Tag Archives: Britannia

Britannia Biscuit Factory Closed: কলকাতার বুকে ৭৭ বছরের ইতিহাস, বন্ধ হয়ে গেল তারাতলার ব্রিটানিয়া বিস্কুট কারখানা

কলকাতা: তারাতলায় ব্রিটানিয়া কোম্পানির প্রোডাকশন বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, কোম্পানিতে স্থায়ী কর্মী ছিলেন ১২২ জন, অস্থায়ী কর্মী ছিলেন ২৫০ জন। আড়াই হাজার টন প্রোডাকশন হত প্রতি বছর।

২০০৪ সাল থেকে যে আড়াইশো জন অস্থায়ী কর্মী কাজ করছিলেন তাঁদেরকে কোম্পানি কোনও টাকাপয়সা না দিয়ে এই কোম্পানি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ। এমনই দাবি অস্থায়ী কর্মীদের। স্থায়ী কর্মী যাঁরা ১০ বছরের উপরে চাকরি করছেন, তাঁদের এক এক জনকে বাইশ লাখ পঁচিশ হাজার টাকা দিয়েছে কোম্পানি।

আরও পড়ুন: বালুরঘাট কি নতুন কোনও ট্রেন পাচ্ছে? ভোটের পর এলাকায় ফিরেই কাজ শুরু সুকান্তর

ছয় থেকে দশ বছরের নিচে যাঁরা চাকরি করেছেন তাঁদেরকে ১৮ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়েছে কোম্পানি। নিচে যাঁরা চাকরি করেছেন তাঁদেরকে ১৩ লক্ষ ২৫ হাজার টাকা করে দিয়েছে কোম্পানি। কিন্তু অস্থায়ী কর্মীদের কোনও টাকা পয়সা এখনও পর্যন্ত দেয়নি কোম্পানি বলেই অভিযোগ।

আরও পড়ুন: টানা ৩ দিন বিদেশের হোটেল-রুম থেকে বেরোননি সারা-সুশান্ত, আজও সুশান্তের জন্য কাঁদেন সারা! কেন?

কলকাতার বুকে ১০০ বছরেরও বেশি সময় ধরে ছিল ব্রিটানিয়া কোম্পানি। এই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ‘দাদু খায় নাতি খায়…’ এই ক্যাপশন বাংলার স্বাদে ও আবেগের সঙ্গে জড়িয়ে। আর সেই আবেগে আঘাত পড়ল সোমবার। কর্মীরা কাজে গিয়ে হঠাৎ করেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান। বাংলার শিল্পে আরও এক দুঃসংবাদ।

সমীর মণ্ডল