Tag Archives: Chandrabindoo

চন্দ্রবিন্দু-কে সঙ্গে নিয়ে চলুন! এবার পোশাকে থাকুক গানের মজা

বাংলা ব্যান্ডগুলির মধ্যে অন্যতম চন্দ্রবিন্দু৷ এই ব্যান্ডের গান বাঙালির খুবই প্রিয়৷ চন্দ্রবিন্দুর প্রায় সব গানই অত্যন্ত জনপ্রিয়৷ যেমন গানের সুর, তেমনই কথার ধার! একবার শুনলে ভোলা মুশকিল৷ বারবার গুনগুন করতে ইচ্ছে করে৷ তা সে জুজু হোক বা মন, এটা তোমার গান, ভিনদেশী তারা, এভাবেও ফিরে আসা যায়, এমন নানা গান উল্লেখযোগ্য৷
বাংলা ব্যান্ডগুলির মধ্যে অন্যতম চন্দ্রবিন্দু৷ এই ব্যান্ডের গান বাঙালির খুবই প্রিয়৷ চন্দ্রবিন্দুর প্রায় সব গানই অত্যন্ত জনপ্রিয়৷ যেমন গানের সুর, তেমনই কথার ধার! একবার শুনলে ভোলা মুশকিল৷ বারবার গুনগুন করতে ইচ্ছে করে৷ তা সে জুজু হোক বা মন, এটা তোমার গান, ভিনদেশী তারা, এভাবেও ফিরে আসা যায়, এমন নানা গান উল্লেখযোগ্য৷
এবার চন্দ্রবিন্দু আপনার পোশাকে! অর্থাৎ টি-শার্ট থাকবে চন্দ্রবিন্দুর বিশেষ বিশেষ গানের উল্লেখ৷ আপনি এই ব্যান্ডের ফ্যান, তা সর্বসমক্ষে জানাতে পারবেন৷ বা কোনও চন্দ্রবিন্দু ভক্ত বন্ধুদেরও করতে পারবেন গিফট৷

এবার চন্দ্রবিন্দু আপনার পোশাকে! অর্থাৎ টি-শার্ট থাকবে চন্দ্রবিন্দুর বিশেষ বিশেষ গানের উল্লেখ৷ আপনি এই ব্যান্ডের ফ্যান, তা সর্বসমক্ষে জানাতে পারবেন৷ বা কোনও চন্দ্রবিন্দু ভক্ত বন্ধুদেরও করতে পারবেন গিফট৷
এই সুযোগ নিয়ে এসেছে জিপ মেমোরিজ(zip memories.com)৷ চন্দ্রবিন্দু ব্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছে এই সংস্থা৷ এর আগে নানা টি-শার্টে অনেক ধরনের ডিজাইন নিয়ে এসেছে তাঁরা৷ এবার এটা তাঁদের নতুন কাজ৷
এই সুযোগ নিয়ে এসেছে জিপ মেমোরিজ(zipmemories.com)৷ চন্দ্রবিন্দু ব্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছে এই সংস্থা৷ এর আগে নানা টি-শার্টে অনেক ধরনের ডিজাইন নিয়ে এসেছে তাঁরা৷ এবার এটা তাঁদের নতুন কাজ৷
এই নিয়ে চন্দ্রবিন্দু ব্যান্ডের গায়ক উপল জানিয়েছেন যে তাঁদের গানের মধ্যে স্যাটায়ার, মজার ব্যাপার রয়েছে৷ এই টিশার্ট গুলোও সেভাবেই ডিজাইন করা হয়েছে৷ যা দেখে মনে হবে চন্দ্রবিন্দুর অ্যালবামের কভার পেজ৷ টি-শার্টগুলোর মধ্যের খুব আধুনিকর ছোঁয়া রয়েছে, সঙ্গে খুবই ঝলমলে, যা চন্দ্রবিন্দুর গানের সঙ্গে মেলে৷ তাই ফ্যানেরা খুব রিলেট করতে পারবে৷
এই নিয়ে চন্দ্রবিন্দু ব্যান্ডের গায়ক উপল জানিয়েছেন যে তাঁদের গানের মধ্যে স্যাটায়ার, মজার ব্যাপার রয়েছে৷ এই টিশার্ট গুলোও সেভাবেই ডিজাইন করা হয়েছে৷ যা দেখে মনে হবে চন্দ্রবিন্দুর অ্যালবামের কভার পেজ৷ টি-শার্টগুলোর মধ্যের খুব আধুনিকর ছোঁয়া রয়েছে, সঙ্গে খুবই ঝলমলে, যা চন্দ্রবিন্দুর গানের সঙ্গে মেলে৷ তাই ফ্যানেরা খুব রিলেট করতে পারবে৷
চন্দ্রবিন্দুর মতো এই টি-শার্টও অত্যন্ত আধুনিক৷ এই নিয়েও বক্তব্য রাখেন গায়ক উপল৷ তিনি বলেন আধুনিকতা মানে যদি নানা বিষয় নিয়ে পরীক্ষা নিরিক্ষা হয়, তাহলে চন্দ্রবিন্দু খুবই আধুনিক৷ নানা বিষয় নিয়ে চন্দ্রবিন্দুর গান লিখেছে, এবং সুরেও রয়েছে নানা ধরনের পরীক্ষা নিরিক্ষা৷ চন্দ্রবিন্দুর যারা মেম্বার রয়েছেন যেমন উপল, অনিন্দ্য, সুরজিৎ, চন্দ্রিল সবাই অন্য কিছু কাজের সঙ্গে যুক্ত৷ গানের বাইরেও তাঁদের মধ্যে কেউ লেখেন, কেউ আঁকতে, কেউ ছবি বানাতে ভালবাসেন৷ পছন্দ করেন৷ এভাবে যদি কেউ বলেন টিশার্ট ডিজাইনও নতুন একটি বিষয়, যা চন্দ্রবিন্দুর সঙ্গে খুবই মানানসই৷

চন্দ্রবিন্দুর মতো এই টি-শার্টও অত্যন্ত আধুনিক৷ এই নিয়েও বক্তব্য রাখেন গায়ক উপল৷ তিনি বলেন আধুনিকতা মানে যদি নানা বিষয় নিয়ে পরীক্ষা নিরিক্ষা হয়, তাহলে চন্দ্রবিন্দু খুবই আধুনিক৷ নানা বিষয় নিয়ে চন্দ্রবিন্দুর গান লিখেছে, এবং সুরেও রয়েছে নানা ধরনের পরীক্ষা নিরিক্ষা৷ চন্দ্রবিন্দুর যারা মেম্বার রয়েছেন যেমন উপল, অনিন্দ্য, সুরজিৎ, চন্দ্রিল সবাই অন্য কিছু কাজের সঙ্গে যুক্ত৷ গানের বাইরেও তাঁদের মধ্যে কেউ লেখেন, কেউ আঁকতে, কেউ ছবি বানাতে ভালবাসেন৷ পছন্দ করেন৷ এভাবে যদি কেউ বলেন টিশার্ট ডিজাইনও নতুন একটি বিষয়, যা চন্দ্রবিন্দুর সঙ্গে খুবই মানানসই৷
তাহলে আর দেরি কেন৷ এখনই অনলাইনে অর্ডার করে পরে নিন আপনার প্রিয় ব্যান্ডের পোশাক!
তাহলে আর দেরি কেন৷ এখনই অনলাইনে অর্ডার করে পরে নিন আপনার প্রিয় ব্যান্ডের পোশাক!

চৈত্রশেষের রাতে ‘চন্দ্রবিন্দু’-হত…! অভিদীপ্তা আবাসনে বঙ্গ মেজাজে বর্ষবরণ, মেধায়-সুরে আট থেকে আশির ‘মন’ ছুঁয়ে দিল বাংলা ব্যান্ড 

কলকাতা: খটখটে গরম। হাওয়ার লেশ মাত্র ছিল না। ৩৩-৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে সেলসিয়াসের পারদ। এল নিনো দাপট আর চেনা চৈত্রের চালচিত্র ঠিক যেমন ছিল গত কয়েকদিন। আকাশে কোথাও যেন একটা মেঘ আছে, কিন্তু বৃষ্টি নেই। তবুও সেজে উঠেছিল অভিদীপ্তা আবাসন।

সবুজ-নীল-বেগুনি রং চুইয়ে পড়েছিল আকাশছোঁয়া বাড়িগুলোর দেওয়াল থেকে। গোটা আবাসন চত্বর যেন হঠাৎ এক অচেনা ক্যানভাস। আলো জ্বলেছিল। মঞ্চ তৈরি ছিল। আর সন্ধ্যা নামতেই একটু একটু করে ভরে গিয়েছিল চেয়ারগুলো। আর তারপরের দুটো ঘণ্টা যেন ম্যাজিক। অদ্ভুত এক ইন্দ্রজালে মাতিয়ে দিল ‘চন্দ্রবিন্দু’। হাওয়া দিয়েছিল শিরশিরানি, হাওয়া দিয়েছিল ডানা…

বাংলা ব্যান্ডের গানের জগতে পা রেখে নয় নয় করে আড়াই দশক ছুঁয়ে ফেলেছে নিজেদের স্বাতন্ত্র রাখা গানের দল চন্দ্রবিন্দু। ‘চন্দ্রবিন্দু’ মানেই গানের কথায় বুদ্ধির ঝলক, লিরিক্স জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা হালকা ফুলকা সারক্যাজম, আবার চন্দ্রবিন্দু মানেই কলেজ জীবনের নস্ট্যালজিয়া, মধ্যবিত্ত ভীরু প্রেমের মন কেমন। মঞ্চে উপল অনিন্দ্য আর বাকি চন্দ্রবিন্দুদের যোগ্য সঙ্গতে মিনিট দশেকেই ছুমন্তর! মন্ত্রমুগ্ধ অভিদীপ্তা।

 

‘দুধ না খেলে হবে না ভাল ছেলে’ শুনে কখনও দস্যিপনা ছেড়ে নাচে-নাটুকেপনায় আদর কেড়ে নিল খুদের দল আবার কখনও সোহাগের সাম্পানে ভেসে গেল এক আদরের নৌকো… গলা মেলালেন ষাটোর্দ্ধরাও। ‘বন্ধু চল থেকে সুইটহার্ট কার কার যে হৃদয় বিঁধল গুনে বলা বড় মুশকিল। ‘ভিনদেশী তারা’র ‘মৌন মুখর প্রেম’ একুশ তলার অদেখা তরুণীকেও কী ভাবে ছুঁয়ে গেল..? ঠিক কোন জাদুকাঠিতে…? টের পাওয়া গেল না।

সবমিলিয়ে চন্দ্রবিন্দুর গানের বৃষ্টিধারায় ভিজে বর্ষবরণের ষোলো কলা পূর্ণ মন নিয়ে নববর্ষ ১৪৩১ এর ‘শুভ’ সকালের নতুন শুরুর স্বপ্ন বুকে ঘুমোতে গেল অচেনা এক উৎসবমুখী অভিদীপ্তা।