Tag Archives: CM of West Bengal

বাংলা ভাগের দাবির বিরুদ্ধে সংসদেই সরব হতে হবে! দলের সাংসদদের নির্দেশ মমতার

দিল্লি: বিজেপির ‘বঙ্গভঙ্গ’ চক্রান্তের বিরুদ্ধে সংসদে মুখ্যমন্ত্রী লড়াইয়ের বার্তা দিয়েছেন দিল্লির সংসদীয় বৈঠকে৷ তাছাড়াও জনসংযোগে জোড় দেওয়ার নির্দেশ মমতার৷

আগামিকাল শনিবার, নীতি আয়োগ বৈঠকে উপস্থিতি থাকার জন্য আজ, শুক্রবার দিল্লি পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ সেখানেই বঙ্গভবনে দলীয় সাংসদের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরে নিয়েছেন তিনি৷

আরও পড়ুন: বিধায়ক হয়েও পড়াশোনা ইতি নয়, বিধানসভা থেকেই পরীক্ষা দিতে ছুটলেন মধুপর্ণা

সূত্রের খবর, সেখানেই তিনি সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে নির্দেশ দেন৷ মমতা বলেন, ‘‘বিজেপি বাংলাকে ভাগ করে দিতে চাইছে৷ এর বিরুদ্ধে সংসদে একসঙ্গে লড়তে হবে৷ এরই সঙ্গে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধেও লাগাতার সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যেতে হবে৷’’

আরও পড়ুন: অবিরাম বৃষ্টিতে পুনেতে ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত কমপক্ষে ৬ জন

বিশেষত উত্তরবঙ্গে দলকে ঐক্যবদ্ধ রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷ বৈঠকে তিনি আরও বলেন,‘‘এখন আমাদের আরও বেশি করে সময় দিয়ে কাজ করতে হবে’’৷ কোচবিহারের ফলাফলের ভূয়সী প্রশংসা করেছেন তিনি৷ বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কোচবিহার দারুণ ফল করেছে। ওখানে সকলে একসঙ্গে লড়েছে৷’’

তিনি যে নতুন সাংসদদের নিয়েও বেশ আশাবাদী সেই কথাও জানিয়েছেন৷ শতাব্দী রায়কে নতুনদের গাইড করতে নির্দেশ দিয়েছেন৷ সংসদে গত বুধবার অভিষেক বাজেটের বিরোধিতা করে তাঁর বক্তব্য রেখছেন৷ সেই বক্তব্যেরও ঢালাও প্রশংসা করেছেন মমতা৷ তবে তিনি বলেন, সংসদের ভিতর আরও বেশি করে বাংলায় কথা বলতে হবে।

সামনেই বাংলার দুর্গা পুজো৷ সেখানে সাংসদদের নিজের এলাকার পুজো প্যান্ডেল পরিদর্শন করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ এছাড়াও তিনি সাংসদদের আরও বেশি জনসংযোগ বাড়ানোর দিকে মন দিতে বলেন, ‘‘দিল্লি থেকে ফিরেই প্রত্যেক সাংসদকে নিজ নিজ এলাকায় মন দিতে হবে৷