Tag Archives: Bollywood

Bollywood Gossip: অভাবে রোজগারের জন্য শুরু করেছিলেন গান, তাতেই বদলাল ভাগ্য, এখন ১০০ কোটির মালকিন এই বলি গায়িকা

বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে একজন তিনি। তাঁর প্রতিটি গান রিলিজের পরই ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়া, ইউটিউবে৷ গানের তালিকায় সুপার হিট বহু তাঁর গাওয়া গান। আর উপার্যন প্রচুর৷ খুব পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে নিয়েছেন এই গায়িকা। তবে জীবনের যাত্রা মোটেই এত সহজ ছিল না।
বলিউডের প্রথম সারির গায়িকাদের মধ্যে একজন তিনি। তাঁর প্রতিটি গান রিলিজের পরই ট্রেন্ডিং হয় সোশ্যাল মিডিয়া, ইউটিউবে৷ গানের তালিকায় সুপার হিট বহু তাঁর গাওয়া গান। আর উপার্যন প্রচুর৷ খুব পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে বিশেষ জায়গা করে নিয়েছেন এই গায়িকা। তবে জীবনের যাত্রা মোটেই এত সহজ ছিল না।
ছোটবেলা থেকেই প্রচুর সংগ্রাম করে বড় হয়েছেন। মাত্র ৪ বছর বয়সে জাগরণে গান গাওয়া শুরু করেন। আজ তার ৩৬ তম জন্মদিন উদযাপন করছেন গায়িকা। জেনে নিন তাঁর জীবনের কাহিনি, অনেকের কাছে তা অনুপ্ররণার হবে৷
ছোটবেলা থেকেই প্রচুর সংগ্রাম করে বড় হয়েছেন। মাত্র ৪ বছর বয়সে জাগরণে গান গাওয়া শুরু করেন। আজ তার ৩৬ তম জন্মদিন উদযাপন করছেন গায়িকা। জেনে নিন তাঁর জীবনের কাহিনি, অনেকের কাছে তা অনুপ্ররণার হবে৷
এই গায়িকা হলেন নেহা কক্কর৷ ছোট খাট চেহারার এই মেয়ের খ্যাতি বিশ্বজোরা৷ খুব অল্প বয়সে গান গাওয়া শুরু করেন নেহা। মাত্র ৪ বছর বয়সে পাড়ায় পাড়ায় গান গাইতেন তিনি৷ পূজোর জন্য যে গান হয়, বা জাগরণে গান গাইতেন তিনি।
এই গায়িকা হলেন নেহা কক্কর৷ ছোট খাট চেহারার এই মেয়ের খ্যাতি বিশ্বজোরা৷ খুব অল্প বয়সে গান গাওয়া শুরু করেন নেহা। মাত্র ৪ বছর বয়সে পাড়ায় পাড়ায় গান গাইতেন তিনি৷ পূজোর জন্য যে গান হয়, বা জাগরণে গান গাইতেন তিনি।
তবে সেই গান গাওয়া শখে নয়, অভাবের কারণে৷ শুরুতে তিনি সন্ধ্যায় শুধু ভজন গাইতেন। ৪ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত নেহা শুধু জাগরণে গান গেয়েছেন। সংসারের খরচ মেটাতে বাবাকে সাহায্য করতেই নেহা এই কাজটি করতেন।
তবে সেই গান গাওয়া শখে নয়, অভাবের কারণে৷ শুরুতে তিনি সন্ধ্যায় শুধু ভজন গাইতেন। ৪ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত নেহা শুধু জাগরণে গান গেয়েছেন। সংসারের খরচ মেটাতে বাবাকে সাহায্য করতেই নেহা এই কাজটি করতেন।
এরপর তিনি রিয়ালিটি শো-তে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন৷ সেখান থেকেই জীবন বদলাতে শুরু করে তাঁর৷ নেহা চেয়েছিলেন যে সাধারণ মানুষ তাঁকে চিনুক এবং শিল্পী হিসেবে তাঁর নাম হোক৷ নেহা ইন্ডিয়ান আইডলে নির্বাচিত হন৷ কিন্তু লোকেরা তাঁকে খুব বেশি পছন্দ করেনি৷ যার কারণে তাঁকে খুব শীঘ্রই শো থেকে বের করে দেওয়া হয়।
এরপর তিনি রিয়ালিটি শো-তে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন৷ সেখান থেকেই জীবন বদলাতে শুরু করে তাঁর৷ নেহা চেয়েছিলেন যে সাধারণ মানুষ তাঁকে চিনুক এবং শিল্পী হিসেবে তাঁর নাম হোক৷ নেহা ইন্ডিয়ান আইডলে নির্বাচিত হন৷ কিন্তু লোকেরা তাঁকে খুব বেশি পছন্দ করেনি৷ যার কারণে তাঁকে খুব শীঘ্রই শো থেকে বের করে দেওয়া হয়।
কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। বহু বছর পরে, জনপ্রিয় গায়িকা হয়ে তিনি ফিরে আসেন সেই মঞ্চে যেখান থেকে তাঁকে একদিন বিদায় নিতে হয়েছিল৷ আজ তাঁকে একই অনুষ্ঠানের বিচারক হিসেবে দেখা যায়।
কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। বহু বছর পরে, জনপ্রিয় গায়িকা হয়ে তিনি ফিরে আসেন সেই মঞ্চে যেখান থেকে তাঁকে একদিন বিদায় নিতে হয়েছিল৷ আজ তাঁকে একই অনুষ্ঠানের বিচারক হিসেবে দেখা যায়।
ককটেল ছবির সেকেন্ড হ্যান্ড জাওয়ানি গানের মাধ্যমে বলিউডে পরিচিতি পান নেহা কক্কর। এরপর থেকে ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ককটেল ছবির সেকেন্ড হ্যান্ড জাওয়ানি গানের মাধ্যমে বলিউডে পরিচিতি পান নেহা কক্কর। এরপর থেকে ক্যারিয়ারে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
তাঁর প্রতিটি গানই হিট হয়েছে। সানি সানি, লন্ডন ঠুমকাদা, কালা চশমা, আঁখ মেরে-এর মতো অনেক সুপারহিট গান গেয়েছেন নেহা। একদিন অভাবের জন্য যে ছোট বাচ্চাকে কাজ করতে হত, আজ তাঁরই সম্পত্তির পরিমাণ ১০০ কোটির উপর৷ নেহার ৩৬ তম জন্মদিনে অনেক শুভেচ্ছা৷
তাঁর প্রতিটি গানই হিট হয়েছে। সানি সানি, লন্ডন ঠুমকাদা, কালা চশমা, আঁখ মেরে-এর মতো অনেক সুপারহিট গান গেয়েছেন নেহা। একদিন অভাবের জন্য যে ছোট বাচ্চাকে কাজ করতে হত, আজ তাঁরই সম্পত্তির পরিমাণ ১০০ কোটির উপর৷ নেহার ৩৬ তম জন্মদিনে অনেক শুভেচ্ছা৷

Sushant Singh Rajput: বি-টাউনের নতুন সুশান্ত সিং রাজপুত কে জানেন? ভাল করে দেখুন তাহাকে! চোখ ফেরাতে পারবেন না

কলকাতা: সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি’-তে দুর্ধর্ষ অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন তাহা শাহ বদুশা। আর তাঁর অভিনয়ে মুগ্ধ ভক্তরাও। যদিও বি-টাউনে তাহার এই সাফল্যের সফরটা একেবারেই মসৃণ ছিল না। বেশ কয়েক বছর ধরেই বাণিজ্যনগরীতে পায়ের তলার জমি পাকা করার জন্য লড়াই চালিয়েছেন অভিনেতা।

যশরাজ ফিল্মসের ‘লভ কা দ্য এন্ড’ ছবিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে ডেবিউ করেছিলেন তাহা। আর যেহেতু তিনি কোনও স্টার কিড কিংবা তারকা পরিবারের সন্তান নন, সেই কারণে লড়াইটাও করতে হয়েছিল প্রচুর। তাহা জানান, হিরামান্ডিতে তাঁর অভিনয়ের পর থেকে তিনি প্রচুর মেসেজ পাচ্ছেন। অনেকেই জানাচ্ছেন যে, ইন্ডাস্ট্রিতে তাঁর টিকে থাকার লড়াই সুশান্ত সিং রাজপুতের কথা মনে করিয়ে দিচ্ছে।

আরও পড়ুন: রক্তে জমছে কোলেস্টেরল? লিপিড প্রোফাইল বশে রাখতে রোজ এই ছোট্ট দানাটি খান! লাভ হবে

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাহা-র কথায় উঠে এল সুশান্তের বিষয়ও। সিদ্ধার্থ কন্ননের সঙ্গে আলাপচারিতায় তাহা বলেন, “ব্যক্তিগত ভাবে আমি সুশান্তকে চিনতাম। এখানে বাইরে থেকে এলে কেমন লাগে, সেটাও আমি জানি। আমি তাঁর উত্তরাধিকারকেই এগিয়ে নিয়ে যেতে চাই। অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছেন যে, আমি তাঁদের নতুন সুশান্ত। এটা কতটা ভাল একটা বিষয়। কারণ আমি জানি, দর্শকরা তাঁকে কতটা ভালবাসা দিয়েছেন। আর আমি ভক্তদের সেই প্রত্যাশা পূরণ করার আশা রাখি।”

আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এক সাক্ষাতের মুহূর্তের কথা স্মরণ করে তাহা শাহ বদুশা বলেন, “সুশান্ত দার্শনিক প্রকৃতির এবং প্রখর বুদ্ধিদীপ্ত ছিলেন। তিনি বই নিয়ে প্রচুর কথা বলতেন। আর এই বিষয়টাতেই আমি তাঁর সঙ্গে মিল পাই। অবশ্য তাঁর সঙ্গে বেশি সময় কাটাতে পারিনি। সেখানে শুধুমাত্র ইভেন্ট কিংবা পার্টির বিষয়েই কথা হয়েছে। যখন ওর সঙ্গে দেখা হয়েছিল, আমরা নাসার বিষয়েই কথা বলেছি। শুধু তা-ই নয়, কাই পো চে ছবি নিয়েও কথা হয়েছিল। কারণ অমিত সাধের চরিত্রটির জন্য আমার কথা ভাবা হয়েছিল। কিন্তু বয়সের ফারাকের কারণে ওই চরিত্রটি আমি পাইনি।”

গত মাসেই কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ যোগ দিয়েছিলেন তাহা শাহ বদুশা। সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। আবার অনেককেই গলা ফাটাতে দেখা গিয়েছে অভিনেতার হয়ে। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কী কারণে কানে গেলেন তাহা। বলে রাখা ভাল যে, ভারত প্যাভিলিয়নে তাঁর ছবি ‘পারো’-র ট্রেলার এবং পোস্টার লঞ্চের জন্যই কানে ডেবিউ হয়েছে তাহার।

Richa Chadha-Ali Fazal: আলি-রিচার প্রেম সম্পর্কে জানাজানি হওয়ার পর… বিয়ে নিয়ে কী বলেছিল পরিবার? মুখ খুললেন ‘হিরামান্ডি’ অভিনেত্রী

খুব শীঘ্রই তারকা জুটি রিচা চাড্ডা এবং আলি ফজলের জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। ‘ফুকরে’ ছবির সেটেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের কাহিনি। সেই প্রেমই পৌঁছায় ছাদনাতলায়।
খুব শীঘ্রই তারকা জুটি রিচা চাড্ডা এবং আলি ফজলের জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। ‘ফুকরে’ ছবির সেটেই শুরু হয়েছিল তাঁদের প্রেমের কাহিনি। সেই প্রেমই পৌঁছায় ছাদনাতলায়।
২০২০ সালে অতিমারির মধ্যেই বিয়ে করেছিলেন রিচা এবং আলি। এরপর ২০২২ সালে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে নিজেদের বিবাহবন্ধন উদযাপন করেছিলেন তাঁরা। যদিও রিচা এবং আলির ধর্মীয় বিশ্বাস ভিন্ন। কিন্তু তাঁরা ফিল্টার ছাড়া প্রেমের ক্ষেত্রেই বিশ্বাসী।
২০২০ সালে অতিমারির মধ্যেই বিয়ে করেছিলেন রিচা এবং আলি। এরপর ২০২২ সালে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে নিজেদের বিবাহবন্ধন উদযাপন করেছিলেন তাঁরা। যদিও রিচা এবং আলির ধর্মীয় বিশ্বাস ভিন্ন। কিন্তু তাঁরা ফিল্টার ছাড়া প্রেমের ক্ষেত্রেই বিশ্বাসী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিচা তাঁদের বিয়ের প্রসঙ্গ তুলে ধরেছেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, এহেন বিবাহের সিদ্ধান্তের কারণে তাঁকে কোনও রকম প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কি না?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিচা তাঁদের বিয়ের প্রসঙ্গ তুলে ধরেছেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল যে, এহেন বিবাহের সিদ্ধান্তের কারণে তাঁকে কোনও রকম প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কি না?
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিজের পছন্দের বিষয়ে আপনি যদি দৃঢ় থাকেন, আর এতে যদি পরিবারকেও নিজের পাশে পান, তাহলে অন্য কারও মতামত এখানে গৃহীত হবে না। আর আমি যেমন বললাম যে, একজন মানুষ প্রথমে একজন মানুষ। আর যখন আপনি প্রেমে পড়েন, তখন আপনার পছন্দের ক্ষেত্রে কোনও ছাঁকনি বা ফিল্টার থাকা উচিত নয়। যখন আপনি প্রেমে পড়েন, তখন বিষয়টা এরকমই হবে।”
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিজের পছন্দের বিষয়ে আপনি যদি দৃঢ় থাকেন, আর এতে যদি পরিবারকেও নিজের পাশে পান, তাহলে অন্য কারও মতামত এখানে গৃহীত হবে না। আর আমি যেমন বললাম যে, একজন মানুষ প্রথমে একজন মানুষ। আর যখন আপনি প্রেমে পড়েন, তখন আপনার পছন্দের ক্ষেত্রে কোনও ছাঁকনি বা ফিল্টার থাকা উচিত নয়। যখন আপনি প্রেমে পড়েন, তখন বিষয়টা এরকমই হবে।”
ওই একই সাক্ষাৎকারে রিচা বলেন, “আপনারা জানেন যে, আমাদেরও তো পরিবার রয়েছে।” তাঁর বক্তব্য, তিনি চাননি তাঁর পরিবার এই সম্পর্কের কথা সংবাদমাধ্যম থেকে জানতে পারুক।
ওই একই সাক্ষাৎকারে রিচা বলেন, “আপনারা জানেন যে, আমাদেরও তো পরিবার রয়েছে।” তাঁর বক্তব্য, তিনি চাননি তাঁর পরিবার এই সম্পর্কের কথা সংবাদমাধ্যম থেকে জানতে পারুক।
অভিনেত্রীর কথায়, “আমার মনে আছে, জুডি ডেঞ্চের সঙ্গে আলির ছবি ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এর জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে আমিও সঙ্গে গিয়েছিলাম। আসলে আমি বলেছিলাম… সারা বিশ্বের দরবারে জুডি ডেঞ্চের সঙ্গে তোমার রেড কার্পেটটা আমি মিস করতে চাই না। কিন্তু ও বলেছিল, কেউ তো জানে না। তাই আমি বলেছিলাম যে, তাহলে বিষয়টা সর্বসমক্ষে বলে দেওয়া যাক। এটাই তার উপযুক্ত সময়।”
অভিনেত্রীর কথায়, “আমার মনে আছে, জুডি ডেঞ্চের সঙ্গে আলির ছবি ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’-এর জন্য ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে আমিও সঙ্গে গিয়েছিলাম। আসলে আমি বলেছিলাম… সারা বিশ্বের দরবারে জুডি ডেঞ্চের সঙ্গে তোমার রেড কার্পেটটা আমি মিস করতে চাই না। কিন্তু ও বলেছিল, কেউ তো জানে না। তাই আমি বলেছিলাম যে, তাহলে বিষয়টা সর্বসমক্ষে বলে দেওয়া যাক। এটাই তার উপযুক্ত সময়।”
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন রিচা চাড্ডা এবং আলি ফজল। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে বেশ উচ্ছ্বসিত রিচা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম সন্তান আগমনের কথা ঘোষণা করেছিলেন রিচা চাড্ডা এবং আলি ফজল। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ নিয়ে বেশ উচ্ছ্বসিত রিচা।
News18 Showsha-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে রিচা বলেন, “বিয়ের ১০-১৫ দিন আগেই আমি ‘হিরামান্ডি’-র শ্যুটিং শুরু করেছিলাম। আর সেই সময় কিংবা অদূর ভবিষ্যতে মাতৃত্বের কথা আমি ভাবিইনি।”
News18 Showsha-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে রিচা বলেন, “বিয়ের ১০-১৫ দিন আগেই আমি ‘হিরামান্ডি’-র শ্যুটিং শুরু করেছিলাম। আর সেই সময় কিংবা অদূর ভবিষ্যতে মাতৃত্বের কথা আমি ভাবিইনি।”

Meenakshi Seshadri: রাজকুমার সন্তোষীর প্রস্তাব না মানায় ‘দামিনী’ থেকে বাদ যান মীনাক্ষি, অভিনেত্রী বলেন, ‘উঠে দাঁড়ানোটা…’

মুম্বই: রাজকুমার সন্তোষীর ‘দামিনী’ ছবিতে মীনাক্ষি শেষাদ্রির অভিনয় আজও সিনেপ্রেমীদের মনে উজ্জ্বল। যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল সমালোচক মহলেও। কিন্তু এই ছবি থেকেই তাঁকে বাদ দেওয়া হয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মীনাক্ষি। কেন বাদ দেওয়া হয়? মীনাক্ষি জানান, রাজকুমার সন্তোষী বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি রাজি হননি। এরপরই তাঁকে বাদ দেওয়া হয়। পরে অবশ্য গিল্ডের হস্তক্ষেপে ফের তাঁকে নিতে বাধ্য হন রাজকুমার সন্তোষী।

আরও পড়ুন- সিগারেট ‘সম্রাট’-এর পরিবারে সম্পত্তি নিয়ে বিবাদ, মায়ের বিরুদ্ধে হামলার অভিযোগ ছেলের, ‘আঙুল ভেঙে দিয়েছে’

জুম-কে দেওয়া সাক্ষাৎকারে মীনাক্ষি বলেন, “আমি আর সন্তোষীজি এই বিষয়ে কোনও কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। আপাতত এটা ঠান্ডা ঘরে। কিন্তু উঠে দাঁড়ানোর সাহস গুরুত্বপূর্ণ। কাউকে এ কথা বলা যায় না, তোমাকে আর দরকার নেই। এটা কাজের উপর তো বটেই, অনেক কিছুতেই প্রভাব ফেলেছিল। আমি নীরবে এর মোকাবিলা করেছি। আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। ঘটনাকে লড়াইয়ে পরিণত করার কোনও ইচ্ছা আমার নেই। আমার মর্যাদার সঙ্গে এটা যায় না”।

আরও পড়ুন- ১৫ জুন থেকে সৌভাগ্যের জোয়ার বইবে এই ৩ রাশির ভাগ্যে ! গ্রহের রাজা সূর্য প্রবেশ করবেন মিথুনে

সঙ্গে মীনাক্ষি যোগ করেন, “আমি যা বিশ্বাস করি, তার পক্ষে দাঁড়িয়েছি। আমরা একটা টিম হিসেবে কাজ করি। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং দর্শককে এই বার্তাই আমি দিতে চেয়েছিলাম। একটা দুর্দান্ত ছবি তৈরি করতে চেয়েছি আমরা। দামিনী সফলও হয়েছে”। প্রযোজক গিল্ডের কাছ থেকে তিনি ব্যাপক সমর্থন পেয়েছেন তা স্বীকার করে নেন মীনাক্ষি। তিনি বলেন, “চলচ্চিত্রের সঙ্গে যুক্ত সমস্ত মানুষকে আমি সম্মান করি। বিশেষ করে সন্তোষীজিকে। কারণ তাঁর অসাধারণ দৃষ্টিভঙ্গী। কথায় আছে, ‘অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ড। প্রযোজক গিল্ড, আর্টিস্ট গিল্ড সবাই একসঙ্গে এই কাজ করেছে”।

কেরিয়ারের তুঙ্গে থাকাকালীন শ্রীদেবীকে মীনাক্ষির সবচেয়ে বড় প্রতিযোগী ধরা হত। আবেদনময়ী চেহারা এবং নাচের শৈলীর কারণে। শ্রীদেবীও ভরতনাট্যম, কুচিপুড়ি, কত্থক, ওডিসি জানতেন। তেলুগু সিনেমায় কাজ করেছেন। তাঁর জনপ্রিয়তাও কম ছিল না। যাই হোক, ১৯৯৫ সালে হরিশ মাইসোরকে বিয়ে করেছিলেন মীনাক্ষি। তাঁদের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। পরবর্তীকালে রাজকুমার সন্তোষী বিয়ে করেন ম্যানিলাকে। তাঁদেরও দুই সন্তান, রাম এবং তনিশা।

Sanjeeda Sheikh-Aamir Ali: ‘আমার সঙ্গে কী কী ঘটেছে…’, প্রাক্তন স্বামীকেই বিঁধলেন সঞ্জিদা? কী বললেন আমির?

এক সময় হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় জুটি ছিলেন আমির আলি এবং সঞ্জিদা শেখ। কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পরে তা পরিণতি পায় ছাদনাতলায়। কোল আলো করে জন্মায় এক সন্তানও। কিন্তু বিয়ের প্রায় বছর আটেক পড়ে ভেঙে যায় তাঁদের দাম্পত্য। ভক্তরাও বিষয়টায় হতবাক হয়ে গিয়েছিলেন। তবে সম্প্রতি ফের চর্চার শিরোনামে উঠে এসেছে এক সময়ের জনপ্রিয় এই জুটি।

সম্প্রতি আমির আলির সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সঞ্জিদা। তবে তাঁর একটা বিবৃতি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আসলে ‘হিরামান্ডি’ অভিনেত্রী সেই সব মানুষদের নিয়ে কথা বলেছেন, যাঁরা নিজের সঙ্গীকে উৎসাহ দেন না, বরং সঙ্গীকে টেনে নিচে নামানোর চেষ্টা করেন। যদিও সরাসরি কারও নাম নেননি সঞ্জিদা। তবে দুইয়ে দুইয়ে চার করে নেটিজেনদের মনে প্রশ্ন, তাহলে কি এভাবে প্রাক্তন স্বামী আমিরকেই বিঁধলেন অভিনেত্রী?

কিন্তু অভিনেত্রীর এহেন মন্তব্য নিয়ে কী প্রতিক্রিয়া আমিরের? যদিও ব্যক্তিগত সম্পর্ক, সঞ্জিদার সঙ্গে সম্পর্ক – এসব প্রসঙ্গে কথা বলেন না অভিনেতা। তবে সঞ্জিদার বিবৃতি নিয়ে এবার প্রতিক্রিয়া প্রকাশ করলেন আমির আলি। News18 Showsha-র তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। বিশেষ সাক্ষাৎকারে আমির আমাদের বললেন যে, “ও বা আমি একে অপরের সম্পর্কে যা বলি তা সবটাই আমাদের বিষয়ে নয়। আমরা প্রায় পাঁচ বছর একসঙ্গে নেই। আমার মনে হয়, ওই সময়ে ওকে এমনই কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে।”

আরও পড়ুন: ‘বিয়ের পর থেকেই আমিরের মধ্যে…’! প্রাক্তন স্বামীকে নিয়ে এ কী বললেন ‘হিরামান্ডি’র সঞ্জিদা

আরও পড়ুন: ছাইচাপা আগুন উস্কে উঠল আবার? অমিতাভকে কাজ করতে দেবেন রেখার সঙ্গে? যা বললেন জয়া…

সম্প্রতি ‘লুটেরে’ ওয়েবসিরিজে দেখা গিয়েছে আমির আলিকে। তিনি জানান, বিচ্ছেদের সময় নানা সমস্যার মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছিল। কিন্তু সেই বিষয়ে জনসমক্ষে কথা বলায় তিনি বিশ্বাস রাখেন না। আমিরের কথায়, “এখন আমাদের গল্পটা পুরনো হয়ে হিয়েছে। আর গল্পটা এখন শেষও। আমাকে বিচ্ছেদের সময় কীসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আর সেই সময় আমার সঙ্গে কী কী ঘটেছে, সেটা শুধু আমিই জানি। তবে জনসমক্ষে এসে নোংরা ঘাঁটা আমার ক্লাসের মধ্যে পড়ে না। আমি কাউকে টেনে নামাইনি আর পরেও সেটা করব না। বিশেষ করে তাঁর ক্ষেত্রে, যাঁর সঙ্গে একটা সময় আমার সম্পর্ক ছিল।”

Postpartum Depression: আলিয়া, ইলিয়ানার মতো মা হওয়ার পর অবসাদে ভুগছেন? কীভাবে কাটিয়ে উঠবেন, রইল সহজ টিপস

প্রসবের পর অনেক মহিলাই অবসাদে ভোগেন। কিছুই ভাল লাগে না। বিষণ্ণতা গ্রাস করে শরীর, মন। প্রসবোত্তর বিষন্নতার শিকার বলিউডের একাধিক অভিনেত্রী। যেমন ইলিয়ানা ডি ক্রুজ, আলিয়া ভাট। এই নিয়ে খোলাখুলি কথা বলেছেন তাঁরা।
প্রসবের পর অনেক মহিলাই অবসাদে ভোগেন। কিছুই ভাল লাগে না। বিষণ্ণতা গ্রাস করে শরীর, মন। প্রসবোত্তর বিষন্নতার শিকার বলিউডের একাধিক অভিনেত্রী। যেমন ইলিয়ানা ডি ক্রুজ, আলিয়া ভাট। এই নিয়ে খোলাখুলি কথা বলেছেন তাঁরা।
ইলিয়ানা বলেছেন, “প্রসবোত্তর বিষণ্ণতা নিয়ে আগেই পড়েছিলাম। অতীতে নিজে অবসাদে ভুগেছি। সেখান থেকে বেরিয়েও এসেছি। তাই তৈরিই ছিলাম। মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু কোনওভাবেই এই বিষণ্ণতার মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি করা যায় না। এটা অদ্ভুত। একটা অপরাধবোধ যেন ঘিরে থাকে”।
ইলিয়ানা বলেছেন, “প্রসবোত্তর বিষণ্ণতা নিয়ে আগেই পড়েছিলাম। অতীতে নিজে অবসাদে ভুগেছি। সেখান থেকে বেরিয়েও এসেছি। তাই তৈরিই ছিলাম। মানসিক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু কোনওভাবেই এই বিষণ্ণতার মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি করা যায় না। এটা অদ্ভুত। একটা অপরাধবোধ যেন ঘিরে থাকে”।
ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন আলিয়া ভাটও। থেরাপি সেশনে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। আলিয়া বলেছেন, “এটা নিরন্তর পরিবর্তনশীল, ক্রমাগত বিকাশশীল প্রক্রিয়া”। অনেক নতুন মা-ই অপরাধবোধে ভোগেন বলে মনে করেন তিনি।
ভোগ-কে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন আলিয়া ভাটও। থেরাপি সেশনে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। আলিয়া বলেছেন, “এটা নিরন্তর পরিবর্তনশীল, ক্রমাগত বিকাশশীল প্রক্রিয়া”। অনেক নতুন মা-ই অপরাধবোধে ভোগেন বলে মনে করেন তিনি।
কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট থেরাপিস্ট ডা. অঞ্জলিকা আত্রে বলেন, “সন্তানের জন্ম দেওয়ার পর অনেক মায়ের মধ্যেই প্রসবোত্তর বিষণ্ণতার লক্ষণ দেখা যায়। এটা খুব সাধারণ। অনেক মহিলাই এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন। কিন্তু চিকিৎসা না করালে এই সমস্যা বাড়তে পারে”।
কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট থেরাপিস্ট ডা. অঞ্জলিকা আত্রে বলেন, “সন্তানের জন্ম দেওয়ার পর অনেক মায়ের মধ্যেই প্রসবোত্তর বিষণ্ণতার লক্ষণ দেখা যায়। এটা খুব সাধারণ। অনেক মহিলাই এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন। কিন্তু চিকিৎসা না করালে এই সমস্যা বাড়তে পারে”।
সবার আগে নতুন মায়েদের প্রসবোত্তর বিষণ্ণতার লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি। এর মধ্যে রয়েছে সারাক্ষণ দুঃখের অনুভূতি, জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, হতাশার অনুভূতি ইত্যাদি। এছাড়া খিটখিটে ভাব, অনিদ্রা, মনোযোগে সমস্যা হতে পারে। এই উপসর্গগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সবার আগে নতুন মায়েদের প্রসবোত্তর বিষণ্ণতার লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি। এর মধ্যে রয়েছে সারাক্ষণ দুঃখের অনুভূতি, জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা, হতাশার অনুভূতি ইত্যাদি। এছাড়া খিটখিটে ভাব, অনিদ্রা, মনোযোগে সমস্যা হতে পারে। এই উপসর্গগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
প্রসবোত্তর বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য শারীরিক ক্রিয়াকলাপ জরুরি। নিয়মিত ব্যায়াম করলে মেজাজ ভাল থাকে। চাপ এবং উদ্বেগ কমে। এর জন্য ফিটনেস ফ্যানাটিক হওয়ার দরকার নেই। সারাদিনে ৩০ মিনিট হাঁটলেও মানসিক স্বাস্থ্যের বিস্ময়কর উন্নতি হতে পারে। এর সঙ্গে ধ্যান এবং প্রাণায়ামও করা যায়।
প্রসবোত্তর বিষণ্ণতা কাটিয়ে ওঠার জন্য শারীরিক ক্রিয়াকলাপ জরুরি। নিয়মিত ব্যায়াম করলে মেজাজ ভাল থাকে। চাপ এবং উদ্বেগ কমে। এর জন্য ফিটনেস ফ্যানাটিক হওয়ার দরকার নেই। সারাদিনে ৩০ মিনিট হাঁটলেও মানসিক স্বাস্থ্যের বিস্ময়কর উন্নতি হতে পারে। এর সঙ্গে ধ্যান এবং প্রাণায়ামও করা যায়।
ভাল ঘুম গুরুত্বপূর্ণ। ঘুমের ঘাটতি দেখা দিলে হতাশা বাড়ে। তাই ঘুমকে অগ্রাধিকার দেওয়া এবং প্রতি রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ব্যাপী মানসম্পন্ন ঘুমের দিকে লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সহায়ক পরিবেশও গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সমর্থন এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।
ভাল ঘুম গুরুত্বপূর্ণ। ঘুমের ঘাটতি দেখা দিলে হতাশা বাড়ে। তাই ঘুমকে অগ্রাধিকার দেওয়া এবং প্রতি রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ব্যাপী মানসম্পন্ন ঘুমের দিকে লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ। এর সঙ্গে সহায়ক পরিবেশও গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের সমর্থন এই ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।

Amitabh Bachchan-Jaya Bachchan-Rekha: ছাইচাপা আগুন উস্কে উঠল আবার? অমিতাভকে কাজ করতে দেবেন রেখার সঙ্গে? যা বললেন জয়া…

অমিতাভ বচ্চন এবং রেখার সমীকরণের কথা কারও অজানা নয়। এক সময় তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা নেহাত কম ছিল না। এমনকী অমিতাভ এবং জয়া বচ্চনের দাম্পত্যেও চিড় ধরে গিয়েছিল বলে জানা যায়।
অমিতাভ বচ্চন এবং রেখার সমীকরণের কথা কারও অজানা নয়। এক সময় তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা নেহাত কম ছিল না। এমনকী অমিতাভ এবং জয়া বচ্চনের দাম্পত্যেও চিড় ধরে গিয়েছিল বলে জানা যায়।
ঝড়ঝাপ্টা এলেও নিজেদের সামলে নিয়েছিলেন অমিতাভ-জয়া। টিকিয়ে রেখেছিলেন সংসার। ব্যর্থ প্রেম আঁকড়েই নাকি সরে গিয়েছিলেন রেখা।
ঝড়ঝাপ্টা এলেও নিজেদের সামলে নিয়েছিলেন অমিতাভ-জয়া। টিকিয়ে রেখেছিলেন সংসার। ব্যর্থ প্রেম আঁকড়েই নাকি সরে গিয়েছিলেন রেখা।
বড় পর্দাতে এক সময় অমিতাভ-রেখার জুটি ছিল জনপ্রিয়। নমক হারাম, দো অঞ্জানে, খুন পাসিনা, সুহাগ, সিলসিলা-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তার পর দীর্ঘদিন একসঙ্গে কাজ করেনি এই জুটি।
বড় পর্দাতে এক সময় অমিতাভ-রেখার জুটি ছিল জনপ্রিয়। নমক হারাম, দো অঞ্জানে, খুন পাসিনা, সুহাগ, সিলসিলা-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। তার পর দীর্ঘদিন একসঙ্গে কাজ করেনি এই জুটি।
ফের কি অমিতাভ-রেখা একসঙ্গে কাজ করতে দেবেন? ২০০৮ সালে এক সাক্ষাৎকারে জয়াকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, "না, আমার কেন কোনও অসুবিধা থাকবে। কিন্তু আসল কাজের থেকে বিষয়টি সেনসেশন হয়ে দাঁড়াবে। খারাপ লাগে এটা ভেবে যে, মানুষ আবার ওদের একসঙ্গে চাক্ষুষ করতে পারবে না।"
ফের কি অমিতাভ-রেখা একসঙ্গে কাজ করতে দেবেন? ২০০৮ সালে এক সাক্ষাৎকারে জয়াকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, “না, আমার কেন কোনও অসুবিধা থাকবে। কিন্তু আসল কাজের থেকে বিষয়টি সেনসেশন হয়ে দাঁড়াবে। খারাপ লাগে এটা ভেবে যে, মানুষ আবার ওদের একসঙ্গে চাক্ষুষ করতে পারবে না।”
অমিতাভ এবং জয়ার বিয়ে হয়েছে ৫১ বছর। ১৯৭৩ সালে ৩ জুন গাঁটছড়া বাঁধেন তাঁরা। একসঙ্গে পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন তারকা-দম্পতি।
অমিতাভ এবং জয়ার বিয়ে হয়েছে ৫১ বছর। ১৯৭৩ সালে ৩ জুন গাঁটছড়া বাঁধেন তাঁরা। একসঙ্গে পাঁচ দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন তারকা-দম্পতি।

Bollywood Gossip: কেউ চা বিক্রি করতেন, কেউ ছিলেন কন্ডাক্টর! অভিনয়ের আগে কীভাবে কাটত এঁদের জীবন? জানলে চোখে জল আসবে

*অক্ষয় কুমার থেকে বোমান ইরানি বা আরশাদ ওয়ারসি, বলিউডে এই অভিনেতাদের কোনও গডফাদার ছিল না বলেই ধরে নেওয়া হয়। কেরিয়ারের একেবারে প্রথমদিকে চরম স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করতে পেরেছেন। এদের মধ্যে অনেকেই একসময় সেলসম্যানের কাজও করেছেন রোজগারের জন্য। তালিকায় যে নামগুলি রয়েছে, দেখে চমকে উঠতে পারেন...
*অক্ষয় কুমার থেকে বোমান ইরানি বা আরশাদ ওয়ারসি, বলিউডে এই অভিনেতাদের কোনও গডফাদার ছিল না বলেই ধরে নেওয়া হয়। কেরিয়ারের একেবারে প্রথমদিকে চরম স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা করতে পেরেছেন। এদের মধ্যে অনেকেই একসময় সেলসম্যানের কাজও করেছেন রোজগারের জন্য। তালিকায় যে নামগুলি রয়েছে, দেখে চমকে উঠতে পারেন…
*অক্ষয় কুমার: অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তবে অভিনয় জীবন শুরুর আগে তিনি একেবারে ছোটখাটো কিছু কাজ করতেন। কেরিয়ারের শুরুতে গয়নার দোকানে কাজ করতেন অক্ষয় কুমার। এরপর একটি হোটেলে খাবার পরিবেশনের কাজও করতেন।
*অক্ষয় কুমার: অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন। তবে অভিনয় জীবন শুরুর আগে তিনি একেবারে ছোটখাটো কিছু কাজ করতেন। কেরিয়ারের শুরুতে গয়নার দোকানে কাজ করতেন অক্ষয় কুমার। এরপর একটি হোটেলে খাবার পরিবেশনের কাজও করতেন।
*আরশাদ ওয়ারসি: আরশাদ ওয়ারসি বিভিন্ন সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করেন। তাঁর জনপ্রিয়তা অনেক। মুন্না ভাইয়ের সার্কিট থেকে শুরু করে জলি এলএলবি, তাঁকে প্রচুর জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে তিনিও একসময় সেলসম্যান হিসেবে লোকের দরজায় দরজায় ঘুরে প্রসাধনী বিক্রি করেছেন, সংসার চালানোর জন্য।
*আরশাদ ওয়ারসি: আরশাদ ওয়ারসি বিভিন্ন সিনেমায় কমেডি চরিত্রে অভিনয় করেন। তাঁর জনপ্রিয়তা অনেক। মুন্না ভাইয়ের সার্কিট থেকে শুরু করে জলি এলএলবি, তাঁকে প্রচুর জনপ্রিয়তা এনে দিয়েছে। তবে তিনিও একসময় সেলসম্যান হিসেবে লোকের দরজায় দরজায় ঘুরে প্রসাধনী বিক্রি করেছেন, সংসার চালানোর জন্য।
*বোমান ইরানি: বোমান ইরানির ছোটবেলা কেটেছে খুবই কষ্টে। তিনি মায়ের সঙ্গে একটি বেকারি দোকানে চা এবং কেক বিক্রি করতেন। এরপর মুম্বইয়ের এক জনপ্রিয় ফটোগ্রাফারের কাছে কাজ করতেন। ছবি তুলে উপার্জন করতেন। তারপর তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপরে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি, নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা কোড়ে নেন।
*বোমান ইরানি: বোমান ইরানির ছোটবেলা কেটেছে খুবই কষ্টে। তিনি মায়ের সঙ্গে একটি বেকারি দোকানে চা এবং কেক বিক্রি করতেন। এরপর মুম্বইয়ের এক জনপ্রিয় ফটোগ্রাফারের কাছে কাজ করতেন। ছবি তুলে উপার্জন করতেন। তারপর তিনি অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপরে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি, নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মনে জায়গা কোড়ে নেন।
*রাকেশ ওম প্রকাশ মেহেরা: বর্তমানে ইনি বলিউডের প্রখ্যাত পরিচালক। 'রং দে বসন্তি', 'ভাগ মিলখা ভাগ'-সহ একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমার জগতে আসার আগে তিনি চা বিক্রি করতেন। ভ্যাকিউম ক্লিনারের সংস্থায় কাজ করেছেন রোজগারের জন্য।
*রাকেশ ওম প্রকাশ মেহেরা: বর্তমানে ইনি বলিউডের প্রখ্যাত পরিচালক। ‘রং দে বসন্তি’, ‘ভাগ মিলখা ভাগ’-সহ একাধিক ছবি পরিচালনা করেছেন তিনি। তবে সিনেমার জগতে আসার আগে তিনি চা বিক্রি করতেন। ভ্যাকিউম ক্লিনারের সংস্থায় কাজ করেছেন রোজগারের জন্য।
*রজনীকান্ত: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছোটবেলা বেশ কষ্টের। অভিনয় জগতে পা রাখার আগে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। তারপর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বর্তমানে সিনেমার দুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপকদের মধ্যে একজন তিনি।
*রজনীকান্ত: দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ছোটবেলা বেশ কষ্টের। অভিনয় জগতে পা রাখার আগে বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। তারপর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। বর্তমানে সিনেমার দুনিয়ায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপকদের মধ্যে একজন তিনি।
*অজিত কুমার: তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার অজিত কুমারও রয়েছেন এই তালিকায়। তিনি অভিনয়ে আসার আগে জামাকাপড় বিক্রি করতেন। তার বন্ধুর কাপড়ের ব্যবসা ছিল। তিনি সেই ব্যবসায় সেলসের কাজ দেখতেন।
*অজিত কুমার: তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার অজিত কুমারও রয়েছেন এই তালিকায়। তিনি অভিনয়ে আসার আগে জামাকাপড় বিক্রি করতেন। তার বন্ধুর কাপড়ের ব্যবসা ছিল। তিনি সেই ব্যবসায় সেলসের কাজ দেখতেন।

India’s richest actor: ইনিই ভারতের সবথেকে ধনী হিরো, একসময় ফুটপাতে শুতেন, ৯ বছর একটাও হিট ছিল না, আজ ৬৩০০ কোটির মালিক, কে বলুন তো? পড়ুন

তখন ১৯৯৩ সালের শেষ দিক। প্রথম কোন-ও নায়ক একটা ছবির জন্য নিলেন ১ কোটি। আজ তিনি একটা ছবির জন্য ১০০ কোটির বেশি নিয়ে থাকেন। তাঁর মোট সম্পত্তি ৬৩০০ কোটির। ইনিই ভারতের সবথেকে ধনী নায়ক। কে বলুন তো?
তখন ১৯৯৩ সালের শেষ দিক। প্রথম কোন-ও নায়ক একটা ছবির জন্য নিলেন ১ কোটি। আজ তিনি একটা ছবির জন্য ১০০ কোটির বেশি নিয়ে থাকেন। তাঁর মোট সম্পত্তি ৬৩০০ কোটির। ইনিই ভারতের সবথেকে ধনী নায়ক। কে বলুন তো?
ভারতের সব থেকে ধনী নায়কের বলিউডে পায়ের তলার মাটি পাওয়ার যাত্রা শুরু হয়েছিল ফুটপাত থেকে। দিনের পর দিন ফুটপাতে রাত কেটেছে। একসময় সাফল্য পেলেন, লাগাতার চলল সাফল্যের যাত্রা... কিন্তু আচমকাই ছন্দপতন। পরপর ৯ বছর একটাও হিট ছিল না। চার বছরের বিরতি, কামব্যাক করলেন, তৈরি করলেন ইতিহাস। কার কথা হচ্ছে বলুন তো?
ভারতের সব থেকে ধনী নায়কের বলিউডে পায়ের তলার মাটি পাওয়ার যাত্রা শুরু হয়েছিল ফুটপাত থেকে। দিনের পর দিন ফুটপাতে রাত কেটেছে। একসময় সাফল্য পেলেন, লাগাতার চলল সাফল্যের যাত্রা… কিন্তু আচমকাই ছন্দপতন। পরপর ৯ বছর একটাও হিট ছিল না। চার বছরের বিরতি, কামব্যাক করলেন, তৈরি করলেন ইতিহাস। কার কথা হচ্ছে বলুন তো?
কথা হচ্ছে বলিউডের বাদশা শাহরুখ খানের। বিগত ৩০ বছরে বলিউডে তিনি সবথেকে সফল নায়ক। গোটা বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় তাঁর নাম ওঠে।ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৩০০ কোটি।
কথা হচ্ছে বলিউডের বাদশা শাহরুখ খানের। বিগত ৩০ বছরে বলিউডে তিনি সবথেকে সফল নায়ক। গোটা বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় তাঁর নাম ওঠে।ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬৩০০ কোটি।
সম্পত্তির দিক থেকে অন্য দুই খান সলমন এবং আমিরকে ছাপিয়ে গিয়েছেন কিং খান। সলমনের মোট সম্পত্তি ৩০০০ কোটি, আমিরের ১৫০০ কোটি।
সম্পত্তির দিক থেকে অন্য দুই খান সলমন এবং আমিরকে ছাপিয়ে গিয়েছেন কিং খান। সলমনের মোট সম্পত্তি ৩০০০ কোটি, আমিরের ১৫০০ কোটি।
সম্পত্তির দিক থেকে অন্য দুই খান সলমন এবং আমিরকে ছাপিয়ে গিয়েছেন কিং খান। সলমনের মোট সম্পত্তি ৩০০০ কোটি, আমিরের ১৫০০ কোটি।
সম্পত্তির দিক থেকে অন্য দুই খান সলমন এবং আমিরকে ছাপিয়ে গিয়েছেন কিং খান। সলমনের মোট সম্পত্তি ৩০০০ কোটি, আমিরের ১৫০০ কোটি।
দক্ষিণের সবথেকে ধনী নায়ক নাগার্জুন। তাঁর মোট সম্পত্তি ৩১০০ কোটি। তাঁকেও টেক্কা দিয়েছেন বলিউডের বাদশা।
দক্ষিণের সবথেকে ধনী নায়ক নাগার্জুন। তাঁর মোট সম্পত্তি ৩১০০ কোটি। তাঁকেও টেক্কা দিয়েছেন বলিউডের বাদশা।
২০১০-এর মাঝ পর্যন্ত বলিউডের একছত্র আধিপত্য ছিক কিং খানের। ২০১৩-১৪ পর্যন্ত বহাল থাকে তাঁর রাজ। মুক্তি পায় 'হ্যাপি নিউ ইয়ার', 'চেন্নাই এক্সপ্রেস'-এর মত ছবি। কিন্তু এরপর ৯ বছর শাহরুখের আর একটাও ছবি হিট করেনি। ফ্যান, রইস, যব হ্যারি মেট সেজাল, জিরো-র মত ছবি মুখ থুবড়ে পড়ে।
২০১০-এর মাঝ পর্যন্ত বলিউডের একছত্র আধিপত্য ছিক কিং খানের। ২০১৩-১৪ পর্যন্ত বহাল থাকে তাঁর রাজ। মুক্তি পায় ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মত ছবি। কিন্তু এরপর ৯ বছর শাহরুখের আর একটাও ছবি হিট করেনি। ফ্যান, রইস, যব হ্যারি মেট সেজাল, জিরো-র মত ছবি মুখ থুবড়ে পড়ে।
২০১৮ সালে ছবি থেকে সাময়িক বিরতি নেন কিং খান। ফিরলেন ২০২৩ সালে। এরপর? ইতিহাস রচনা করলেন। পরপর তিনটে ব্লকবাস্টার হিট-- পাঠান, জওয়ান, ডাঙ্কি। পাঠানা আর জওয়ান ১০০০ কোটির বেশি ব্যবসা দিয়েছে, ডাঙ্কি দিয়েছে ৪৭০ কোটির ব্যবসা।
২০১৮ সালে ছবি থেকে সাময়িক বিরতি নেন কিং খান। ফিরলেন ২০২৩ সালে। এরপর? ইতিহাস রচনা করলেন। পরপর তিনটে ব্লকবাস্টার হিট– পাঠান, জওয়ান, ডাঙ্কি। পাঠানা আর জওয়ান ১০০০ কোটির বেশি ব্যবসা দিয়েছে, ডাঙ্কি দিয়েছে ৪৭০ কোটির ব্যবসা।

Sanjeeda Sheikh: ‘বিয়ের পর থেকেই আমিরের মধ্যে…’! প্রাক্তন স্বামীকে নিয়ে এ কী বললেন ‘হিরামান্ডি’র সঞ্জিদা

এক সময় হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় জুটি ছিলেন আমির আলি এবং সঞ্জিদা শেখ। বিয়ের আগে বহু বছর একে অপরকে ডেট করেছেন তাঁরা। ফলে বিয়ের আট বছর পর ২০২০ সালে যখন তাঁরা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন, তখন তাঁদের ভক্তরা কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। কারণ তাঁরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে, এই জুটির সম্পর্ক একদিন ভেঙে চুরমার হয়ে যাবে।

বিয়ের সময় আমির এবং সঞ্জিদা যৌথ ভাবে এক সাক্ষাৎকার দিয়েছিলেন। যেখানে সঞ্জিদা স্বীকার করে নিয়েছিলেন যে, বিয়ের পরে বদলে গিয়েছিলেন আমির। তবে সেটা অবশ্য ইতিবাচকই ছিল। আসলে সঞ্জিদা জানিয়েছিলেন যে, বিয়ের পরে আমির যেন আরও বেশি করে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে শিখে গিয়েছিলেন।

২০১৬ সালে হিন্দুস্তান টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে হিরামান্ডি অভিনেত্রী বলেছিলেন যে, “আমি প্রায় ১০ বছর ধরে ওকে চিনি। বিয়ের পর ওর মধ্যে প্রচুর বদল এসেছে। আসলে আমি নিজে যা মনে করি, সেই বিষয়ে মুখের উপর বলে দিতে পছন্দ করি। আর আমি চাইতাম আমার সঙ্গীও যেন আমার মতোই হন। আর এখন আমির তো এই বিষয়ে আমায় চমক দিতে রীতিমতো দক্ষ হয়ে উঠেছেন। আমার কাছে প্রেম-ভালবাসার অর্থ হল, নিজের সঙ্গীর সঙ্গে একান্তে কিছু সময় কাটানো। যখন আমরা ডেট করতাম, তখন দিনে প্রায় ১৬ ঘণ্টা কাজের পর আমি অন্তত একটা ঘণ্টা ওর সঙ্গে কাটানোর চেষ্টা করতাম। সপ্তাহে বেশ কয়েকটা দিন এই ছিল রুটিন।”

আরও পড়ুন: রাজ না শুভশ্রী? কার মতো দেখতে ইয়ালিনিকে, মেয়ের মিষ্টি ছবি দিলেন নায়িকা, নেই রাখঢাক

আরও পড়ুন: মাদক পার্টি ঘিরে রহস্য! গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী, পরিচয় জানলে চমকে যাবেন

আমিরও এতে সহমত পোষণ করেছেন। অভিনেতা জানান, বিয়ের পরে তিনি আরও রোম্যান্টিক হয়ে গিয়েছেন। সঞ্জিদার কোন জিনিসটা তাঁর সবথেকে ভাল লাগে, সেই বিষয়ে আমির বলেন, “জীবনের প্রতি ওর ইতিবাচক মনোভাব আমার খুব ভাল লাগে। এটা দুর্দান্ত। তবে আমার আশা, ও স্পর্শকাতর হয়ে পড়াটা বন্ধ করুক। অবশ্য এটা নারীসুলভ আচরণ হতে পারে।”

অন্য দিকে আমিরের সততাই সবথেকে বেশি পছন্দ সঞ্জিদার। অভিনেত্রীর কথায়, “আমি ওর সততাকে ভালবাসি। আর আমার প্রতি ওর ব্যবহারটাও বেশ পছন্দ করি। আর আমি চাই, ও এমনই থাকুক। আমার বন্ধুরা বলে যে, ওরাও আমিরের মতো স্বামী কিংবা প্রেমিক চায়। তবে ওর উত্তেজনাটা কমুক, এটাই চাই। ওর আবার পরিচ্ছনতার একটা বাতিক রয়েছে। যেটা একদিক থেকে অবশ্য ভালই। কিন্তু আমি একেবারেই ওর মতো নিখুঁত নই।”