Tag Archives: chaiwala

Viral News: ইভেন্টে যোগ দেওয়ার জন্য ডলি চায়ওয়ালার পারিশ্রমিক শুনে চোখ কপালে উঠল ফুড ব্লগারের; যা বললেন নেটিজেনরা…

কলকাতাঃ মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে হায়দরাবাদে চা পরিবেশন করে ভাইরাল হয়ে গিয়েছিলেন নাগপুরের বিখ্যাত চা বিক্রেতা ডলি চায়ওয়ালা। তাঁর চা তৈরির ধরন এবং দুর্দান্ত অ্যাপিয়ারেন্স ডলি চায়ওয়ালাকে বিপুল জনপ্রিয়তা গিয়েছে। বিভিন্ন টক শো কিংবা অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাঁকে। তবে সম্প্রতি এক ফুড ব্লগার নিজের শোয়ে আমন্ত্রণ জানিয়েছেন ডলিকে। কিন্তু আসার জন্য তিনি যে বিপুল অর্থ দাবি করেছেন, সেটাই তুলে ধরেছেন ওই ফুড ব্লগার।

আরও পড়ুনঃ সারা বিশ্বে ৫ অক্টোবর, কিন্তু ভারতে কেন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়? জেনে নিন আসল সত‍্য

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন তৈয়ব ফখরুদ্দিন। ক্যাপশনে লেখা হয়েছে, “ডলি কি টাপরি নাগপুর-কে আমন্ত্রণ জানানোর নিজস্ব অভিজ্ঞতা এবং ডলি কত টাকা রোজগার করছেন, সেটা শেয়ার করছে একে ফুড ভ্লগ।” একে ফুড ভ্লগ চালান যে ফুড ব্লগার, তিনি বলেন যে, “আমি ডলি চায়ওয়ালাকে কুয়েতে ডাকার জন্য কল করেছিলাম। কিন্তু ওই ব্যক্তির প্রচুর চাহিদা। রীতিমতো আমার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।”

ওই ফুড ব্লগার বলে চলেন, আমি তো বলেছিলাম, “আপনি কি সিরিয়াস? আপনারা কি জানেন এই লোকটা মানে ডলি চায়ওয়ালা কত টাকা পারিশ্রমিক চান। ২০০০ দিনার। মানে ৫ লক্ষ টাকা। যা কুয়েত দিনার হিসেবে ২০০০ অথবা ২৫০০-এ দাঁড়াবে।” তিনি আরও বলেন, “এখানেই শেষ নয়, ২৫০০ কুয়েত দিনারের পাশাপাশি তাঁর সঙ্গে আসবেন আরও এক ব্যক্তি। যার জন্য বুক করতে হবে কোনও ৪ অথবা ৫ স্টার হোটেল। যদিও ডলি আমার সঙ্গে কথা বলেননি। তাঁর ম্যানেজারের সঙ্গে কথা হয়েছিল… আর একদিনের জন্য এটাই যথেষ্ট ছিল।”

 

View this post on Instagram

 

A post shared by Taiyab Fakhruddhn (@brewwithabdu)


ইনস্টাগ্রামে সম্প্রতিই শেয়ার করা হয়েছে ভিডিওটি। একদিনের মধ্যেই ভিউ ১৮.৭ মিলিয়ন পার করেছে। অনেকেই কমেন্ট সেকশনে নিজেদের মতামত প্রকাশ করেছেন। একজন নেটাগরিক লিখেছেন, “উনি বোধহয় ভেবেছেন, ডলি যেহেতু ভারতীয়, তাই তাঁকে শুষে নেওয়া যাবে। আমার মনে হয়, ৪-৫ স্টার হোটেল কি কোনও চাহিদা? আরে যখন আপনি কাউকে তাঁর দেশ থেকে আমন্ত্রণ জানাবেন, তখন এটা তো সামান্য সৌজন্য!” আর একজন আবার লিখেছেন, “আমার মনে হয় না, ৫ লক্ষ টাকা অনেক বেশি। আর ৫ স্টার হোটেলও ঠিকই আছে।”

আরও পড়ুনঃ ওজন কামনো থেকে ডায়াবেটিসকে ঘয়াল-পেঁপে একাই একশো! শুধু জানুন কখন খেলে সবচেয়ে বেশি উপকার মিলবে

অন্য এক নেটাগরিক লিখেছেন, “উনি এই পরিমাণ টাকা চাইতেই পারেন। তাঁর অতীত বিচার করতে যাবেন না। বর্তমানে ৪০ লক্ষেরও বেশি ফলোয়ার ডলির। আর উনি আপনাকে আমন্ত্রণ জানাতে বলেননি। বরং আপনি নিজে থেকেই সেটা করেছেন। আর আমি এটা বলছি কারণ আমার মনে হল, আপনি তাঁকে নিয়ে ঠাট্টা করছেন।” একই সুর শোনা গেল আরও একজন নেটিজেনের কথায়। তিনি বলেন, “এটা অবশ্যই তাঁর প্রাপ্য। যদি দশ লক্ষেরও বেশি ফলোয়ার থাকা ইনফ্লুয়েন্সাররা ৮-১০ লক্ষ টাকা দাবি করতে পারেন, তাহলে ডলি কেন করবেন না?” অন্য একজন আবার বললেন, “ভাই আসলে অন্য লোকের নাম নিয়ে ভিউ চাইছে। আসলে এটাই একটা নামের শক্তি। তাঁর ব্যাকগ্রাউন্ড যা-ই হোক না কেন!”