Tag Archives: Bengali Serial

বাংলা ধারাবাহিক (Bengali Serial) এখন বিনোদনের অন্যতম মাধ্যম৷ বাঙালির সন্ধ্যাবেলা বন্দি এর চুম্বকটানে৷ শুধু টেলিভিশনের পর্দায় নয়৷ ধারাবাহিক এখন আমাদের জীবনযাপনের সঙ্গী৷ এর চরিত্রগুলি হয়ে উঠেছে আমাদেরই আত্মীয়পরিজন৷

কিন্তু ধারাবাহিকের (Bengali Serial) পর্দার আড়ালে কী হচ্ছে? কে কাকে মন দিলেন? পরকীয়ায় মন মজল কোন তারকার? মন এবং সংসার ভাঙাগড়ার সেই গল্প জানতে হলে চোখ রাখতে হবে নিউজ18-এর ওয়েবসাইটে৷ আমাদের কাছেই পাবেন ধারাবাহিকের অন্দরমহলের খবর, অন্তরমহলের সুর৷ টেলিভিশন তারকাদের বৈঠকখানা থেকে হেঁসেলে পৌঁছে যান এক ক্লিকে৷ আমরাই আপনাদের নিয়ে যাব তাঁদের মনের কাছাকাছি৷

গান গল্প গসিপের পাশাপাশি থাকবে ধারাবাহিকের (Bengali Serial) লেটেস্ট আপডেট৷ কোন পর্বের শ্যুটিং চলছে? শ্যুটিঙের আড়ালের গল্পই বা কী? সব খবর থাকবে আপনার হাতের মুঠোয়৷ অপেক্ষা শুধু একটি ক্লিকের৷ মিঠাই, সর্বজয়া, গুনগুন, খুকুমণির, ফুলঝুরি, সহচরীদের দুনিয়ার গোপন চাবিকাঠি পাবেন আমাদেরই কাছে৷

শুধু তাই নয়৷ প্রতি সপ্তাহে থাকছে ধারাবাহিকের (Bengali Serial) টিআরপি-র সব খুঁটিনাটি৷ জনপ্রিয়তার দৌড়ে কোন ধারাবাহিক এগিয়ে গেল? কে-ই বা পড়ে থাকল পিছনে? কম টিআরপি-র জন্য কোন ধারাবাহিকের স্লট গেল বদলে? কোন ধারাবাহিকের উপরে পড়ল কোপ? চ্যানেলে চ্যানেলে রংবাহারি এই বিনোদন মেলার শরিক আপনিও৷ সেই মেলায় বুঁদ হতে পড়তেই হবে, চোখ রাখতেই হবে নিউজ18-এর বিনোদন বিভাগে৷

শ্যুটিঙের ছবি, তারকার হেঁসেলের গল্প, টিআরপি-র দৌড়ের সঙ্গে থাকবে আপনার প্রিয় অভিনেতার সাক্ষাৎকার৷ পছন্দের তারকার সঙ্গে কথোপাকথন৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের আপডেট সংবাদও আমরা নিয়মিত হাজির করব আপনাদের জন্য৷ তাই দর্শক থেকে পাঠক হয়েও উপভোগ করুন ধারাবাহিক (Bengali Serial) দেখার আনন্দ৷

তাহলে আর দেরি কেন? আপনার বিনোদনের সঙ্গী হোক নিউজ18 ওয়েবসাইটের বিনোদন বিভাগ৷ একদা ‘দুয়োরানি’ হয়ে থাকা বাংলা ধারাবাহিক (Bengali Serial) এখন সিনেমার মতোই সুয়োরানি৷ এই উত্তরণের সাক্ষী থাকুন আপনিও৷ কারণ টেলিভিশন আর ‘বোকা বাক্স’ নয়, বরং মনোরঞ্জনের তুবড়ি৷ সেই আনন্দের আলোর ফুলকি থাকুক আপনার মনেও৷ আমাদের হাত ধরে৷

Tollywood Actress: অভিনয়ে দর্শকের মন কাড়েন! কিন্তু আজ কী হালে দিন কাটাচ্ছেন বাহা! হারালেন অকালেই

বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। একসময় তাঁর অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়। নিজের অভিনয়ের অসাধারণ দক্ষতা এবং সুন্দর মুখের গঠন, তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এখনও সব দর্শকদের কাছে তিনি একইভাবে জনপ্রিয় বাহামনি নামে।
বাংলা ধারাবাহিকের জগতে অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। একসময় তাঁর অভিনয়ের চর্চা ছড়িয়ে পড়েছিল গোটা টলিপাড়ায়। নিজের অভিনয়ের অসাধারণ দক্ষতা এবং সুন্দর মুখের গঠন, তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। এখনও সব দর্শকদের কাছে তিনি একইভাবে জনপ্রিয় বাহামনি নামে।
সেইসময় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা টলিপাড়াকে। তাহলে হঠাৎ এমন কী হল জনপ্রিয়তার শিখরে আসে পর্দা থেকে হারিয়ে গেলেন সকলের প্রিয় রণিতা দাস (Ranita Das)।
সেইসময় অভিনেতা ঋষি কৌশিকের বিপরীতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল গোটা টলিপাড়াকে। তাহলে হঠাৎ এমন কী হল জনপ্রিয়তার শিখরে আসে পর্দা থেকে হারিয়ে গেলেন সকলের প্রিয় রণিতা দাস (Ranita Das)।
ধন্যিমেয়ে ধারাবাহিককে অভিনয় করার সময়ই তিনি সুযোগ পেয়েছিলেন ইষ্টি কুটুম ধারাবাহিকের। এই ধারাবাহিকটিতে তার বিপরীতে কাজ করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক।
ধন্যিমেয়ে ধারাবাহিককে অভিনয় করার সময়ই তিনি সুযোগ পেয়েছিলেন ইষ্টি কুটুম ধারাবাহিকের। এই ধারাবাহিকটিতে তার বিপরীতে কাজ করেছিলেন অভিনেতা ঋষি কৌশিক।
এছাড়াও ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী, অনুশ্রী দাস, অরিন্দম শীল, মাধবী মুখোপাধ্যায়, অনুরাধা রায়, মঞ্জুশ্রী গাঙ্গুলি, দিগন্ত বাগচী সহ একঝাঁক জনপ্রিয় টলি তারকা। ২০১১ সালে স্টার জলসায় শুরু হয়েছিল ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের শুরু থেকেই বাহা এবং অর্চির কাহিনিকে অনেক ভালবাসা দিয়েছিলেন দর্শকরা।
এছাড়াও ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী, অনুশ্রী দাস, অরিন্দম শীল, মাধবী মুখোপাধ্যায়, অনুরাধা রায়, মঞ্জুশ্রী গাঙ্গুলি, দিগন্ত বাগচী সহ একঝাঁক জনপ্রিয় টলি তারকা। ২০১১ সালে স্টার জলসায় শুরু হয়েছিল ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের শুরু থেকেই বাহা এবং অর্চির কাহিনিকে অনেক ভালবাসা দিয়েছিলেন দর্শকরা।
তাহলে হঠাৎ কেন পর্দা থেকে বিদায় নিলেন তিনি? কেন ধারাবাহিক চলাকালীন মাঝ পথেই অভিনয় থেকে সরে যেতে হল তাকে? কি ঘটেছিল বাস্তবে? কেন তিনি শেষ করতে পারেননি ধারাবাহিকটি? সেই সময় এই বিষয়টি নিয়ে উঠেছিল নানা কথা।
তাহলে হঠাৎ কেন পর্দা থেকে বিদায় নিলেন তিনি? কেন ধারাবাহিক চলাকালীন মাঝ পথেই অভিনয় থেকে সরে যেতে হল তাকে? কি ঘটেছিল বাস্তবে? কেন তিনি শেষ করতে পারেননি ধারাবাহিকটি? সেই সময় এই বিষয়টি নিয়ে উঠেছিল নানা কথা।
কিন্তু আসল সত্যিটা কী? সেইসময় যদিও ইষ্টি কুটুম ধারাবাহিকের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তাই তিনি ধারাবাহিক ছেড়ে দেন।
কিন্তু আসল সত্যিটা কী? সেইসময় যদিও ইষ্টি কুটুম ধারাবাহিকের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি তাই তিনি ধারাবাহিক ছেড়ে দেন।
তবে টলিপাড়া থেকে এও গুঞ্জন শোনা যায় ইষ্টি কুটুমের অত্যাধিক জনপ্রিয়তাই নাকি মাথা বিগড়ে দিয়েছিল রণিতার। আবার অনেকেই মতে জেদের বশেই ধারাবাহিক ছেড়েছিলেন তিনি। তবে এটাই কি বাস্তব? অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণেই ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি।
তবে টলিপাড়া থেকে এও গুঞ্জন শোনা যায় ইষ্টি কুটুমের অত্যাধিক জনপ্রিয়তাই নাকি মাথা বিগড়ে দিয়েছিল রণিতার। আবার অনেকেই মতে জেদের বশেই ধারাবাহিক ছেড়েছিলেন তিনি। তবে এটাই কি বাস্তব? অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন শারীরিক অসুস্থতার কারণেই ধারাবাহিক থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন তিনি।
তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, মেরুদণ্ডেতে প্রচণ্ড ব্যাথা এবং ওজন বৃদ্ধির কারনেই ইষ্টি কুটুম ছেড়েছিলেন তিনি। অভিনেত্রী এও জানিয়েছেন “ইষ্টি কুটুম ছেড়ে দেওয়া কারণে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল। যদিও পরে সেই কেস মিটে গেছে। কিন্তু তখন ব্যাথা নিয়েও আমি কাজ করেছি। যদি আর ওইভাবে করতাম তাহলে হয়তো মরেই যেতাম।”
তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছিল, মেরুদণ্ডেতে প্রচণ্ড ব্যাথা এবং ওজন বৃদ্ধির কারনেই ইষ্টি কুটুম ছেড়েছিলেন তিনি। অভিনেত্রী এও জানিয়েছেন “ইষ্টি কুটুম ছেড়ে দেওয়া কারণে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল। যদিও পরে সেই কেস মিটে গেছে। কিন্তু তখন ব্যাথা নিয়েও আমি কাজ করেছি। যদি আর ওইভাবে করতাম তাহলে হয়তো মরেই যেতাম।”
শেষ কয়েকবছর যদিও বেশ কয়েকটা সিনেমাতে দেখা গেছে তাঁকে। তবে ছোটপর্দায় ইস্টিকুটুমের পর আর দেখা যায়নি। কিন্তু সোশ‍্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।
শেষ কয়েকবছর যদিও বেশ কয়েকটা সিনেমাতে দেখা গেছে তাঁকে। তবে ছোটপর্দায় ইস্টিকুটুমের পর আর দেখা যায়নি। কিন্তু সোশ‍্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ছবি ও ভিডিও আপলোড করেন তিনি।

Bengali Actress: অভিনয়ে তুখোর, দেবের সঙ্গে কাজ! একদিন হঠাৎই উধাও! কোথায় হারিয়ে গেলেন এই নায়িকা

সিরিয়ালে নতুন মুখের মেলায় প্রায় পুরনো অনেক মুখ আমরা ভুলে যাই। বাংলা অভিনয় জগতের সেরকম একজন জনপ্রিয় কলাকুশলী আছেন যিনি বর্তমানে আর কাজ করেন না। একের পর এক ধারাবাহিককে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন।

সিরিয়ালে নতুন মুখের মেলায় প্রায় পুরনো অনেক মুখ আমরা ভুলে যাই। বাংলা অভিনয় জগতের সেরকম একজন জনপ্রিয় কলাকুশলী আছেন যিনি বর্তমানে আর কাজ করেন না। একের পর এক ধারাবাহিককে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন।
কখনও সহ-অভিনেত্রী রূপে আবার কখন খলানায়িকার চরিত্রে নিজেকে বারবার মেলে ধরেছেন পর্দার সামনে। তাঁর অভিনয় পর্দায় প্রশংসিত হয়েছে বারবার। প্রতিবারই দর্শকরা মুগ্ধ হয়েছেন তাঁর কাজ দেখে। তিনি বাংলা ধারাবাহিক এবং সিনেমার জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmik)।
কখনও সহ-অভিনেত্রী রূপে আবার কখন খলানায়িকার চরিত্রে নিজেকে বারবার মেলে ধরেছেন পর্দার সামনে। তাঁর অভিনয় পর্দায় প্রশংসিত হয়েছে বারবার। প্রতিবারই দর্শকরা মুগ্ধ হয়েছেন তাঁর কাজ দেখে। তিনি বাংলা ধারাবাহিক এবং সিনেমার জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmik)।
ভুলে যেওনা প্লিজ, ঘরে ফেরার গান, তারে আমি চোখে দেখনি-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। যদিও তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল স্টার জলসার ধারাবাহিক তোমায় আমায় মিলে।
ভুলে যেওনা প্লিজ, ঘরে ফেরার গান, তারে আমি চোখে দেখনি-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। যদিও তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল স্টার জলসার ধারাবাহিক তোমায় আমায় মিলে।
ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী, ঋজু বসু, গৌরব রায় চৌধুরী, তুলিকা বসু সহ বহু জনপ্রিয় তারকারা। এই ধারাবাহিকেই খলনায়িকার ভূমিকায় দেখা গেছিল তাঁকে।
ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী, ঋজু বসু, গৌরব রায় চৌধুরী, তুলিকা বসু সহ বহু জনপ্রিয় তারকারা। এই ধারাবাহিকেই খলনায়িকার ভূমিকায় দেখা গেছিল তাঁকে।
তাঁর চরিত্রটির নাম কাকলি। ধারাবাহিকটিতে তাঁর এই চরিত্রটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। হাসি মুখে, মজার ছলে ঊষসীর বিরুদ্ধে করে যাওয়া একের পর এক সরজন্ত্র নজর কেড়েছিল দর্শকদের।
তাঁর চরিত্রটির নাম কাকলি। ধারাবাহিকটিতে তাঁর এই চরিত্রটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। হাসি মুখে, মজার ছলে ঊষসীর বিরুদ্ধে করে যাওয়া একের পর এক সরজন্ত্র নজর কেড়েছিল দর্শকদের।
এছাড়াও জয় বাবা লোকনাথ, সন্ন্যাসী রাজা ধারাবাহিকেও অভিনয় করেছিল তিনি। তবে শুধু ছোটপর্দায় নয়, বড় পর্দাতেও তিনি শুরু করেছিলেন অভিনয়। ২০১৫ সালে কাদম্বরী সিনেমায় জ্ঞানদানন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এছাড়াও জয় বাবা লোকনাথ, সন্ন্যাসী রাজা ধারাবাহিকেও অভিনয় করেছিল তিনি। তবে শুধু ছোটপর্দায় নয়, বড় পর্দাতেও তিনি শুরু করেছিলেন অভিনয়। ২০১৫ সালে কাদম্বরী সিনেমায় জ্ঞানদানন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এছাড়াও সুপারস্টার দেব এবং কয়েল মল্লিক অভিনীত পাগলু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গেছিল কোড়া পাখি ধারাবাহিককে মেধার চরিত্রে। তবে, তারপর থেকেই আর দেখা যায়নি অভিনেত্রীকে। তাহলে কোথায় হারিয়ে গেলেন তিনি।
এছাড়াও সুপারস্টার দেব এবং কয়েল মল্লিক অভিনীত পাগলু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গেছিল কোড়া পাখি ধারাবাহিককে মেধার চরিত্রে। তবে, তারপর থেকেই আর দেখা যায়নি অভিনেত্রীকে। তাহলে কোথায় হারিয়ে গেলেন তিনি।
তিতাস ২০১৪ সালে বিয়ে করেছিলেন অভিনেতা সমদর্শী দত্তকে। তবে চিরস্থায়ী হয়নি তাঁদের সম্পর্ক। চার বছর পরই হয়ে যায় তাঁদের বিবাহ বিচ্ছেদ। তারপর তিনি নিকটবর্তী আত্মীয় এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়েন স্নেহাশিস দাসের সঙ্গে।
তিতাস ২০১৪ সালে বিয়ে করেছিলেন অভিনেতা সমদর্শী দত্তকে। তবে চিরস্থায়ী হয়নি তাঁদের সম্পর্ক। চার বছর পরই হয়ে যায় তাঁদের বিবাহ বিচ্ছেদ। তারপর তিনি নিকটবর্তী আত্মীয় এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়েন স্নেহাশিস দাসের সঙ্গে।

Bengali Serial TRP: টিআরপি-তে বড় চমক! ‘নিম ফুলের মধু’-কে কড়া টেক্কা, কে হল এই সপ্তাহের ‘বেঙ্গল টপার’?

কলকাতা: টিআরপি-তে বড় চমক৷ চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ তবে এবারও ‘সেরার সেরা’মুকুট হাতছাড়া হল ‘জগদ্বাত্রী’র৷ ‘জগদ্বাত্রী’ ছাড়াও ‘নিম ফুলের মধু’কে কড়া টেক্কা দিয়ে সেরার সেরা তকমা ছিনিয়ে নিয়েছে ধারাবাহিক ‘ফুলকি’৷

লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে আচমকা এমন রদবদল দেখে স্বভাবতই চমকে যাবেন ভক্তরা৷ গত ২ সপ্তাহ ধরেই পয়লা নম্বরে ছিল ধারাবাহিক ‘নিম ফুলের মধু’৷ তবে এবার সেই জায়গা হাতছাড়া হল৷হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।

 আরও পড়ুন-বিবাহিত পুরুষ সঙ্গীকে মন দিয়েছেন বারবার, টেকেনি গদগদ প্রেম, আজও সিঙ্গল জনপ্রিয় ‘এই’ অভিনেত্রী! কেন জানেন?

ফুলকি- ৮.০ (প্রথম)

নিম ফুলের মধু- ৭.৯ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী- ৭.৮ (তৃতীয়)

গীতা LLB-৭.৭ (চতুর্থ)

কোন গোপনে মন ভেসেছে- ৭.০ (পঞ্চম)

কথা- ৬.৯ (ষষ্ঠ)

কার কাছে কই মনের কথা– ৬.৪ (সপ্তম)

অনুরাগের ছোঁয়া -৬.২ (অষ্টম)

আলোর কোলে- ৫.৭ (নবম)

বঁধুয়া-জল থই থই ভালোবাসা-৫.২ (দশম)


চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। টিআরপি তালিকায় বড় চমক দিয়ে এবারও সেরার সেরা হয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ৷ ৮.০ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক’ফুলকি’ ৷ ৭.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘নিম ফুলের মধু ‘ ৷ ৭.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী ‘ ৷ ৭.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘গীতা LLB’ ৷ ৭.০ নম্বর নিয়ে পঞ্চম স্থান পেয়েছে ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’৷