Tag Archives: Bouma Sashthi

Jamai Sasthi 2024: বৌমারা কেন বাদ ‌যাবেন! হইহই করে ‘বৌমা ষষ্ঠী’ পালন! আয়োজন অবাক করবে!

জামাইষষ্ঠীর একদিন আগে বউমা ষষ্ঠীতে মাতল রায়গঞ্জবাসী! প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাইষষ্ঠী। বিবাহিত মেয়ে ও জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে ওই বিশেষ দিনে খাওয়ানো ও উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে।জামাইদের মঙ্গল কামনা করে জামাইষষ্ঠীর প্রাচীন রীতির পাশাপাশি গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় চালু হয়েছে বউমা ষষ্ঠী। এক্ষেত্রে মেয়েদের অর্থাৎ বউমাদের মঙ্গল কামনা করে বউমা ষষ্ঠী করা হয়। জামাইষষ্ঠীর একদিন আগে পালন করা হল এই বিশেষ বউমা ষষ্ঠী। বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন রায়গঞ্জের কিছু শাশুড়ি ও বৌমারা।