Tag Archives: Coolie

Success Story: ২০০ জনকে হারিয়ে জিতেছেন গোল্ড মেডেল, এক কুলির লড়াইয়ে কাহিনি অনুপ্রাণিত করবে আপনাকেও

ভাগ্যদেবী কখন যে কার ওপরে প্রসন্ন হবেন, তা বলা মুশকিল। তবে, প্রসন্ন তিনি শুধু তাঁদের উপরেই হয়ে থাকেন, যাঁরা কঠোর পরিশ্রম করতে পারেন। সেটাই সাধনার রীতি। এই জন্যই বোধহয় প্রবাদ কেবল উদ্যমী পুরুষের লক্ষ্মীলাভের কথা বলে। কোরবার দীপক প্যাটেলের গল্পটাও ঠিক সেরকম।

দীপক, কোরবা জেলার রেলস্টেশনে কর্মরত একজন কুলি। যিনি এখন কুলি নাম্বার ওয়ান নামে পরিচিত। দীপক উত্তরাখণ্ডের দেহরাদুনে অনুষ্ঠিত নর্থ ইন্ডিয়া ফেডারেশন কাপ পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ-২০২৪ এ রাজ্য জুড়ে খেলোয়াড়দের পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন এবং স্বর্ণপদক জিতেছেন। এই অনুষ্ঠানের আয়োজন করে অ্যামেচার পাওয়ার লিফটিং। এই কুলির আশ্চর্য কাহিনি সকলকে হতবাক করেছে। পাওয়ারলিফটিংয়ে স্বর্ণপদক পেয়ে তিনি দেশের একজন উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছেন। জেনে নেওয়া যাক তাঁর জীবনের কাহিনি।

২০০ জন খেলোয়াড়কে হারিয়ে এক নম্বর হয়েছেন: উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পঞ্জাব এবং অন্যান্য রাজ্যের ২০০ জন খেলোয়াড় এই দু’দিনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। যাতে কোরবার দীপক প্যাটেল স্কোয়াটে ১৩৫ কেজি, বেঞ্চ প্রেসে ৮৫ কেজি, ডেড লিফটে ৫৬ বছরের নীচের বিভাগে জিতেছেন। ওজনের ক্যাটাগরিতে তিনি ১৭৫ কেজি ওজন তুলেছেন। মোট ৩৯৫ কেজি ওজন উত্তোলন করে, তিনি সমস্ত অংশগ্রহণকারীদের পিছনে ফেলে সমস্ত বিভাগে স্বর্ণপদক জিতেছেন। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এখনও পর্যন্ত তিনি চারবার জাতীয় প্রতিযোগিতায় সোনা জিতেছেন এবং অনেক রাজ্য স্তরের প্রতিযোগিতায় বিজয়ীর শিরোপা জিতেছেন।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, আঁশফলের ইংরেজি কী? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন ৯০ শতাংশ

বৃদ্ধা মা ও পরিবারের উন্নতির জন্য সংগ্রাম: দীপকের স্বপ্ন কেবল পাওয়ারলিফটিংয়ে উচ্চতায় পৌঁছানো নয়, তাঁর লক্ষ্য এর বাইরেও অনেক কিছু। ক্রীড়া কোটার মাধ্যমে রেলওয়েতে সরকারি চাকরির আশা নিয়ে তিনি তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও তিন সন্তানের কঠিন পরিস্থিতির উন্নতি ঘটিয়ে জীবনযাত্রার উন্নতি করতে চান। তাঁর কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সকলেই তাঁকে কুর্নিশ জানাচ্ছেন।