Tag Archives: Bengaluru Auto Controversy

Bengaluru Auto: সত্যিই কি সম্মান? অটোর পিছনে লেখা ‘Virgin or Not’ স্লোগান নিয়ে নানা মুনির নানা মত

বেঙ্গালুরু: বাস, ট্রাক, অটোর পিছনে লেখা নানা স্লোগান চট করে নজর কাড়ে। সে ভুল বানানের জন্যই হোক বা অভিনব জীবন দর্শন জ্ঞাপনের জন্য। তবে, সম্প্রতি বেঙ্গালুরুর এক অটোর পিছনে লেখা বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ‘Virgin or Not’ শব্দবন্ধ নিয়ে চলছে জোর তরজা।

চমকে উঠতেই হয়। তবে কি সওয়ারির কুমারীত্ব নিয়ে ছুড়ে দেওয়া হল সরাসরি প্রশ্ন? বেঙ্গালুরুর ওই অটোর পিছনে যা লেখা আছে, তার সম্পূর্ণ বক্তব্য এবার দেখে নিতেই হয়।

“Slim or fat, black or white, virgin or not. All girls deserve respect”- এই লেখা রয়েছে ওই অটোর পিছনে। যা ছবি তুলে নেটাগরিকদের সঙ্গে এক্স সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এক ইউজার, তাঁর হ্যান্ডলের নাম retired sports fan। বেঙ্গালুরুর পথে মৌলবাদী নারীবাদের ঝলক- এভাবেই তিনি বিষয়টিকে ব্যাখ্যা করেছেন।

আপাতদৃষ্টিতে দেখলে বক্তব্যে দোষ খুঁজে পাওয়া যাবে না, বিশেষ করে যখন নারীদের সম্মান করারই কথা বলা হচ্ছে। শোরগোল পড়েছে রোগা-মোটা, কালো-ফর্সা, কুমারী-অকুমারী এই শ্রেণিবিভাজন নিয়ে। অনেকেই বলছেন, এই ধরনের মন্তব্য সম্মান করার বদলে সমাজে নারীর অবস্থান বিষিয়ে তুলবে। জনৈক ইউজার বলেছেন সম্মান বিষয়টায় জোর দিলেও বাকিটা বর্তমানে পুরুষের মানসিকতা।

তবে, বিষয়টিকে এতটাও নেতিবাচক ভাবে দেখতে সবাই আবার রাজি নন। অনেকেই বলেছেন এ সুন্দর এক বার্তা, সবারই তা মেনে চলা উচিত। এক ইউজার retired sports fan-এর সমালোচনা করে বলেছেন, এটা মৌলবাদী নয়, প্রাথমিক নারীবাদ। অনেকে আবার বলেছেন শুধু নারীদের সম্মান করার বার্তা দিলেই তা পর্যাপ্ত হত, শ্রেণিবিভাজনে যাওয়ার প্রয়োজন ছিল না।