Tag Archives: Chankya Niti

Chanakya Niti: একেবারে মোহিত হয়ে গেছেন! কিন্তু এই ধরনের মহিলারা কখনই সুখের সংসার গড়ে তোলেন না, ফলে একদম বিয়ে করবেন না এই মহিলাদের

Chanakya Niti:  চাণক্যের কূটনীতির জ্ঞান বহু শত বছর পরেও আজও প্রাসঙ্গিক৷ তাঁর সেই সব নীতি এখনও একই ভাবে প্রযোজ্য হয় রাষ্ট্র শাসনের ক্ষেত্রে৷ তবে শুধুমাত্র সেই বিষয় নিয়েই কি চাণক্য নিজের জ্ঞানের প্রকাশ সর্ব সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন নাকি? না তা নয়৷ বরং জীবনে বিভিন্ন ছোটখাটো থেকে বড় ঘটনা নিয়েও নিজের অভিমত ব্যক্ত করেছিলেন তিনি৷ তাঁর মধ্যে একটি হল কী রকমভাবে নারী নির্বাচন করবেন পুরুষরা৷ Photo- Representative
Chanakya Niti:  চাণক্যের কূটনীতির জ্ঞান বহু শত বছর পরেও আজও প্রাসঙ্গিক৷ তাঁর সেই সব নীতি এখনও একই ভাবে প্রযোজ্য হয় রাষ্ট্র শাসনের ক্ষেত্রে৷ তবে শুধুমাত্র সেই বিষয় নিয়েই কি চাণক্য নিজের জ্ঞানের প্রকাশ সর্ব সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন নাকি? না তা নয়৷ বরং জীবনে বিভিন্ন ছোটখাটো থেকে বড় ঘটনা নিয়েও নিজের অভিমত ব্যক্ত করেছিলেন তিনি৷ তাঁর মধ্যে একটি হল কী রকমভাবে নারী নির্বাচন করবেন পুরুষরা৷ Photo- Representative
স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাসা, বিশ্বাস  দুই খুব দামী অনুভূতি৷ এই সম্পর্কে পুরো জীবনে একে অপরকে ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাসা, বিশ্বাস  দুই খুব দামী অনুভূতি৷ এই সম্পর্কে পুরো জীবনে একে অপরকে ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
যাঁকে ভাবী স্ত্রী হিসেবে নির্বাচন করছেন তাঁর একটি গুণ অতি অবশ্যই থাকতে হবে৷ সেটা হল বিশ্বাসযোগ্যতা৷  ভাবী স্ত্রী হিসেবে যাঁকে দেখছেন তাঁর যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, এবং সে কথা নানাভাবে ঘুরিয়ে বলে তাহলে সেই ধরণের মহিলা ভাল জীবনসঙ্গী হতে পারেন না৷ Photo- Representative
যাঁকে ভাবী স্ত্রী হিসেবে নির্বাচন করছেন তাঁর একটি গুণ অতি অবশ্যই থাকতে হবে৷ সেটা হল বিশ্বাসযোগ্যতা৷  ভাবী স্ত্রী হিসেবে যাঁকে দেখছেন তাঁর যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, এবং সে কথা নানাভাবে ঘুরিয়ে বলে তাহলে সেই ধরণের মহিলা ভাল জীবনসঙ্গী হতে পারেন না৷ Photo- Representative
বিয়ের জন্য এমন মহিলা বাছবেন না যাঁর নিজেদের সৌন্দর্য্য নিয়ে অত্যন্ত দম্ভ বোধ করেন৷ চাণক্যের মতে বিয়ের জন্য সুন্দরী মেয়ে কোনও প্রয়োজনী হতে পারেন না৷ তাঁর মতে কোনও মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে মনটা খুব গুরুত্বপূর্ণ৷ সুন্দরী মেয়েরা সাধারণত ভাল স্ত্রী হন না৷ Photo- Representative
বিয়ের জন্য এমন মহিলা বাছবেন না যাঁর নিজেদের সৌন্দর্য্য নিয়ে অত্যন্ত দম্ভ বোধ করেন৷ চাণক্যের মতে বিয়ের জন্য সুন্দরী মেয়ে কোনও প্রয়োজনী হতে পারেন না৷ তাঁর মতে কোনও মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে মনটা খুব গুরুত্বপূর্ণ৷ সুন্দরী মেয়েরা সাধারণত ভাল স্ত্রী হন না৷ Photo- Representative
রহস্য ঘেরা এবং ফিসফিস করে কথা বলেন যাঁরা তাঁদের মন পরিষ্কার হয় না এমনটাই মনে করেন চাণক্য৷ তাঁর মতে একটু রহস্যময়ী নারীর নিজেদের নিয়ে এত স্তরে স্তরে রাখেন যে আসল মানুষটার তল পাওয়া হয় না৷ ফলে এই ধরণের মহিলারা কখনই ভাল ঘরণী হতে পারেন না বলেই ধারণা চাণক্যের৷ Photo- Representative
রহস্য ঘেরা এবং ফিসফিস করে কথা বলেন যাঁরা তাঁদের মন পরিষ্কার হয় না এমনটাই মনে করেন চাণক্য৷ তাঁর মতে একটু রহস্যময়ী নারীর নিজেদের নিয়ে এত স্তরে স্তরে রাখেন যে আসল মানুষটার তল পাওয়া হয় না৷ ফলে এই ধরণের মহিলারা কখনই ভাল ঘরণী হতে পারেন না বলেই ধারণা চাণক্যের৷ Photo- Representative
এছাড়াও যে মহিলার খুবই মুখরা হন তাঁদের নিয়েও গার্হস্থ্য জীবন সাজানো উচিত নয়৷ মহিলাদের বাক্যের ক্ষেত্রে একটু শান্ত -সংযত হওয়ার কথাই বলতেন চাণক্য৷ ফলে যে মহিলারা খুবই উচ্চগলায় এবং কড়া ভাষায় কথা বলে তাঁদের নিয়ে দাম্পত্য জীবন সুখের হয় না৷ Photo- Representative
এছাড়াও যে মহিলার খুবই মুখরা হন তাঁদের নিয়েও গার্হস্থ্য জীবন সাজানো উচিত নয়৷ মহিলাদের বাক্যের ক্ষেত্রে একটু শান্ত -সংযত হওয়ার কথাই বলতেন চাণক্য৷ ফলে যে মহিলারা খুবই উচ্চগলায় এবং কড়া ভাষায় কথা বলে তাঁদের নিয়ে দাম্পত্য জীবন সুখের হয় না৷ Photo- Representative
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে। Photo- Representative
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে। Photo- Representative
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুন স্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুন স্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative

 

 

Chanakya Niti: পুরুষদের নিজেদের কিছু সামাণ্য ভুলে দ্রুত হাতছাড়া হয় যৌবন, আপনি সেই ভুল করছেন না তো

Chanakya Niti: চাণক্যের কূটনীতি নিয়ে সারা পৃথিবী এখনও তাঁকে কুর্নিশ করে৷ তাঁর বিভিন্ন সূত্র আজও একইভাবে প্রাসঙ্গিক৷ তবে তিনি শুধু দেশ রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতি নিয়েই কথা বলেছেন তা নয়, তিনি মানুষের রোজকার জীবনে চলার পথের বিভিন্ন পরিস্থিতিকে সামালানোর জন্যেও পরামর্শ দিয়েছেন৷ Photo- Representative
Chanakya Niti: চাণক্যের কূটনীতি নিয়ে সারা পৃথিবী এখনও তাঁকে কুর্নিশ করে৷ তাঁর বিভিন্ন সূত্র আজও একইভাবে প্রাসঙ্গিক৷ তবে তিনি শুধু দেশ রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতি নিয়েই কথা বলেছেন তা নয়, তিনি মানুষের রোজকার জীবনে চলার পথের বিভিন্ন পরিস্থিতিকে সামালানোর জন্যেও পরামর্শ দিয়েছেন৷ Photo- Representative
পুরুষদের পৌরুষ কতদিন দীর্ঘস্থায়ী হবে তার অনেকটাই নির্ভর করে পুরুষদের জীবনচর্যার উপর৷ এমনটাই মত চাণক্যের৷ Photo- Representative
পুরুষদের পৌরুষ কতদিন দীর্ঘস্থায়ী হবে তার অনেকটাই নির্ভর করে পুরুষদের জীবনচর্যার উপর৷ এমনটাই মত চাণক্যের৷ Photo- Representative
ছেলেদের রোজকার জীবনের একটি কাজ যা তাঁরা করেই থাকেন তার জেরে ভুগতে হতে পারে৷ এমনকি যৌবনও ফাঁকি দিয়ে চলে যায় এই ভুলের জন্যে৷ Photo- Representative
ছেলেদের রোজকার জীবনের একটি কাজ যা তাঁরা করেই থাকেন তার জেরে ভুগতে হতে পারে৷ এমনকি যৌবনও ফাঁকি দিয়ে চলে যায় এই ভুলের জন্যে৷ Photo- Representative
সময়ের আগেই অনেক সময়ে বুড়িয়ে যান পুরুষরা৷ চাণক্যের মতে যাঁরা অনেক হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন, তাঁরাই তাড়াতাড়ি যৌবন হারিয়ে ফেলেন৷ Photo- Representative
সময়ের আগেই অনেক সময়ে বুড়িয়ে যান পুরুষরা৷ চাণক্যের মতে যাঁরা অনেক হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন, তাঁরাই তাড়াতাড়ি যৌবন হারিয়ে ফেলেন৷ Photo- Representative
তাই চাণক্যের পরামর্শ অনুসারে যৌবন হাতের মুঠোয় ধরে রাখতে অত্যধিক হাঁটাহাঁটি এড়িয়ে চলুন৷ Photo- Representative
তাই চাণক্যের পরামর্শ অনুসারে যৌবন হাতের মুঠোয় ধরে রাখতে অত্যধিক হাঁটাহাঁটি এড়িয়ে চলুন৷ Photo- Representative
যদি অনেকটা দূরে কোনও জায়গা হয় তাহলে সেই দূরত্ব হেঁটে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়াই উচিত৷ কোনওরকম যানবাহনে চেপে তবেই সেই দূরত্ব পাড় করা উচিত৷ Photo- Representative
যদি অনেকটা দূরে কোনও জায়গা হয় তাহলে সেই দূরত্ব হেঁটে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়াই উচিত৷ কোনওরকম যানবাহনে চেপে তবেই সেই দূরত্ব পাড় করা উচিত৷ Photo- Representative
বৈজ্ঞানিক মতে এর ব্যাখ্যা রয়েছে৷ বেশি হাঁটলে অত্যধিক পরিশ্রম হয়৷ একদিকে যেমন অত্যধিক হাঁটলে টিস্যু ড্যামেজ হতে পারে৷ তেমনিই ত্বকের ক্ষতিও এড়িয়ে চলা যায় না৷ রোদে স্কিন বার্ন হয়ে যায়৷ Photo- Representative
বৈজ্ঞানিক মতে এর ব্যাখ্যা রয়েছে৷ বেশি হাঁটলে অত্যধিক পরিশ্রম হয়৷ একদিকে যেমন অত্যধিক হাঁটলে টিস্যু ড্যামেজ হতে পারে৷ তেমনিই ত্বকের ক্ষতিও এড়িয়ে চলা যায় না৷ রোদে স্কিন বার্ন হয়ে যায়৷ Photo- Representative
পুরুষদের যৌবনের সঙ্গে চাণক্য রঙ উঠে যাওয়া কাপড়ের তুলনা করেছেন৷ রোদে বেশিক্ষণ কাপড় শুকোতে দিলে তার রঙ জ্বলে যায়৷ ঠিক তেমনিই যে পুরুষরা অত্যধিক পরিশ্রম করেন তাঁদের যৌবন দ্রুত টাটা বাই বাই করে চলে যায়৷ Photo- Representative
পুরুষদের যৌবনের সঙ্গে চাণক্য রঙ উঠে যাওয়া কাপড়ের তুলনা করেছেন৷ রোদে বেশিক্ষণ কাপড় শুকোতে দিলে তার রঙ জ্বলে যায়৷ ঠিক তেমনিই যে পুরুষরা অত্যধিক পরিশ্রম করেন তাঁদের যৌবন দ্রুত টাটা বাই বাই করে চলে যায়৷ Photo- Representative
চাণক্যের পরামর্শ মতো ঘোড়াকে বেশিক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখলে তাদের  আয়ুক্ষয় হয়৷ অর্থাৎ সব প্রাণীদের জন্যেই বেশিক্ষণে রোদে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যের জন্য ভাল হয় না৷ Disclaimer- এই প্রতিবেদন  News 18 Bangla -র নিজস্ব মতামত নয়, সঠিক পরামর্শ পেতে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন৷
চাণক্যের পরামর্শ মতো ঘোড়াকে বেশিক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখলে তাদের  আয়ুক্ষয় হয়৷ অর্থাৎ সব প্রাণীদের জন্যেই বেশিক্ষণে রোদে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যের জন্য ভাল হয় না৷ Disclaimer- এই প্রতিবেদন  News 18 Bangla -র নিজস্ব মতামত নয়, সঠিক পরামর্শ পেতে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন৷