Tag Archives: Camphor Plant

Camphor Plant: অনাদরে বেড়ে ওঠা এই গাছ-ই ওষুধের ভান্ডার! কমবে সর্দি-কাশি, সব ব্যথাকে বলুন টাটা

বাড়িতে পুজো থেকে শুরু করে পোকামাকড়ের উপদ্রব সবেতেই কর্পূরের প্রয়োজন হয়। রোজকার গার্হস্থ্য ব্যবহার ছাড়াও কর্পূরকে নানা ভাবে কাজে লাগানো যায়। এই বহুবিধ উপকারী গাছ রয়েছে নাকি অপনার বাড়িতে। কোথায় পাবেন এই গাছ? কীভাবে যত্ন নেবেন জানুন।
বাড়িতে পুজো থেকে শুরু করে পোকামাকড়ের উপদ্রব সবেতেই কর্পূরের প্রয়োজন হয়। রোজকার গার্হস্থ্য ব্যবহার ছাড়াও কর্পূরকে নানা ভাবে কাজে লাগানো যায়। এই বহুবিধ উপকারী গাছ রয়েছে নাকি অপনার বাড়িতে। কোথায় পাবেন এই গাছ? কীভাবে যত্ন নেবেন জানুন।
প্রাচীনকাল থেকেই বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রিকে সুগন্ধযুক্ত করতে কর্পূরের ব্যবহার হয়ে আসছে। এই কর্পূর গাছের কাণ্ড পাতা ডাল সব কিছুতেই কর্পূর রয়েছে। গাছের কাঠ থেকে পাতন পদ্ধতিতে কর্পূর বের হয়।
প্রাচীনকাল থেকেই বিভিন্ন মিষ্টি জাতীয় খাদ্য সামগ্রিকে সুগন্ধযুক্ত করতে কর্পূরের ব্যবহার হয়ে আসছে। এই কর্পূর গাছের কাণ্ড পাতা ডাল সব কিছুতেই কর্পূর রয়েছে। গাছের কাঠ থেকে পাতন পদ্ধতিতে কর্পূর বের হয়।
এছাড়াও কর্পূর গাছের কাণ্ড, পাতা কিংবা ডাল যে কোনও অংশ কেটে নিয়ে পাত্রে গরম করেগরম বাষ্পের সংস্পর্শে আনলে এর মধ্যে কর্পূর বেরিয়ে আসে। এই কর্পূর মেশানো বাষ্প এসে কঠিন হয়ে জমে যায় পাত্রের ঠান্ডা অংশে। এছাড়াও এই কর্পূর গাছের কাঠ সংগ্রহ করে ছোট ছোট টুকরো করে এই কাঠ দিয়েই তৈরি করা হয় কর্পূর এর তেল।
এছাড়াও কর্পূর গাছের কাণ্ড, পাতা কিংবা ডাল যে কোনও অংশ কেটে নিয়ে পাত্রে গরম করেগরম বাষ্পের সংস্পর্শে আনলে এর মধ্যে কর্পূর বেরিয়ে আসে। এই কর্পূর মেশানো বাষ্প এসে কঠিন হয়ে জমে যায় পাত্রের ঠান্ডা অংশে। এছাড়াও এই কর্পূর গাছের কাঠ সংগ্রহ করে ছোট ছোট টুকরো করে এই কাঠ দিয়েই তৈরি করা হয় কর্পূর এর তেল।
অস্ট্রেলিয়া, চীন, জাপান, কোরিয়া সহ বিভিন্ন জায়গায় এই কর্পূর গাছ জন্মায়। তবে এই প্রথম উত্তর দিনাজপুর জেলাতেও এই কর্পূর গাছের চারা এনে এই গাছের চাষ করা হচ্ছে। কুমুদ দেব বাবু কলকাতা থেকে এই গাছ এনে তাদের নার্সারিতে এই কর্পূর গাছ লাগিয়েছেন।
অস্ট্রেলিয়া, চীন, জাপান, কোরিয়া সহ বিভিন্ন জায়গায় এই কর্পূর গাছ জন্মায়। তবে এই প্রথম উত্তর দিনাজপুর জেলাতেও এই কর্পূর গাছের চারা এনে এই গাছের চাষ করা হচ্ছে। কুমুদ দেব বাবু কলকাতা থেকে এই গাছ এনে তাদের নার্সারিতে এই কর্পূর গাছ লাগিয়েছেন।
জানা যায় এই গাছ যত পুরনো তত বেশি কর্পূর একটি গাছে পাওয়া যাবে। এক একটি গাছে ৪/৫ কেজি কিংবা তার ও বেশি কর্পূর পাওয়া যায়। পুরনো গাছ থেকে মোমের মত এক ধরনের রস বেরোয় তা থেকে এই কর্পূর তৈরি করা হয়। কর্পূর গাছের চারা সাধারণত গ্রীষ্মকালে তৈরি করা হয়।
জানা যায় এই গাছ যত পুরনো তত বেশি কর্পূর একটি গাছে পাওয়া যাবে। এক একটি গাছে ৪/৫ কেজি কিংবা তার ও বেশি কর্পূর পাওয়া যায়। পুরনো গাছ থেকে মোমের মত এক ধরনের রস বেরোয় তা থেকে এই কর্পূর তৈরি করা হয়। কর্পূর গাছের চারা সাধারণত গ্রীষ্মকালে তৈরি করা হয়।
চারা একটু বড় হলে ওই চারা জমিতে রোপন করা হয়। চারা লাগানোর আগে জমিতে সঠিকভাবে জৈব সার দিতে হবে। বীজ একটু বড় হলেই চারা তুলে রোপণ করতে হবে। তবে বর্ষার আগে জমিতে এই চারা রোপন করা সব থেকে ভাল।
চারা একটু বড় হলে ওই চারা জমিতে রোপন করা হয়। চারা লাগানোর আগে জমিতে সঠিকভাবে জৈব সার দিতে হবে। বীজ একটু বড় হলেই চারা তুলে রোপণ করতে হবে। তবে বর্ষার আগে জমিতে এই চারা রোপন করা সব থেকে ভাল।
সাধনা সরকার জানান এই কর্পূর গাছ থেকে ফাল্গুন – চৈত্র মাসে ছোট ছোট সবুজাভ ফুল ফোটে। তারপর জাম আকৃতির ফল ও আসে। একটি গাছের ৫ থেকে ৬ বছর বয়সে গাছের পাতা ও ডাল কেটে কর্পূর উৎপাদন বাড়ানো যায়।
সাধনা সরকার জানান এই কর্পূর গাছ থেকে ফাল্গুন – চৈত্র মাসে ছোট ছোট সবুজাভ ফুল ফোটে। তারপর জাম আকৃতির ফল ও আসে। একটি গাছের ৫ থেকে ৬ বছর বয়সে গাছের পাতা ও ডাল কেটে কর্পূর উৎপাদন বাড়ানো যায়।
গাছ বিশেষজ্ঞ কুমুদ দেব জানান যেখানে এই কর্পূর গাছ যেখানে থাকবে সেখানে মশা মাছির উৎপাত হবে না। এছাড়াও এই গাছের পাতা বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়।
গাছ বিশেষজ্ঞ কুমুদ দেব জানান যেখানে এই কর্পূর গাছ যেখানে থাকবে সেখানে মশা মাছির উৎপাত হবে না। এছাড়াও এই গাছের পাতা বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয়।

পিয়া গুপ্তা