Tag Archives: CBSE Class 10 result

Harshaali Malhotra CBSE Result: ‘তুমি কি আদৌ স্কুলে যাও?’…নিন্দুকদের ‘ধন্যবাদ’ দিয়ে CBSE-র দশম শ্রেণীর পরীক্ষার রেজাল্ট জানাল হর্ষালী! কত পেল মুন্নি, জানুন

মুম্বই : ‘বজরঙ্গী ভাইজান’-এর মু্ন্নি এখন কিশোরী। এ বছর দশম শ্রেণীর গণ্ডিও পেরিয়ে গেল সে। দর্শকদের মনের মণিকোঠায় থাকা মুন্নি ওরফে হর্ষালী মালহোত্রা জানিয়েছে ক্লাস টেনের চূড়ান্ত পরীক্ষায় তার ফল। তবে রেজাল্ট জানানোর পাশাপাশি একটু খোঁচাও দিতে ছাড়েনি সলমন খানের সহ-শিশুশিল্পী। একটা ভিডিও পোস্ট করে সে তার তীব্র সমালোচকদের ধন্যবাদ জানিয়েছে। তার পর বলেছে দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর পেয়েছে।

‘তুমি কি আদৌ স্কুলে যাও?’ ‘তুমি ক্লাস টেনে পড়ো। ভাল করে না পড়লে ফেল করবে।’ ‘যদি কত্থক অনুশীলন চালিয়ে যাও, তাহলে ফেল করবে।’ ‘তুমি শুধু ইনস্টাগ্রাম রিলসই করো, নাকি লেখাপড়াও করো’? এই প্রশ্নগুলি উল্লেখ করে হর্ষালীর জবাব, ‘এই প্রশ্নগুলি করার জন্য ধন্যবাদ। আমি সিবিএসই বোর্ডে দশম শ্রেণীর পরীক্ষায় ৮৩ শতাংশ নম্বর পেয়েছি।’

 

পোস্টের ক্যাপশনে হর্ষালী লিখেছেন, ‘নাচের মুদ্রা নিখুঁত করা থেকে পড়াশোনায় ভাল করা-আমি কত্থক, অভিনয় এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পেরেছি। এবং রেজাল্ট? চমকে দেওয়ার মতো ৮৩ শতাংশ নম্বর! কে বলেছে একইসঙ্গে রিলস এবং রিয়েল দুনিয়ায় পা রাখা যায় না? যাঁরা আমাকে ভরসা করে পাশে ছিলেন তাঁদের হৃদয় থেকে উঠে আসা ধন্যবাদ জানালাম।’ এর পরই ভিডিওতে আসে তার ভাইরাল লাইন, ‘এবং আমি আমার সব হেটার্সকে ধন্যবাদ জানাতে চাই।’

আরও পড়ুন : দেখো রে নয়ন মেলে অভিনবের অভিনয়! কিন্তু কতটা জমল ফেলু মিত্তিরের মগজাস্ত্রের অভিযান?

 

মাত্র ৭ বছর বয়সে কবীর খানের পরিচালনায় ‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করেন হর্ষালী। স্ক্রিন শেয়ার করেন সলমন খান, করিনা কাপুর এবং নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে। ২০১৫ সালে ব্লকবাস্টার ছবি ছিল এটি। ছবির মুক্তির পর হর্ষালী সংবাদসংস্থাকে বলেছিল, ‘‘আমি অভিনয় করতে এবং গান করতে ভালবাসি। বড় হয়ে সলমন আঙ্কলের মতো তারকা হতে চাই।’’ সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও দারুণ জনপ্রিয়।

CBSE দশম শ্রেণীর ফল ঘোষিত, রেজাল্ট জানতে চেয়ে ফোন করা আত্মীয়দের নিয়ে মিম-এ মাতল নেট দুনিয়া

CBSE 10th Result 2020: #নয়াদিল্লি: দ্বাদশের পর আজ, ১৫ জুলাই দশম শ্রেণীর ফলাফল প্রকাশ করল CBSE৷ চলতি বছর CBSE দশম শ্রেণীর পরীক্ষায় বসেছিলেন প্রায় ১৮ লক্ষেরও বেশি পড়ুয়ারা। মোট পরীক্ষার্থীর ৯১.৪৬ শতাংশ পাশ করেছে বলে জানিয়েছে বোর্ড ৷ গত বছর অর্থাৎ ২০১৯ সালে দশম শ্রেণীতে পাশ করেছিলেন ৯১.১০ শতাংশ পড়ুয়া। চলতি বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৩.৩১ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। বিভিন্ন ওয়েবসাইট, আইভিআরএস, মোবাইল অ্যাপ ও এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ ত্রিবান্দ্রমে পাশের হার সবথেকে বেশি ৷ ত্রিবান্দ্রম থেকে পাশ করেছে ৯৯.২৮ শতাংশ পড়ুয়া।

cbse.nic.in, www.results.nic.in, www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা ৷ ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হলে সাইটে দেওয়া রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করে স্কুলের কোড ও রোল নম্বর দিয়ে চেক করা যাবে ফলাফল ৷

ফলাফল প্রকাশ হতেই রেজাল্ট জানতে চেয়ে ফোন করা আত্মীয়দের নিয়ে মিম-এ মাতল নেট দুনিয়া

পাশাপাশি স্কুলগুলির রেজিস্টার্ড ইমেল আইডি-তেও পড়ুয়াদের ফলাফল পাঠিয়ে দেওয়া হবে৷ এ ছাড়াও টেলিফোন বা মোবাইলে আইভিআরএস পদ্ধতিতে ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা৷ Microsoft SMS Organizer App, ডিজিলকার, উমঙ্গ, ডিজিরেজাল্টস-এর মতো বিভিন্ন অ্যাপেও ফলাফল জানা যাচ্ছে৷ CBSE 10th-এর ফলাফল জানার জন্য রোল নম্বর, জন্ম তারিখ, স্কুল নম্বর আর সেন্টার নম্বর লিখে পাঠিয়ে দিন 7738299899 নম্বরে। রেজাল্ট চলে আসবে আপনার ফোনে।