Tag Archives: Bollywood

Top 10 Richest Actress Of India: মোট সম্পত্তি ৮০০ কোটির, ভারতের সবথেকে ধনী নায়িকা কে বলুন তো? দ্বিতীয় থেকে দশম স্থানে কারা-কারা আছেন? পড়ুন

দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ও দক্ষিণী সুন্দরী নয়নতারা-র ‘জওয়ান’, দুটি ছবিই গ্লোবাল বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল। আলিয়া ভাটের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’-ও বিশাল ব্যবসা দিয়েছে বক্স অফিসে। এরমধ্যে আবার নয়নতারা কয়েক ধাপ এগিয়ে! তাঁর তো নিজস্ব প্লেন-ও আছে! কিন্তু তারপর-ও আলিয়া, দীপিকা বা নয়নতারা… কিংবা ধরুন ক্যাটরিনা, অনুষ্কা…এরা কেউ-ই কিন্তু ভারতের সবথেকে ধনী নায়িকা নন! ভারতের সবথেকে ধনী নায়িকা অন্য একজন, কে বলুন তো?
দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ও দক্ষিণী সুন্দরী নয়নতারা-র ‘জওয়ান’, দুটি ছবিই গ্লোবাল বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছিল। আলিয়া ভাটের ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’-ও বিশাল ব্যবসা দিয়েছে বক্স অফিসে। এরমধ্যে আবার নয়নতারা কয়েক ধাপ এগিয়ে! তাঁর তো নিজস্ব প্লেন-ও আছে! কিন্তু তারপর-ও আলিয়া, দীপিকা বা নয়নতারা… কিংবা ধরুন ক্যাটরিনা, অনুষ্কা…এরা কেউ-ই কিন্তু ভারতের সবথেকে ধনী নায়িকা নন! ভারতের সবথেকে ধনী নায়িকা অন্য একজন, কে বলুন তো?
চলতি বছরের হিসাব বলছে, ভারতের সবথেকে ধনী নায়িকার মোট সম্পত্তির পরিমাণ  ৮০০ কোটি। কে তিনি? নামটা আন্দাজ করতে পারবেন?
চলতি বছরের হিসাব বলছে, ভারতের সবথেকে ধনী নায়িকার মোট সম্পত্তির পরিমাণ ৮০০ কোটি। কে তিনি? নামটা আন্দাজ করতে পারবেন?
ভারতের সবথেকে ধনী নায়িকা হলেন ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের বৌমা। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে,এই মুহূর্তে ভারতের সবথেকে ধনী নায়িকা তিনি-ই। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮০০কোটি।একটা ছবির জন্য তিনি নিয়ে থাকেন ১০-১২ কোটি, একদিনের শ্যুটের জন্য ৬-৭ কোটি।
ভারতের সবথেকে ধনী নায়িকা হলেন ঐশ্বর্য রাই বচ্চন। বচ্চন পরিবারের বৌমা। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মতে,এই মুহূর্তে ভারতের সবথেকে ধনী নায়িকা তিনি-ই। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৮০০কোটি।একটা ছবির জন্য তিনি নিয়ে থাকেন ১০-১২ কোটি, একদিনের শ্যুটের জন্য ৬-৭ কোটি।
দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি-র সামান্য কমবেশি।
দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি-র সামান্য কমবেশি।
তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটির সামান্য কমবেশি।
তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটির সামান্য কমবেশি।
চতুর্থ স্থানে আছেন দীপিকা পাড়ুকোন। মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটির সামান্য কমবেশি।
চতুর্থ স্থানে আছেন দীপিকা পাড়ুকোন। মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটির সামান্য কমবেশি।
পঞ্চম স্থানে আছেন করিনা কাপুর খান। মোট সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটির সামান্য কমবেশি।
পঞ্চম স্থানে আছেন করিনা কাপুর খান। মোট সম্পত্তির পরিমাণ ৪৮৫ কোটির সামান্য কমবেশি।
ষষ্ঠ স্থানে আছেন ক্যাটরিনা কাইফ। মোট সম্পত্তির পরিমাণ ২৬৫ কোটির সামান্য কমবেশি।
ষষ্ঠ স্থানে আছেন ক্যাটরিনা কাইফ। মোট সম্পত্তির পরিমাণ ২৬৫ কোটির সামান্য কমবেশি।
সপ্তম স্থানে আছেন অনুষ্কা শর্মা। মোট সম্পত্তির পরিমাণ ২৫৫ কোটির সামান্য কমবেশি।
সপ্তম স্থানে আছেন অনুষ্কা শর্মা। মোট সম্পত্তির পরিমাণ ২৫৫ কোটির সামান্য কমবেশি।
অষ্টম স্থানে আছেন মাধুরী দীক্ষিত নেনে। মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটির সামান্য কমবেশি।
অষ্টম স্থানে আছেন মাধুরী দীক্ষিত নেনে। মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটির সামান্য কমবেশি।
নবম স্থানে আছেন কাজল। মোট সম্পত্তির পরিমাণ ২৩৫ কোটির সামান্য কমবেশি।
নবম স্থানে আছেন কাজল। মোট সম্পত্তির পরিমাণ ২৩৫ কোটির সামান্য কমবেশি।
দশম স্থানে আছেন রানি মুখোপাধ্যায়। মোট সম্পত্তির পরিমাণ ২০৬ কোটির সামান্য কমবেশি।
দশম স্থানে আছেন রানি মুখোপাধ্যায়। মোট সম্পত্তির পরিমাণ ২০৬ কোটির সামান্য কমবেশি।

India’s Most Flop Star Kid: ইনিই ভারতের সবথেকে ফ্লপ ‘স্টার কিড’, একসময় শাহরুখ-সলমনের থেকে হিট ছিলেন, তারপর-ই পরপর ২৫টা ফ্লপ

অনেকেই মনে করেন, স্টার কিড বা তারকা সন্তানদের জীবনে সাফল্য খুব সহজেই আসে। সবটাই তাঁদের জন্য 'কেকওয়াক'! কিন্তু বাস্তবে সবসময় এমনটা হয় না। এমন অনেক উদাহরণ আছে, যেখানে নামীদামি তারকাদের সন্তানেরা সাফল্য পাননি। তালিকায় এমন একজন স্টার কিড আছেন, যাঁর প্রথম ছবি মারকাটারি হিট করেছিল, অথচ তারপরেই কেরিয়ার মুখ থুবড়ে পড়ে, গোটা কেরিয়ারে ঝুলিতে আর একটাও হিট ছবি ছিল না।
অনেকেই মনে করেন, স্টার কিড বা তারকা সন্তানদের জীবনে সাফল্য খুব সহজেই আসে। সবটাই তাঁদের জন্য ‘কেকওয়াক’! কিন্তু বাস্তবে সবসময় এমনটা হয় না। এমন অনেক উদাহরণ আছে, যেখানে নামীদামি তারকাদের সন্তানেরা সাফল্য পাননি। তালিকায় এমন একজন স্টার কিড আছেন, যাঁর প্রথম ছবি মারকাটারি হিট করেছিল, অথচ তারপরেই কেরিয়ার মুখ থুবড়ে পড়ে, গোটা কেরিয়ারে ঝুলিতে আর একটাও হিট ছবি ছিল না।
কথা হচ্ছে কুমার গৌরবের। রাজেন্দ্র কুমারের সন্তান। বলিউড ইন্ডাস্ট্রিতে সুপারডুপার হিট ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। সেইসময় তিনি শাহরুখ-সলমেনর থেকে বড় হিরো ছিলেন।
কথা হচ্ছে কুমার গৌরবের। রাজেন্দ্র কুমারের সন্তান। বলিউড ইন্ডাস্ট্রিতে সুপারডুপার হিট ছবি দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। সেইসময় তিনি শাহরুখ-সলমেনর থেকে বড় হিরো ছিলেন।
২৫ বছর বয়সে ১৯৮১ সালে 'লাভ স্ট্রোরি'- কুমার গৌরবের প্রথম সিনেমা। প্রথম ছবির পর-ই তিনি স্টাইল আইকন হয়ে যান। আসমুদ্র হিমাচল তাঁকে নিয়ে দিবাস্বপ্ন দেখত।
২৫ বছর বয়সে ১৯৮১ সালে ‘লাভ স্ট্রোরি’- কুমার গৌরবের প্রথম সিনেমা। প্রথম ছবির পর-ই তিনি স্টাইল আইকন হয়ে যান। আসমুদ্র হিমাচল তাঁকে নিয়ে দিবাস্বপ্ন দেখত।
কিন্তু শুরুতেই শেষ। আশি দশকের মাঝ পর্যন্ত কুমার গৌরবের আর কোন-ও ছবিই চলেনি। চিত্র সমালোচকরা মনে করেছিলেন, সঞ্জয় দত্ত বা সানি দেওলের থেকেও হিট কেরিয়ার হবে কুমার গৌরবের। কিন্তু সেই ভাবনা আর সফল হয়নি।
কিন্তু শুরুতেই শেষ। আশি দশকের মাঝ পর্যন্ত কুমার গৌরবের আর কোন-ও ছবিই চলেনি। চিত্র সমালোচকরা মনে করেছিলেন, সঞ্জয় দত্ত বা সানি দেওলের থেকেও হিট কেরিয়ার হবে কুমার গৌরবের। কিন্তু সেই ভাবনা আর সফল হয়নি।
'লাভ স্টোরি'-র পর আগামী ৪ বছরে আর-ও ১০টা ছবিতে অভিনয় করেন কুমার গৌরব। কিন্তু প্রতিটা ছবিই ফ্লপ করে। ১৯৮৬ সালে 'নাম' হিট করলেও, ক্রেডিট একা কুমার গৌরবের ছিল না। ছবিতে ছিলেন সঞ্জয় দত্ত-ও।
‘লাভ স্টোরি’-র পর আগামী ৪ বছরে আর-ও ১০টা ছবিতে অভিনয় করেন কুমার গৌরব। কিন্তু প্রতিটা ছবিই ফ্লপ করে। ১৯৮৬ সালে ‘নাম’ হিট করলেও, ক্রেডিট একা কুমার গৌরবের ছিল না। ছবিতে ছিলেন সঞ্জয় দত্ত-ও।
এরপর কুমার গৌরবের আর কোন-ও ছবি হিট করেনি। পরবর্তী ১৪ বছরে তাঁর ১৩টা ছবি ফ্লপ করে। ৯০ দশকের মাঝামাঝি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে ব্যবসা শুরু করেন।
এরপর কুমার গৌরবের আর কোন-ও ছবি হিট করেনি। পরবর্তী ১৪ বছরে তাঁর ১৩টা ছবি ফ্লপ করে। ৯০ দশকের মাঝামাঝি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নিয়ে ব্যবসা শুরু করেন।
২০০২ সালে ফের একবার কাম-ব্যাক করেন কুমার গৌরব। তাঁর শেষ হিট ছবি ছিল 'কাঁটে'। এরপর আর-ও ৩টে ছবিতে অভিনয় করেন তিনি, কিন্তু সবক'টাই ফ্লপ করে। ২০০৬ সালে 'মাই ড্যাডি স্ট্রংগেস্ট' কুমার গৌরবের শেষ ছবি।
২০০২ সালে ফের একবার কাম-ব্যাক করেন কুমার গৌরব। তাঁর শেষ হিট ছবি ছিল ‘কাঁটে’। এরপর আর-ও ৩টে ছবিতে অভিনয় করেন তিনি, কিন্তু সবক’টাই ফ্লপ করে। ২০০৬ সালে ‘মাই ড্যাডি স্ট্রংগেস্ট’ কুমার গৌরবের শেষ ছবি।
বর্তমানে কুমার গৌরব কনস্ট্রাকশন ব্যবসায় আছেন। নিজস্ব কনস্ট্রাকশন সংস্থাও আছে। তিনি মুম্বইয়ে স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকেন।
বর্তমানে কুমার গৌরব কনস্ট্রাকশন ব্যবসায় আছেন। নিজস্ব কনস্ট্রাকশন সংস্থাও আছে। তিনি মুম্বইয়ে স্ত্রী এবং মেয়ের সঙ্গে থাকেন।

Bollywood News: শ্রেয়া, সুনিধি, নেহা নস্যি! বলিউডে সবচেয়ে ধনী গায়িকা কে জানেন, কত সম্পত্তি রয়েছে

শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, নেহা কক্কর, বলিউডে সফল গায়িকাদের তালিকায় এই নামগুলি বেশ উপরের দিকে। অনুরাগীর সংখ্যা এবং সম্পদই তাঁদের সাফল্যের প্রমাণ। কিন্তু জানেন কি, সবচেয়ে ধনী প্লেব্যাক গায়িকার শিরোপা রয়েছে অন্য একজনের ঝুলিতে?
শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহান, নেহা কক্কর, বলিউডে সফল গায়িকাদের তালিকায় এই নামগুলি বেশ উপরের দিকে। অনুরাগীর সংখ্যা এবং সম্পদই তাঁদের সাফল্যের প্রমাণ। কিন্তু জানেন কি, সবচেয়ে ধনী প্লেব্যাক গায়িকার শিরোপা রয়েছে অন্য একজনের ঝুলিতে?
সেই গায়িকা হলেন তুলসী কুমার। বিল্লু-র 'লাভ মেরা হিট' এবং ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-এর 'তুম জো আয়ে' র মতো গানের পিছনে কণ্ঠ দিয়েছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকা।
সেই গায়িকা হলেন তুলসী কুমার। বিল্লু-র ‘লাভ মেরা হিট’ এবং ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই-এর ‘তুম জো আয়ে’ র মতো গানের পিছনে কণ্ঠ দিয়েছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, তাঁর সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকা।
তুলসী বলিউড প্রযোজক ভূষণ কুমারের বোন। তাঁর বাবা ছিলেন প্রয়াত গায়ক এবং টি-সিরিজের মালিক গুলশান কুমার দুয়া। ১৯৮৬ সালে ১৫ মার্চ জন্ম নেন তুলসী।  ব্যবসায়ী হিতেশ রালহানকে বিয়ে করেন তিনি। ২০০৯ সালে লাভ হো যায় অ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগতে তাঁর আত্মপ্রকাশ হয়।
তুলসী বলিউড প্রযোজক ভূষণ কুমারের বোন। তাঁর বাবা ছিলেন প্রয়াত গায়ক এবং টি-সিরিজের মালিক গুলশান কুমার দুয়া। ১৯৮৬ সালে ১৫ মার্চ জন্ম নেন তুলসী। ব্যবসায়ী হিতেশ রালহানকে বিয়ে করেন তিনি। ২০০৯ সালে লাভ হো যায় অ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগতে তাঁর আত্মপ্রকাশ হয়।
২০১৫ সালে মুক্তি পাওয়া 'মেনু ইশক দা লাগা রোগ' গানটি গেয়ে সাফল্য পান তুলসী। গানটি ১৯৯১ সালে 'দিল হ্যায় কে মানতা নেহি'র বিখ্যাত গানটির রিমেক। তিনি 'সোচ না সাকে', 'সানাম রে', 'নাচাঙ্গে সারি রাত' এবং 'ইশক দি লাত'-এর মতো গান গেয়েছেন।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মেনু ইশক দা লাগা রোগ’ গানটি গেয়ে সাফল্য পান তুলসী। গানটি ১৯৯১ সালে ‘দিল হ্যায় কে মানতা নেহি’র বিখ্যাত গানটির রিমেক। তিনি ‘সোচ না সাকে’, ‘সানাম রে’, ‘নাচাঙ্গে সারি রাত’ এবং ‘ইশক দি লাত’-এর মতো গান গেয়েছেন।
তুলসী ২০১৭ সালে সেরা মহিলা প্লেব্যাক গায়ক বিভাগে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (IIFA) জিতেছিলেন। এয়ারলিফ্ট ছবির 'সোচ না সাকে'র জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
তুলসী ২০১৭ সালে সেরা মহিলা প্লেব্যাক গায়ক বিভাগে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (IIFA) জিতেছিলেন। এয়ারলিফ্ট ছবির ‘সোচ না সাকে’র জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। সুনিধি চৌহানের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে জানা যায়। নেহা কক্করের মোট সম্পদ প্রায় ৪০ কোটি। তুলসী এবং বাকিদের সম্পত্তির তথ্যের সত্যতা নিউজ18 বাংলা যাচাই করেনি।
রিপোর্ট অনুযায়ী, শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৮০ থেকে ১৮৫ কোটি টাকা। সুনিধি চৌহানের ১০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে জানা যায়। নেহা কক্করের মোট সম্পদ প্রায় ৪০ কোটি। তুলসী এবং বাকিদের সম্পত্তির তথ্যের সত্যতা নিউজ18 বাংলা যাচাই করেনি।

Jackie Shroff Love Story: জ্যাকির প্রেমে পাগল আয়েশা, বাধা দিল নায়কের আরেক প্রেমিকা! তারপর? ‘জগুদাদা’র প্রেমকাহিনি গায়ে কাঁটা দেবে

১৯৮৭ সালের ৫ জুন বলিউড তারকা জ্যাকি শ্রফ বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশাকে। আগামী বুধবার তাঁদের বিয়ের ৩৭ বছর পূর্ণ হতে চলেছে।
১৯৮৭ সালের ৫ জুন বলিউড তারকা জ্যাকি শ্রফ বিয়ে করেন তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা আয়েশাকে। আগামী বুধবার তাঁদের বিয়ের ৩৭ বছর পূর্ণ হতে চলেছে।
১৯৮২-তে প্রথম 'স্বামী দাদা' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জয়কিশন কাকুভাই শ্রফ ওরফে জ্যাকি। তারপর সুভাষ ঘাইয়ের 'হিরো' মোড় ঘুরিয়ে দেয় জ্যাকির কেরিয়ার। সুপারহিট ছবিটির জন্য সাধারণ মানুষ তাঁকে চিনতে শুরু করে। বাকিটা ইতিহাস।
১৯৮২-তে প্রথম ‘স্বামী দাদা’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জয়কিশন কাকুভাই শ্রফ ওরফে জ্যাকি। তারপর সুভাষ ঘাইয়ের ‘হিরো’ মোড় ঘুরিয়ে দেয় জ্যাকির কেরিয়ার। সুপারহিট ছবিটির জন্য সাধারণ মানুষ তাঁকে চিনতে শুরু করে। বাকিটা ইতিহাস।
জ্যাকির প্রেমকাহিনিও হার মানাবে কোনও রূপকথাকে। প্রথম দেখাতেই পছন্দ হয় আয়েশাকে। আয়েশা তখন মাত্র ১৩। প্রথম দেখা বাসস্টপে। আরেকদিন দেখা হয় রেকর্ডের দোকানে। দু'বারই জ্যাকি নিজেই এগিয়ে যান পছন্দের মেয়েটির সঙ্গে কথা বলতে। দু'জনেরই কম বয়স। সম্পর্কে যাওয়ার কথা ভাবেনও আয়েশা।
জ্যাকির প্রেমকাহিনিও হার মানাবে কোনও রূপকথাকে। প্রথম দেখাতেই পছন্দ হয় আয়েশাকে। আয়েশা তখন মাত্র ১৩। প্রথম দেখা বাসস্টপে। আরেকদিন দেখা হয় রেকর্ডের দোকানে। দু’বারই জ্যাকি নিজেই এগিয়ে যান পছন্দের মেয়েটির সঙ্গে কথা বলতে। দু’জনেরই কম বয়স। সম্পর্কে যাওয়ার কথা ভাবেনও আয়েশা।
কিন্তু সম্ভব হয় না। বাধা হয়ে দাঁড়ায় জ্যাকির প্রেমিকা। সে সেই সময় বিদেশে পড়াশোনা করছিল সেই প্রেমিকা। জ্যাকিও তাঁর প্রেমিকাকে এভাবে ছেড়ে দিতে নারাজ। ভালবাসতেন তাঁকে।
কিন্তু সম্ভব হয় না। বাধা হয়ে দাঁড়ায় জ্যাকির প্রেমিকা। সে সেই সময় বিদেশে পড়াশোনা করছিল সেই প্রেমিকা। জ্যাকিও তাঁর প্রেমিকাকে এভাবে ছেড়ে দিতে নারাজ। ভালবাসতেন তাঁকে।
আয়েশাও ততদিনে জ্যাকির প্রেমে পাগল। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা তিনি ভাবতেই পারছেন না। তাই বাধ্য হয়ে জানান তিনি নিজে চিঠি লিখবেন জ্যাকির প্রেমিকাকে। জানাবেন, সে চায় দুজনেই জ্যাকিকে বিয়ে করে সুখে থাকুক। এক বাড়িতে তিনজনে থাকবেন।
আয়েশাও ততদিনে জ্যাকির প্রেমে পাগল। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা তিনি ভাবতেই পারছেন না। তাই বাধ্য হয়ে জানান তিনি নিজে চিঠি লিখবেন জ্যাকির প্রেমিকাকে। জানাবেন, সে চায় দুজনেই জ্যাকিকে বিয়ে করে সুখে থাকুক। এক বাড়িতে তিনজনে থাকবেন।
কিন্তু জ্যাকিকে ছেড়ে দেওয়ার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। ছেড়ে দেওয়ার চেয়ে ভাগ করে নেওয়া অনেক সুখের। এমনই জানান আয়েশা শ্রফ।
কিন্তু জ্যাকিকে ছেড়ে দেওয়ার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। ছেড়ে দেওয়ার চেয়ে ভাগ করে নেওয়া অনেক সুখের। এমনই জানান আয়েশা শ্রফ।
এ কথায় খুব অবাক হন জ্যাকি। একটা সাক্ষাৎকারে কথাগুলো বলেন আয়েশা শ্রফ, 'আমি শুধু জ্যাকিকে চেয়েছিলাম। তার জন্য যদি আমাকে মেয়েটির সঙ্গে ওকে পেতে হত, তাই সই! কিন্তু ওকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারিনি।' তারপর আবার নিজেই স্বীকার করেন, ' যদিও আমি যেমন ধরনের মানুষ, জানিনা  অন্য কারও সঙ্গে জ্যাকিকে কীভাবে ভাগ করে নিতাম।'
এ কথায় খুব অবাক হন জ্যাকি। একটা সাক্ষাৎকারে কথাগুলো বলেন আয়েশা শ্রফ, ‘আমি শুধু জ্যাকিকে চেয়েছিলাম। তার জন্য যদি আমাকে মেয়েটির সঙ্গে ওকে পেতে হত, তাই সই! কিন্তু ওকে ছেড়ে থাকার কথা ভাবতেও পারিনি।’ তারপর আবার নিজেই স্বীকার করেন, ‘ যদিও আমি যেমন ধরনের মানুষ, জানিনা অন্য কারও সঙ্গে জ্যাকিকে কীভাবে ভাগ করে নিতাম।’
তবে এই সম্পর্কে থাকাকালীন সব কিছু একেবারেই মসৃণ হয়নি। জ্যাকির হবু শাশুড়ি অর্থাৎ আয়েশার মা এই সম্পর্কে মেনে নেননি। আয়েশা নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'যখন জ্যাকির সঙ্গে প্রেম করা শুরু করি, মা একদমই মেনে নেননি। একে তো ওর 'জগুদাদা' ইমেজ ছিল, তার উপর মায়ের কানভারী করেছিলেন কেউ কেউ। জ্যাকি বখে যাওয়া ছেলে, মাকে বুঝিয়েছিলেন অনেকেই!'
তবে এই সম্পর্কে থাকাকালীন সব কিছু একেবারেই মসৃণ হয়নি। জ্যাকির হবু শাশুড়ি অর্থাৎ আয়েশার মা এই সম্পর্কে মেনে নেননি। আয়েশা নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যখন জ্যাকির সঙ্গে প্রেম করা শুরু করি, মা একদমই মেনে নেননি। একে তো ওর ‘জগুদাদা’ ইমেজ ছিল, তার উপর মায়ের কানভারী করেছিলেন কেউ কেউ। জ্যাকি বখে যাওয়া ছেলে, মাকে বুঝিয়েছিলেন অনেকেই!’
যদিও পরে সব ভালই হয়। জামাই বস্তিতে থাকে জেনে প্রথমে চিন্তায় পড়লেও পরে জ্যাকিকে মেনে নেন আয়েশার মা।
যদিও পরে সব ভালই হয়। জামাই বস্তিতে থাকে জেনে প্রথমে চিন্তায় পড়লেও পরে জ্যাকিকে মেনে নেন আয়েশার মা।
সুখী দাম্পত্য তাঁদের। জ্যাকি-আয়েশার পুত্র এবং কন্যা টাইগার এবং কৃষ্ণাও নিজেদের জগতে সফল।
সুখী দাম্পত্য তাঁদের। জ্যাকি-আয়েশার পুত্র এবং কন্যা টাইগার এবং কৃষ্ণাও নিজেদের জগতে সফল।

Bollywood Gossip: ৯ বছরে একটাও ‘হিট’ নেই! বাম্পার রোজগার, ৬২০ কোটি টাকার সম্পত্তির মালিক

বলিউড সিনেমা এক অন্য জগত৷ বাইরের মানুষ যাঁদের কাছে অনেকটাই যেন রূপকথার মতো৷  কিন্তু এই রূপকথার জগতেও একাধিক ঘটনা থাকে যা শুনলে মানুষক চমকে ওঠে৷  এক সময় সিনেমায় নায়িকাদের খুব কম পারিশ্রমিক দেওয়া হতো। নায়কদের তুলনায়, তাদের খুব কম পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতির এখন পরিবর্তন হয়েছে। বহু তারকা নায়ক-নায়িকা সমান বেতন নিচ্ছেন। হিট এবং ফ্লপ ছবি বক্সঅফিসে যেভাবেই পারফর্ম করুক এই তারকারা দারুণ পারিশ্রমিক নিচ্ছেন। আপনি কি জানেন একজন অভিনেত্রী যিনি গত ৯ বছরে একটিও হিট সিনেমা দিতে পারেননি৷ 
বলিউড সিনেমা এক অন্য জগত৷ বাইরের মানুষ যাঁদের কাছে অনেকটাই যেন রূপকথার মতো৷  কিন্তু এই রূপকথার জগতেও একাধিক ঘটনা থাকে যা শুনলে মানুষক চমকে ওঠে৷  এক সময় সিনেমায় নায়িকাদের খুব কম পারিশ্রমিক দেওয়া হতো। নায়কদের তুলনায়, তাদের খুব কম পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সেই পরিস্থিতির এখন পরিবর্তন হয়েছে। বহু তারকা নায়ক-নায়িকা সমান বেতন নিচ্ছেন। হিট এবং ফ্লপ ছবি বক্সঅফিসে যেভাবেই পারফর্ম করুক এই তারকারা দারুণ পারিশ্রমিক নিচ্ছেন। আপনি কি জানেন একজন অভিনেত্রী যিনি গত ৯ বছরে একটিও হিট সিনেমা দিতে পারেননি৷
৫ বছর ধরে বলিউডে একটি ছবিতেও অভিনয় করেননি তিনি। তবে তিনি প্রতি সিনেমায় পারিশ্রমিক নিচ্ছেন ৪০ কোটি টাকা। তিনি এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষ নায়িকা আর কেউ নন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
৫ বছর ধরে বলিউডে একটি ছবিতেও অভিনয় করেননি তিনি। তবে তিনি প্রতি সিনেমায় পারিশ্রমিক নিচ্ছেন ৪০ কোটি টাকা। তিনি এই মুহূর্তে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের মধ্যে শীর্ষ নায়িকা আর কেউ নন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
ভারতের শীর্ষ নায়িকাদের তালিকায় দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট থাকলেও তাদের থেকে বেশি আয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর এই বিপুল রোজগারের কারণ বলিউডের শীর্ষ নায়িকার বাউন্ডারি  পেরিয়ে তিনি এখন বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের অত্যন্ত পছন্দের নায়িকা৷  হলিউডেও প্রিয়াঙ্কা বেশ জনপ্রিয়।
ভারতের শীর্ষ নায়িকাদের তালিকায় দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট থাকলেও তাদের থেকে বেশি আয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর এই বিপুল রোজগারের কারণ বলিউডের শীর্ষ নায়িকার বাউন্ডারি  পেরিয়ে তিনি এখন বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের অত্যন্ত পছন্দের নায়িকা৷  হলিউডেও প্রিয়াঙ্কা বেশ জনপ্রিয়।
ছবিটির জন্য ৪০ কোটি টাকাআমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর রিপোর্ট অনুসারে, ২০০২ সালে 'হামরাজ' ছবিতে অভিনয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রিয়াঙ্কা৷ বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ৪০ কোটি টাকা পর্যন্ত চার্জ করছেন।
ছবিটির জন্য ৪০ কোটি টাকা
আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর রিপোর্ট অনুসারে, ২০০২ সালে ‘হামরাজ’ ছবিতে অভিনয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন প্রিয়াঙ্কা৷ বর্তমানে প্রতিটি সিনেমার জন্য ৪০ কোটি টাকা পর্যন্ত চার্জ করছেন।
অ্যামাজন প্রাইমের ওয়েবসিরিজ 'সিটাডেল'-র জন্য তিনি এই বিপুল পরিমাণে টাকা চার্জ করেছিলেন৷  এদিকে জানা গেছে তিনি ভারতে প্রতি সিনেমায় অভিনয় করার জন্য ২০ কোটি টাকা পর্যন্ত পেমেন্ট পেয়েছেন৷
অ্যামাজন প্রাইমের ওয়েবসিরিজ ‘সিটাডেল’-র জন্য তিনি এই বিপুল পরিমাণে টাকা চার্জ করেছিলেন৷  এদিকে জানা গেছে তিনি ভারতে প্রতি সিনেমায় অভিনয় করার জন্য ২০ কোটি টাকা পর্যন্ত পেমেন্ট পেয়েছেন৷
টপ হিরোইনএকসময় ভারতের টপ হিরোইন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।  তিনি আমেরিকা চলে গেছেন এবং গত ৯ বছর ধরে একটিও হিট সিনেমা পাননি, তবুও তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা হিসেবে সামনে এসেছেন৷  ২০১৫-র 'বাজিরাও মাস্তানি' মুক্তি পাওয়ার পর, প্রিয়াঙ্কার আর একটিও হিট ছবি নেই।
টপ হিরোইন
একসময় ভারতের টপ হিরোইন ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।  তিনি আমেরিকা চলে গেছেন এবং গত ৯ বছর ধরে একটিও হিট সিনেমা পাননি, তবুও তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় নায়িকা হিসেবে সামনে এসেছেন৷  ২০১৫-র ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাওয়ার পর, প্রিয়াঙ্কার আর একটিও হিট ছবি নেই।
পাঁচ বছর ধরে বলিউডের একটি সিনেমাতেও অভিনয় করেননি তিনি। 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছিল বিটাউনে অভিনয় করা  শেষ সিনেমা। এগুলি ছাড়াও, প্রিয়াঙ্কা বর্তমানে ৭৫ মিলিয়ন ডলার (প্রায় ৬২০ কোটি টাকা) নেট সম্পত্তির মালিক৷ ধনী ভারতীয় নায়িকাদের মধ্যে একজন। তাছাড়াও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।
পাঁচ বছর ধরে বলিউডের একটি সিনেমাতেও অভিনয় করেননি তিনি। ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছিল বিটাউনে অভিনয় করা  শেষ সিনেমা। এগুলি ছাড়াও, প্রিয়াঙ্কা বর্তমানে ৭৫ মিলিয়ন ডলার (প্রায় ৬২০ কোটি টাকা) নেট সম্পত্তির মালিক৷ ধনী ভারতীয় নায়িকাদের মধ্যে একজন। তাছাড়াও সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি।
বিপুল সম্পদবলিউডের দেশি গার্ল হলিউডে জনপ্রিয়তা পাওয়ায় প্রিয়াঙ্কার সম্পদের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। তিনি বিজ্ঞাপন এবং এনডর্সমেন্ট থেকেও ভাল রোজগার করেন। এছাড়াও টিভি শো এবং ওয়েব সিরিজের মাধ্যমেও তাঁর আয় মোটা টাকা৷
বিপুল সম্পদ
বলিউডের দেশি গার্ল হলিউডে জনপ্রিয়তা পাওয়ায় প্রিয়াঙ্কার সম্পদের পরিমাণ ব্যাপকভাবে বেড়েছে। তিনি বিজ্ঞাপন এবং এনডর্সমেন্ট থেকেও ভাল রোজগার করেন। এছাড়াও টিভি শো এবং ওয়েব সিরিজের মাধ্যমেও তাঁর আয় মোটা টাকা৷
প্রযোজনা সংস্থার মাধ্যমেও তিনি বিপুল টাকা আয় করেন। ইনস্টাগ্রামে এই কিউটির ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১১ লক্ষ। এই অ্যাকাউন্টে পোস্ট করা বিজ্ঞাপনগুলি থেকেও বিপুল অর্থ উপার্জন করেন পিগি চপস৷
প্রযোজনা সংস্থার মাধ্যমেও তিনি বিপুল টাকা আয় করেন। ইনস্টাগ্রামে এই কিউটির ফলোয়ার সংখ্যা ৯ কোটি ১১ লক্ষ। এই অ্যাকাউন্টে পোস্ট করা বিজ্ঞাপনগুলি থেকেও বিপুল অর্থ উপার্জন করেন পিগি চপস৷

Bollywood Actor: রেখার সঙ্গে অভিনয়, মল্লিকার সঙ্গে ‘১৭ চুমু’, হ‍্যান্ডসাম চেহারায় কাঁপিয়েছেন বলিউড, নায়ককে এখন দেখলে চিনতে পারবেন না

রেখার সঙ্গে অভিনয় করে শুরু হয় বলিউডের যাত্রা। একসময়ের তাঁকেই বলা হত বলিউডের ‘চকোলেট হিরো’। নায়কের সুন্দর চেহারা, অভিনয়ে মুগ্ধ ছিল অগুনতি ভক্তকুল। ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করে সিনে জগতে সাড়া ফেলে দেন। কিন্তু আজ সেই নায়ককে দেখলে চিনতেও পারবেন না।
রেখার সঙ্গে অভিনয় করে শুরু হয় বলিউডের যাত্রা। একসময়ের তাঁকেই বলা হত বলিউডের ‘চকোলেট হিরো’। নায়কের সুন্দর চেহারা, অভিনয়ে মুগ্ধ ছিল অগুনতি ভক্তকুল। ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয় করে সিনে জগতে সাড়া ফেলে দেন। কিন্তু আজ সেই নায়ককে দেখলে চিনতেও পারবেন না।
বলিউডে এসে সিনেমায় অভিনয় করা বহুজনের স্বপ্ন। মায়ানগরীর অমোঘ আকর্ষণে দু'চোখে সোনালি স্বপ্ন নিয়ে আসেন বহু যুবক যুবতী। তারকার হওয়ার লক্ষ‍্যে পেরোতে আসে অনেক বাধা। অনেকে সেইসব কাঁটা পেরিয়ে নিজের স্বপ্ন সত‍্যি করেন। কেউ কেউ আবার রাতারাতি তারকা হয়েও হারিয়ে যায়।
বলিউডে এসে সিনেমায় অভিনয় করা বহুজনের স্বপ্ন। মায়ানগরীর অমোঘ আকর্ষণে দু’চোখে সোনালি স্বপ্ন নিয়ে আসেন বহু যুবক যুবতী। তারকার হওয়ার লক্ষ‍্যে পেরোতে আসে অনেক বাধা। অনেকে সেইসব কাঁটা পেরিয়ে নিজের স্বপ্ন সত‍্যি করেন। কেউ কেউ আবার রাতারাতি তারকা হয়েও হারিয়ে যায়।
আলোর জগত থেকে এমনই রাতারাতি খসে এমনই এক তারকার জীবন রইল এই প্রতিবেদনে। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল স্বপ্নের মতো। বলিউডে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর হ‍্যান্ডসাম চেহারা নিয়ে চর্চা শুরু হয়।
আলোর জগত থেকে রাতারাতি খসে যাওয়া এমনই এক তারকার জীবন রইল এই প্রতিবেদনে। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল স্বপ্নের মতো। বলিউডে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর হ‍্যান্ডসাম চেহারা নিয়ে চর্চা শুরু হয়।
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘তুম বিন’। ছবি মুক্তির পরেই সুন্দর চেহারার নায়ক হিমাংশু মালিককে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। 'তুম বিন' হিট হওয়ার পর হিমাংশু মালিক রাতারাতি হিট হয়ে যান।
২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘তুম বিন’। ছবি মুক্তির পরেই সুন্দর চেহারার নায়ক হিমাংশু মালিককে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। ‘তুম বিন’ হিট হওয়ার পর হিমাংশু মালিক রাতারাতি হিট হয়ে যান।
অভিনেতা হিসেবে হিমাংশুর ছবি ছিল 'কাম সূত্র: এ টেল অফ লাভ'। মীরা নায়ার পরিচালিত এই ছবিতে প্রবীণ অভিনেত্রী রেখা, ইন্দিরা ভার্মা, রমন টিকারাম এবং নবীন অ্যান্ড্রুজ অভিনয় করেছেন। এই ছবিটি মুক্তি পায় ১৯৯৬ সালে। ছবির সাহসী চিত্রনাট্য এবং দৃশ্য সর্বত্র আলোড়ন সৃষ্টি করে।
অভিনেতা হিসেবে হিমাংশুর ছবি ছিল ‘কাম সূত্র: এ টেল অফ লাভ’। মীরা নায়ার পরিচালিত এই ছবিতে প্রবীণ অভিনেত্রী রেখা, ইন্দিরা ভার্মা, রমন টিকারাম এবং নবীন অ্যান্ড্রুজ অভিনয় করেছেন। এই ছবিটি মুক্তি পায় ১৯৯৬ সালে। ছবির সাহসী চিত্রনাট্য এবং দৃশ্য সর্বত্র আলোড়ন সৃষ্টি করে।
এই ছবির সাফল্যের পর তিনি 'এলওসি কারগিল', 'রোগ', 'কোই আপ সা', 'ইয়ামলা পাগলা দিওয়ানা' এবং 'থ্রি স্টোরিজ'-এর মতো ছবি করেন। ২০০০ সালে 'জঙ্গল' ছবিতে কাজ করেন।
এই ছবির সাফল্যের পর তিনি ‘এলওসি কারগিল’, ‘রোগ’, ‘কোই আপ সা’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ এবং ‘থ্রি স্টোরিজ’-এর মতো ছবি করেন। ২০০০ সালে ‘জঙ্গল’ ছবিতে কাজ করেন।
পাশাপাশি তিনি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে একটি ছবিও করেছিলেন, যার নাম ছিল 'খোয়াইশ'। এই ছবিতে তার ১৭টি চুম্বন দৃশ্য ছিল। সেকালে হিমাংশু-মল্লিকার ঘনিষ্ঠ চুম্বন সাড়া ফেলে দেয়। তবে বক্স অফিসে মোটেই সফল হয়নি এই ছবি।
পাশাপাশি তিনি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের সঙ্গে একটি ছবিও করেছিলেন, যার নাম ছিল ‘খোয়াইশ’। এই ছবিতে তার ১৭টি চুম্বন দৃশ্য ছিল। সেকালে হিমাংশু-মল্লিকার ঘনিষ্ঠ চুম্বন সাড়া ফেলে দেয়। তবে বক্স অফিসে মোটেই সফল হয়নি এই ছবি।
সাহসী দৃশ‍্যে অভিনয়, হ‍্যান্ডসাম চেহারার নায়ক আজ অতীত। 'খোয়াইশ'-এর সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে ডুবে যায় হিমাংশুর কেরিয়ার।
সাহসী দৃশ‍্যে অভিনয়, হ‍্যান্ডসাম চেহারার নায়ক আজ অতীত। ‘খোয়াইশ’-এর সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে ডুবে যায় হিমাংশুর কেরিয়ার।
প্রায় ২১ বছর পর ২০২২ সালে, হিমাংশু আবার 'চিত্রকূট' ছবির মাধ্যমে অভিনয়ের জগতে ফিরে আসেন। তবে এবার বলিউডে অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ছবিটিও একটি বড় ফ্লপ প্রমাণিত হয়।

প্রায় ২১ বছর পর ২০২২ সালে, হিমাংশু আবার ‘চিত্রকূট’ ছবির মাধ্যমে অভিনয়ের জগতে ফিরে আসেন। তবে এবার বলিউডে অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ছবিটিওবড় ফ্লপ  হয়।
'চিত্রকূট' ছবিটি এসেছিল, তখন নবভারত টাইমসের সঙ্গে কথোপকথনে হিমাংশু তাঁর বলিউড যাত্রা সম্পর্কে অনেক কথা বলেছিলেন। এসময় তিনি অনেক চাঞ্চল্যকর তথ্যও জানান। তিনি বলেছিলেন যে বলিউডে থাকার জন্য তাকে একটি জাল সম্পর্কের জন্য চাপ দেওয়া হয়েছিল, যা তিনি করতে পারেননি এবং নিজেকে বলিউড থেকে দূরে সরিয়ে নিয়েছেন।
‘চিত্রকূট’ ছবিটি এসেছিল, তখন নবভারত টাইমসের সঙ্গে কথোপকথনে হিমাংশু তাঁর বলিউড যাত্রা সম্পর্কে অনেক কথা বলেছিলেন। এসময় তিনি অনেক চাঞ্চল্যকর তথ্যও জানান। তিনি বলেছিলেন যে বলিউডে থাকার জন্য তাকে একটি জাল সম্পর্কের জন্য চাপ দেওয়া হয়েছিল, যা তিনি করতে পারেননি এবং নিজেকে বলিউড থেকে দূরে সরিয়ে নিয়েছেন।

Bollywood News: শাহরুখ নন, ‘কিং’ হতে পারতেন তিনি! এক সিদ্ধান্তেই সব মাটি… কোথায় গেলেন অভিনেতা

একটা সময় ছিল যখন বলিউডের বিখ্যাত অভিনেতাদের তালিকায় অন্তর্ভুক্ত ছিল সুদেশ বেরির নাম। কিন্তু সাফল্যের মধ্য গগনেই তিনি চলচ্চিত্রের জগৎ থেকে দূরে সরে যান। তারপর ছোট পর্দায় নিজের ছাপ ফেলেন।
একটা সময় ছিল যখন বলিউডের বিখ্যাত অভিনেতাদের তালিকায় অন্তর্ভুক্ত ছিল সুদেশ বেরির নাম। কিন্তু সাফল্যের মধ্য গগনেই তিনি চলচ্চিত্রের জগৎ থেকে দূরে সরে যান। তারপর ছোট পর্দায় নিজের ছাপ ফেলেন।
সুদেশ টেলিভিশন এবং ছবি, উভয় জগতেই খুব বিখ্যাত।  ১৯৮৮ সালে 'খতরোঁ কে খিলাড়ি' ছবি গিয়ে বলিউডে তাঁর হাতেখড়ি হয় এবং 'মহাভারত' শো দিয়ে শুরু করেছিলেন টেলিভিশন কেরিয়ার। এবং গত ৩৫ বছর ধরে তিনি উভয় প্ল্যাটফর্মে সক্রিয়। এবং ক্রমাগত মানুষকে বিনোদন দিচ্ছেন।
সুদেশ টেলিভিশন এবং ছবি, উভয় জগতেই খুব বিখ্যাত। ১৯৮৮ সালে ‘খতরোঁ কে খিলাড়ি’ ছবি গিয়ে বলিউডে তাঁর হাতেখড়ি হয় এবং ‘মহাভারত’ শো দিয়ে শুরু করেছিলেন টেলিভিশন কেরিয়ার। এবং গত ৩৫ বছর ধরে তিনি উভয় প্ল্যাটফর্মে সক্রিয়। এবং ক্রমাগত মানুষকে বিনোদন দিচ্ছেন।
মুখ্য চরিত্র হওয়ার পিছনে কখনওই দৌড়ননি সুদেশ। বরং নিজের পছন্দ মতো চরিত্র বেছে নিতেন তিনি। যা তাঁর কেরিয়ারের জন্য অত্যন্ত সফল প্রমাণিত হয়েছিল। জানা যায়, ২০০টিরও বেশি ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। যেগুলির মধ্যে একটি ব্লকবাস্টার ছিল যশ চোপড়ার 'ডর'।
মুখ্য চরিত্র হওয়ার পিছনে কখনওই দৌড়ননি সুদেশ। বরং নিজের পছন্দ মতো চরিত্র বেছে নিতেন তিনি। যা তাঁর কেরিয়ারের জন্য অত্যন্ত সফল প্রমাণিত হয়েছিল। জানা যায়, ২০০টিরও বেশি ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। যেগুলির মধ্যে একটি ব্লকবাস্টার ছিল যশ চোপড়ার ‘ডর’।
এক সাক্ষাৎকারে সুদেশ নিজেই বলেছিলেন যে, শাহরুখের আগে তাঁকে 'ডর' ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এই ছবিটি করতে তিনি অস্বীকার করেছিলেন। তখন শাহরুখ এই ছবিটি পান। , সেটিই ছিল শাহরুখের কেরিয়ারের প্রথম ব্লকবাস্টার ছবি।
এক সাক্ষাৎকারে সুদেশ নিজেই বলেছিলেন যে, শাহরুখের আগে তাঁকে ‘ডর’ ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এই ছবিটি করতে তিনি অস্বীকার করেছিলেন। তখন শাহরুখ এই ছবিটি পান। , সেটিই ছিল শাহরুখের কেরিয়ারের প্রথম ব্লকবাস্টার ছবি।
সুদেশ বলেছিলেন, "আমি শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় ​​দেবগন এবং আরও অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছি।  কিন্তু আমি মনে করি জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি একটি কচ্ছপের মতো। শাহরুখ খরগোশের মতো ছুটে গিয়ে বিপুল সাফল্য অর্জন করেছিলেন। কিন্তু আজ আমার কাছে যা আছে, তাতেই আমি খুশি। 'ডর'-এর প্রযোজকরা আমাকে শাহরুখ যে চরিত্রটি করেন, তাতে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু কিছু কারণে আমি ছবিটি করতে পারিনি। . আমি নিয়তিতে দৃঢ় বিশ্বাসী এবং আমি মনে করি শুধুমাত্র ঈশ্বরই আপনার জীবন পরিকল্পনা করতে পারেন।"
সুদেশ বলেছিলেন, “আমি শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় ​​দেবগন এবং আরও অনেক অভিনেতার সঙ্গে কাজ করেছি। কিন্তু আমি মনে করি জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি একটি কচ্ছপের মতো। শাহরুখ খরগোশের মতো ছুটে গিয়ে বিপুল সাফল্য অর্জন করেছিলেন। কিন্তু আজ আমার কাছে যা আছে, তাতেই আমি খুশি। ‘ডর’-এর প্রযোজকরা আমাকে শাহরুখ যে চরিত্রটি করেন, তাতে কাস্ট করতে চেয়েছিলেন, কিন্তু কিছু কারণে আমি ছবিটি করতে পারিনি। . আমি নিয়তিতে দৃঢ় বিশ্বাসী এবং আমি মনে করি শুধুমাত্র ঈশ্বরই আপনার জীবন পরিকল্পনা করতে পারেন।”
এক সময় বক্সিংও করতেন সুদেশ। কিন্তু চোট পাওয়ার কারণে তাঁকে বক্সিং ছেড়ে দিতে হয়। তারপর এক বন্ধু তাঁকে নাটকের ওয়ার্কশপে নিয়ে যান। কিছু দিন পর থেকেই ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি।।
এক সময় বক্সিংও করতেন সুদেশ। কিন্তু চোট পাওয়ার কারণে তাঁকে বক্সিং ছেড়ে দিতে হয়। তারপর এক বন্ধু তাঁকে নাটকের ওয়ার্কশপে নিয়ে যান। কিছু দিন পর থেকেই ছবিতে অভিনয়ের প্রস্তাব পান তিনি।।

Farah Khan: ‘৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে বেরিয়ে পড়ব…’, কপিলের শো-তে মনের কথা বললেন ফারাহ

ফারাহ খান বলিউডের নামি পরিচালক এবং কোরিওগ্রাফার। তবে এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। ফারাহর কমিক টাইমিংও অবাক করার মতো। চমকে দেয় তাঁর রসবোধ। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অনিল কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ফাঁস করেছেন বি-টাউনের গোপন কথা।
ফারাহ খান বলিউডের নামি পরিচালক এবং কোরিওগ্রাফার। তবে এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। ফারাহর কমিক টাইমিংও অবাক করার মতো। চমকে দেয় তাঁর রসবোধ। সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অনিল কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই ফাঁস করেছেন বি-টাউনের গোপন কথা।
বলিউডের কোথায় কী হচ্ছে সব ফারাহর নখদর্পণে। মজার মোড়কে সে সব তো বলেনই। খোলাখুলি জানিয়ে দেন নিজের কথাও। এই যেমন কপিল শর্মাকে ফারাহ বললেন, ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়বেন তিনি।
বলিউডের কোথায় কী হচ্ছে সব ফারাহর নখদর্পণে। মজার মোড়কে সে সব তো বলেনই। খোলাখুলি জানিয়ে দেন নিজের কথাও। এই যেমন কপিল শর্মাকে ফারাহ বললেন, ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে লোটাকম্বল নিয়ে বেরিয়ে পড়বেন তিনি।
না, সংসারের প্রতি বীতশ্রদ্ধ নন ফারাহ। আসলে কপিল মজা করে জিজ্ঞেস করেছিলেন, “কেউ যদি ভুল করে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাঠায়, তাহলে কী করবেন”? ফারাহর এই প্রশ্নের উত্তরেই হেসে ফেলেন সবাই। ফারাহ বলেন, “৩০০ কোটি? অবসর নিয়ে নেব। তারপর স্বামী-সন্তানদের রেখে বেরিয়ে পড়ব”। তখন অর্চনা পুরন সিং বলেন, “স্বামীকে ছাড়তে পারবেন। তবে সন্তানদের ছেড়ে যেতে পারবেন না”।
না, সংসারের প্রতি বীতশ্রদ্ধ নন ফারাহ। আসলে কপিল মজা করে জিজ্ঞেস করেছিলেন, “কেউ যদি ভুল করে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাঠায়, তাহলে কী করবেন”? ফারাহর এই প্রশ্নের উত্তরেই হেসে ফেলেন সবাই। ফারাহ বলেন, “৩০০ কোটি? অবসর নিয়ে নেব। তারপর স্বামী-সন্তানদের রেখে বেরিয়ে পড়ব”। তখন অর্চনা পুরন সিং বলেন, “স্বামীকে ছাড়তে পারবেন। তবে সন্তানদের ছেড়ে যেতে পারবেন না”।
কিছুক্ষণ ভেবে নিয়ে ফারাহ বলেন, “ঠিক আছে, তাই”। তখন অর্চনা বলেন, “৩০০ কোটি টাকা সন্তানদের সঙ্গে উপভোগ করা উচিত”। তাচ্ছিল্যের সঙ্গে ফারাহ জবাব দেন, “ওদের সঙ্গে আর কী মজা করব। আমি তো টম ক্রুজের কাছে যাব”। হেসে ওঠেন সবাই। অর্চনা আবার খোঁচা দেন, “তাহলে আরেকটা প্ল্যান আছে…”।
কিছুক্ষণ ভেবে নিয়ে ফারাহ বলেন, “ঠিক আছে, তাই”। তখন অর্চনা বলেন, “৩০০ কোটি টাকা সন্তানদের সঙ্গে উপভোগ করা উচিত”। তাচ্ছিল্যের সঙ্গে ফারাহ জবাব দেন, “ওদের সঙ্গে আর কী মজা করব। আমি তো টম ক্রুজের কাছে যাব”। হেসে ওঠেন সবাই। অর্চনা আবার খোঁচা দেন, “তাহলে আরেকটা প্ল্যান আছে…”।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বের আনকাট ভিডিও কপিল শর্মার ইউটিউব পেজে আপলোড করা হয়েছে। ফারাহ খান এবং অনিল কাপুরের আগের পর্বে গায়ক এড শিরান এসেছিলেন কপিলের শো-তে। ২০০৪ সালে শিরিষ কুন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারাহ খান। তাঁদের তিন সন্তান। সব মিলিয়ে সুখী পরিবার। কমেডি শো-তে নিছক বিনোদনের জন্যই এমন কথা বলেছেন তিনি। এখানে বলে রাখা ভাল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে র‍য়েছেন অর্চনা পুরন সিং, কিকু সারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং রাজীব ঠাকুর। প্রতি শনিবার সন্ধ্যায় শো-এর নতুন পর্ব নিয়ে হাজির হয় নেটফ্লিক্স।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বের আনকাট ভিডিও কপিল শর্মার ইউটিউব পেজে আপলোড করা হয়েছে। ফারাহ খান এবং অনিল কাপুরের আগের পর্বে গায়ক এড শিরান এসেছিলেন কপিলের শো-তে। ২০০৪ সালে শিরিষ কুন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারাহ খান। তাঁদের তিন সন্তান। সব মিলিয়ে সুখী পরিবার। কমেডি শো-তে নিছক বিনোদনের জন্যই এমন কথা বলেছেন তিনি। এখানে বলে রাখা ভাল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে র‍য়েছেন অর্চনা পুরন সিং, কিকু সারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং রাজীব ঠাকুর। প্রতি শনিবার সন্ধ্যায় শো-এর নতুন পর্ব নিয়ে হাজির হয় নেটফ্লিক্স।

Bollywood News: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ সানির বিরুদ্ধে! ঠিক কী করেছেন অভিনেতা? বিতর্কের ঝড়

বলিউড অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার এক ছবির প্রযোজক সানির বিরুদ্ধে ২.৫৫ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ এনেছেন। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন ‘গদর ২’ অভিনেতা। তবে এই অভিযোগের মাঝেও তাঁকে এক অন্য অবতারে দেখা গেল। আসলে এই বিতর্কের মাঝেই নিজের ভাই ববি দেওলের পোস্টে বেশ আদুরে মন্তব্য করতে দেখা গেল সানিকে।
বলিউড অভিনেতা সানি দেওলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। বৃহস্পতিবার এক ছবির প্রযোজক সানির বিরুদ্ধে ২.৫৫ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ এনেছেন। যদিও এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন ‘গদর ২’ অভিনেতা। তবে এই অভিযোগের মাঝেও তাঁকে এক অন্য অবতারে দেখা গেল। আসলে এই বিতর্কের মাঝেই নিজের ভাই ববি দেওলের পোস্টে বেশ আদুরে মন্তব্য করতে দেখা গেল সানিকে।
বিবাহবার্ষিকীতে স্ত্রী তানিয়া দেওলের জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বৃহস্পতিবার গভীর রাতে বেশ আবেগঘন পোস্ট করেছেন ববি দেওল। আর সঙ্গে সঙ্গে সেই পোস্টে লাইক আসে দাদা সানির তরফ থেকে। সেই সঙ্গে ভাই এবং ভাইয়ের স্ত্রীর ছবিতে মিষ্টি মন্তব্যও করতে দেখা যায় অভিনেতাকে। ববির পোস্টের কমেন্ট বক্সে বেশ কয়েকটি লাল হার্ট ইমোজি পোস্ট করেন তিনি।
বিবাহবার্ষিকীতে স্ত্রী তানিয়া দেওলের জন্য নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বৃহস্পতিবার গভীর রাতে বেশ আবেগঘন পোস্ট করেছেন ববি দেওল। আর সঙ্গে সঙ্গে সেই পোস্টে লাইক আসে দাদা সানির তরফ থেকে। সেই সঙ্গে ভাই এবং ভাইয়ের স্ত্রীর ছবিতে মিষ্টি মন্তব্যও করতে দেখা যায় অভিনেতাকে। ববির পোস্টের কমেন্ট বক্সে বেশ কয়েকটি লাল হার্ট ইমোজি পোস্ট করেন তিনি।
তবে সানির বিরুদ্ধে কী এমন অভিযোগ উঠল? পেশায় রিয়েল এস্টেট ডেভেলপার সোরাভ গুপ্ত প্রযোজনার কাজও করছেন। তিনি সানডন প্রাইভেট লিমিটেডের মালিক। আর সোরাভই সানির বিরুদ্ধে প্রতারণা, জুলুমবাজি এবং জালিয়াতির অভিযোগ এনেছেন। Times Now.com/Zoom-এর কাছে ওই প্রযোজক দাবি করেছেন, ২০১৬ সালের মে মাসে তিনি এবং তাঁর টিম দেখা করে ছবির প্রথম খসড়া শুনিয়েছিলেন।
তবে সানির বিরুদ্ধে কী এমন অভিযোগ উঠল? পেশায় রিয়েল এস্টেট ডেভেলপার সোরাভ গুপ্ত প্রযোজনার কাজও করছেন। তিনি সানডন প্রাইভেট লিমিটেডের মালিক। আর সোরাভই সানির বিরুদ্ধে প্রতারণা, জুলুমবাজি এবং জালিয়াতির অভিযোগ এনেছেন। Times Now.com/Zoom-এর কাছে ওই প্রযোজক দাবি করেছেন, ২০১৬ সালের মে মাসে তিনি এবং তাঁর টিম দেখা করে ছবির প্রথম খসড়া শুনিয়েছিলেন।
সানি ৪ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার কথা বলে ছবিটি করতে রাজিও হন। এমনকী অগ্রিম ১ কোটি টাকা দেওয়া হয়েছিল তাঁকে। এরপর অক্টোবরে ফের আরও এক কোটি চান তিনি। সেটাও তাঁকে দেওয়া হয়। অথচ এখনও পর্যন্ত ছবির শ্যুটিং শুরুই করেননি সানি। উল্টে তিনি পোস্টার বয়েজ ছবি করতে চলে গিয়েছিলেন।
সানি ৪ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার কথা বলে ছবিটি করতে রাজিও হন। এমনকী অগ্রিম ১ কোটি টাকা দেওয়া হয়েছিল তাঁকে। এরপর অক্টোবরে ফের আরও এক কোটি চান তিনি। সেটাও তাঁকে দেওয়া হয়। অথচ এখনও পর্যন্ত ছবির শ্যুটিং শুরুই করেননি সানি। উল্টে তিনি পোস্টার বয়েজ ছবি করতে চলে গিয়েছিলেন।
সোরাভ আরও দাবি করেন যে, “এভাবে ২০২২ পর্যন্ত নানা কিছু চলে, সানি ইতিমধ্যে আবার পরিচালক বদলানোর কথা বলেন। চিত্রনাট্যও ঠিকঠাক করতে বলেন। ২০২৩ সালে উনি আমাদের একটা বিষয়বস্তু বলেন। ছবির নাম ছিল ‘রাম জন্মভূমি’। আমাদের বলা হয়, চিত্রনাট্য প্রস্তুত, পরিচালকও নিয়োগ হয়েছে। এখন আমাদের কাজ শুরু করার পালা।”
সোরাভ আরও দাবি করেন যে, “এভাবে ২০২২ পর্যন্ত নানা কিছু চলে, সানি ইতিমধ্যে আবার পরিচালক বদলানোর কথা বলেন। চিত্রনাট্যও ঠিকঠাক করতে বলেন। ২০২৩ সালে উনি আমাদের একটা বিষয়বস্তু বলেন। ছবির নাম ছিল ‘রাম জন্মভূমি’। আমাদের বলা হয়, চিত্রনাট্য প্রস্তুত, পরিচালকও নিয়োগ হয়েছে। এখন আমাদের কাজ শুরু করার পালা।”
প্রযোজকের অভিযোগ, “পরবর্তী বৈঠকে সানি আমাদের আশ্বস্ত করে বলেছিলেন যে, ছবিটি তৈরি হবে। কিন্তু এরপরেই অভিনেতা বলে বসেন যে, তাঁর পারিশ্রমিক এখন বেড়ে গিয়েছে। তাই ঠিক হয় যে, ছবি থেকে আসা লাভ থেকে তিনি আরও ২ কোটি টাকা পাবেন।
প্রযোজকের অভিযোগ, “পরবর্তী বৈঠকে সানি আমাদের আশ্বস্ত করে বলেছিলেন যে, ছবিটি তৈরি হবে। কিন্তু এরপরেই অভিনেতা বলে বসেন যে, তাঁর পারিশ্রমিক এখন বেড়ে গিয়েছে। তাই ঠিক হয় যে, ছবি থেকে আসা লাভ থেকে তিনি আরও ২ কোটি টাকা পাবেন।
এরপর আরও ৫০ লক্ষ টাকা দাবি করেন, সেটাও তাঁকে দেওয়া হয়। এদিকে পরে যে চুক্তিপত্র আসে তাতে লেখা ছিল যে, সানি নিজের পারিশ্রমিক বাড়িয়ে করেছেন ৮ কোটি টাকা। সেই সঙ্গে লাভ থেকে আরও ২ কোটি টাকা নেবেন তিনি।”
এরপর আরও ৫০ লক্ষ টাকা দাবি করেন, সেটাও তাঁকে দেওয়া হয়। এদিকে পরে যে চুক্তিপত্র আসে তাতে লেখা ছিল যে, সানি নিজের পারিশ্রমিক বাড়িয়ে করেছেন ৮ কোটি টাকা। সেই সঙ্গে লাভ থেকে আরও ২ কোটি টাকা নেবেন তিনি।”

Bollywood News: মাখোমাখো প্রেম ভেঙে চুরমার! কী অবস্থা মালাইকা-অর্জুনের, বেরিয়ে এল আসল খবর

দীর্ঘ দিন একসঙ্গে থাকার পর আলাদা হয়েছে পথ। সম্পর্ক ভেঙে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার। বিচ্ছেেদ নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি তাঁরা। তবে বর্তমানে দুই তারকার সমীকরণ কেমন, জানালেন তাঁদেরই এক ঘনিষ্ঠ।
দীর্ঘ দিন একসঙ্গে থাকার পর আলাদা হয়েছে পথ। সম্পর্ক ভেঙে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরার। বিচ্ছেেদ নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি তাঁরা। তবে বর্তমানে দুই তারকার সমীকরণ কেমন, জানালেন তাঁদেরই এক ঘনিষ্ঠ।
সংবাদমাধ্যমকে সেই ব্যক্তি বলেন, "মালাইকা এবং অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল। একে অপরের হৃদয়ে ওঁরা বিশেষ জায়গা নিয়েই থাকবেন। ওঁরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই বিষয়ে কোনও কথা বলবেন না বলে ঠিক করেছেন।"
সংবাদমাধ্যমকে সেই ব্যক্তি বলেন, “মালাইকা এবং অর্জুনের সম্পর্কটা খুবই বিশেষ ছিল। একে অপরের হৃদয়ে ওঁরা বিশেষ জায়গা নিয়েই থাকবেন। ওঁরা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এবং সেই বিষয়ে কোনও কথা বলবেন না বলে ঠিক করেছেন।”
তৃতীয় কোনও ব্যক্তি তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করুক, তা চান না মালাইকা এবং অর্জুন। তাঁদের ঘনিষ্ঠের কথায়, "ওঁদের (মালাইকা এবং অর্জুন) মধ্যে কোনও তিক্ততা নেই। ওরা একে অপরের অবলম্বন হিসাবে থাকবে।"
তৃতীয় কোনও ব্যক্তি তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করুক, তা চান না মালাইকা এবং অর্জুন। তাঁদের ঘনিষ্ঠের কথায়, “ওঁদের (মালাইকা এবং অর্জুন) মধ্যে কোনও তিক্ততা নেই। ওরা একে অপরের অবলম্বন হিসাবে থাকবে।”
প্রেম ভাঙলেও এখনও নিজেদের সম্পর্ককে সম্মান করেন অর্জুন-মালাইকা। নিজেদের সামলে নিতে সময় চান তাঁরা।
প্রেম ভাঙলেও এখনও নিজেদের সম্পর্ককে সম্মান করেন অর্জুন-মালাইকা। নিজেদের সামলে নিতে সময় চান তাঁরা।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার জীবনে বসন্ত হয়ে আসেন অর্জুন। সম্পর্কে জড়ান তাঁরা। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে নতুন করে জীবন সাজান মালাইকা। প্রেম ভাঙলেও তাই তিক্ততার পথে হাঁটেননি তাঁরা।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার জীবনে বসন্ত হয়ে আসেন অর্জুন। সম্পর্কে জড়ান তাঁরা। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে নতুন করে জীবন সাজান মালাইকা। প্রেম ভাঙলেও তাই তিক্ততার পথে হাঁটেননি তাঁরা।