Tag Archives: Cyclonic storm

Cyclone Remal Update: ফুঁসছে সাগরে! রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমল, ঝড়ের সময় কী করবেন, আর কী করবেন না, জেনে নিন

হাতে আর কিছুক্ষণ। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে আশঙ্কা, আতঙ্ক৷ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্যোগ৷ কলকাতায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
হাতে আর কিছুক্ষণ। যত সময় এগোচ্ছে ততই বাড়ছে আশঙ্কা, আতঙ্ক৷ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্যোগ৷ কলকাতায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
আবহাওয়া দফতরের খবর অনুসারে, কলকাতাতে রবিবার সন্ধ্যায় হবে তুমুল তোলপাড়। তবে সন্ধ্যা সাতটার পর হাওয়ার তাণ্ডব তুমুল হবে৷ রাত নটা নাগাদ কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাচ্ছে হাওয়া।
আবহাওয়া দফতরের খবর অনুসারে, কলকাতাতে রবিবার সন্ধ্যায় হবে তুমুল তোলপাড়। তবে সন্ধ্যা সাতটার পর হাওয়ার তাণ্ডব তুমুল হবে৷ রাত নটা নাগাদ কলকাতার উপর দিয়ে ঘণ্টায় ৯৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বয়ে যাচ্ছে হাওয়া।
সন্ধ্যা সাতটা থেকে প্রবল বেগে বইবে হাওয়া৷ সঙ্গে লাগাতার প্রবল গতিতে বৃষ্টিপাত জারি থাকবে৷ রাত বারোটা পর্যন্ত প্রবল গতিতে বয়ে যাবে হাওয়া।  ঝড়ের সময় তাই নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে এ সময় মেনে চলতে পারেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়-
সন্ধ্যা সাতটা থেকে প্রবল বেগে বইবে হাওয়া৷ সঙ্গে লাগাতার প্রবল গতিতে বৃষ্টিপাত জারি থাকবে৷ রাত বারোটা পর্যন্ত প্রবল গতিতে বয়ে যাবে হাওয়া। ঝড়ের সময় তাই নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখতে এ সময় মেনে চলতে পারেন গুরুত্বপূর্ণ কিছু বিষয়-
১. প্রথমেই, বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে বের না হওয়ার চেষ্টা করুন। যদি কোনও কারণে বাড়ির বাইরে থাকেন, তবে খোলা স্থান বা রাস্তায় না থেকে কোনো নিরাপদ স্থান বা দোকানে অবস্থান করুন।
১. প্রথমেই, বৃষ্টিপাতের সময় বাড়ির বাইরে বের না হওয়ার চেষ্টা করুন। যদি কোনও কারণে বাড়ির বাইরে থাকেন, তবে খোলা স্থান বা রাস্তায় না থেকে কোনো নিরাপদ স্থান বা দোকানে অবস্থান করুন।
২. এ সময় গাড়ি চালানো একেবারেই নিরাপদ নয়। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার পাশে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন।
২. এ সময় গাড়ি চালানো একেবারেই নিরাপদ নয়। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার পাশে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখুন।
৩. রাস্তায় খোলা তার (ক্যাবল) দেখলে তাতে হাত না দিয়ে স্থানীয় প্রশাসনকে খবর দিন। জমা জলে পা রাখবেন না, তবে বিদ্য়ুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
৩. রাস্তায় খোলা তার (ক্যাবল) দেখলে তাতে হাত না দিয়ে স্থানীয় প্রশাসনকে খবর দিন। জমা জলে পা রাখবেন না, তবে বিদ্য়ুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
৪. ঝোড়ো বৃষ্টিতে কখনোই গাছের নিচে দাঁড়ানো নিরাপদ নয়। কারণ, গাছের ডাল ভেঙে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা।
৪. ঝোড়ো বৃষ্টিতে কখনোই গাছের নীচে দাঁড়ানো নিরাপদ নয়। কারণ, গাছের ডাল ভেঙে যে কোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা।
৫. প্রবল বৃষ্টিপাতের সময় দ্রুত টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ-সহ বৈদ্যুতিক জিনিসপত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন। অন্যথায় চালু থাকা এসব ইলেকট্রনিক পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি ঘটাতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
৫. প্রবল বৃষ্টিপাতের সময় দ্রুত টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, ল্যাপটপ-সহ বৈদ্যুতিক জিনিসপত্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিন। অন্যথায় চালু থাকা এসব ইলেকট্রনিক পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি ঘটাতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
৬. বাড়তি সতর্কতা হিসেবে একটি লাইট অন রেখে বাকি লাইট ও ফ্যানের সুইচ বন্ধ রাখতে পারেন। বাড়িতে ওয়াইফাই বা ডিশ লাইন থাকলে তা-ও বিচ্ছিন্ন করে ফেলুন। সেই সঙ্গে বন্ধ করুন রাউটারের সুইচ।
৬. বাড়তি সতর্কতা হিসেবে একটি লাইট অন রেখে বাকি লাইট ও ফ্যানের সুইচ বন্ধ রাখতে পারেন। বাড়িতে ওয়াইফাই বা ডিশ লাইন থাকলে তা-ও বিচ্ছিন্ন করে ফেলুন। সেই সঙ্গে বন্ধ করুন রাউটারের সুইচ।
৭. এ সময় কোনও অবস্থায়ই বৈদ্যুতিক ডিভাইসে চার্জ দেবেন না। এতেও ডিভাইসটি নষ্ট হওয়াসহ ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা।
৭. এ সময় কোনও অবস্থায়ই বৈদ্যুতিক ডিভাইসে চার্জ দেবেন না। এতেও ডিভাইসটি নষ্ট হওয়াসহ ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা।
৮. বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো অবস্থায় কিংবা প্রবল বৃষ্টিপাতের সময় ঘরে ফোনে কথা বলাও বিপজ্জনক। এ ছাড়া বাইরে অবস্থানকালে এ অভ্যাসে হতে পারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা।
৮. বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো অবস্থায় কিংবা প্রবল বৃষ্টিপাতের সময় ঘরে ফোনে কথা বলাও বিপজ্জনক। এ ছাড়া বাইরে অবস্থানকালে এ অভ্যাসে হতে পারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঘটনা।
৯.অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে বজ্রপাতসহ প্রবল বৃষ্টিপাতের সময় লোডশেডিং হয়ে থাকে। তাই আগে থেকেই নির্দিষ্ট স্থানে রাখতে পারেন মোমবাতি, দিয়াশলাই, টর্চ, চার্জলাইট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বা ফার্স্ট এইড বক্স। মজুত কারুন অন্তত ১-২ দিনের জল।
৯.অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে বজ্রপাতসহ প্রবল বৃষ্টিপাতের সময় লোডশেডিং হয়ে থাকে। তাই আগে থেকেই নির্দিষ্ট স্থানে রাখতে পারেন মোমবাতি, দিয়াশলাই, টর্চ, চার্জলাইট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বা ফার্স্ট এইড বক্স। মজুত কারুন অন্তত ১-২ দিনের জল।
১০. ছাদ বা বারান্দায় টব থাকলে, তা সরিয়ে রাখুন। বাড়ির কাচের জানালা পিচবোর্ড দিয়ে আটকে রাখুন। এতে কাচ ভেঙে  পড়ার সম্ভাবনা কমবে।
১০. ছাদ বা বারান্দায় টব থাকলে, তা সরিয়ে রাখুন। বাড়ির কাচের জানালা পিচবোর্ড দিয়ে আটকে রাখুন। এতে কাচ ভেঙে পড়ার সম্ভাবনা কমবে।

Tauktae Cyclone: তাউকতাই-এর তাণ্ডবে তছনছ অবস্থা, দেখুন ঘূর্ণিঝড়ে আছড়ে পড়ার সময়ের ভিডিও

#মুম্বই: সোমবার প্রায় রাত ৮টার সময় গুজরাটের (Gujarat) উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে তাউকতাই (Tauktae Cyclone) ঘূর্ণিঝড় ৷ প্রায় রাত ১২ টা পর্যন্ত চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব ৷ মৌসম বিভাগের (IMD) অনুযায়ী, ঘূর্ণিঝড়ে সোমবার কারোর হতাহতের খবর পাওয়া যায়নি ৷ রাজ্য সরকারের তরফে ঘূর্ণিঝড়ের আগে প্রায় ২ লক্ষ মানুষকে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হয় ৷

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় হাওয়ার গতি ছিল প্রায় ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ ঘূর্ণিঝড় চলাকালীন বহু মানুষ ছবি তুলেছেন ও ভিডিও রেকর্ড করেছেন ৷ এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই মুহূর্তের মধ্যে  সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে  ৷


ঝড়ের দাপটে মহারাষ্ট্র ও গুজরাটের পাশাপাশি গোয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ গোয়ায় একদিন পরে আসবে বিদ্যুৎ ৷ রবিবার উপকূলবর্তী এলাকার উপর দিয়ে ঝড় যাওয়ার সময় প্রায় ৭০০ লাইট পোস্ট পড়ে গিয়েছে এবং ২০০-৩০০ট্রান্সফরমার উপড়ে গিয়ে বিপর্যস্ত বিদ্যু‍‍‍‍‍ৎ সরবরাহ ব্যবস্থা।সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ১ দিন সময় লাগবে৷