Tag Archives: Bollywood Movies

Aishwarya Rai Bachchan: ঐশ্বর্যর ‘গোল্ডেন’ কেরিয়ার শেষ…! ‘এই’ ৮ ভুলেই হয়েছিল চরম সর্বনাশ, হাড়হিম গোপন সত্য ফাঁস! আজও কি আফসোস করেন রাই সুন্দরী…

 ঐশ্বর্য রাই বচ্চন প্রতিনিয়ত শিরোনামে রয়েছেন৷ বিশেষত,  ব্যক্তিগত জীবনের জন্য তাকে নিয়ে চর্চা বেড়েই চলেছে৷ স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখন পর্যন্ত অভিষেক বা ঐশ্বর্য জল্পনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
ঐশ্বর্য রাই বচ্চন প্রতিনিয়ত শিরোনামে রয়েছেন৷ বিশেষত, ব্যক্তিগত জীবনের জন্য তাকে নিয়ে চর্চা বেড়েই চলেছে৷ স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এখন পর্যন্ত অভিষেক বা ঐশ্বর্য জল্পনা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে একাধিক পুরনো বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে৷ তেমনই ঐশ্বর্য রাইয়ের জীবনে সবচেয়ে বড় ভুল কী ছিল, তা ফের প্রকাশ্যে উঠে এসেছে৷ যার জন্য আজও কি আফসোস করেন নায়িকা৷
ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনের মাঝে একাধিক পুরনো বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে৷ তেমনই ঐশ্বর্য রাইয়ের জীবনে সবচেয়ে বড় ভুল কী ছিল, তা ফের প্রকাশ্যে উঠে এসেছে৷ যার জন্য আজও কি আফসোস করেন নায়িকা৷
বলিউডের প্রথম সারির তাবড় তাবড় অভিনেত্রীরা তাদের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী সিনেমা দিয়েই। বলিউডে আসার আগে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেই নজর কেড়েছিলেন ঐশ্বর্য। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনও নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি দিয়ে৷
বলিউডের প্রথম সারির তাবড় তাবড় অভিনেত্রীরা তাদের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী সিনেমা দিয়েই। বলিউডে আসার আগে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতেই নজর কেড়েছিলেন ঐশ্বর্য। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনও নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি দিয়ে৷
অভিনেত্রী হওয়ার আগে ঐশ্বর্য রাই বচ্চন মডেলিং করতেন। ১৯৯৭  সালে মুক্তিপ্রাপ্ত 'অর প্যায়ার হো গয়া' ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে পা রাখেন রাই সুন্দরী। ঐশ্বর্য তাঁর প্রথম ছবি দিয়ে দর্শকদের মুগ্ধ করতে পারেননি৷
অভিনেত্রী হওয়ার আগে ঐশ্বর্য রাই বচ্চন মডেলিং করতেন। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘অর প্যায়ার হো গয়া’ ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে পা রাখেন রাই সুন্দরী। ঐশ্বর্য তাঁর প্রথম ছবি দিয়ে দর্শকদের মুগ্ধ করতে পারেননি৷
ঐশ্বর্য তার আসল পরিচিতি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা বনশালির ছবি 'হাম দিল দে চুকে সনম'-এ। ছবিটি ১৯৯৯ সালের ব্লকবাস্টার হিট হয়েছিল। এই ছবির সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাই সুন্দরীকে। পরবর্তীতে বলিউডে একের পর এক ছবি দর্শকদের উপহার দেন তিনি।
ঐশ্বর্য তার আসল পরিচিতি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা বনশালির ছবি ‘হাম দিল দে চুকে সনম’-এ। ছবিটি ১৯৯৯ সালের ব্লকবাস্টার হিট হয়েছিল। এই ছবির সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাই সুন্দরীকে। পরবর্তীতে বলিউডে একের পর এক ছবি দর্শকদের উপহার দেন তিনি।
দীর্ঘ ২৭ বছরের কেরিয়ারে, ঐশ্বর্য রাই বচ্চন  বলিউড এবং দক্ষিণের প্রায় সব সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছেন। 'হাম দিল দে চুকে সানাম', 'তাল', 'দেবদাস', 'তাল', 'জোশ' 'মহব্বতে', একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে। তাকে নিয়ে উন্মাদনার শেষ ছিল না দর্শকমহলে।
দীর্ঘ ২৭ বছরের কেরিয়ারে, ঐশ্বর্য রাই বচ্চন বলিউড এবং দক্ষিণের প্রায় সব সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধেছেন। ‘হাম দিল দে চুকে সানাম’, ‘তাল’, ‘দেবদাস’, ‘তাল’, ‘জোশ’ ‘মহব্বতে’, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে। তাকে নিয়ে উন্মাদনার শেষ ছিল না দর্শকমহলে।
 একসময়কার বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীর তালিকায় ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ কেরিয়ারের শীর্ষে থাকাকালীন একের পর এক ভুল করেছিলেন। নিজের  ভুলের কারণেই তার হাত থেকে অনেকগুলো চলচ্চিত্র হাতছাড়া হয়ে যায়। ঐশ্বরিয়া নিজেও অনেক ছবিতে কাজ করতে রাজি হননি।
একসময়কার বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রীর তালিকায় ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন৷ কেরিয়ারের শীর্ষে থাকাকালীন একের পর এক ভুল করেছিলেন। নিজের ভুলের কারণেই তার হাত থেকে অনেকগুলো চলচ্চিত্র হাতছাড়া হয়ে যায়। ঐশ্বরিয়া নিজেও অনেক ছবিতে কাজ করতে রাজি হননি।
আপনি জানলে অবাক হবেন যে একটি বা দুটি নয়, আটটি ছবিতে কাজ করতে অস্বীকার করেছিলেন ঐশ্বর্য। তিনি যে চলচ্চিত্রগুলি প্রত্যাখ্যান করেছিলেন সেখানে প্রধান অভিনেতারা ছিলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, আমির খান, সঞ্জয় দত্ত, রণবীর সিং এবং অক্ষয় কুমার। সেই সব ছবিই বক্স অফিসে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে।
আপনি জানলে অবাক হবেন যে একটি বা দুটি নয়, আটটি ছবিতে কাজ করতে অস্বীকার করেছিলেন ঐশ্বর্য। তিনি যে চলচ্চিত্রগুলি প্রত্যাখ্যান করেছিলেন সেখানে প্রধান অভিনেতারা ছিলেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, আমির খান, সঞ্জয় দত্ত, রণবীর সিং এবং অক্ষয় কুমার। সেই সব ছবিই বক্স অফিসে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে।
আমির খানের দুটি ব্লকবাস্টার ছবিতে কাজ করতে অস্বীকার করেছিলেন ঐশ্বর্য। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, 'রাজা হিন্দুস্তানি' এবং 'গজিনি' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য। আমির খানের এই দুটি ছবিই বক্স অফিসে প্রচুর আয় করেছিল। এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন যে ধর্মেশ দর্শন 'রাজা হিন্দুস্তানি'-এর জন্য তাঁর কাছে গিয়েছিলেন। কিন্তু, তিনি তা করতে অস্বীকার করেন। মডেলিং করার সময় তাকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল।
আমির খানের দুটি ব্লকবাস্টার ছবিতে কাজ করতে অস্বীকার করেছিলেন ঐশ্বর্য। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘রাজা হিন্দুস্তানি’ এবং ‘গজিনি’ ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য। আমির খানের এই দুটি ছবিই বক্স অফিসে প্রচুর আয় করেছিল। এক সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন যে ধর্মেশ দর্শন ‘রাজা হিন্দুস্তানি’-এর জন্য তাঁর কাছে গিয়েছিলেন। কিন্তু, তিনি তা করতে অস্বীকার করেন। মডেলিং করার সময় তাকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল।
শাহরুখ খানের সঙ্গে ১-২ নয়, ৩টি ছবিতে কাজ করতে অস্বীকার করেছেন ঐশ্বর্য। ব্লকবাস্টার ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর প্রস্তাব পান তিনি৷ 'ফিল্মফেয়ার'-এর একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এই ছবিতে তাকে রানি মুখার্জির ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, তিনি অস্বীকার করেন। এরপর সুপারহিট ছবি 'দিল তো পাগল হ্যায়' এবং 'বীর-জারা'-তে কাজ করা থেকেও নিজেকে গুটিয়ে নেন তিনি।
শাহরুখ খানের সঙ্গে ১-২ নয়, ৩টি ছবিতে কাজ করতে অস্বীকার করেছেন ঐশ্বর্য। ব্লকবাস্টার ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর প্রস্তাব পান তিনি৷ ‘ফিল্মফেয়ার’-এর একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এই ছবিতে তাকে রানি মুখার্জির ভূমিকার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে, তিনি অস্বীকার করেন। এরপর সুপারহিট ছবি ‘দিল তো পাগল হ্যায়’ এবং ‘বীর-জারা’-তে কাজ করা থেকেও নিজেকে গুটিয়ে নেন তিনি।
অভিষেক বচ্চন ও জন ইব্রাহিমের সুপারহিট ছবি 'দোস্তানা'-এর জন্য প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য। তবে সেই সময় শিডিউলটি পুরোপুরি প্যাক ছিল এবং কোনও তারিখ ছিল না, তাই তিনি এই ছবিটি করতে অস্বীকার করেছিলেন। পরে এতে চুক্তিবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া।
অভিষেক বচ্চন ও জন ইব্রাহিমের সুপারহিট ছবি ‘দোস্তানা’-এর জন্য প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য। তবে সেই সময় শিডিউলটি পুরোপুরি প্যাক ছিল এবং কোনও তারিখ ছিল না, তাই তিনি এই ছবিটি করতে অস্বীকার করেছিলেন। পরে এতে চুক্তিবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দীপিকা পাড়ুকোন নয়, সঞ্জয় লীলা বনশালির ছবি 'বাজিরাও মাস্তানি'-এর জন্য প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য। বনশালি প্রথমে সলমন খান এবং ঐশ্বর্য রাইকে নিয়ে এই ছবি করতে চেয়েছিলেন। এমনকি অক্ষয় কুমারের 'ভুল ভুলাইয়া'-তে মঞ্জুলিকা চরিত্রের জন্য ঐশ্বর্যকে বলা হয়েছিল। কিন্তু, ঐশ্বর্য এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। সঞ্জয় দত্তের ব্লকবাস্টার ছবি 'মুন্নাভাই এমবিবিএস'-এর জন্যও ঐশ্বর্য রাই প্রথম পছন্দ ছিলেন। তবে এতগুলি ছবি যা প্রতিটা ব্লকবাস্টার হিট, তা হাতছাড়া করা নিয়ে আজও কি আফসোস রাই সুন্দরীর৷
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দীপিকা পাড়ুকোন নয়, সঞ্জয় লীলা বনশালির ছবি ‘বাজিরাও মাস্তানি’-এর জন্য প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য। বনশালি প্রথমে সলমন খান এবং ঐশ্বর্য রাইকে নিয়ে এই ছবি করতে চেয়েছিলেন। এমনকি অক্ষয় কুমারের ‘ভুল ভুলাইয়া’-তে মঞ্জুলিকা চরিত্রের জন্য ঐশ্বর্যকে বলা হয়েছিল। কিন্তু, ঐশ্বর্য এই চরিত্রে অভিনয় করতে রাজি হননি। সঞ্জয় দত্তের ব্লকবাস্টার ছবি ‘মুন্নাভাই এমবিবিএস’-এর জন্যও ঐশ্বর্য রাই প্রথম পছন্দ ছিলেন। তবে এতগুলি ছবি যা প্রতিটা ব্লকবাস্টার হিট, তা হাতছাড়া করা নিয়ে আজও কি আফসোস রাই সুন্দরীর৷

Bollywood Movies: অপেক্ষার অবসান, ওটিটি প্ল্যাটফর্মে আসছে বিদ্যা বালানের ‘দো অওর দো প্যায়ার’, কোথায়, কীভাবে দেখবেন জানুন

অবশেষে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বিদ্যা বালান, প্রতীক গান্ধি, ইলিয়ানা ডিক্রুজ এবং সেন্ধিল রামামূর্তির ‘দো অওর দো প্যায়ার’। পুরস্কার বিজয়ী অ্যাড ফিল্ম নির্মাতা শীর্ষা গুহঠাকুরতা পরিচালিত এই ছবিটি ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছে। রোম্যান্টিক কমেডি এই ছবিটিতে মূলত উঠে এসেছে শহুরে সম্পর্ক, প্রেমের জটিলতা। সেই সঙ্গে দেখানো হয়েছে বিবাহ-বহির্ভূত সম্পর্কের দিকটাও।

নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে Disney+ Hotstar-এর তরফে ঘোষণা করা হয় যে, ওই প্ল্যাটফর্মেই স্ট্রিমিং হবে এই ছবিটির। এমনকী ‘দো অওর দো প্যায়ার’-এর পোস্টারও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিদ্যা বালান, ইলিয়ানা ডিক্রুজ, প্রতীক গান্ধি এবং সেন্ধিল রামামূর্তির ছবি। এই পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, “আবার প্রেমে পড়ুন। কারণ শুধুমাত্র একবার পর্যাপ্ত নয়, ‘দো অওর দো প্যায়ার’-এর এখন স্ট্রিমিং চলছে। হ্যাশট্যাগ দো অওর দো প্যায়ার অন হটস্টার।”

আরও পড়ুন-   গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

রোম্যান্টিক-কমেডি ধারার এই ছবিতে তুলে ধরা হয়েছে কাব্যা এবং অনিরুদ্ধ নামে এক দম্পতির গল্প। এই কাব্যা চরিত্রটি ফুটিয়ে তুলেছেন বিদ্যা আর তাঁর বিপরীতে রয়েছেন প্রতীক। ১২ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেলেছেন কাব্যা এবং অনিরুদ্ধ। ফলে তাঁদের সম্পর্কে সেই ব্যাপারটা কোথাও যেন হারিয়ে যায়। তাই জীবনটাকে আরও একবার উপভোগ্য করে তুলতে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন কাব্যা এবং অনিরুদ্ধ। কিন্তু নিয়তির অন্য কিছুই পরিকল্পনা ছিল। আসলে উটিতে বেড়াতে যাওয়ার সময়ই আরও একবার একে অপরের প্রেমে পড়ে যান এই দম্পতি। এভাবে তাঁরা সেখানে নিজেদের সম্পর্কের মিষ্টি মুহূর্তগুলি আরও একবার তাজা করে নেন।

আরও পড়ুন-   বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

এই ছবিতে প্রশংসিত হয়েছে সকল অভিনেতা-অভিনেত্রীর অভিনয়। ইতিবাচক রিভিউ পেয়ে যারপরনাই আপ্লুত খোদ বিদ্যা বালান। নিজের ইনস্টাগ্রামে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। একটি ভিডিও-ও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে বলতে শোনা যায়, “দো অওর দো প্যায়ার ছবির জন্য আমরা যে ভালবাসা পাচ্ছি, তার জন্য আমি সত্যিই আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ। আমার হৃদয় ভালবাসা, আনন্দ কৃতজ্ঞতা এবং হাসিতে পরিপূর্ণ।” এরপর অভিনেত্রীকে দেখা যাবে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে। বর্তমানে ওই ছবির শ্যুটিং চলছে।

Bollywood’s Biggest Flop Film: ৪৫ কোটির ছবি, চোখধাঁধানো VFX, বলিউডের সবথকে বড় ফ্লপ ছবির আয় এত কম! মা-ছেলের নামেও শেষরক্ষা হয়নি

এমন অনেক বলিউড ছবি আছে যেগুলি বানানোর সময়ে নির্মাতাদের উচ্চাশা ছিল আকাশছোঁয়া। টাকার বন্যা বইয়ে দিয়েছিলেন। কিন্তু পরীক্ষার ফলাফলে গোল্লা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে নির্মাতাদের কেরিয়ারই ধ্বংস হয়ে গিয়েছে।
এমন অনেক বলিউড ছবি আছে যেগুলি বানানোর সময়ে নির্মাতাদের উচ্চাশা ছিল আকাশছোঁয়া। টাকার বন্যা বইয়ে দিয়েছিলেন। কিন্তু পরীক্ষার ফলাফলে গোল্লা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে নির্মাতাদের কেরিয়ারই ধ্বংস হয়ে গিয়েছে।
এমন বিপর্যয় যে মুক্তির কয়েক বছর পরেও ক্ষতি থেকে মুখ তুলে দাঁড়াতে পারেনি কত হাউজ। বলিউডের সবথেকে বড় ফ্লপ ছবি কী জানেন? সেই ছবিতেও তারকা কাস্টিং, সেট, মেকআপ ইত্যাদি নিয়ে কোটি কোটি টাকা খরচ কোনও লাভ হয়নি। বক্স অফিসে ভাঁড়ার শূন্য।
এমন বিপর্যয় যে মুক্তির কয়েক বছর পরেও ক্ষতি থেকে মুখ তুলে দাঁড়াতে পারেনি কত হাউজ। বলিউডের সবথেকে বড় ফ্লপ ছবি কী জানেন? সেই ছবিতেও তারকা কাস্টিং, সেট, মেকআপ ইত্যাদি নিয়ে কোটি কোটি টাকা খরচ কোনও লাভ হয়নি। বক্স অফিসে ভাঁড়ার শূন্য।
এমন একটি বলিউড ছবির কথা বলা হচ্ছে, যেখানে বচ্চন পরিবারের দুই সুপারহিট তারকা, অভিষেক বচ্চন এবং জয়া বচ্চন ছিলেন। আর ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কেকে মেননের মতো সুপারস্টাররা অভিনেরাতাও। তবুও এটি বক্স অফিসে এমন বিপর্যস্ত হয়েছিল যে বলার মতো নয়।
এমন একটি বলিউড ছবির কথা বলা হচ্ছে, যেখানে বচ্চন পরিবারের দুই সুপারহিট তারকা, অভিষেক বচ্চন এবং জয়া বচ্চন ছিলেন। আর ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কেকে মেননের মতো সুপারস্টাররা অভিনেরাতাও। তবুও এটি বক্স অফিসে এমন বিপর্যস্ত হয়েছিল যে বলার মতো নয়।
ছবি থেকে তার বাজেটও পুনরুদ্ধার করা যায়নি। অভিষেক বচ্চন এই ছবিতে সুপারহিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু এটি তাঁর জীবনের সবচেয়ে বড় ফ্লপ ছবি হয়ে ওঠে।
ছবি থেকে তার বাজেটও পুনরুদ্ধার করা যায়নি। অভিষেক বচ্চন এই ছবিতে সুপারহিরোর ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু এটি তাঁর জীবনের সবচেয়ে বড় ফ্লপ ছবি হয়ে ওঠে।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্রোণ’ ছবির কথা বলা হচ্ছে। পরিচালনা করেছিলেন গোল্ডি বেহল। রূপালী পর্দায় প্রথমবার অভিষেক বচ্চন এবং জয়া বচ্চন মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। দর্শকরা ছবিটির জন্য অনেক প্রত্যাশা করেছিলেন কিন্তু হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্রোণ’ ছবির কথা বলা হচ্ছে। পরিচালনা করেছিলেন গোল্ডি বেহল। রূপালী পর্দায় প্রথমবার অভিষেক বচ্চন এবং জয়া বচ্চন মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন। দর্শকরা ছবিটির জন্য অনেক প্রত্যাশা করেছিলেন কিন্তু হতাশা ছাড়া কিছুই দিতে পারেনি।
চার্লস ডার্বি এবং ডেভিড বুশের নেতৃত্বে আইকিউব ‘দ্রোণ’-এর স্পেশ্যাল এফেক্টের কাজ করেছিল। এটিতে কালারিপায়াত্তু, ছৌ, গাটকা এবং তলোয়ার লড়াই-সহ ভারতীয় মার্শাল আর্টও ছিল।
চার্লস ডার্বি এবং ডেভিড বুশের নেতৃত্বে আইকিউব ‘দ্রোণ’-এর স্পেশ্যাল এফেক্টের কাজ করেছিল। এটিতে কালারিপায়াত্তু, ছৌ, গাটকা এবং তলোয়ার লড়াই-সহ ভারতীয় মার্শাল আর্টও ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ জন VFX বিশেষজ্ঞ ২৫০ জন ভিজ্যুয়াল এফেক্ট শিল্পী, অ্যানিমেটর, ডিজাইনার, চিত্রশিল্পী এবং বিকাশকারীদের একটি দল নিয়ে ৬ মাসেরও বেশি সময় ধরে ‘দ্রোণ’-এ কাজ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ জন VFX বিশেষজ্ঞ ২৫০ জন ভিজ্যুয়াল এফেক্ট শিল্পী, অ্যানিমেটর, ডিজাইনার, চিত্রশিল্পী এবং বিকাশকারীদের একটি দল নিয়ে ৬ মাসেরও বেশি সময় ধরে ‘দ্রোণ’-এ কাজ করেছেন।
এত কিছুর পরেও ‘দ্রোণ’ মেগা ফ্লপ। ৪৫ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি ১৫ কোটি টাকারও কম আয় করে এবং সুপার ফ্লপ ঘোষণা করা হয়। তারকা মা এবং তারকা সন্তানের উপস্থিতিও বাঁচাতে পারেনি ছবিটিকে।
এত কিছুর পরেও ‘দ্রোণ’ মেগা ফ্লপ। ৪৫ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি ১৫ কোটি টাকারও কম আয় করে এবং সুপার ফ্লপ ঘোষণা করা হয়। তারকা মা এবং তারকা সন্তানের উপস্থিতিও বাঁচাতে পারেনি ছবিটিকে।
এর পর, অভিষেক বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে ‘দোস্তানা’-এ একসঙ্গে দেখা গিয়েছিল যা হিট ছিল। ছবিটিতে জন আব্রাহামও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন এবং কাল্ট ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।
এর পর, অভিষেক বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে ‘দোস্তানা’-এ একসঙ্গে দেখা গিয়েছিল যা হিট ছিল। ছবিটিতে জন আব্রাহামও প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন এবং কাল্ট ক্লাসিক হিসেবে বিবেচিত হয

৪৫ লাখের মঙ্গলসূত্র কেটে ছোট করে দিয়েছেন ঐশ্বর্য, কারণ জানলে অবাক হবেন !

#মুম্বই: ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে করেন ঐশ্বর্য ৷ এখনও তো মেয়ে আরাধ্যা অনেকটাই বড় ৷ তবে এই বিয়ের নানা খবরাখবর পাওয়ার জন্য একেবারে মুখিয়ে থাকত ফ্যানেরা ৷ সেই সময় সামনে এসেছিল বিয়েতে ঐশ্বর্যের পোশাকের দাম ছিল ৭৫ লক্ষ টাকা ৷ পোশাকটি ডিজাইন করেছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার নিতা লুল্লা !

তবে বিয়ের এতদিন পর জানা গেল ঐশ্বর্য যে মঙ্গলসূত্রটি পরেন, তাঁর দাম ৪৫ লক্ষ টাকা ! এই মঙ্গলসূত্রে রয়েছে দুটি ভাগে জড়ানো দামি পুঁতি ৷ আর লকেটে রয়েছে দামি হিরে !

নতুন খবর হল, এই ৪৫ লাখের মঙ্গলসূত্রকেই কেটে ছোটো করে দিয়েছেন জুনিয়ার বচ্চনের ঘরণী ঐশ্বর্য ৷ শোনা যায়, বড় মঙ্গলসূত্র পরতে অসুবিধা হওয়ার জন্যই নাকি এই কাজটা করেছেন ঐশ্বর্য ৷

 

View this post on Instagram

 

✨?❤️LOVE YOU OUR DADDYYY- AJJAAA FOREVER AND BEYOND ??Our Guardian Angel Alllllways??✨??✨

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on