Tag Archives: Chandra Shekhar Ghosh

Bandhan Bank Q4 Results: মোট আমানতের পরিমাণ বৃদ্ধি, কমল নিট মুনাফা, দেওয়া হবে লভ্যাংশ; ত্রৈমাসিকের ফলাফল জানাল বন্ধন ব্যাঙ্ক

কলকাতা: ২০২৪-এর জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে ৫৪.৬২ কোটি টাকা নিট মুনাফা করল বন্ধন ব্যাঙ্ক। যা আগের বছরের ৮০৮.২৯ কোটি টাকার থেকে অনেকটাই কম। শুক্রবার এই পরিসংখ্যান জানিয়েছে ঋণদাতা সংস্থা। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (Q4FY24) ট্যাক্স পরবর্তী মুনাফা (PAT) দাঁড়িয়েছে ১,৭৭৪ কোটি টাকা। গত বছর (Q4 FY23) এই সময় যা ৭৩৫ কোটি টাকা ছিল।

পর্যালোচনাধীন ত্রৈমাসিকে ব্যাঙ্কের অর্জিত সুদ দাঁড়িয়েছে ৫,১৮৯.৩৪ টাকা। আগের বছর ছিল ৪,২৬৮.২৫ টাকা। ২০২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় পিএটি ক্রমিক ভিত্তিতে কমেছে। বন্ধন ব্যাঙ্ক শেয়ার প্রতি ১.৫০ টাকা লভ্যাংশ দেওয়ার ঘোষণাও করেছে।

আরও পড়ুন– মোট ব্যবসার পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি, বন্ধন ব্যাঙ্কের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত

এই ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট রাজস্ব দাঁড়িয়েছে ৩,৫৬০ কোটি টাকা। ২০২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ৩,১০১ কোটি টাকা ছিল। অর্থাৎ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে নিট সুদের আয় ২৮৬৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে ২,৪৭২ কোটি টাকা ছিল। এই খাতে প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।

এদিকে ত্রৈমাসিকে নিট সুদের মার্জিন (NIM) ছিল ৭.৬ শতাংশ। পুরো বছরে ৭.৩ শতাংশ। ত্রৈমাসিকে কস্ট-টু-ইনকাম অনুপাত ছিল ৪৮ শতাংশ।

অ্যাসেট কোয়ালিটি:

ব্যাঙ্কের গ্রস নন পারফর্মিং অ্যাসেট ২০২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের ৭ শতাংশের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে ৩.৮ শতাংশে উন্নীত হয়েছে। নিট এনপিএ ১.১ শতাংশ। ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত প্রভিশন কভারেজ রেশিও ছিল ৭১.৮ শতাংশ।

আরও পড়ুন– নেশার ঘোরে মাত্র ‘১০৫ টাকা’ দিয়ে কিনেছিলেন শস্যের গোলা; এখন সেটাই হয়ে উঠেছে এক দম্পতির সাধের আস্তানা

ব্যালেন্স শিট:

২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত মোট ব্যালেন্স শিটের আকার ছিল ১.৭৮ লক্ষ কোটি টাকা। ২০২৩-এর ৩১ মার্চ যা ছিল ১.৫৬ লক্ষ কোটি টাকা। অর্থাৎ ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ডিপোজিট:

২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত ১.৩৫ লক্ষ কোটি টাকার আমানত রয়েছে বন্ধন ব্যাঙ্কের। আগের বছর ১.০৮ লক্ষ কোটি টাকার আমানত ছিল। ইয়ার-অন-ইয়ারের ভিত্তিতে ২৫ শতাংশ ও কোয়ার্টার-অন-কোয়ার্টারের ভিত্তিতে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অ্যাডভান্স:

২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত মোট অ্যাডভান্স আগের বছরের ১.০৯ লক্ষ কোটি টাকার তুলনায় বেড়ে ১.২৫ লক্ষ কোটি টাকা হয়েছে। ইয়ার-অন-ইয়ারের ভিত্তিতে ১৪.৩ শতাংশ এবং কোয়ার্টার-অন-কোয়ার্টারের ভিত্তিতে ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত ব্যাঙ্কের ক্যাপিটাল অ্যাডিকোয়েসির অনুপাত ১৮.৩ শতাংশ ৷

Bandhan Bank Q4 Results: মোট ব্যবসার পরিমাণ ২০ শতাংশ বৃদ্ধি, বন্ধন ব্যাঙ্কের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশিত

কলকাতা: বন্ধন ব্যাঙ্ক ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের শুক্রবার ফলাফল ঘোষণা করেছে। ব্যাঙ্কের মোট ব্যবসা ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২.৬০ লক্ষ কোটি টাকা হয়েছে । মোট আমানতের মধ্যে ব্যাঙ্কের রিটেল ব্যবসার পরিমাণ প্রায় ৭০ শতাংশ। ডিস্ট্রিবিউশনের সম্প্রসারণ এবং অনুকূল পরিচালন পরিবেশের সঙ্গে ব্যাঙ্ক এই ত্রৈমাসিকে সুষম ব্যবসায়িক বৃদ্ধি পেতে সফল ।

চতুর্থ ত্রৈমাসিকে, বন্ধন ব্যাঙ্ক সারা দেশে মোট ৫০টি শাখা খুলেছে। বন্ধন ব্যাঙ্ক বর্তমানে ভারতে তাদের ৬,৩০০টি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে ৩.৩৫ কোটিরও বেশি গ্রাহকদের পরিষেবা দেয়। বর্তমানে বন্ধন ব্যাঙ্কে কর্মরত মোট কর্মচারীর সংখ্যা প্রায় ৭৬ হাজার।

আরও পড়ুন– চার ডিজিটের এই ১০ পিন হ্যাক করা বাঁ-হাতের খেলা ! সতর্ক হন এখনই, আপনিও হ্যাকারদের তালিকায় নেই তো?

২০২৩-২৪ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কে মোট আমানতের পরিমাণ বর্তমানে ১.৩৫ লক্ষ কোটি টাকা, অন্যদিকে মোট অ্যাডভান্স হল ১.২৫ লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট- CASA) অনুপাত দাঁড়িয়েছে ৩৭ শতাংশ। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৮.৩ শতাংশ যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।

আরও পড়ুন– বালি-সিমেন্ট নয়, গোবর-আমলা-চুন দিয়ে বাড়ি বানিয়েছেন কুমার বিশ্বাস! প্রচণ্ড গরমেও ঘর থাকে ঠান্ডা

আর্থিক ফলাফলের প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও চন্দ্র শেখর ঘোষ (Chandra Shekhar Ghosh, MD & CEO) বলেন, “বছরের এই শেষ ত্রৈমাসিক আমাদের ব্যবসায় গতি অর্জনের প্রমান। আমরা সমস্ত প্রধান প্যারামিটারে স্থিতিশীলতা এবং বৃদ্ধি অর্জন করেছি । এই ত্রৈমাসিকে ব্যাঙ্ক তার মূল নেতৃত্বকেও শক্তিশালী করেছে। বন্ধন ব্যাঙ্ক তার কর্মীদের অটল নিষ্ঠার উপর নির্মিত এবং গ্রাহকদের আস্থার কারণেই এই সাফল্য অর্জন করেছে। প্রযুক্তি, মানুষ এবং কর্ম পদ্ধতির প্রতি অবিচল নিষ্ঠা, বন্ধন ব্যাঙ্ক ২.০-এর বৃদ্ধির গতিপথকে চালিত করবে।’’

বন্ধন ব্যাঙ্ক তার রিটেল ব্যবসা বাড়ানোর সুস্পষ্ট উদ্দেশ্য নিয়ে অ্যাসেট ডাইভার্সিফিকেশন (Asset Diversification) উপর তার ফোকাস অব্যাহত রেখেছে। ব্যাঙ্ক উচ্চ উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে মনোনিবেশ করতে চায়। এটি গ্রাহকের সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি ঘটাতে সাহায্য করবে।

Chandra Shekhar Ghosh-Bandhan Bank: জুলাইতেই শেষ হচ্ছে মেয়াদ; বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও পদ থেকে অবসর ঘোষণা চন্দ্রশেখর ঘোষের

চলতি বছরের জুলাই মাসেই নিজের পদ থেকে অবসর নেবেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ। ৫ এপ্রিল, শুক্রবার এই কথা ঘোষণা করা হয়েছে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে। আরও জানা গিয়েছে যে, আগামী ৯ জুলাই, ২০২৪ তারিখে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার পদে মেয়াদ শেষ হচ্ছে তাঁর। এবার আরও ‘বৃহত্তর’ দায়িত্বে তাঁকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷
চলতি বছরের জুলাই মাসেই নিজের পদ থেকে অবসর নেবেন বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষ। ৫ এপ্রিল, শুক্রবার এই কথা ঘোষণা করা হয়েছে বন্ধন ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে। আরও জানা গিয়েছে যে, আগামী ৯ জুলাই, ২০২৪ তারিখে বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার পদে মেয়াদ শেষ হচ্ছে তাঁর। এবার আরও ‘বৃহত্তর’ দায়িত্বে তাঁকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷
চন্দ্রশেখর ঘোষ অবশ্য বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতাও বটে ৷ তিনি ভারতে আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগণ্য প্রবক্তাদের একজন। মাইক্রোফিনান্স এবং উন্নয়নের ক্ষেত্রে তাঁর প্রায় তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর, ২০২৩ সালে তিন বছরের জন্য ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসেবে পুনর্বহাল করার অনুমোদন আসে ব্যাঙ্কের বোর্ডের তরফে।
চন্দ্রশেখর ঘোষ অবশ্য বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতাও বটে ৷ তিনি ভারতে আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগণ্য প্রবক্তাদের একজন। মাইক্রোফিনান্স এবং উন্নয়নের ক্ষেত্রে তাঁর প্রায় তিরিশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর, ২০২৩ সালে তিন বছরের জন্য ব্যাঙ্কের এমডি এবং সিইও হিসেবে পুনর্বহাল করার অনুমোদন আসে ব্যাঙ্কের বোর্ডের তরফে।
রেগুলেটরি ফাইলিংয়ে অ্যাটাচ করা পদত্যাগের চিঠিতে চন্দ্রশেখর ঘোষ বলেন, “প্রায় এক দশক ধরে ব্যাঙ্কের কার্য পরিচালনা করেছি। সেই সঙ্গে টানা তিন বছর বছরের মেয়াদে এমডি এবং সিইও থেকেছি। তবে এখন আমি মনে করি যে, এবার আমার জন্য বন্ধন গ্রুপ স্তরে একটি বৃহত্তর কৌশলগত ভূমিকা গ্রহণ করার সময় এসে গিয়েছে। তাই এমডি এবং সিইও হিসাবে আমার বর্তমান মেয়াদের শেষে অর্থাৎ ৯ জুলাই, ২০২৪ তারিখে বন্ধন ব্যাঙ্কের পরিষেবা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
রেগুলেটরি ফাইলিংয়ে অ্যাটাচ করা পদত্যাগের চিঠিতে চন্দ্রশেখর ঘোষ বলেন, “প্রায় এক দশক ধরে ব্যাঙ্কের কার্য পরিচালনা করেছি। সেই সঙ্গে টানা তিন বছর বছরের মেয়াদে এমডি এবং সিইও থেকেছি। তবে এখন আমি মনে করি যে, এবার আমার জন্য বন্ধন গ্রুপ স্তরে একটি বৃহত্তর কৌশলগত ভূমিকা গ্রহণ করার সময় এসে গিয়েছে। তাই এমডি এবং সিইও হিসাবে আমার বর্তমান মেয়াদের শেষে অর্থাৎ ৯ জুলাই, ২০২৪ তারিখে বন্ধন ব্যাঙ্কের পরিষেবা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন যে, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রায় ৯ বছরে বন্ধন ব্যাঙ্কের ভাণ্ডারে গত ৩১ মার্চ, ২০২৪ তারিখের হিসেব অনুযায়ী, ১.৩৫ লক্ষ কোটি টাকা ডিপোজিট হিসেবে এবং ১.২৮ লক্ষ কোটি টাকা অ্যাডভান্স হিসাবে জমা পড়েছে। ইয়ার-অন-ইয়ার গ্রোথও হয়েছে খুবই ভাল।
তিনি আরও বলেন যে, চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রায় ৯ বছরে বন্ধন ব্যাঙ্কের ভাণ্ডারে গত ৩১ মার্চ, ২০২৪ তারিখের হিসেব অনুযায়ী, ১.৩৫ লক্ষ কোটি টাকা ডিপোজিট হিসেবে এবং ১.২৮ লক্ষ কোটি টাকা অ্যাডভান্স হিসাবে জমা পড়েছে। ইয়ার-অন-ইয়ার গ্রোথও হয়েছে খুবই ভাল।
চন্দ্রশেখর ঘোষের বক্তব্য, “এই মুহূর্তে এই ব্যাঙ্কের পরিবারে রয়েছেন ৩ কোটি ঋণগ্রহীতা এবং ডিপোজিটর। আর রয়েছেন প্রায় ৭৫০০০ কর্মীও। যাঁরা আমার নেতৃত্ব বা পরিচালনায় ব্যাঙ্কের প্রতি আস্থা আর ভরসা রেখেছেন, তাঁদের প্রত্যেকের প্রতিই আমি ঋণী।”
চন্দ্রশেখর ঘোষের বক্তব্য, “এই মুহূর্তে এই ব্যাঙ্কের পরিবারে রয়েছেন ৩ কোটি ঋণগ্রহীতা এবং ডিপোজিটর। আর রয়েছেন প্রায় ৭৫০০০ কর্মীও। যাঁরা আমার নেতৃত্ব বা পরিচালনায় ব্যাঙ্কের প্রতি আস্থা আর ভরসা রেখেছেন, তাঁদের প্রত্যেকের প্রতিই আমি ঋণী।”
তিনি আরও যোগ করেন, “একটি দক্ষ নেতৃত্বস্থানীয় দলের হাতে এই শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি রেখে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। এঁদের মধ্যে অনেকেই একই দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ ভাগ করে নিয়ে একটার পর একটা ইট সাজিয়ে সংগঠন গড়ে তোলার কাজে আমার পাশে থেকেছেন। বন্ধন ব্যাঙ্ক সব সময় আমার মনে একটি বিশেষ স্থান জুড়ে থেকে যাবে। আর ব্যাঙ্ক-কে যে কোনও সাহায্য করা কিংবা পরামর্শ দেওয়ার জন্য আমি সর্বদা উপলব্ধ থাকব।” প্রসঙ্গত, ৫ এপ্রিল বন্ধন ব্যাঙ্কের শেয়ার বিএসই-তে ০.৩৫ শতাংশ কমে ১৯৭.৪০ টাকায় ক্লোজ হয়েছে।
তিনি আরও যোগ করেন, “একটি দক্ষ নেতৃত্বস্থানীয় দলের হাতে এই শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি রেখে যেতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। এঁদের মধ্যে অনেকেই একই দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ ভাগ করে নিয়ে একটার পর একটা ইট সাজিয়ে সংগঠন গড়ে তোলার কাজে আমার পাশে থেকেছেন। বন্ধন ব্যাঙ্ক সব সময় আমার মনে একটি বিশেষ স্থান জুড়ে থেকে যাবে। আর ব্যাঙ্ক-কে যে কোনও সাহায্য করা কিংবা পরামর্শ দেওয়ার জন্য আমি সর্বদা উপলব্ধ থাকব।” প্রসঙ্গত, ৫ এপ্রিল বন্ধন ব্যাঙ্কের শেয়ার বিএসই-তে ০.৩৫ শতাংশ কমে ১৯৭.৪০ টাকায় ক্লোজ হয়েছে।