Tag Archives: Chanakya Neeti

Chanakya Niti: আপনার স্বামী বা বয়ফ্রেন্ড আদৌ আপনার প্রতি বিশ্বাসযোগ্য, চাণক্য বলেছেন সঠিক মানুষ চিনে নেওয়ার উপায়

Chanakya Niti: আচার্য চাণক্য জীবনের নানা বিষয়ে আলোকপাত করেছেন। পাশাপাশি তিনি সেই জীবনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিশেষ অভিজ্ঞ পরামর্শও দিয়েছেন যা মানুষের জীবনে চলার ক্ষেত্রে কাজে লাগে৷ তিনি দাম্পত্য অর্থাৎ স্বামী -স্ত্রীর সম্পর্ক নিয়েও কথা বলেছেন৷ তাঁর মতে স্বামী ও স্ত্রী- একে অপরকে পরিপূরণ করে৷ তাঁরা একে অপরকে শারীরিক ও মানসিক রূপে সঙ্গ দেন৷ Photo- Represnetative
Chanakya Niti: আচার্য চাণক্য জীবনের নানা বিষয়ে আলোকপাত করেছেন। পাশাপাশি তিনি সেই জীবনের বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিশেষ অভিজ্ঞ পরামর্শও দিয়েছেন যা মানুষের জীবনে চলার ক্ষেত্রে কাজে লাগে৷ তিনি দাম্পত্য অর্থাৎ স্বামী -স্ত্রীর সম্পর্ক নিয়েও কথা বলেছেন৷ তাঁর মতে স্বামী ও স্ত্রী- একে অপরকে পরিপূরণ করে৷ তাঁরা একে অপরকে শারীরিক ও মানসিক রূপে সঙ্গ দেন৷ Photo- Represnetative
আচার্য চাণক্যকে একজন মহান দার্শনিক ও চিন্তাবিদ হিসেবে পাওয়া যায়৷  তিনি জীবনযাপনের বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে দিয়েছিলেন। একজন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ইত্যাদির আচরণ কেমন হওয়া উচিত এবং তাঁদের সকলের কর্তব্য ও অধিকার কী হওয়া উচিত তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। Photo- Represnetative
আচার্য চাণক্যকে একজন মহান দার্শনিক ও চিন্তাবিদ হিসেবে পাওয়া যায়৷  তিনি জীবনযাপনের বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করে দিয়েছিলেন। একজন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, সমাজ ইত্যাদির আচরণ কেমন হওয়া উচিত এবং তাঁদের সকলের কর্তব্য ও অধিকার কী হওয়া উচিত তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। Photo- Represnetative
আচার্য চাণক্য বিবাহের রীতিকে সমাজের সুষ্ঠু গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছিলেন। এছাড়াও বিয়ে করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত? বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে একজন পুরুষ এবং একজন মহিলার কী কী গুণাবলী থাকা উচিত তা বিশদভাবে তিনি তাঁর নীতি নির্ধারক দর্শনে বলে দিয়েছেন৷ Photo- Represnetative
আচার্য চাণক্য বিবাহের রীতিকে সমাজের সুষ্ঠু গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছিলেন। এছাড়াও বিয়ে করার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত? বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে একজন পুরুষ এবং একজন মহিলার কী কী গুণাবলী থাকা উচিত তা বিশদভাবে তিনি তাঁর নীতি নির্ধারক দর্শনে বলে দিয়েছেন৷ Photo- Represnetative
যেমন তিনি মহিলাদের বিয়ের জন্য বাছাই করার জন্য বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য বলেছেন ঠিক তেমনই কোন পুরুষকে জীবনসঙ্গী করবেন তাঁকে নিয়েও কথা বলেছেন৷
যেমন তিনি মহিলাদের বিয়ের জন্য বাছাই করার জন্য বিভিন্ন চরিত্রের বৈশিষ্ট্য বলেছেন ঠিক তেমনই কোন পুরুষকে জীবনসঙ্গী করবেন তাঁকে নিয়েও কথা বলেছেন৷
যে সব পুরুষদের মাথায় নারীদের নিয়ে খারাপ চিন্তা আসে তাঁরা কখনই ভাল হন না৷
যে সব পুরুষদের মাথায় নারীদের নিয়ে খারাপ চিন্তা আসে তাঁরা কখনই ভাল হন না৷
শরীরের আকর্ষণেই যে পুরুষরা থাকেন তাঁদের চেনার উপায় বাতলে দিয়েছেন চাণক্য৷
শরীরের আকর্ষণেই যে পুরুষরা থাকেন তাঁদের চেনার উপায় বাতলে দিয়েছেন চাণক্য৷
কামুক পুরুষকে চিনে না নিতে পারলে জীবনসঙ্গী হিসেবে ভুল পুরুষ বাছলে পস্তাতে হবে৷
কামুক পুরুষকে চিনে না নিতে পারলে জীবনসঙ্গী হিসেবে ভুল পুরুষ বাছলে পস্তাতে হবে৷
যে পুুরুষরা অত্যন্ত বেশি সাজগোজের দিকে নজর দেন এবং দামী দামী পোশাক পরা বিশ্বাস করেন তাঁদের দিকে মেয়েরা ছুটে যান৷ কিন্তু সেইরকম পুরুষরা খুব একটা বিশ্বাসযোগ্য নন৷
যে পুুরুষরা অত্যন্ত বেশি সাজগোজের দিকে নজর দেন এবং দামী দামী পোশাক পরা বিশ্বাস করেন তাঁদের দিকে মেয়েরা ছুটে যান৷ কিন্তু সেইরকম পুরুষরা খুব একটা বিশ্বাসযোগ্য নন৷
যে পুরুষরা বিভিন্ন মহিলাদের বিভিন্ন জায়গায় চোখে দেখে মন গরম করে নেন, তাঁরা ভাল মানুষ হন না৷ তাঁরা বিভিন্ন মহিলারা সঙ্গে সব সময়েই বন্ধুত্ব করার ছুতো খুঁজতে থাকেন৷
যে পুরুষরা বিভিন্ন মহিলাদের বিভিন্ন জায়গায় চোখে দেখে মন গরম করে নেন, তাঁরা ভাল মানুষ হন না৷ তাঁরা বিভিন্ন মহিলারা সঙ্গে সব সময়েই বন্ধুত্ব করার ছুতো খুঁজতে থাকেন৷
এই ধরণের পুরুষরা স্ত্রী ও বান্ধবীকে একে অপরের থেকে লুকিয়ে রাখেন৷ তাঁরা সব বান্ধবীদের বিষয়েও সকলকে বলেন না৷ এঁরা নিজেদের বহুগামিতাকে বজায় রাখার জন্য যে কোনও পর্যায় পর্যন্ত যেতে পারেন৷
এই ধরণের পুরুষরা স্ত্রী ও বান্ধবীকে একে অপরের থেকে লুকিয়ে রাখেন৷ তাঁরা সব বান্ধবীদের বিষয়েও সকলকে বলেন না৷ এঁরা নিজেদের বহুগামিতাকে বজায় রাখার জন্য যে কোনও পর্যায় পর্যন্ত যেতে পারেন৷
দীর্ঘদিন কোনও একটি বিষয়ে এঁরা আটকে থাকেন না, কোনও একটি বস্তু বা ব্যক্তি এঁদের বেশিদিন প্রিয় থাকে না৷
দীর্ঘদিন কোনও একটি বিষয়ে এঁরা আটকে থাকেন না, কোনও একটি বস্তু বা ব্যক্তি এঁদের বেশিদিন প্রিয় থাকে না৷
লালসার ভোগে এঁরা একেবারে ডুবে থাকেন এই ধরণের মানুষ এঁরা৷ বহুগামিতা এঁরা চেষ্টা করেও এড়াতে পারেন না৷ লোভী ও কামুক প্রকৃতির হন এই পুরুষেরা৷
লালসার ভোগে এঁরা একেবারে ডুবে থাকেন এই ধরণের মানুষ এঁরা৷ বহুগামিতা এঁরা চেষ্টা করেও এড়াতে পারেন না৷ লোভী ও কামুক প্রকৃতির হন এই পুরুষেরা৷
এই ধরণের পুরুষরা ভীষণভাবে শরীরি আসক্তিতে আসক্ত হন৷ এভাবে বেশিদিন আটকে রাখা যায় না মানুষকে৷ ফলে জীবনসঙ্গী বাছার আগেই সতর্ক হন, এই ধরণের চরিত্রের পুরুষরা কখনই দীর্ঘমেয়েদী রিলেশনশিপের জন্য ভাল পার্টনার হন না৷
এই ধরণের পুরুষরা ভীষণভাবে শরীরি আসক্তিতে আসক্ত হন৷ এভাবে বেশিদিন আটকে রাখা যায় না মানুষকে৷ ফলে জীবনসঙ্গী বাছার আগেই সতর্ক হন, এই ধরণের চরিত্রের পুরুষরা কখনই দীর্ঘমেয়েদী রিলেশনশিপের জন্য ভাল পার্টনার হন না৷

 

 

 

Heathy Habits to Learn from Hens: সাফল্য আপনার পায়ে চুমু খাবে! শুধু রপ্ত করুন মুরগির এই গুণগুলো, বদলে যাবে জীবন

সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে। সেই তালিকায় বাদ নেই জীবজন্তুরাও। মুরগির এই গুণগুলি রপ্ত করলেই রাতারাতি সাফল্য আসবে, বলেছেন চাণক্য।
সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে। সেই তালিকায় বাদ নেই জীবজন্তুরাও। মুরগির এই গুণগুলি রপ্ত করলেই রাতারাতি সাফল্য আসবে, বলেছেন চাণক্য।
মুরগি না মোরগের ডাকেই ভোর হয়। গ্রামাঞ্চলে এবং শহরে মোরগ বা মুরগির দেখা মেলেই। লক্ষ্য করুন ওদের, যদি শিখতে চান, বদলে যাবে জীবন।
মুরগি না মোরগের ডাকেই ভোর হয়। গ্রামাঞ্চলে এবং শহরে মোরগ বা মুরগির দেখা মেলেই। লক্ষ্য করুন ওদের, যদি শিখতে চান, বদলে যাবে জীবন।
মুরগির মাংস আর ডিম অনেকেরই প্রিয় খাবার। এগুলোর পুষ্টিগুণও রয়েছে।তবে মুরগির রয়েছে অনেক চারিত্রিক গুণ, যা রপ্ত করলে আমাদেরই লাভ। কী সেগুলো, চাণক্যের নীতি শুনে নিন।
মুরগির মাংস আর ডিম অনেকেরই প্রিয় খাবার। এগুলোর পুষ্টিগুণও রয়েছে। তবে মুরগির রয়েছে অনেক চারিত্রিক গুণ, যা রপ্ত করলে আমাদেরই লাভ। কী সেগুলো, চাণক্যের নীতি শুনে নিন।
মুরগিরা অনেক সকালে ঘুম থেকে ওঠে। আপনিও যদি ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করেন, তাহলে মুক্তি পাবেন বহু অসুখ থেকে। দিনে কাজের সময়ও বেশি পাবেন, তাতে আপনারই লাভ।
মুরগিরা অনেক সকালে ঘুম থেকে ওঠে। আপনিও যদি ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস করেন, তাহলে মুক্তি পাবেন বহু অসুখ থেকে। দিনে কাজের সময়ও বেশি পাবেন, তাতে আপনারই লাভ।
মুরগিরা সব সময় মিলেমিশে থাকে। চাণক্যের মতে এই গুণ রপ্ত করা উচিত। এতে ঐক্য বাড়ে।
মুরগিরা সব সময় মিলেমিশে থাকে। চাণক্যের মতে এই গুণ রপ্ত করা উচিত। এতে ঐক্য বাড়ে।
মুরগিরা নিজেদের লড়াই নিজেরা লড়ে। আমরাও যদি নিজেদের লড়াই নিজেরা বুঝে মিটিয়ে নিই তবে সাফল্য আসবেই। 

মুরগিরা কারও উপর নির্ভরশীল নয়। আপনিও যদি আত্মনির্ভর হন, তবে সাফল্য আসবেই। পরমুখাপেক্ষী হলে সাফল্য আপনাকে ছোঁবে না।
মুরগিরা নিজেদের লড়াই নিজেরা লড়ে। আমরাও যদি নিজেদের লড়াই নিজেরা বুঝে মিটিয়ে নিই তবে সাফল্য আসবেই। মুরগিরা কারও উপর নির্ভরশীল নয়। আপনিও যদি আত্মনির্ভর হন, তবে সাফল্য আসবেই। পরমুখাপেক্ষী হলে সাফল্য আপনাকে ছোঁবে না।

Chanakya Niti: একেবারে মোহিত হয়ে গেছেন! কিন্তু এই ধরনের মহিলারা কখনই সুখের সংসার গড়ে তোলেন না, ফলে একদম বিয়ে করবেন না এই মহিলাদের

Chanakya Niti:  চাণক্যের কূটনীতির জ্ঞান বহু শত বছর পরেও আজও প্রাসঙ্গিক৷ তাঁর সেই সব নীতি এখনও একই ভাবে প্রযোজ্য হয় রাষ্ট্র শাসনের ক্ষেত্রে৷ তবে শুধুমাত্র সেই বিষয় নিয়েই কি চাণক্য নিজের জ্ঞানের প্রকাশ সর্ব সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন নাকি? না তা নয়৷ বরং জীবনে বিভিন্ন ছোটখাটো থেকে বড় ঘটনা নিয়েও নিজের অভিমত ব্যক্ত করেছিলেন তিনি৷ তাঁর মধ্যে একটি হল কী রকমভাবে নারী নির্বাচন করবেন পুরুষরা৷ Photo- Representative
Chanakya Niti:  চাণক্যের কূটনীতির জ্ঞান বহু শত বছর পরেও আজও প্রাসঙ্গিক৷ তাঁর সেই সব নীতি এখনও একই ভাবে প্রযোজ্য হয় রাষ্ট্র শাসনের ক্ষেত্রে৷ তবে শুধুমাত্র সেই বিষয় নিয়েই কি চাণক্য নিজের জ্ঞানের প্রকাশ সর্ব সাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন নাকি? না তা নয়৷ বরং জীবনে বিভিন্ন ছোটখাটো থেকে বড় ঘটনা নিয়েও নিজের অভিমত ব্যক্ত করেছিলেন তিনি৷ তাঁর মধ্যে একটি হল কী রকমভাবে নারী নির্বাচন করবেন পুরুষরা৷ Photo- Representative
স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাসা, বিশ্বাস  দুই খুব দামী অনুভূতি৷ এই সম্পর্কে পুরো জীবনে একে অপরকে ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাসা, বিশ্বাস  দুই খুব দামী অনুভূতি৷ এই সম্পর্কে পুরো জীবনে একে অপরকে ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
যাঁকে ভাবী স্ত্রী হিসেবে নির্বাচন করছেন তাঁর একটি গুণ অতি অবশ্যই থাকতে হবে৷ সেটা হল বিশ্বাসযোগ্যতা৷  ভাবী স্ত্রী হিসেবে যাঁকে দেখছেন তাঁর যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, এবং সে কথা নানাভাবে ঘুরিয়ে বলে তাহলে সেই ধরণের মহিলা ভাল জীবনসঙ্গী হতে পারেন না৷ Photo- Representative
যাঁকে ভাবী স্ত্রী হিসেবে নির্বাচন করছেন তাঁর একটি গুণ অতি অবশ্যই থাকতে হবে৷ সেটা হল বিশ্বাসযোগ্যতা৷  ভাবী স্ত্রী হিসেবে যাঁকে দেখছেন তাঁর যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, এবং সে কথা নানাভাবে ঘুরিয়ে বলে তাহলে সেই ধরণের মহিলা ভাল জীবনসঙ্গী হতে পারেন না৷ Photo- Representative
বিয়ের জন্য এমন মহিলা বাছবেন না যাঁর নিজেদের সৌন্দর্য্য নিয়ে অত্যন্ত দম্ভ বোধ করেন৷ চাণক্যের মতে বিয়ের জন্য সুন্দরী মেয়ে কোনও প্রয়োজনী হতে পারেন না৷ তাঁর মতে কোনও মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে মনটা খুব গুরুত্বপূর্ণ৷ সুন্দরী মেয়েরা সাধারণত ভাল স্ত্রী হন না৷ Photo- Representative
বিয়ের জন্য এমন মহিলা বাছবেন না যাঁর নিজেদের সৌন্দর্য্য নিয়ে অত্যন্ত দম্ভ বোধ করেন৷ চাণক্যের মতে বিয়ের জন্য সুন্দরী মেয়ে কোনও প্রয়োজনী হতে পারেন না৷ তাঁর মতে কোনও মানুষকে নিয়ে চলার ক্ষেত্রে মনটা খুব গুরুত্বপূর্ণ৷ সুন্দরী মেয়েরা সাধারণত ভাল স্ত্রী হন না৷ Photo- Representative
রহস্য ঘেরা এবং ফিসফিস করে কথা বলেন যাঁরা তাঁদের মন পরিষ্কার হয় না এমনটাই মনে করেন চাণক্য৷ তাঁর মতে একটু রহস্যময়ী নারীর নিজেদের নিয়ে এত স্তরে স্তরে রাখেন যে আসল মানুষটার তল পাওয়া হয় না৷ ফলে এই ধরণের মহিলারা কখনই ভাল ঘরণী হতে পারেন না বলেই ধারণা চাণক্যের৷ Photo- Representative
রহস্য ঘেরা এবং ফিসফিস করে কথা বলেন যাঁরা তাঁদের মন পরিষ্কার হয় না এমনটাই মনে করেন চাণক্য৷ তাঁর মতে একটু রহস্যময়ী নারীর নিজেদের নিয়ে এত স্তরে স্তরে রাখেন যে আসল মানুষটার তল পাওয়া হয় না৷ ফলে এই ধরণের মহিলারা কখনই ভাল ঘরণী হতে পারেন না বলেই ধারণা চাণক্যের৷ Photo- Representative
এছাড়াও যে মহিলার খুবই মুখরা হন তাঁদের নিয়েও গার্হস্থ্য জীবন সাজানো উচিত নয়৷ মহিলাদের বাক্যের ক্ষেত্রে একটু শান্ত -সংযত হওয়ার কথাই বলতেন চাণক্য৷ ফলে যে মহিলারা খুবই উচ্চগলায় এবং কড়া ভাষায় কথা বলে তাঁদের নিয়ে দাম্পত্য জীবন সুখের হয় না৷ Photo- Representative
এছাড়াও যে মহিলার খুবই মুখরা হন তাঁদের নিয়েও গার্হস্থ্য জীবন সাজানো উচিত নয়৷ মহিলাদের বাক্যের ক্ষেত্রে একটু শান্ত -সংযত হওয়ার কথাই বলতেন চাণক্য৷ ফলে যে মহিলারা খুবই উচ্চগলায় এবং কড়া ভাষায় কথা বলে তাঁদের নিয়ে দাম্পত্য জীবন সুখের হয় না৷ Photo- Representative
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে। Photo- Representative
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে। Photo- Representative
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুন স্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুন স্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative

 

 

Chanakya Niti: পুরুষদের নিজেদের কিছু সামাণ্য ভুলে দ্রুত হাতছাড়া হয় যৌবন, আপনি সেই ভুল করছেন না তো

Chanakya Niti: চাণক্যের কূটনীতি নিয়ে সারা পৃথিবী এখনও তাঁকে কুর্নিশ করে৷ তাঁর বিভিন্ন সূত্র আজও একইভাবে প্রাসঙ্গিক৷ তবে তিনি শুধু দেশ রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতি নিয়েই কথা বলেছেন তা নয়, তিনি মানুষের রোজকার জীবনে চলার পথের বিভিন্ন পরিস্থিতিকে সামালানোর জন্যেও পরামর্শ দিয়েছেন৷ Photo- Representative
Chanakya Niti: চাণক্যের কূটনীতি নিয়ে সারা পৃথিবী এখনও তাঁকে কুর্নিশ করে৷ তাঁর বিভিন্ন সূত্র আজও একইভাবে প্রাসঙ্গিক৷ তবে তিনি শুধু দেশ রাষ্ট্রের বিভিন্ন পরিস্থিতি নিয়েই কথা বলেছেন তা নয়, তিনি মানুষের রোজকার জীবনে চলার পথের বিভিন্ন পরিস্থিতিকে সামালানোর জন্যেও পরামর্শ দিয়েছেন৷ Photo- Representative
পুরুষদের পৌরুষ কতদিন দীর্ঘস্থায়ী হবে তার অনেকটাই নির্ভর করে পুরুষদের জীবনচর্যার উপর৷ এমনটাই মত চাণক্যের৷ Photo- Representative
পুরুষদের পৌরুষ কতদিন দীর্ঘস্থায়ী হবে তার অনেকটাই নির্ভর করে পুরুষদের জীবনচর্যার উপর৷ এমনটাই মত চাণক্যের৷ Photo- Representative
ছেলেদের রোজকার জীবনের একটি কাজ যা তাঁরা করেই থাকেন তার জেরে ভুগতে হতে পারে৷ এমনকি যৌবনও ফাঁকি দিয়ে চলে যায় এই ভুলের জন্যে৷ Photo- Representative
ছেলেদের রোজকার জীবনের একটি কাজ যা তাঁরা করেই থাকেন তার জেরে ভুগতে হতে পারে৷ এমনকি যৌবনও ফাঁকি দিয়ে চলে যায় এই ভুলের জন্যে৷ Photo- Representative
সময়ের আগেই অনেক সময়ে বুড়িয়ে যান পুরুষরা৷ চাণক্যের মতে যাঁরা অনেক হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন, তাঁরাই তাড়াতাড়ি যৌবন হারিয়ে ফেলেন৷ Photo- Representative
সময়ের আগেই অনেক সময়ে বুড়িয়ে যান পুরুষরা৷ চাণক্যের মতে যাঁরা অনেক হাঁটাহাঁটি করেন, ঘোরাফেরা করেন, তাঁরাই তাড়াতাড়ি যৌবন হারিয়ে ফেলেন৷ Photo- Representative
তাই চাণক্যের পরামর্শ অনুসারে যৌবন হাতের মুঠোয় ধরে রাখতে অত্যধিক হাঁটাহাঁটি এড়িয়ে চলুন৷ Photo- Representative
তাই চাণক্যের পরামর্শ অনুসারে যৌবন হাতের মুঠোয় ধরে রাখতে অত্যধিক হাঁটাহাঁটি এড়িয়ে চলুন৷ Photo- Representative
যদি অনেকটা দূরে কোনও জায়গা হয় তাহলে সেই দূরত্ব হেঁটে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়াই উচিত৷ কোনওরকম যানবাহনে চেপে তবেই সেই দূরত্ব পাড় করা উচিত৷ Photo- Representative
যদি অনেকটা দূরে কোনও জায়গা হয় তাহলে সেই দূরত্ব হেঁটে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়াই উচিত৷ কোনওরকম যানবাহনে চেপে তবেই সেই দূরত্ব পাড় করা উচিত৷ Photo- Representative
বৈজ্ঞানিক মতে এর ব্যাখ্যা রয়েছে৷ বেশি হাঁটলে অত্যধিক পরিশ্রম হয়৷ একদিকে যেমন অত্যধিক হাঁটলে টিস্যু ড্যামেজ হতে পারে৷ তেমনিই ত্বকের ক্ষতিও এড়িয়ে চলা যায় না৷ রোদে স্কিন বার্ন হয়ে যায়৷ Photo- Representative
বৈজ্ঞানিক মতে এর ব্যাখ্যা রয়েছে৷ বেশি হাঁটলে অত্যধিক পরিশ্রম হয়৷ একদিকে যেমন অত্যধিক হাঁটলে টিস্যু ড্যামেজ হতে পারে৷ তেমনিই ত্বকের ক্ষতিও এড়িয়ে চলা যায় না৷ রোদে স্কিন বার্ন হয়ে যায়৷ Photo- Representative
পুরুষদের যৌবনের সঙ্গে চাণক্য রঙ উঠে যাওয়া কাপড়ের তুলনা করেছেন৷ রোদে বেশিক্ষণ কাপড় শুকোতে দিলে তার রঙ জ্বলে যায়৷ ঠিক তেমনিই যে পুরুষরা অত্যধিক পরিশ্রম করেন তাঁদের যৌবন দ্রুত টাটা বাই বাই করে চলে যায়৷ Photo- Representative
পুরুষদের যৌবনের সঙ্গে চাণক্য রঙ উঠে যাওয়া কাপড়ের তুলনা করেছেন৷ রোদে বেশিক্ষণ কাপড় শুকোতে দিলে তার রঙ জ্বলে যায়৷ ঠিক তেমনিই যে পুরুষরা অত্যধিক পরিশ্রম করেন তাঁদের যৌবন দ্রুত টাটা বাই বাই করে চলে যায়৷ Photo- Representative
চাণক্যের পরামর্শ মতো ঘোড়াকে বেশিক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখলে তাদের  আয়ুক্ষয় হয়৷ অর্থাৎ সব প্রাণীদের জন্যেই বেশিক্ষণে রোদে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যের জন্য ভাল হয় না৷ Disclaimer- এই প্রতিবেদন  News 18 Bangla -র নিজস্ব মতামত নয়, সঠিক পরামর্শ পেতে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন৷
চাণক্যের পরামর্শ মতো ঘোড়াকে বেশিক্ষণ রোদে দাঁড় করিয়ে রাখলে তাদের  আয়ুক্ষয় হয়৷ অর্থাৎ সব প্রাণীদের জন্যেই বেশিক্ষণে রোদে দাঁড়িয়ে থাকা স্বাস্থ্যের জন্য ভাল হয় না৷ Disclaimer- এই প্রতিবেদন  News 18 Bangla -র নিজস্ব মতামত নয়, সঠিক পরামর্শ পেতে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন৷

 

Chanakya Niti: সাফল্য পায়ে চুমু খাবে, জীবনের প্রতি ক্ষেত্রে জয়ী হবেন, মেনে চলুন চাণক্যের ৫টি নীতি অর্থে ভরে উঠবে সংসার

আপনি কি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে চান? কীভাবে নিজের স্বপ্ন গুলোকে পূরণ করবেন জানেন কি? এই বিষয়ে বিশিষ্ট মনোবিদ ডক্টর রঞ্জন দাস জানান, আপনি যদি আপনার জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে কৌটিল্য চাণ্যকের নীতি।(পিয়া গুপ্তা)
আপনি কি আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে চান? কীভাবে নিজের স্বপ্ন গুলোকে পূরণ করবেন জানেন কি? এই বিষয়ে বিশিষ্ট মনোবিদ ডক্টর রঞ্জন দাস জানান, আপনি যদি আপনার জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মেনে চলতে হবে কৌটিল্য চাণ্যকের নীতি।(পিয়া গুপ্তা)
লক্ষ্য পূরণের জন্য এবং একজন সফল ব্যক্তি হওয়ার জন্য কী কী করতে হবে এই ব্যাপারে চাণ্যক কিছু পন্থা অবলম্বন করেছেন। চাণ্যকের লেখা "নীতিশাস্ত্র "গ্রন্থে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।চাণ্যক বলেছেন লক্ষ্য পূরণের আগে কিছু কিছু কাজ করা উচিত নয়।চাণক্য নীতি বলে যে আমাদের লক্ষ্য যত বড়, ঝামেলা তত বড়। যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলির মোকাবিলা করে তারা বড় সাফল্য পায়।
লক্ষ্য পূরণের জন্য এবং একজন সফল ব্যক্তি হওয়ার জন্য কী কী করতে হবে এই ব্যাপারে চাণ্যক কিছু পন্থা অবলম্বন করেছেন। চাণ্যকের লেখা “নীতিশাস্ত্র “গ্রন্থে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।চাণ্যক বলেছেন লক্ষ্য পূরণের আগে কিছু কিছু কাজ করা উচিত নয়।চাণক্য নীতি বলে যে আমাদের লক্ষ্য যত বড়, ঝামেলা তত বড়। যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলির মোকাবিলা করে তারা বড় সাফল্য পায়।
একটি বড় লক্ষ্য অর্জনের জন্য, শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হবে, কারণ প্রতিটি ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় সাফল্যের অংশ হয়ে ওঠে। চাণক্য নীতির একটি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে "মনসা চিন্তিকাম কার্য্য বচসা ন প্রকাশয়েতমন্ত্রেন রক্ষয়েদ রহস্যময় কর্ম চাপি নিয়োজয়েত।"
একটি বড় লক্ষ্য অর্জনের জন্য, শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হবে, কারণ প্রতিটি ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় সাফল্যের অংশ হয়ে ওঠে। চাণক্য নীতির একটি শ্লোকের মাধ্যমে বলা হয়েছে “মনসা চিন্তিকাম কার্য্য বচসা ন প্রকাশয়েতমন্ত্রেন রক্ষয়েদ রহস্যময় কর্ম চাপি নিয়োজয়েত।”
আচার্য চাণক্যের মতে, জীবনের সাফল্য কঠোর পরিশ্রম, কৌশল এবং সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে। এই শ্লোকে, এই জিনিসগুলি ছাড়াও, চাণক্য এমন একটি কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয়। চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারও সামনে প্রকাশ করা উচিত নয়, বরং এটিকে সাবধানে রক্ষা করে সম্পন্ন করা উচিত।
আচার্য চাণক্যের মতে, জীবনের সাফল্য কঠোর পরিশ্রম, কৌশল এবং সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে। এই শ্লোকে, এই জিনিসগুলি ছাড়াও, চাণক্য এমন একটি কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচিত হয়। চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারও সামনে প্রকাশ করা উচিত নয়, বরং এটিকে সাবধানে রক্ষা করে সম্পন্ন করা উচিত।
চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে। শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে, তাই আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তার ধারণাও থাকা উচিত নয়। আপনার কৌশল এবং পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত, কারণ আপনার একটি ছোট অসাবধানতা একটি বড় ক্ষতির কারণ হতে পারে।
চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে। শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে, তাই আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তার ধারণাও থাকা উচিত নয়। আপনার কৌশল এবং পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত, কারণ আপনার একটি ছোট অসাবধানতা একটি বড় ক্ষতির কারণ হতে পারে।
চাণক্যের অপর একটি শ্লোকে বলা হয়েছে ,"প্রভূতঙ্কর্যমালপবন্তনারঃ কর্তুমিছতি।সর্বারম্ভেনত্তকর্যম সিংহদেকমপ্রাক্ষতে"।এই শ্লোকে আচার্য চাণক্য সিংহের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনও লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ করে। একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা।যতই জীবনে ঝড় আসুক না কেন নিজের লক্ষ্য স্থির রাখতে হবে এবং লক্ষ্য থেকে কখনও বিচ্যুত হলে চলবে না। চাণক্যের এই দুটি মন্ত্র আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। তাই সফল হতে গেলে চার্নকের এই দুটি মন্ত্র মেনে চলুন।
চাণক্যের অপর একটি শ্লোকে বলা হয়েছে ,”প্রভূতঙ্কর্যমালপবন্তনারঃ কর্তুমিছতি।সর্বারম্ভেনত্তকর্যম সিংহদেকমপ্রাক্ষতে”।
এই শ্লোকে আচার্য চাণক্য সিংহের উদাহরণ দিয়েছেন এবং বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনও লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ করে। একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা।যতই জীবনে ঝড় আসুক না কেন নিজের লক্ষ্য স্থির রাখতে হবে এবং লক্ষ্য থেকে কখনও বিচ্যুত হলে চলবে না। চাণক্যের এই দুটি মন্ত্র আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে। তাই সফল হতে গেলে চার্নকের এই দুটি মন্ত্র মেনে চলুন।

Chanakya Niti: দাম্পত্য প্রেমে সাফল্যের গোপন মন্ত্র দিচ্ছেন চাণক্য, ভুলেও যদি স্ত্রী-রা এই কাজ করেন স্বামীর মন উড়ে যাবে আপনার থেকে

Chanakya Niti: স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাস, বিশ্বাসের সব অনুভূতি বজায় থাকে৷ পুরো জীবনে একে অপরের জন্য ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
Chanakya Niti: স্বামী এবং স্ত্রী পৃথিবীর এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের না হলেও জীবনের অত্যন্ত দামীতম একটা জিনিস৷ এই সম্পর্কের ক্ষেত্রে ভালবাস, বিশ্বাসের সব অনুভূতি বজায় থাকে৷ পুরো জীবনে একে অপরের জন্য ভালবেসে হাতে হাত রেখে চলতে পারে মানুষ৷ Photo- Representative
স্বামী-স্ত্রী-র সম্পর্কে প্রেম ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আর এই এই ভাবে ভেবেই যদি সব কথা বলে দেন তাহলে কিন্তু বড় ভুল করবেন৷ কারণ সব কথা বলবেন না তাতে সম্পর্ক গভীরতা পাওয়ার বদলে ক্রমশ গুরুত্ব হারাতে থাকবে৷
স্বামী-স্ত্রী-র সম্পর্কে প্রেম ও বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আর এই এই ভাবে ভেবেই যদি সব কথা বলে দেন তাহলে কিন্তু বড় ভুল করবেন৷ কারণ সব কথা বলবেন না তাতে সম্পর্ক গভীরতা পাওয়ার বদলে ক্রমশ গুরুত্ব হারাতে থাকবে৷
এসব কথা স্ত্রীর স্বামীকে বলা উচিত নয়চাণক্য বলেন, বিয়ের পর নারীদের উচিত তাদের শ্বশুরবাড়ি এবং মায়ের বাড়ির খারাপ কোনও ঘটনার কথা স্বামীকে জানানো উচিত নয়৷  সেইসঙ্গে  তাদের মায়ের বাড়ির গোপন কথা শ্বশুরবাড়ির কাছেও জানানো উচিত নয়৷  এমনকি আপনার স্বামীর কাছেও এসব কথা বলবেন না। Photo- Representative
এসব কথা স্ত্রীর স্বামীকে বলা উচিত নয়
চাণক্য বলেন, বিয়ের পর নারীদের উচিত তাদের শ্বশুরবাড়ি এবং মায়ের বাড়ির খারাপ কোনও ঘটনার কথা স্বামীকে জানানো উচিত নয়৷  সেইসঙ্গে  তাদের মায়ের বাড়ির গোপন কথা শ্বশুরবাড়ির কাছেও জানানো উচিত নয়৷  এমনকি আপনার স্বামীর কাছেও এসব কথা বলবেন না। Photo- Representative
দুই বাড়ির খারাপ কথা অন্য বাড়ি জানতে পারলে  দুই পরিবারের মধ্যে বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে। আর দুই কুটুম বাড়িতে খারাপ সম্পর্ক হলে তার প্রভাব  স্বামী-স্ত্রীর সম্পর্কের উপরেও পড়ে এবং দাম্পত্য জীবন তিক্ত হয়ে যায়। Photo- Representative
দুই বাড়ির খারাপ কথা অন্য বাড়ি জানতে পারলে  দুই পরিবারের মধ্যে বিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে। আর দুই কুটুম বাড়িতে খারাপ সম্পর্ক হলে তার প্রভাব  স্বামী-স্ত্রীর সম্পর্কের উপরেও পড়ে এবং দাম্পত্য জীবন তিক্ত হয়ে যায়। Photo- Representative
দান তখনই ফলপ্রসূ হয় যখন এক হাতের দান সম্পর্কে অন্য হাতও সচেতন না থাকে। এর অর্থ হ'ল আপনার কখনই যে দানের কাজটি  করেছে তার  প্রশংসা করা উচিত নয়, কারণ এটি দানের গুণকে নষ্ট করে দেয়৷ এই অবস্থায় স্ত্রী  যদি কারোকে কিছু দান করেন তাহলে সেটা  স্বামীর কাছে  বলবেন না। Photo- Representative
দান তখনই ফলপ্রসূ হয় যখন এক হাতের দান সম্পর্কে অন্য হাতও সচেতন না থাকে। এর অর্থ হ’ল আপনার কখনই যে দানের কাজটি  করেছে তার  প্রশংসা করা উচিত নয়, কারণ এটি দানের গুণকে নষ্ট করে দেয়৷ এই অবস্থায় স্ত্রী  যদি কারোকে কিছু দান করেন তাহলে সেটা  স্বামীর কাছে  বলবেন না। Photo- Representative
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে।Photo- Representative
চাণক্যের মতে, স্ত্রীর উচিত স্বামীর বা নিজের উপার্জনের কিছু অংশ সঞ্চয় হিসাবে রাখা এবং স্বামীর কাছে তা উল্লেখ করা উচিত নয়। পরিবারের কঠিন সময়ে এই টাকা কাজে লাগে। যদি আপনি এটি না করেন তবে সঞ্চয় যে কোনও কারণে ব্যয় হতে পারে।Photo- Representative
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুনস্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative
দাম্পত্য জীবন সফল করতে এই কাজগুলো করুন
স্ত্রীদের কখনই তাদের স্বামীদের অন্য কোন পুরুষের সঙ্গে তুলনা করা উচিত নয়। চাণক্য বলেন, এতে করে স্বামীর সম্মানে আঘাত লাগে এবং দাম্পত্য জীবনের মধুরতা কমে উত্তেজনা শুরু হয়। Photo- Representative
এই একই কথা  স্বামীদের ক্ষেত্রেও প্রযোজ্য। চাণক্যের মতে, স্বামী-স্ত্রী উভয়েরই একে অপরের প্রতি ভদ্র আচরণ করা উচিত। একজন মানুষ নম্রতার সঙ্গেই হৃদয়ের উপর অধিকার কায়েম করতে পারে। ভদ্র আচরণ করলে রাগ কম হয়,  যার ফলে দাম্পত্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা কমে যায়। Photo- Representative
এই একই কথা  স্বামীদের ক্ষেত্রেও প্রযোজ্য। চাণক্যের মতে, স্বামী-স্ত্রী উভয়েরই একে অপরের প্রতি ভদ্র আচরণ করা উচিত। একজন মানুষ নম্রতার সঙ্গেই হৃদয়ের উপর অধিকার কায়েম করতে পারে। ভদ্র আচরণ করলে রাগ কম হয়,  যার ফলে দাম্পত্যে ঝগড়া হওয়ার সম্ভাবনা কমে যায়। Photo- Representative
চাণক্য বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করা বিবাহিত জীবনে আনন্দ এনে দেয় এবং সফল দাম্পত্য জীবনের পথ মসৃণ রাখে৷  একজন মানুষ যখন রেগে যায়  ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা রাখে না৷  এই অবস্থায় সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। Photo- Representative
চাণক্য বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করা বিবাহিত জীবনে আনন্দ এনে দেয় এবং সফল দাম্পত্য জীবনের পথ মসৃণ রাখে৷  একজন মানুষ যখন রেগে যায়  ভালো মন্দের পার্থক্য করার ক্ষমতা রাখে না৷  এই অবস্থায় সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে। Photo- Representative

Chanakya Niti: পথের কাঁটা উপড়ে জীবন হবে মসৃণ, চাণক্যের পরামর্শে আপনার ধনভাগ্য হবে চকচকে

: মানুষের জীবনের লক্ষ্য হল সফল হতে চায় এবং এর জন্য তারা দিনরাত কঠোর পরিশ্রম করে। একই সময়ে  কিছু মানুষ দ্রুত সাফল্য পান, আবার কিছু মানুষ , কঠোর পরিশ্রমের পরেও,  প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায় না।
: মানুষের জীবনের লক্ষ্য হল সফল হতে চায় এবং এর জন্য তারা দিনরাত কঠোর পরিশ্রম করে। একই সময়ে  কিছু মানুষ দ্রুত সাফল্য পান, আবার কিছু মানুষ , কঠোর পরিশ্রমের পরেও,  প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায় না।
যদি একজন ব্যক্তির সঙ্গে এটি বারবার ঘটে তবে তিনি দুঃখিত হন এবং অনেক সময় মানুষজন তাঁদের নিজের ভাগ্যকে অভিশাপ দিতে শুরু করে। এই অবস্থায় হতাশ না হয়ে পড়বেন না৷ বরং চাণক্যের বলে দেওয়া নীতিগুলি মেনে  তারা অবশ্যই সাফল্য পেতে পারেন৷
যদি একজন ব্যক্তির সঙ্গে এটি বারবার ঘটে তবে তিনি দুঃখিত হন এবং অনেক সময় মানুষজন তাঁদের নিজের ভাগ্যকে অভিশাপ দিতে শুরু করে। এই অবস্থায় হতাশ না হয়ে পড়বেন না৷ বরং চাণক্যের বলে দেওয়া নীতিগুলি মেনে  তারা অবশ্যই সাফল্য পেতে পারেন৷
চাণক্য একজন মহান পণ্ডিত এবং একজন দক্ষ প্রশাসনিক, পাশাপাশি কৌশলবিদ ছিলেন। বহু মানুষ তাঁর নীতি অনুসরণ করে জীবনে সাফল্য লাভ করেন। আপনিও যদি জীবনে সাফল্য হতে চান তাহলে অবশ্যই চাণক্যের বলা এই ৩টি বিষয়ে মনোযোগ দিন।
চাণক্য একজন মহান পণ্ডিত এবং একজন দক্ষ প্রশাসনিক, পাশাপাশি কৌশলবিদ ছিলেন। বহু মানুষ তাঁর নীতি অনুসরণ করে জীবনে সাফল্য লাভ করেন। আপনিও যদি জীবনে সাফল্য হতে চান তাহলে অবশ্যই চাণক্যের বলা এই ৩টি বিষয়ে মনোযোগ দিন।
নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুনআচার্য চাণক্যের মতে, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে সে খুবই  সফল হন জীবনে৷ নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে সাফল্য তার পা ছুঁয়ে যায়। কারণ যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে সে যেকোনও কিছু অর্জন করতে পারে এবং সে যে কাজই হাতে নেয় না কেন, সে অবশ্যই তা শেষ করার পর ছেড়ে দেয়। যাঁরা চাণ্যকের এই পরামর্শ মেনে চলেন তাঁরা আর্থিকভাবে ধণী হন৷
নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন
আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে সে খুবই  সফল হন জীবনে৷ নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে সাফল্য তার পা ছুঁয়ে যায়। কারণ যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে সে যেকোনও কিছু অর্জন করতে পারে এবং সে যে কাজই হাতে নেয় না কেন, সে অবশ্যই তা শেষ করার পর ছেড়ে দেয়। যাঁরা চাণ্যকের এই পরামর্শ মেনে চলেন তাঁরা আর্থিকভাবে ধণী হন৷
ভাগ্যের উপর নির্ভর করবেন নাআচার্য চাণক্যের কথা অনুসারে  যে কোনও ব্যক্তির তাঁর ভাগ্যের উপর নির্ভর করা উচিত নয়৷ যে কোনও পরিস্থিতিতেই কর্ম অর্থাৎ কঠোর পরিশ্রম করে নিজের জায়গা প্রস্তুত করে নেওয়া উচিত। কারণ পরিশ্রমী মানুষের থেকে  সাফল্য কেড়ে নেওয়া যায় না।
ভাগ্যের উপর নির্ভর করবেন না
আচার্য চাণক্যের কথা অনুসারে  যে কোনও ব্যক্তির তাঁর ভাগ্যের উপর নির্ভর করা উচিত নয়৷ যে কোনও পরিস্থিতিতেই কর্ম অর্থাৎ কঠোর পরিশ্রম করে নিজের জায়গা প্রস্তুত করে নেওয়া উচিত। কারণ পরিশ্রমী মানুষের থেকে  সাফল্য কেড়ে নেওয়া যায় না।
আপনার দুর্বলতা কাউকে জানাবেন নাচাণক্য নীতি অনুসারে, কোনও মানুষেরই উচিত নয়  কোনও পরিস্থিতিতেই নিজের শক্তি এবং দুর্বলতার কথা কাউকে বলা উচিত নয়। কারণ আপনার প্রতিপক্ষ বা প্রতিযোগীরা আপনার শক্তি ও দুর্বলতা জেনে গেলে সকলে সুবিধা নিতে পারে। তাই এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন।
আপনার দুর্বলতা কাউকে জানাবেন না
চাণক্য নীতি অনুসারে, কোনও মানুষেরই উচিত নয়  কোনও পরিস্থিতিতেই নিজের শক্তি এবং দুর্বলতার কথা কাউকে বলা উচিত নয়। কারণ আপনার প্রতিপক্ষ বা প্রতিযোগীরা আপনার শক্তি ও দুর্বলতা জেনে গেলে সকলে সুবিধা নিতে পারে। তাই এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন।