ সালের চ্যাম্পিয়নদেরই।

দ্বিতীয় ইনিংসে বল করে দুটি উইকেট নিয়েছেন মুকেশ কুমার, একটি করে উইকেট পেয়েছেন আকাশ এবং শাহাবাজ। মধ্যপ্রদেশের পক্ষ থেকে কিছুটা লড়াই করেছেন রজত পটিদার এবং দুবে। তবে বাংলার কমপ্লিট টিম গেমের জবাব ছিল না গতবারের চ্যাম্পিয়নদের। ইডেনে বাংলা ফাইনাল খেলতে পারবে কিনা পরিষ্কার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।