Tag Archives: Budget Smartphones

Smartphones under 20000: ২০ হাজার টাকার বাজেটে রইল সেরা ৭ স্মার্টফোনের তালিকা! বেছে নিন পছন্দ নিজের মতো

স্মার্টফোনের বাজার যেভাবে বাড়ছে তাতে দুর্দান্ত ফিচার পেতে বিপুল অর্থ ব্যয় করার কোনও প্রয়োজন নেই। পকেটে ২০ হাজার টাকা থাকলেই যথেষ্ট। এই রেঞ্জের কিছু ভাল স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার অনেক দামি ফোনের সমান।
স্মার্টফোনের বাজার যেভাবে বাড়ছে তাতে দুর্দান্ত ফিচার পেতে বিপুল অর্থ ব্যয় করার কোনও প্রয়োজন নেই। পকেটে ২০ হাজার টাকা থাকলেই যথেষ্ট। এই রেঞ্জের কিছু ভাল স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার অনেক দামি ফোনের সমান।
কিছুদিন আগেও ফ্ল্যাগশিপ ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যেত, এখন ২০ হাজার টাকার কম দামের ফোনেও এই ফিচার থাকছে। সঙ্গে ভাল প্রসেসর এবং উন্নতমানের ক্যামেরা তো আছেই। এখানে সেরকম কিছু ফোনের তালিকা দেওয়া হল।
কিছুদিন আগেও ফ্ল্যাগশিপ ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যেত, এখন ২০ হাজার টাকার কম দামের ফোনেও এই ফিচার থাকছে। সঙ্গে ভাল প্রসেসর এবং উন্নতমানের ক্যামেরা তো আছেই। এখানে সেরকম কিছু ফোনের তালিকা দেওয়া হল।
realme Narzo 70 Pro: এর দাম ১৯,৯৯৯ টাকা। দীর্ঘ ব্যাটারি লাইফ, দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা সেট আপও অতুলনীয়। মাঝারি বাজেটে realme Narzo 70 Pro স্মার্টফোন আদর্শ।
realme Narzo 70 Pro: এর দাম ১৯,৯৯৯ টাকা। দীর্ঘ ব্যাটারি লাইফ, দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা সেট আপও অতুলনীয়। মাঝারি বাজেটে realme Narzo 70 Pro স্মার্টফোন আদর্শ।
realme 12 Plus: এর দাম ১৮,৭৩৮ টাকা। আকর্ষণীয় ব্যাক প্যানেল, চমৎকার ব্যাটারি লাইফ। ৩.৫ মিমির হেডফোন জ্যাকও থাকছে।
realme 12 Plus: এর দাম ১৮,৭৩৮ টাকা। আকর্ষণীয় ব্যাক প্যানেল, চমৎকার ব্যাটারি লাইফ। ৩.৫ মিমির হেডফোন জ্যাকও থাকছে।
Moto G54: এর দাম ১৭,৪৯৯ টাকা। 5G পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষ Moto G73-এর তুলনায় Moto G54 অনেক এগিয়ে। ক্যামেরাও ভাল। অডিও অতুলনীয়।
Moto G54: এর দাম ১৭,৪৯৯ টাকা। 5G পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফ উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষ Moto G73-এর তুলনায় Moto G54 অনেক এগিয়ে। ক্যামেরাও ভাল। অডিও অতুলনীয়।
Moto G64: এর দাম ১৫,৮৭০ টাকা। যাঁরা দুর্দান্ত ডিজাইন খুঁজছেন তাঁদের জন্য Moto G64 আদর্শ। এতে 6,000mAh ব্যাটারি রয়েছে, একবার চার্জ দিলে সারাদিন চলবে। দিনের আলোয় দুর্দান্ত ছবি ওঠে। কম আলোয় ক্যামেরা পারফরম্যান্সে উন্নতি প্রয়োজন। তবে দৈনন্দিন ব্যবহারের জন্য Moto G64 ইউজারকে হতাশ করবে না।
Moto G64: এর দাম ১৫,৮৭০ টাকা। যাঁরা দুর্দান্ত ডিজাইন খুঁজছেন তাঁদের জন্য Moto G64 আদর্শ। এতে 6,000mAh ব্যাটারি রয়েছে, একবার চার্জ দিলে সারাদিন চলবে। দিনের আলোয় দুর্দান্ত ছবি ওঠে। কম আলোয় ক্যামেরা পারফরম্যান্সে উন্নতি প্রয়োজন। তবে দৈনন্দিন ব্যবহারের জন্য Moto G64 ইউজারকে হতাশ করবে না।
realme P1: দাম ১৬,২৬৩ টাকা। বাজেট গেমার এবং পাওয়ার ইউজারদের জন্য এই ফোন সেরা। 120Hz AMOLED ডিসপ্লে, ভাল স্টেরিও স্পিকার সেটআপ এবং দিনের আলোয় দুর্দান্ত ছবি, এঁকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।
realme P1: দাম ১৬,২৬৩ টাকা। বাজেট গেমার এবং পাওয়ার ইউজারদের জন্য এই ফোন সেরা। 120Hz AMOLED ডিসপ্লে, ভাল স্টেরিও স্পিকার সেটআপ এবং দিনের আলোয় দুর্দান্ত ছবি, এঁকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।
Tecno Pova 6 Pro: দাম ১৯,৯৯৯ টাকা। Tecno Pova 6 Pro-তে বেশ কিছু আপগ্রেড হয়েছে। যেমন ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ, দ্রুত চার্জিং ইত্যাদি।
Tecno Pova 6 Pro: দাম ১৯,৯৯৯ টাকা। Tecno Pova 6 Pro-তে বেশ কিছু আপগ্রেড হয়েছে। যেমন ডিসপ্লে, দীর্ঘ ব্যাটারি লাইফ, দ্রুত চার্জিং ইত্যাদি।
vivo T3: দাম ১৯,৯৯৯ টাকা। সুদর্শন ডিজাইন, উজ্জ্বল ডিসপ্লে এবং ভাল ব্যাটারি লাইফ, এর ইউএসপি। এতে প্রচুর প্রি লোড অ্যাপ রয়েছে। ফলে ইউজারের সুবিধাই হবে।
vivo T3: দাম ১৯,৯৯৯ টাকা। সুদর্শন ডিজাইন, উজ্জ্বল ডিসপ্লে এবং ভাল ব্যাটারি লাইফ, এর ইউএসপি। এতে প্রচুর প্রি লোড অ্যাপ রয়েছে। ফলে ইউজারের সুবিধাই হবে।